উইকিপিডিয়া:মানবাধিকারের পক্ষে উইকি/২০২০
নিয়মাবলী
সংক্ষেপে: মানবাধিকার সম্পর্কিত নতুন নিবন্ধ তৈরি করুন, কিংবা বর্তমান নিবন্ধাবলীর মানোন্নয়ন করুন। তালিকা নিবন্ধ বিবেচিত হবে না।
- অবশ্যই প্রবেশকৃত (লগ-ইন থাকা) অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে, আইপি থেকে সম্পাদিত নিবন্ধ গ্রহণযোগ্য নয়।
- ১৫ ডিসেম্বর ২০১৯ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সময়ের মধ্যে তৈরি নিবন্ধগুলিই কেবল জমা দিতে পারবেন।
- এই তালিকা থেকে নতুন নিবন্ধ তৈরি করতে পারেন কিংবা পুরাতন নিবন্ধের মানোন্নয়ন করতে পারেন।
- পুরাতন নিবন্ধের মানোন্নয়ন-এর ক্ষেত্রে, তথ্যছক, বিভিন্ন সংযোগ বা লিংক ইত্যাদি বাদে বিদ্যমান নিবন্ধের মান অন্তত ৩,০০০ বাইট ও ৩০০ শব্দ বা তার বেশি বৃদ্ধি করতে হবে।
- তালিকা থেকে নতুন নিবন্ধ তৈরির ক্ষেত্রে প্রতিটি নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ করুন, অন্যথায় নিবন্ধটি এডিটাথনের জন্য বিবেচিত হবে না। নিবন্ধের আকার খুব বড় নয়, তাই আশা করি বাংলা উইকিপিডিয়ার মান উন্নত রাখতে নিবন্ধের সম্পূর্ণ অনুবাদ সম্পন্ন করবেন।
- আপনি তালিকার বাইরেও মানবাধিকার বিষয়ক নিবন্ধ তৈরি করতে পারবেন। তবে সেক্ষেত্রে নিবন্ধটি তথ্যসমৃদ্ধ হতে হবে এবং তথ্যছক, বিভিন্ন সংযোগ বা লিংক ইত্যাদি বাদে কমপক্ষে ৩০০ শব্দ এবং ৩০০০ বাইট বিশিষ্ট হতে হবে।
- নিবন্ধটিকে অবশ্যই উল্লেখযোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে।
- নিবন্ধে অবশ্যই উপযুক্ত তথ্যসূত্র থাকতে হবে; নিবন্ধে সন্দেহজনক বা বিতর্কিত বক্তব্যগুলি সেই নিবন্ধের তালিকাভুক্ত উদ্ধৃতি অনুযায়ী যাচাইযোগ্য হতে হবে।
- যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে নিবন্ধটি অপসারণ করা হতে পারে।
- এডিটাথনের জন্য বিবেচনার সময় নিবন্ধের গুণগত মানের ওপর জোর দেওয়া হবে। এ এডিটাথনে চার/পাঁচ লাইনের ছোট নিবন্ধ বিবেচিত হবে না।
- প্রত্যেক ব্যবহারকারী যত খুশি নিবন্ধ তৈরি করতে পারবেন।
অনুবাদ করার জন্য নিবন্ধের তালিকা
আপনার সুবিধার্থে এখানে একটি তালিকা দেয়া হয়েছে (সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধটিতে যাওয়ার পর যদি বামপাশের 'Languages' এর নিচে 'বাংলা' দেখতে পান তাহলে বুঝতে হবে নিবন্ধটি আগেই তৈরি করা হয়েছে।)
যোগ দিন
আপনি ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় এই প্রতিযোগিতায় যোগ দিতে পারেন। নতুন তৈরিকৃত নিবন্ধের সবার উপরে {{কাজ চলছে}} টেমপ্লেটটি যোগ করতে পারেন।
নিবন্ধের অনুবাদ শেষ করেছেন?
। জমাদানের সময় নিবন্ধের নামের পাশে ~~~~ যোগ করে স্বাক্ষর দিতে ভুলবেন না।
- কিরীটী রায় (মানবাধিকার কর্মী) (নতুন নিবন্ধ তৈরি) ইফতেখার নাইম (আলাপ · অবদান)
- উন্নতির অধিকার (নতুন নিবন্ধ তৈরি) Nokib Sarkar (আলাপ · অবদান)
- বয়োঃজ্যেষ্ঠ অধিকার (নতুন নিবন্ধ তৈরি) ইফতেখার নাইম (আলাপ · অবদান)
- উদ্ভিদ অধিকার (নতুন নিবন্ধ তৈরি) আবু সাঈদ (আলাপ) ০৬:১৪, ২৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
- আইনের চোখে সমতা (নতুন নিবন্ধ তৈরি) ইফতেখার নাইম ১৩:৩৭, ২৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
- বিজ্ঞান ও সংস্কৃতির অধিকার (নতুন নিবন্ধ তৈরি) - Shahriar Kabir Pavel (আলাপ) ০২:২৬, ৩০ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
- চিন্তার স্বাধীনতা (নতুন নিবন্ধ তৈরি) - ইফতেখার নাইম
- ব্যক্তি নিরাপত্তা (নতুন নিবন্ধ তৈরি) - দেলোয়ার
- ভয় থেকে স্বাধীনতা (নতুন নিবন্ধ তৈরি) - অংকন
- মায়ের অধিকার (নতুন নিবন্ধ তৈরি) - দেলোয়ার
অংশগ্রহণকারীদের তালিকা
- ANKAN (আলাপ · অবদান)
- Shahriar Islam Alvi (আলাপ · অবদান)
- ইফতেখার নাইম (আলাপ · অবদান)
- Riazul Islam BD (আলাপ · অবদান)
- খাঁ শুভেন্দু (আলাপ · অবদান)
- M.NABIL (আলাপ · অবদান)
- এম আবু সাঈদ (আলাপ · অবদান)
- Shahriar Kabir Pavel (আলাপ · অবদান)
- Ziyaurr (আলাপ · অবদান)