শিল্পা রাও
শিল্পা রাও (জন্ম: অপেক্ষা রাও, ১১ এপ্রিল ১৯৮৪) হলেন একজন ভারতীয় গায়িকা। ঝাড়খণ্ডের জমশেদপুরে জন্মগ্রহণকারী শিল্পা ১৩ বছর বয়সে মুম্বইয়ে চলে যান। সেখানে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ফলিত পরিসংখ্যানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এই সময়ে তিনি তিন বছর বিজ্ঞাপনের জিঙ্গলে কণ্ঠ প্রদান করেন। কলেজে পড়াকালীন সঙ্গীত পরিচালক মিথুন শর্মা তাকে আনোয়ার (২০০৭) চলচ্চিত্রের "তোসে নয়না" গান রেকর্ডের প্রস্তাব দেন, যার মাধ্যমে শিল্পার বলিউডে নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে। তিনি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে দুটি ফিল্মফেয়ার পুরস্কার, একটি করে আইফা পুরস্কার, জি সিনে পুরস্কার ও স্ক্রিন পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন।
শিল্পা রাও | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্মনাম | অপেক্ষা রাও |
জন্ম | জমশেদপুর, ঝাড়খণ্ড, ভারত | ১১ এপ্রিল ১৯৮৪
ধরন | নেপথ্য সঙ্গীত |
পেশা | নেপথ্য সঙ্গীতশিল্পী |
বাদ্যযন্ত্র | কণ্ঠ |
কার্যকাল | ২০০৭-বর্তমান |
রাও দ্য ট্রেন (২০০৭) চলচ্চিত্রের "ও আজনবি" এবং বাচনা অ্যায় হাসিনো (২০০৮) চলচ্চিত্রের "খোদা জানে" গান দিয়ে অধিকতর খ্যাতি অর্জন করেন। দ্বিতীয় গানটির জন্য তিনি ৫৪তম ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে মনোনীত হন এবং শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে স্ক্রিন পুরস্কার অর্জন করেন। পরের বছর তিনি ইলাইয়ারাজার সুরে পা (২০০৯) চলচ্চিত্রের "উড়ি উড়ি ইত্তেফাক" গানে কণ্ঠ দিয়ে ৫৫তম ফিল্মফেয়ার পুরস্কারে আরেকবার শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে মনোনীত হন। এরপর তিনি জব তক হ্যায় জান (২০১২) চলচ্চিত্রে এ আর রহমানের সুরে "ইশ্ক শাভা", ধুম ৩ (২০১৩) চলচ্চিত্রে প্রীতম চক্রবর্তীর সুরে "মালাং", এবং ব্যাং ব্যাং! (২০১৪) চলচ্চিত্রে বিশাল-শেখরের সুরে "মেহেরবান" গানে কণ্ঠ দেন। ২০১৯ সালে ওয়ার চলচ্চিত্রের "ঘুঙরু" গানে কণ্ঠ দিয়ে শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে তার প্রথম ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। ২০২৩ সালে পাঠান চলচ্চিত্রের "বেশরম রং" গানের জন্য তিনি তার দ্বিতীয় ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাশিল্পা রাও ১৯৮৪ সালের ১১ এপ্রিল ঝাড়খণ্ড রাজ্যের জমশেদপুরে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম ছিল অপেক্ষা রাও, যা পরবর্তী কালে পরিবর্তন করে শিল্পা রাও রাখা হয়েছিল। তার ভাষ্য অনুসারে, শিল্পা নামের সাথে তিনি নিজেকে অধিক যুক্ত করতে পারেন, কারণ নামটিতে "শিল্প সম্পর্কীয়" ব্যাপার রয়েছে।[১] শৈশবে তিনি গান গাওয়া শুরু করেন। তার পিতা এস বেঙ্কট রাও তার প্রথম সঙ্গীত শিক্ষক।[২][৩] তিনি শিল্পাকে সঙ্গীতের বিভিন্ন রাগের শিক্ষা দেন। তার পিতার শিক্ষা সম্পর্কে রাও বলেন, "তার শিক্ষাদানের কৌশল ছিল রীতি বিবর্জিত, কিন্তু তা ফলপ্রসূ ছিল।"[৪] শিল্পা জমশেদপুরের লিটল ফ্লাওয়ার স্কুল ও লয়লা স্কুলে পড়াশোনা করেন। স্কুলে তিনি সমবেত সঙ্গীত দলে অংশগ্রহণ করতেন।[৫][৬] ১৯৯৭ সালে তিনি মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিপ্লোমা করার উদ্দেশ্যে তার পরিবারের সাথে মুম্বইয়ে পাড়ি জমান।[৫] ২০০৪ সালে তিনি স্থায়ীভাবে মুম্বইয়ে চলে আসেন এবং সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ফলিত পরিসংখ্যানে স্নাতকোত্তর সম্পন্ন করেন।[৪]
কর্মজীবন
সম্পাদনা২০০৭-২০০৮: কর্মজীবনের শুরু ও বাচনা অ্যায় হাসিনো
সম্পাদনাকলেজে পড়া অবস্থায় সঙ্গীত পরিচালক মিথুন শর্মার সাথে শিল্পার পরিচয় হয়, যিনি তাকে আনোয়ার (২০০৭) চলচ্চিত্রের "তোসে নয়না" গানের রেকর্ডের জন্য ডাকেন।[৭] এই গানটিকে তার সবচেয়ে নিষ্পাপ পরিবেশনা হিসেবে গণ্য করা হয়।[৮] এই গানটি সম্পর্কে রাও বলেন, "গানটি আমার খুবই প্রিয় এবং শিখেয়েছে সঙ্গীতের রোমাঞ্চ ও কৃতজ্ঞতাবোধ কি এবং কি হতে পারে।"[৯] যদিও রাও "তোসে নয়না" গানটিকে তার কর্মজীবনের প্রথম গান বলে থাকেন, কিন্তু তার চলচ্চিত্রে গান গাওয়া শুরু হয়েছিল এক আজনবি (২০০৫) চলচ্চিত্রের অর্ধ-যন্ত্রসঙ্গীত ধারার শিরোনাম গান "স্ট্রেঞ্জার অন দ্য প্রাউল" দিয়ে, এতে রাওয়ের আলাপ যুক্ত করা হয়েছিল।[১০] তিনি মিথুনের সাথে আরও দুটি চলচ্চিত্রে কাজ করেন, সেগুলো হল আগার ও দ্য ট্রেন। আগার চলচ্চিত্রের "সেহরা" গানটি সঙ্গীত সমালোচকদের নিকট থেকে নেতিবাচক সমালোচনা অর্জন করলেও দ্য ট্রেন চলচ্চিত্রে "ও আজনবি" ও "তেরি তামান্না" গান দুটি প্রশংসিত হন।[১১] রেডিফ.কমের রাজা সেন বিশেষভাবে রাওয়ের কণ্ঠের প্রশংসা করেন।[১২] সালাম-এ-ইশ্ক চলচ্চিত্রের শুটিং কালে শঙ্কর-এহসান-লায় ত্রয়ীর শঙ্কর মহাদেবন পরিচালক নিখিল আডবাণীর কাছে রাওয়ের ব্যাপারে সুপারিশ করেন, যার ফলে তিনি এই চলচ্চিত্রের "সাইয়াঁ রে" গানটিতে কণ্ঠ দেন।[১৩][১৪] সুকন্যা বর্মা রাওয়ের দুষ্টুমি পূর্ণ পরিবেশনার প্রশংসা করে বলেন, "শঙ্কর মহাদেবনের সক্রিয় উপস্থিতি সত্ত্বেও রাও নিজেকে আলাদা করতে পেরেছেন এবং ভীত ছিলেন না।"[১৫] শিল্পা পুনরায় শঙ্কর-এহসান-লায়ের সাথে হাই স্কুল মিউজিক্যাল টু-এর "অল ফর ওয়ান" গানের হিন্দি সংস্করণে কণ্ঠ দেন।[১৬]
২০১৩-বর্তমান: ফিল্মফেয়ার বিজয়
সম্পাদনাশিল্পা রাওয়ের অভিষেক ও দ্য ট্রেন চলচ্চিত্র মিথুন শর্মার সাথে কাজ করার পর তিনি ২০১৩ সালে পুনরায় তার সুরে থ্রিজি চলচ্চিত্রে অরিজিৎ সিঙের সাথে "খালবালি" গানে কণ্ঠ দেন।[১৭] এরপর তিনি প্রীতম চক্রবর্তীর সুরে শ্রীরাম চন্দ্রার ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি চলচ্চিত্রে "সুবহানআল্লাহ",[১৮] এবং ধুম ৩ (২০১৩) চলচ্চিত্রে "মালাং" গানে কণ্ঠ দেন।[১৯] রাওয়ের মতে, "মালাং" গানটি অদ্বিতীয় এবং অন্য গানের চেয়ে ভিন্ন কারণ এতে "সুফি গানের স্পর্শ" ছিল।[২০]
২০১৪ সালের শিল্পা রাওয়ের প্রথম চলচ্চিত্রের গান ছিল সৌমিক সেনের সুরে গুলাব গ্যাং-এর "গুলাবি",[২১] এরপর তিনি ব্যাং ব্যাং! (২০১৪) চলচ্চিত্রে বিশাল-শেখরের সুরে "মেহেরবান" গানে কণ্ঠ দেন।[২২] ২০১৫ সালে তিনি ববি-ইমরানের সুরায়োজনে বদমাশিয়াঁ চলচ্চিত্রের "থোড়ে সে হাম" গানে কণ্ঠ দেন। দ্য টাইমস অব ইন্ডিয়া অনুসারে, রাও মোহিত চৌহানের সংস্করণ থেকে আরও বেশি নারীসুলভ গেয়েছেন।[২৩] ২০১৯ সালে ওয়ার চলচ্চিত্রের "ঘুঙরু" গানে কণ্ঠ দিয়ে তিনি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।[২৪]
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ সেন, দেবরতি (৪ জানুয়ারি ২০১৪)। "'Meeting Hariharan, when I was 13, changed my life'"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ শাহ, জরল (২৯ মে ২০১৫)। "Pitch Perfect: Shilpa Rao" (ইংরেজি ভাষায়)। বার্ব। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ দাস, সৌমিত্র (৭ মার্চ ২০১৪)। "Rahman sir is a chatterbox: Shilpa Rao"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ ক খ "The Singing Sensation: Shilpa Rao"। স্টারডাস্ট (ইংরেজি ভাষায়)। ১৬ মার্চ ২০১৫। ৬ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ ক খ চৌধুরী, নীলাঞ্জনা ঘোষ (৭ মার্চ ২০১৪)। "Jingle route to be Salaam-E-Ishq star - Steel city girl crooning chartbusters"। দ্য টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ "From Jamshedpur to Khuda Jaane! (Page 2)" (ইংরেজি ভাষায়)। রেডিফ.কম। ২০ মে ২০০৯। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ গাঙ্গুলি, নিবেদিতা (২১ আগস্ট ২০১৫)। "Shilpa Rao, the singer with a soulful voice"। দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ সেন, দেবারতি এস (৩১ ডিসেম্বর ২০১৩)। "I feel fortunate to be part of Khuda Jaane: Shilpa Rao"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ অদিবারেকর, প্রিয়া (২৬ সেপ্টেম্বর ২০১৪)। "Straight from the heart"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ বর্মা, সুকন্যা (২৮ নভেম্বর ২০০৫)। "Ek Ajnabee has unconventional music" (ইংরেজি ভাষায়)। রেডিফ.কম। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ বিজয়কর, আর.এম. (২২ জুলাই ২০১৫)। "Singer-Composer Mithoon: Doing Music for Myself Makes Me Very Happy" (ইংরেজি ভাষায়)। ইন্ডিয়া ওয়েস্ট। ২৮ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ সেন, রাজা (২১ মে ২০০৭)। "The Train has a good groove" (ইংরেজি ভাষায়)। রেডিফ.কম। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ "From Jamshedpur to Khuda Jaane!" (ইংরেজি ভাষায়)। রেডিফ.কম। ২০ মে ২০০৯। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ ব্যানার্জি, ইন্দ্রাণী রাজখোয়া (১৮ সেপ্টেম্বর ২০১১)। "So, you wanna be a singer?"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ বর্মা, সুকন্যা (৪ ডিসেম্বর ২০০৬)। "Salaam-E-Ishq: Awesome music" (ইংরেজি ভাষায়)। রেডিফ.কম। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ "High School Musical 2 [Hindi] - Various Artists"। অলমিউজিক। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ "Watch: Khalbali Video Song from "3G" (2013) Hindi Supernatural Horror Thriller Movie Music Release" (ইংরেজি ভাষায়)। ওয়াশিংটন বাংলা রেডিং। ২৬ ফেব্রুয়ারি ২০১৩। ২২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২০।
- ↑ বসু, মোহর (১ মার্চ ২০১৪)। "Yeh Jawaani Hai Deewani Music Review" (ইংরেজি ভাষায়)। কইমই। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২০।
- ↑ আনসারি, শাহাব (২১ ডিসেম্বর ২০১৩)। "Dhoom 3 gives Pak film industry a new lease of life"। দ্য নিউ ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। ১৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২০।
- ↑ শেঠি, অক্ষত (১০ জানুয়ারি ২০১৪)। "I sang 'Malang' song with total surrender: Shilpa Rao"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২০।
- ↑ "'Gulaabi', title track of Gulaab Gang is out now"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ৫ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২০।
- ↑ পাচেচো, সুনিত্রা (২ সেপ্টেম্বর ২০১৪)। "Watch: Hrithik Roshan, Katrina Kaif sizzle in 'Meherbaan' song from 'Bang Bang'"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২০।
- ↑ ফার্নান্দেজ, কসমিন (২০ ফেব্রুয়ারি ২০১৪)। "Music Review: Badmashiyaan"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২০।
- ↑ "এবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন যেসব তারকা"। দৈনিক যুগান্তর। ১৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২০।
- ↑ "3 Idiots, Paa and Dev D: The IIFA 2010 Nominations"। কইমই। ১১ মে ২০১০। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ "Nominations for the IIFA Awards 2009"। বলিউড হাঙ্গামা। ২৯ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ শ্রীবাস্তব, সৌম্য (১৯ আগস্ট ২০২৪)। "IIFA 2024 full list of nominations: Ranbir Kapoor, Ranveer get Best Actor nods; Deepika Padukone, Alia Bhatt for Actress"। হিন্দুস্তান টাইমস। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ "IIFA 2024 full list of winners: Shah Rukh Khan and Rani Mukerji win big; Animal bags 5 awards. See photos and videos"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ২৯ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ "The 17th Zee Cine Awards 2017 Viewers Choice Awards Nominees & Winners"। Zee Cine Awards। Zee Entertainment Enterprises। ১৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ "ZEE CINE AWARDS 2020, VOTE NOW... DECIDE WHO WINS!"। Zee Cine Awards 2020 (ইংরেজি ভাষায়)। ১৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ "Zee Cine Awards 2024 full winners list: Shah Rukh Khan's Jawan wins big; Sunny Deol, Rani Mukerji, Kiara Advani honoured"। হিন্দুস্তান টাইমস। ১১ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ "54th Idea Filmfare Awards 2008 nominations"। নিউজএইটিন (ইংরেজি ভাষায়)। ১৭ ফেব্রুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ "Nominations for 55th Idea Filmfare Awards 2009 55 : Bollywood News - Bollywood Hungama"। বলিউড হাঙ্গামা (ইংরেজি ভাষায়)। ১১ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ "List of 65th Amazon Filmfare Awards 2020 Winners"। ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। ১৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ "Nominations For The 68th Hyundai Filmfare Awards 2023 With Maharashtra Tourism"। ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। ২৪ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ "Nominations for the 69th Hyundai Filmfare Awards 2024 with Gujarat Tourism: Full list out"। ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। ১৫ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ "Winners of the 69th Filmfare Awards 2024"। ফিল্মফেয়ার। ২৮ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ "Nominations for Nokia 16th Annual Star Screen Awards 2009"। বলিউড হাঙ্গামা। ৩১ ডিসেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ "Star Screen Awards 2009"। অ্যাওয়ার্ডস অ্যান্ড শোজ। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ "'Aashiqui 2' sweeps GiMA awards with six trophies"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ২১ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ ""Non-Film Music Nominations: Chevrolet GiMA Awards 2012 Powered By LR Active""। জিমা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ "ITA Award for Best Singer"। অ্যাওয়ার্ডস অ্যান্ড উইনার্স। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ "MMA Mirchi Music Awards"। মির্চি সঙ্গীত পুরস্কার। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে শিল্পা রাও (ইংরেজি)