উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২০ হলো একটি নিবন্ধ তৈরি প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার উদ্দেশ্য উইকিপিডিয়ায় লিঙ্গ ব্যবধানের উন্নতি এবং দক্ষিণ এশিয়ার নারীদের জীবনী নিয়ে বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধ তৈরি করা এবং উইকিপিডিয়াতে সমতা আনা।
এই বছর এই প্রকল্পটি উইকি লাভস ফোকলোর (উইকি ভালোবাসে ভালোবাসার পুনরাবৃত্তি ২০২০) প্রকল্পটির সঙ্গে সংযুক্ত।
১ ফেব্রুয়ারি ২০২০ - ৩১ মার্চ ২০২০ (এডিটাথন শেষ হয়েছে)
- নিবন্ধ অন্তত ৩০০০ বাইট ও ৩০০ শব্দ যুক্ত হতে হবে। পুরানো নিবন্ধে কমপক্ষে ৩০০০ বাইট ও ৩০০ শব্দ যুক্ত/সম্প্রসারণ করে জমা দেয়া যাবে।
- নিন্মোক্ত তালিকাটি পরামর্শমূলক, এখানে থাকা সবগুলি নিবন্ধ ৩০০০ বাইট ও ৩০০ শব্দের শর্ত নাও পূরণ করতে পারে। প্রতিযোগিতার জন্য কেবল ৩০০০ বাইট ও ৩০০ শব্দযুক্ত নিবন্ধ অনুবাদ করুন। প্রতিযোগিতার বাইরে ইচ্ছামত যেকোনটি অনুবাদ করতে পারেন।
- যান্ত্রিক অনুবাদ গ্রহণযোগ্য নয়।
- নিবন্ধগুলি ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ ২০২০ সালের মধ্যে তৈরি বা সম্প্রসারিত করতে হবে ।
- নিবন্ধগুলি দক্ষিণ এশিয়ার প্রেম, নারী, নারীবাদ, উৎসব অনুষ্ঠান এবং লিঙ্গ বৈষম্য বিষয়ক হতে হবে।
- নিবন্ধগুলি উইকিপিডিয়ার নীতি অনুসারে সঠিক তথ্যসূত্র সহকারে তৈরি করতে হবে। নতুন নিবন্ধে বা সম্প্রসারণে কোনও কপিরাইট লঙ্ঘন এবং উল্লেখযোগ্য সমস্যা থাকা যাবে না।
- আপনি যে নিবন্ধটি অনুবাদে ইচ্ছুক সেই নিবন্ধটি যাতে অন্য কেউ অনুবাদ না করতে পারেন, সেজন্য আপনি প্রথমে নিবন্ধের দুই/তিন অনুচ্ছেদ অনুবাদ করে, নিবন্ধটি তৈরি করে নিতে পারেন। অসম্পূর্ণ নিবন্ধের সবার উপর
{{টেমপ্লেট:কাজ চলছে/উইকি লাভস উইমেন ২০২০ - উইকিপিডিয়া}} কোডটি কপি করে বসিয়ে দিন। এরপর তৈরি হওয়া নিবন্ধে আপনার সময় অনুসারে অনুবাদ যুক্ত করে শেষ করতে পারেন। আপনার অবদানের শেষে মূল পাতার {{টেমপ্লেট:কাজ চলছে/উইকি লাভস উইমেন ২০২০ - উইকিপিডিয়া}} কোডটি সরিয়ে ফেলুন।
- নতুনরা কীভাবে নিবন্ধ তৈরি করবেন তা জানার জন্য এই টিউটোরিয়ালটি দেখতে পারেন।
- কেবল বাংলা উইকির জন্য
- শীর্ষ ৫ জন নিবন্ধ তৈরিকারী টোট ব্যাগ/টি-শার্ট এবং প্রশংসাপত্র (সার্টিফিকেট) পাবে
- কমপক্ষে ৪টি নিবন্ধ তৈরিকারী সকলে পোস্টকার্ড (লে সানস পেজেস দ্বারা স্পনসরকৃত) এবং উইকিপদক পাবে
- বাংলা উইকিসহ সকল প্রকল্প মিলিয়ে
- সকল প্রকল্প মিলিয়ে ৩ জন শীর্ষ নিবন্ধ তৈরিকারীকে নিন্মলিখিত পুরস্কার দেয়া হবে:
- ১ম পুরস্কার - ৫০ ডলার
- ২য় পুরস্কার - ৩০ ডলার
- ৩য় পুরস্কার - ২০ ডলার
(ব্যাখ্যা: সকল প্রকল্প মিলিয়ে মানে বাংলা, হিন্দি, উর্দু, তামিল, মারাঠি ইত্যাদি সকল অংশগ্রহণকারী প্রকল্পের মধ্যে যিনি সবচেয়ে বেশী নিবন্ধ সৃষ্টি করবেন তিনি প্রথম হবেন। ধরুন, বাংলায় আপনি ৪৫টি নিবন্ধ লিখলেন ও হিন্দিতে আরেকজন ৬০টি লিখল, উর্দুতে আরেকজন ২০টি নিবন্ধ লিখল। তাহলে সকল প্রকল্প মিলিয়ে আপনি "দ্বিতীয়" হবেন। এই পুরস্কার পাবার জন্য বাংলায় যত পারেন, ৩০০ শব্দযুক্ত নিবন্ধ সৃষ্টি করুন।)
৩১শে মার্চের পূর্বে যেকোনো সময় আপনি নিজেকে নিবন্ধিত করতে পারেন।
উইকি লাভস উইমেন ২০২০ এ অবদান রেখেছেন? তাহলে আপনার অবদান জমা দিন।
নিম্নোক্ত তালিকাটি পরামর্শমূলক, এখানে থাকা সবগুলি নিবন্ধ ৩০০০ বাইট ও ৩০০ শব্দের শর্ত নাও পূরণ করতে পারে। প্রতিযোগিতার জন্য কেবল ৩০০০ বাইট ও ৩০০ শব্দযুক্ত দক্ষিণ এশিয়ার প্রেম, নারী, নারীবাদ, উৎসব অনুষ্ঠান এবং লিঙ্গ বৈষম্য বিষয়ক যে কোন (এমনকি এই তালিকায় না থাকলেও) নিবন্ধ অনুবাদ করুন। প্রতিযোগিতার বাইরে ছোট নিবন্ধও অনুবাদ করা যাবে।
|
---|
২০১৫ | |
---|
২০১৬ | |
---|
২০১৭ | |
---|
২০১৮ | |
---|
২০১৯ | |
---|
২০২০ | |
---|
২০২১ | |
---|
২০২২ | |
---|
২০২৩ | |
---|
২০২৪ | |
---|
২০২৫ | |
---|
|
|