নন্দিনী ঘোষাল
ভারতীয় অভিনেত্রী
নন্দিনী ঘোষাল একজন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী, নৃত্যপরিচালক ও চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৯৭ সালে চার অধ্যায় চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন। পরবর্তীতে তিনি কয়েকটি চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। তার মধ্যে কিছু সংলাপ কিছু প্রলাপ (১৯৯৯) ও সিঁথি (২০০৩) উল্লেখযোগ্য।
নন্দিনী ঘোষাল | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | লেখিকা, নৃত্যশিল্পী, নৃত্যপরিচালক ও অভিনেত্রী |
কর্ম জীবন
সম্পাদনানন্দিনী ঘোষাল একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি 'গুরু পৌশালি মুখার্জি'-এর অধীনে 'উড়িশি শাস্ত্রীয় নৃত্য' শিখেছেন। তিনি 'গুরু কেলুচরণ মহাপাত্র'-এর কাছেও শিক্ষা গ্রহণ করেন। এই সময়ে গুরু মহাপাত্রে'র নৃত্য পরিচালনায় নৃত্য-নাটকের প্রধান চরিত্রে অভিনয় শুরু করেন। তিনি 'ওয়াল্ড আর্টস কাউন্সিল'-এর একজন সদস্য, যা ইউনেস্কো-এর একটি সৌজন্য সংস্থা।
অভিনীত চলচ্চিত্র
সম্পাদনা- চার অধ্যায় (১৯৯৭)
- কিছু সংলাপ কিছু প্রলাপ (১৯৯৯)
- আকেলি (১৯৯৯)
- অন্য স্বপ্ন (২০০৩)
- ব্যাতিক্রমী (২০০৩)
- সিঁথী (২০০৩)
- কাগজের বউ (২০১১)[১]
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে নন্দিনী ঘোষাল সংক্রান্ত মিডিয়া রয়েছে।