ভানুপ্রিয়া
ভানুপ্রিয়া হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, কুচিপুড়ি নৃত্যশিল্পী এবং কণ্ঠশিল্পী। তিনি মূলত তামিল ও তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি কয়েকটি বলিউড, মালায়ালাম ও কন্নড় চলচ্চিত্রে এবং টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অভিনয় করেছেন। তামিল চলচ্চিত্র মেলা পেসুঙ্গাল (১৯৮৩) দিয়ে তার অভিনয় জীবনের শুরু হয়।[১][১] তারপরে তিনি বিখ্যাত তেলুগু চলচ্চিত্র সিতারাতে অভিনয় করেন। চলচ্চিত্রটি সে বছর শ্রেষ্ঠ তামিল ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল। তারপরে ১৯৮৫ সালে আবেশানা নামক রহস্য চলচ্চিত্রে তিনি একজন পাখি বিশেষজ্ঞের চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৮৬ সালে দোস্তি দুশমনি চলচ্চিত্রে মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অর্থাৎ বলিউডে তার অভিষেক হয়।[২]
ভানুপ্রিয়া | |
---|---|
জন্ম | মঙ্গলবামা |
পেশা |
|
দাম্পত্য সঙ্গী | আদর্শ কুশল (বি. ১৯৯৮–২০০৫) |
আত্মীয় | শান্তিপ্রিয়া (বোন) অভিনয় কুশল (বোন) গোপাল কৃষ্ণন (ভাই) |
১৯৮৮ সালে, তিনি স্বর্ণকমলম চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটি ১৯৮৮ সালে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব[৩] এবং আন আর্বর চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্যানোরোমা বিভাগে প্রদর্শিত হয়েছিল।[৪] তিনি তার চলচ্চিত্র জীবনে সেরা অভিনেত্রী বিভাগে ইন্ডিয়ান এক্সপ্রেস পুরস্কার,[৫] নন্দী পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কার - তেলুগু অর্জন করেন ।[৬][৭] ১৯৮৯ এবং ১৯৯১ সালে তাঁর অভিনীত বিখ্যাত তামিল চলচ্চিত্র আরারো আরিরারো এবং আঝাগান-এ অভিনয়ের ফলে তিনি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কারের বিশেষ পুরস্কার অর্জন করেন।[৮]
তেত্রিশ বছর ব্যাপী কর্মজীবনে, ভানুপ্রিয়া বিভিন্ন চরিত্রে একশত পঞ্চাশেরও বেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তিনটি রাজ্য নন্দী পুরস্কার, তিনটি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, দুটি সিনেমা এক্সপ্রেস পুরস্কার (দক্ষিণ), দুটি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য তিনি সাউথ ইন্ডিয়া এওয়ার্ডসের জেএফডাব্লিউ দিবস পুরস্কার, টেলিভিশনে আজীবন কৃতিত্বের জন্য জেমিনি টিভি পুরস্কারসহ অন্যান্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেন।[৯][১০]
প্রাথমিক জীবন
সম্পাদনাভানুপ্রিয়া অন্ধ্র প্রদেশের রাজমহেন্দ্রি শহরের নিকটবর্তী রাঙ্গামপেটা গ্রামে একটি তেলুগু ভাষী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম পান্ডু বাবু এবং মাতার নাম রাগমালি। তাঁর পরিবার তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে স্থায়ীভাবে বসবাস করেছে। তাঁর এক ছোট বোন রয়েছে; যার নাম শান্তিপ্রিয়া। তিনিও ১৯৯০-এর দশক থেকে চলচ্চিত্রে অভিনয় করছেন।[৯][১০]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাভানুপ্রিয়া ১৪ জুন ১৯৯৮ সালে ক্যালিফোর্নিয়ার ম্যালিবুর শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে আদর্শ কুশলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্বামী আদর্শ কুশল ছিলেন একজন 'ডিজিটাল গ্রাফিক্স' প্রকৌশলী। ২০০৩ সালে এই দম্পতির একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করে; যার নাম রাখা হয় 'অভিনয়'।[৯][১০]
ভানুপ্রিয়া ২০০৫ সালে তাঁর স্বামী আদর্শ কুশলের সাথে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে ভারতে ফিরে আসেন। নিজ দেশে ফেরার পর তিনি তাঁর অভিনয় জীবনের পুনঃসূচনা করেন। তিনি এখন তাঁর মেয়ে 'অভিনয়'কে নিয়ে চেন্নাইয়ে বাস করছেন।[১১]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাঅভিনেত্রী হিসেবে
সম্পাদনাক্রমিক নং | বছর | চলচ্চিত্রের নাম | চরিত্র | সহ-অভিনেতা | ভাষা | পরিচালক | টীকা |
---|---|---|---|---|---|---|---|
১ | ১৯৮৩ | মেল্লা পেসুঙ্গাল | উমা | বসন্ত | তামিল | ভারতী বসু | তার অভিনীত প্রথম তামিল চলচ্চিত্র। |
২ | ১৯৮৪ | সিতারা | সিতারা / কোকিলা | সুমন | তেলুগু | বংশী | তার অভিনীত প্রথম তেলুগু চলচ্চিত্র। |
৩ | ১৯৮৪ | রৌডি | গঙ্গা | কৃষ্ণম রাজু | তেলুগু | এ. মোহন গান্ধী | |
৪ | ১৯৮৪ | রামায়ণামলো ভগবতম | চন্দ্র মোহন | তেলুগু | তাতিনেনি প্রসাদ | ||
৫ | ১৯৮৪ | পালনটি পুলি | নন্দমুরি বলকৃষ্ণ | তেলুগু | তাতিনেনি প্রসাদ | ||
৬ | ১৯৮৪ | জেমস বন্ড ৯৯৯ | সুমন | তেলুগু | পি. চন্দ্রশেখর রেড্ডি | ||
৭ | ১৯৮৪ | চাদারঙ্গম | নরেশ | তেলুগু | বি. ভাস্কর রাও | ||
৮ | ১৯৮৪ | গৃহলক্ষী | স্বপ্ন প্রিয়া | মোহন বাবু | তেলুগু | বি. ভাস্কর রাও | |
৯ | ১৯৮৪ | ইল্লালে দেবাত্মা | আক্কিনেনি নাগেশ্বর রাও | তেলুগু | টি. এল. ভি. প্রসাদ | ||
১০ | ১৯৮৫ | ঝাঁসি রানী | ঝাঁসি রানী | রাজেন্দ্র প্রসাদ | তেলুগু | সত্যানন্দ | |
১১ | ১৯৮৫ | মগুদু পেল্লালু | সরোজ | নরেশ | তেলুগু | জান্ধ্যালা | |
১২ | ১৯৮৫ | মুসুগু দঙ্গা | স্বপ্না | সুমন | তেলুগু | বোনিয়া সুব্বা রাও | |
১৩ | ১৯৮৫ | বাঙ্গারু চিলুক | হেমা / চিলক | অর্জুন সারজা | তেলুগু | অনিল কুমার | দ্বৈত চরিত্রে অভিনয় করেন |
১৪ | ১৯৮৫ | প্রেমিঞ্চু পেল্লাডো | রাধা | রাজেন্দ্র প্রসাদ | তেলুগু | জান্দ্যালা | |
১৫ | ১৯৮৫ | জ্বালা | চিরঞ্জীবী | তেলুগু | রবি রাজা পিনিশেঠি | ||
১৬ | ১৯৮৫ | থেনড্রাল থুধাতা মআলার | রাজীব | তামিল | জি. পি. বালান | ||
১৭ | ১৯৮৫ | গর্জন | সুমন | তেলুগু | অনিল কুমার | ||
১৮ | ১৯৮৫ | কুটুম্বা বন্ধম | রাজেশ | তেলুগু | এম. জয় দেব | ||
১৯ | ১৯৮৫ | ইল্লালিকো পরীক্ষা | মোহন বাবু | তেলুগু | টি. এল. ভি. প্রসাদ | ||
২০ | ১৯৮৫ | আত্মাবালাম | বিশালী | নন্দমুরি বলকৃষ্ণ | তেলুগু | তাতিনেনি প্রসাদ | |
২১ | ১৯৮৫ | আমেরিকা আল্লুডু | রাধা | সুমন | তেলুগু | কে. বশু | |
২২ | ১৯৮৫ | অন্বেষণ | হেমা | কার্তিক মুথুরমণ | তেলুগু | বংশী | |
২৩ | ১৯৮৫ | বিজেতা | প্রিয়াদর্শনী | চিরঞ্জীবী | তেলুগু | কদানা রামি রেড্ডি | |
২৪ | ১৯৮৬ | ভালে মৃথ্রুলু | ভারতী | ভানু চন্দর | তেলুগু | এ. মোহন গান্ধী | |
২৫ | ১৯৮৬ | মাঞ্চি মানাসুলু | জনকি | ভানুচন্দর | তেলুগু | এ. মোহন গান্ধী | |
২৬ | ১৯৮৬ | প্রতিভাবান টুডু | কৃষ্ণ | তেলুগু | প্রভাকর রেড্ডি | ||
২৭ | ১৯৮৬ | শ্রাবণ মেঘালু | মুরালি মোহন | তেলুগু | |||
২৮ | ১৯৮৬ | কনাসীমা কুর্রাডু | জ্যোতি | অর্জুন সারজা | তেলুগু | রবিরাজা পিনিসেটি | |
২৯ | ১৯৮৬ | কাশমরা | তুলসী | রাজশেখর, রাজেন্দ্র প্রসাদ | তেলুগু | এন. বি. চক্রবর্তী | |
৩০ | ১৯৮৬ | দুস্তি দুশমনি | রেখা / শান্তি | ঋষি কাপুর, জিতেন্দ্র, রজনীকান্ত | হিন্দি | রাম রাও থাতিনেনি | তাঁর অভিনীত প্রথম হিন্দি চলচ্চিত্র |
৩১ | ১৯৮৬ | আলাপন | ঊষা | মোহন | তেলুগু | বংশী | |
৩২ | ১৯৮৬ | অপূর্ব সাহদারুলু | রোজা | নন্দমুরি বলকৃষ্ণ | তেলুগু | কে. রাঘবেন্দ্র রাও | |
৩৩ | ১৯৮৬ | অনাদিগা আদাদি | রাজেন্দ্র প্রসাদ | তেলুগু | অনিল কিশোর | ||
৩৪ | ১৯৮৬ | আনাসুয়াম্মাগারি আল্লুদু | রুক্মিণী | নন্দমুরি বলকৃষ্ণ | তেলুগু | কদান্দা রমী রেড্ডি | |
৩৫ | ১৯৮৬ | চাঁদস্তপু মঙ্গুডু | জনকি | সুমন | তেলুগু | শরৎ | |
৩৬ | ১৯৮৭ | শ্রীনিবাস কল্যনাম | ললিত | ভেঙ্কটেশ | তেলুগু | কোডি রামকৃষ্ণ | |
৩৭ | ১৯৮৭ | শংকরভম | জ্যোতি | কৃষ্ণ | তেলুগু | কৃষ্ণ | |
৩৮ | ১৯৮৭ | প্রেম সম্রাট | মধুলতা | সুমন | তেলুগু | এ. মোহন গান্ধী | |
৩৯ | ১৯৮৭ | ইনসাফ কি পুকার | রানী | ধর্মেন্দ্র, জিতেন্দ্র | হিন্দি | রমা রাও থাতিনেনি | |
৪০ | ১৯৮৭ | প্রেম দীপআলো | শরৎ বাবু | তেলুগু | সি. এস. বসু | ||
৪১ | ১৯৮৭ | চক্রবর্তী | রানী | চিরঞ্জীবী | তেলুগু | রবি রাজা পিনিশেঠি | |
৪২ | ১৯৮৭ | কার্তিক প্রণামি | অভিলাষ/ গৌরী | শোবান বাবু | তেলুগু | কদানা রমী রেড্ডি | |
৪৩ | ১৯৮৭ | খুদগার্জ | জয় সাক্সেনা | জিতেন্দ্র, শত্রুঘ্ন সিনহা | হিন্দি | রাকেশ রোশন | |
৪৪ | ১৯৮৭ | দঙ্গা মোগুদু | প্রিয়ামভদ | চিরঞ্জীবী | তেলুগু | কদানা রমী রেড্ডি | |
৪৫ | ১৯৮৭ | আল্লারি কৃষ্ণায়্যা | ললিতা | নন্দমুরি বলকৃষ্ণ | তেলুগু | নন্দকুমার রমেশ | |
৪৬ | ১৯৮৭ | জেবু দঙ্গা | বুজ্জি | চিরঞ্জীবী | তেলুগু | কদানা রমী রেড্ডি | |
৪৭ | ১৯৮৮ | মার মিটেঙ্গে | জেন্নি | জিতেন্দ্র, মিঠুন চক্রবর্তী | হিন্দি | কেওয়াল শর্মা | |
৪৮ | ১৯৮৮ | ভারতামলো বালচন্দ্রদো | ভানু | নন্দমুরি বলকৃষ্ণ | তেলুগু | কোডি রামকৃষ্ণ | |
৪৯ | ১৯৮৮ | ন্যায়ানিকি শিক্ষা | শিব কৃষ্ণ | তেলুগু | রমা রাও থাটিনেনি | ||
৫০ | ১৯৮৮ | অগ্নি কেরাতালু | ভানুরেখা | কৃষ্ণ | তেলুগু | রমা রাও থাটিনেনি | |
৫১ | ১৯৮৮ | তিরাগবড্ডা তেলুগু বিদ্যা | পদ্মা | নন্দমুরি বলকৃষ্ণ | তেলুগু | কদানা রমী রেড্ডি | |
৫২ | ১৯৮৮ | তমাচা | সীমা | জিতেন্দ্র, রজনীকান্ত | হিন্দি | রমেশ আহুজা | |
৫৩ | ১৯৮৮ | খাইদি নং ৭৮৬ | রাধা | চিরঞ্জীবী | তেলুগু | বিজয় বাপিনীডু | |
৫৪ | ১৯৮৮ | ত্রিনেত্রডু | প্রত্যুষ | চিরঞ্জীবী | তেলুগু | কদানা রমি রেড্ডি | চিরঞ্জীবীর অভিনীত শততম চলচ্চিত্র |
৫৫ | ১৯৮৮ | স্বর্ণকমলম | মীনাক্ষী | ভেঙ্কটেশ | তেলুগু | কে. বিশ্বনাথ | সেরা অভিনেত্রী বিভাগে নন্দী পুরস্কার |
৫৬ | ১৯৮৯ | সূর্য: এন এওয়েকিং | সহানো | বিনোদ খান্না | হিন্দি | ইসমাইল শরিফ | |
৫৭ | ১৯৮৯ | স্টেট রৌডি | আশা | চিরঞ্জীবী | তেলুগু | বি. গোপাল | |
৫৮ | ১৯৮৯ | ভগবান | রেখা | কৃষ্ণম রাজু | তেলুগু | সিদ্ধার্থ | |
৫৯ | ১৯৮৯ | ব্ল্যাক টাইগার | রমেশ বাবু। | তেলুগু | দাসারি নারায়ন রাও | ||
৬০ | ১৯৮৯ | দভ পেচ | সুনিতা বর্মা | জিতেন্দ্র | হিন্দি | কেওয়াল শর্মা | |
৬১ | ১৯৮৯ | গরিবন কা দাতা | নাইনা | মিঠুন চক্রবর্তী | হিন্দি | রমেশ আহুজা | |
৬২ | ১৯৮৯ | গুদাচারি ১১৭ | কৃষ্ণ | তেলুগু | কোডি রামকৃষ্ণ | ||
৬৩ | ১৯৮৯ | কাসাম বর্দি কি | অর্থি | জিতেন্দ্র | হিন্দি | শিবু মিত্র | |
৬৪ | ১৯৮৯ | অশোক চক্রবর্তী | উর্মিলা | নন্দমুরি বলকৃষ্ণ | তেলুগু | এস. এস. রবিচন্দ্রন | |
৬৬ | ১৯৮৯ | আরারো আরিরারো | মীনু | কে. ভাগ্যরাজ | তামিল | কে. ভাগ্যরাজ | তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কারের বিশেষ পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার |
৬৬ | ১৯৯০ | ঝাহরীলায় | সীমা | সঞ্জয় দত্ত , জিতেন্দ্র | হিন্দি | জ্যোতীন গোয়েল | |
৬৭ | ১৯৯০ | সিরায়িল পোথা চিন্না মালার | চিত্রা | বিজয় কান্ত | তামিল | অমির্থম | |
৬৮ | ১৯৯০ | জয়সিংহ | সুমন | তেলুগু | |||
৬৯ | ১৯৯০ | চত্রিয়ান | বানু | বিজয় কান্ত | তামিল | কে. সুভাষ | |
৭০ | ১৯৯১ | ভাবি | সীতা / কামিনী | গোবিন্দ, জুই চাওলা | হিন্দি | কিশোর ব্যাস | |
৭১ | ১৯৯১ | পুধু মানিথান | সুগান্ধী | সত্যরাজ | তামিল | মানিভান্নান | |
৭২ | ১৯৯১ | গোপুর ভাসাইলে | কল্যাণী | কার্তিক | তামিল | প্রিয়দর্শন | |
৭৩ | ১৯৯১ | শ্রী ইদুকন্ডালা স্বামী | পদ্মাবতী দেবী | অরুণ গোভিল | তেলুগু | কে. কামেশ্বর রাও | |
৭৪ | ১৯৯১ | পন্ডাট্টি সুন্না কেট্টুকানুম | ইন্দিরা | চন্দ্রশেখর | তামিল | ভি. শেখর | |
৭৫ | ১৯৯১ | আঝাগান | প্রিয়া রঞ্জন | মাম্মুটটি | তামিল | কে. বালচন্দর | তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কারের বিশেষ পুরস্কার |
৭৬ | ১৯৯১ | পিপলস এনকাউন্টার | শ্রীকান্ত | তেলুগু | এ. মোহন গান্ধী | ||
৭৭ | ১৯৯১ | ব্রহ্মা | প্রভিতা | সত্যরাজ | তামিল | কে. সুবাস | |
৭৮ | ১৯৯১ | থালাপতি | পদ্মা | রজনীকান্ত | তামিল | মণিরত্নম | |
৭৯ | ১৯৯১ | থাইপোসাম | শিবগামী | নস্সর | তামিল | ||
৮০ | ১৯৯১ | রামুদু কদু রাক্ষাসুদু | সুমন | তেলুগু | দসরি নারায়ণ রাও | ||
৮১ | ১৯৯২ | মগুদাম | ভবানী | সত্যরাজ | তামিল | প্রতাপ কে. প্রধান | |
৮২ | ১৯৯২ | ভারতান | ইঁধু | বিজয়কান্ত | তামিল | সবপতি দক্ষিণমূর্তি | |
৮৩ | ১৯৯২ | থেরকু থেরু মাচান | পরিমল | সত্যরাজ | তামিল | কে. সুবাস | |
৮৪ | ১৯৯২ | সুন্দর কান্ডম | দেইভানাই | কে. ভাগ্যরাজ | তামিল | কে ভাগ্যরাজ | |
৮৫ | ১৯৮২ | পঙ্গালি | সাইধাই তমিঝারাসি | সত্যরাজ | তামিল | কে. সুবাস | |
৮৬ | ১৯৯২ | রাজশিল্পী | দূর্গা | মোহনলাল | মালায়ালাম | আর. সুকুমারন | তাঁর অভিনীত প্রথম মালয়ালম চলচ্চিত্র |
৮৭ | ১৯৯২ | আমরণ | শিবগামী | কার্তিক | তামিল | কে. রাজেশ্বর | |
৮৮ | ১৯৯২ | কবিয়া থালাইভান | প্রিয়া / সারদ | বিজয়কান্ত | তামিল | দ্বৈত চরিত্রে অভিনয় করেন | |
৮৯ | ১৯৯২ | বনাম এল্লাই | ভানুপ্রিয়া | আনন্দ বাবু, রম্য কৃষ্ণন | তামিল | কে. বালচন্দর | একটি বিশেষ গানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত হন |
৯০ | 1992 | নীঙ্গা নাল্লা ইরুক্কানুম | অঞ্জলি | নিঝালগাল রবি | তামিল | বিশু | |
৯১ | ১৯৯৩ | কাট্টালাই | বিজয় | সত্যরাজ | তামিল | লিয়াকত আলী খান | |
৯২ | ১৯৯৩ | পরানথা বীদা পুগুনথা বীদা]] | আমুধা | শিবকুমার | তামিল | ভি. শেখর | |
৯৩ | ১৯৯৩ | ভাগৎ | সুমন | তেলুগু | সত্য রেড্ডি | ||
৯৪ | ১৯৯৩ | মহারাসান | সেলভি | কামাল হাসান | তামিল | জি. এন. রঙ্গরাজন | |
৯৫ | ১৯৯৩ | মুত্রুগাই | ডিএসপি ভবানী | করুন পান্ডিয়ান | তামিল | মনোবালা | |
৯৬ | ১৯৯৩ | রাজদুয়ারী | বিজয়কান্ত | তামিল | এস. এ. চন্দ্রশেখর | একটি বিশেষ গানে অতিথি শিল্পী হিসেবে আগমন | |
৯৭ | ১৯৩৩ | কিরাই গুন্ডা | কৃষ্ণ | তেলুগু | |||
৯৮ | ১৯৯৩ | গোকুলাম | গায়ত্রী / মেরি | অর্জুন সারজা | তামিল | বিক্রমন | |
৯৯ | ১৯৯৩ | উঝাভান | প্রভু গণেসান | তামিল | কাথির | ||
১০০ | ১৯৯৪ | রসিক | ভি. রবীচন্দ্রন | কন্নড় | দ্বাররক্ষী | তার অভিনীত প্রথম কন্নড় চলচ্চিত্র। | |
১০১ | ১৯৯৪ | ইস গুপ চুপ | রাভলি | বরুণ কুমার | তেলুগু | জান্ধ্যালা | |
১০২ | ১৯৯৪ | বঙ্গারু মঙ্গুডু | অমূল্য | সুমন | তেলুগু | ঠাম্মারেড্ডি ভরদ্বাজ | |
১০৩ | ১৯৯৫ | হাইওয়ে | মীরা | সুরেশ গোপী | মালায়ালাম | জয়রাজ | |
১০৪ | ১৯৯৫ | পেদারায়ুডু | লক্ষ্মী | মোহন বাবু | তেলুগু | রবি রাজা পিনিশেঠি | |
১০৬ | ১৯৯৫ | চক্রবর্তী | ভানু | কার্তিক | তামিল | এম. ভাস্কর | |
১০৬ | ১৯৯৬ | আঝাকিয়া রাবনান | অনুরাধা | মাম্মুট্টি | মালায়ালাম | কামাল | |
১০৭ | ১৯৯৬ | আম্মা দূর্গাম্মা | দেবী দূর্গা | শশিকুমার | তেলুগু | ||
১০৮ | ১৯৯৭ | মামা বাগুন্নাবা]] | গৌরী | রাজেন্দ্র প্রসাদ, নরেশ | তেলুগু | কোডি রামকৃষ্ণ | |
১০৯ | ১৯৯৭ | কুলাম | সুভদ্র | সুরেশ গোপি | মালায়ালাম | লেলিন রাজেন্দ্রন | |
১১০ | ১৯৯৭ | রিশ্যাস্রিঙ্গান | পূর্ণিমা | কৃষ্ণ, শ্যজুদেব | মালায়ালাম | সুরেশ উন্নিথান | |
১১১ | ১৯৯৭ | আন্নামায়্যা | পদ্মাবতী দেবী | আক্কিনেনি নাগার্জুন, সুমন | তেলুগু | কে. রাঘবেন্দ্র রাও | |
১১২ | ১৯৯৮ | থালাইমুরাই | পঞ্চবর্ণম | রাজকিরান | তামিল | রাজকিরণ | |
১১৩ | ১৯৯৮ | আহা | রাজেশ্বরী (রাজি) | রঘুভারান | তামিল | সুরেশ কৃষ্ণ | |
১১৪ | ১৯৯৮ | আহা...! | গীতা | জগপতি বাবু | তেলুগু | সুরেশ কৃষ্ণ | অতিথি অভিনেত্রী হিসেবে অভিনয় করেন |
১১৫ | ১৯৯৯ | এন্ড্রেনড্রাম কাঢাল | পূজা | বিজয় | তামিল | মনোজ ভাত্নগর | |
১১৬ | ১৯৯৯ | অনন্ত পুঙ্গাথে | বানু | কার্তিক | তামিল | রাজ কাপুর | অতিথি অভিনেত্রী হিসেবে অভিনয় করেন |
১১৭ | ২০০০ | আন্নাই | কনগমহালক্ষ্মী | নাস্সার | তামিল | ||
১১৮ | ২০০০ | ১৪ ফেব্রুয়ারি নেকলেস রোড | সুমন | তেলুগু | শ্রীনিবাস রেড্ডি | অতিথি অভিনেত্রী হিসেবে অভিনয় করেন | |
১১৯ | ২০০০ | অযোধ্যা রামায়াহ | পদ্মাবতী | শ্রীহরি | তেলুগু | চন্দ্র মহেশ | |
১২০ | ২০০০ | কোচু কোচু সন্তোষঙ্গল | মায়া বর্মা | জয়রাম | মালায়ালাম | সত্যায়ন অন্থিকাদ]] | |
১২১ | ২০০০ | দেবেরা মাগা | শিব রাজকুমার , অম্বারীশ | কন্নড় | ডি. রাজেন্দ্র বাবু | ||
১২২ | ২০০০ | জয়ম মন্দির | ভুবনেশ্বরী | ভেঙ্কটেশ | তেলুগু | এন. শঙ্কর | |
১২৩ | ২০০০ | হিন্দুস্তান দ্য মাদার | নরেশ | তেলুগু | জি. হরিবাবু | ||
১২৪ | ২০০১ | শ্রী রাজারাজেশ্বরি | দেবী পরাশক্তি | রম্য কৃষ্ণন | তামিল | ||
১২৫ | ২০০১ | থালি কাথা কালিমাম্মন | দেবী কালী | প্রভু | তামিল | ||
১২৬ | ২০০২ | সিংহদরিয়া সিংহ | ললক্ষ্মী | বিষ্ণু বর্ধন, মীনা, ওমশ্রী | কন্নড় | এস. নারায়ণ | |
১২৭ | ২০০২ | নাইনা | আঝাগু নাচিয়ার | জয়রাম | তামিল | মনু বালা | |
১২৮ | ২০০২ | লাহিরি লাহিরি লাহিরিলো | ইদু | হরি কৃষ্ণ, সুমন | তেলুগু | ওয়াইভিএস চৌধুরী | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে নন্দী পুরস্কার |
১২৯ | ২০০৪ | জয় | ভীরাপন্ডির স্ত্রী / জয়ের মা | প্রশান্ত , থ্যাগারিগান | তামিল | এস নারায়ণ | |
১৩০ | ২০০৪ | মঞ্জুপুলুরো পেঙ্কুট্টি | অরুন্ধতী | অমর্ত্য প্রকাশ, সুরেশ কৃষ্ণ | মালায়ালাম | কামাল | |
১৩১ | ২০০৪ | জোরে | মীনাক্ষী | সত্যরাজ, সিবিরাজ, গজল | তামিল | সিলভা | |
১৩২ | ২০০৪ | কদম্বা | যামিনী | ডা. বিষ্ণুবর্ধন , অবিনাশ | কন্নড় | সুরেশ কৃষ্ণ | |
১৩৩ | ২০০৪ | শ্রাবণামাসম | রাজ্যম | নন্দমুরি হরিকৃষ্ণ, কৃষ্ণ, গজল | তেলুগু | পসানি কৃষ্ণ মুরালি | |
১৩৪ | ২০০৪ | চেল্ল্যামায়ে | বিশাল কৃষ্ণ, রিমা সেন | তামিল | গান্ধী কৃষ্ণ | অতিথি শিল্পী হিসেবে কুম্মাই আদি গানটি গান | |
১৩৫ | ২০০৫ | ওরে পান্ডু | অখিলাণ্ডেশ্বরী | সচিন যশি | তেলুগু | এস. বি. কৃষ্ণ রেড্ডি | |
১৩৬ | ২০০৫ | গৌতম এসএসসি | ভানু | নবদ্বীপ | তেলুগু | অরুণ প্রসাদ | |
১৩৭ | ২০০৫ | হৃদয়তী সুক্ষিক্কান | শ্রীনাথের মা | কুঞ্চাকো বুবান, ভাবনা | মালায়ালাম | রাজেশ পিল্লাই | |
১৩৮ | ২০০৫ | ছত্রপতি | রাজ্য লক্ষ্মী | প্রবাস, শ্রেয়া | তেলুগু | এস. এস. রাজামৌলি | শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র হিসেবে নন্দী পুরস্কার |
১৩৯ | ২০০৬ | রাত্রি মাঝে | মালায়ালাম | লেলিন রাজেন্দ্রন | |||
১৪০ | ২০০৭ | ওরু পন্নু ওরু পায়ান | গঙ্গা | শরৎ বাবু | তামিল | ||
১৪১ | ২০০৭ | পল্লাধাবন | তিলক | ধানুষ | তামিল | বেত্রিমারন | |
১৪২ | ২০০৮ | মহাসংগম | নাস্সার | তেলুগু | কৃষ্ণা টোটা | ||
১৪৩ | ২০০৮ | ঠিকুজি | শক্তি | জয় বর্মা | তামিল | এ. এল. রাজা | |
১৪৪ | ২০০৪ | পেল্লাইন্ডি কানি | রাজেশ্বরী | আল্লারি নারেশ, কমলানী মুখার্জী | তেলুগু | ই. ভি. ভি. সত্য নারায়ন | |
১৪৫ | ২০০৯ | মেস্থ্রু | দেবরাজ | কন্নড় | মহাদেব | ||
১৪৬ | ২০১০ | মাই নেম ইজ অম্রুত | ভানুচন্দর | তেলুগু | ভেঙ্কট গৌরী | ||
১৫৭ | ২০১২ | ৩ (চলচ্চিত্র) | রামের মা | ধানুশ | তামিল | ঐশ্বর্য আর. ধানুষ | |
১৪৮ | ২০১২ | দাম্মু | বসুন্ধরা | এনটিয়ার জুনিয়র | তেলুগু | বয়াপতি শ্রীনু | |
১৪৯ | ২০১৩ | ছত্রপতি | সিদ্ধান্ত | কন্নড় | দীনেশ গান্ধী | ||
১৫০ | ২০১৪ | অবতারম | আক্কাম্মা | রিচার্ড ঋষি , রাধিকা কুমারস্বামী | তেলুগু | কোডি রামকৃষ্ণ | |
১৫১ | ২০১৭ | শিবলিঙ্গ | সরল | রাঘব লরেন্স, উর্বশী | তামিল | পি. ভাসু | |
১৫২ | ২০১৭ | মাঘালির মাত্তুম | রানী অমৃত কুমারী | জ্যোতিকা, ঊর্বশী, সারন্য | তামিল | ব্রহ্ম | |
১৫৩ | ২০১৮ | মহানতি | দুর্গা মাম্বা | কীর্তি সুরেশ, দুলকার সালমান | তেলুগু | নাগাশ্বিন | দ্বিভাষিক চলচ্চিত্র |
২০১৮ | নাদিগাইয়ার থিলাগাম | তামিল | |||||
১৫৪ | ২০১৮ | কাদাইকুট্টি সিঙ্গাম | পঞ্চমদেবী | কার্থি, সত্যরাজ | তামিল | পণ্ডিরাজ | |
১৫৫ | ২০২০ | আয়ালান | টিবিএ | শিবকার্থিকেয়ন, রাকুল প্রীত সিং | তামিল | আর. রবিকুমার |
ডাবিং শিল্পী হিসেবে
সম্পাদনা- উর্মিলা মাতন্ডকর - ইন্ডিয়ান (তামিল চলচ্চিত্র) - সত্য (তেলুগু)
- রম্ভা - অরুণাচলম (তেলুগু চলচ্চিত্র)
টেলিভিশন
সম্পাদনাবছর | নাম | চরিত্র | ভাষা | চ্যানেল |
---|---|---|---|---|
১৯৯১ | পেন্ন্ | তামিল | ||
১৯৯৭ | শক্তি | তামিল | সান টিভি | |
১৯৯৮ | ভাজক্কাই | তামিল | সান টিভি | |
১৯৯৮ | গোপী এভিএম | তামিল | সান টিভি | |
২০০৫ | পরান্ডা বীদা পুগুন্ডা বীদা | রাজি | তামিল | সান টিভি |
২০১২ | আহা | রাজি | তামিল | স্টার বিজয় |
২০১৭-২০১৮ | নথিচরামি | যমুনা | তেলুগু | জেমিনি টিভি |
পুরস্কার
সম্পাদনা- নন্দী পুরস্কার (১৯৮৮) - স্বর্ণা কামালাম চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে।
- ফিল্মফেয়ার পুরস্কার - তেলুগু - স্বর্ণা কমলাম চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে।
- ফিল্মফেয়ার পুরস্কার - তামিল (১৯৮৯) - আরারো আরারিও চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে।
- তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কারের বিশেষ পুরস্কার (১৯৮৯) - আড়ারো আরারিও চলচ্চিত্রে অভিনয়ের জন্য।
- তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কারের বিশেষ পুরস্কার (১৯৯১) - আঝাগান চলচ্চিত্রে অভিনয়ের জন্য।
- সিনেমা এক্সপ্রেস অ্যাওয়ার্ডস (১৯৯৬) - পেদারায়ুডু চলচ্চিত্রে অভিনয়ের জন্য।
- স্ক্রিন ভিডিওকন পুরস্কার - টেলিভিশন ধারাবাহিক শক্তির জন্য ।
- নন্দী পুরস্কার (২০০২) - লাহিড়ী লাহিড়ী লাহিরিলো চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ সহায়ক অভিনেত্রী বিভাগে।
- নন্দী পুরস্কার (২০০৫) - ছত্রপতি চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ সহায়ক অভিনেত্রী বিভাগে।
- দক্ষিণের জেএফডাব্লু দিবস (২০১২) - দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের জন্য জাস্ট ফর উইমেন ম্যাগাজিন কর্তৃক এ পুরস্কার দেওয়া হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ S.R. Ashok Kumar (১ অক্টোবর ২০০৬)। "For Bhanupriya family comes first now"। দ্য হিন্দু। ৯ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "32nd National Film Awards (PDF)" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১২।
- ↑ "Directorate of Film Festival"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৭।
- ↑ "Dance without frontiers: K Viswanath – Director who aims to revive classical arts"। ২ মে ২০১৭। ১২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০।
- ↑ Express News Service (১১ মার্চ ১৯৮৯)। "Cinema Express readers choose Agni Nakshathiram"। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। পৃষ্ঠা 4। ১১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৬।
- ↑ Vidura। C. Sarkar.। ১৯৮৯।
- ↑ - Ranjana Dave (৩০ জুন ২০১১)। "The meaning in movement"। দি এশিয়ান এজ। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১২।
- ↑ আনান্দান, 'ফিল্ম নিউজ' (২০০৪)। Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (তামিল চলচ্চিত্রের ইতিহাস এবং এর অর্জনসমূহ)। শিবাগামি পাবলিকেশনস। পৃষ্ঠা ৭৩৮।
- ↑ ক খ গ "An Interview with Bhanu Priya"। www.indolink.com। ২৩ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৭।
- ↑ ক খ গ "For actor Banupriya family comes first now"। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০।
- ↑ SRIREKHA PILLAI (১৩ সেপ্টেম্বর ২০০৪)। "ABHINAYA, Bhanupriya's new love"। দ্য হিন্দু। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ভানুপ্রিয়া (ইংরেজি)