উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৫/ভারতের সাধারণতন্ত্র দিবস
ভারতের সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে ২০১৫ সালের ২৬শে জানুয়ারি ২৪ ঘন্টা ধরে বাংলা উইকিপিডিয়ায় একটি অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। বাংলা উইকিপিডিয়ার ইতিহাসে এটি প্রথম অনলাইন এডিটাথন।
- বিষয় - ভারতীয় প্রজাতন্ত্র গঠন, ভারতের সংবিধান ও প্রজাতন্ত্র দিবস উদযাপন
- শুরু - ভারতীয় সময় অনুসারে, ২৬শে জানুয়ারী, ০০-০১ ঘন্টা (ইউটিসি+৫:৩০)
- শেষ- ভারতীয় সময় অনুসারে, ২৬শে জানুয়ারী, ২৩-৫৯ ঘন্টা (ইউটিসি+৫:৩০)
- নতুন নিবন্ধের সংখ্যা - ১৫
- মানোন্নয়ন সম্পন্ন পুরাতন নিবন্ধের সংখ্যা - ২
কি করা হয়েছে
সম্পাদনা- ইভেন্ট পাতা তৈরী - করা হয়েছে
- সাইটনোটিশ তৈরী - করা হয়েছে
- ফেসবুক ইভেন্ট পাতা তৈরী - করা হয়েছে, লিঙ্ক
প্রস্তুতি
সম্পাদনা- এডিটাথনে অংশগ্রহণকারীরা কে কোন নিবন্ধে (নতুন বা বর্তমান) কাজ করবেন সেটা আগে থেকে ঠিক করে নিয়ে উইকিপিডিয়া আলোচনা:অনলাইন এডিটাথন/২০১৫/ভারতের সাধারণতন্ত্র দিবস#কর্মবিভাজন অংশে তালিকাভুক্ত করুন।
কি করবেন
সম্পাদনা- ভারতীয় প্রজাতন্ত্র গঠন ও ভারতের সংবিধান সংক্রান্ত নতুন নিবন্ধ তৈরী করুন।
- ভারতীয় প্রজাতন্ত্র গঠন ও ভারতের সংবিধান সংক্রান্ত পুরাতন নিবন্ধের মানোন্নয়ন করুন।
- যে নিবন্ধে হাত দিয়েছেন, তা সম্পূর্ণ করুন।
- উইকিডাটার সাহায্যে অন্যান্য ভাষার উইকিতে একই বিষয়ের নিবন্ধের সঙ্গে সংযোগ করুন।
- নিবন্ধ সম্পূর্ণ হলে আলাপ পাতায় সঠিক ভাবে গুরুত্ব ও গুণমান অনুসারে শ্রেণীভূক্ত করুন।
কি করবেন না
সম্পাদনা- অসম্পূর্ণ বা ছোট নিবন্ধ তৈরী করবেন না।
- তথ্যসূত্রবিহীন নিবন্ধ তৈরী করবেন না।
- সম্পাদনা দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন না।
নতুন নিবন্ধের তালিকা
সম্পাদনা- সিমলা সম্মেলন
- ভারতে জুনাগড়ের অন্তর্ভুক্তি
- চৌরী-চৌরা ঘটনা, ১৯২২
- লালা লাজপত রায়
- তৃতীয় মহম্মদ মহবত খানজী
- ভারতের রাজনৈতিক একত্রীকরণ
- লালা হর দয়াল
- সারে জহা সে অচ্ছা
- অন্তর্ভুক্তি দিবস (জম্মু ও কাশ্মীর)
- মহাদেব গোবিন্দ রানাডে
- ভারতীয় দন্ড বিধি
- রণবীর দন্ড বিধি
- কাশ্মীর সমস্যা
- ভারতের স্বাধীনতা বিপ্লবীদের তালিকা
মানোন্নয়নকৃত পুরাতন নিবন্ধের তালিকা
সম্পাদনাঅংশগ্রহণকারী
সম্পাদনা- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:৫৬, ১৭ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- অয়ন আলাপ ১৭:৫৮, ১৭ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- Sujay25 (আলাপ) ১৭:৫৮, ১৭ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- কল্যাণ সরকার (আলাপ) ০৭:৫৬, ১৮ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- --Santanu Chandra ০৮:৪৭, ১৮ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- ব্যা করণ (আলাপ) ০৪:১৮, ১৯ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- তন্ময় বীর (আলাপ)
- Pasaban (আলাপ) ১৪:১৪, ১৯ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- ----জয়ন্ত (আলাপ - অবদান) ১৮:৫১, ২০ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- অংকন (আলাপ) ০৬:১৭, ২৩ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- --সজিবুর (আলাপ) ০৮:১৪, ২৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- সুকান্ত (আলাপ)
- --অমৃত বর্মন (আলাপ) ০৭:২৬, ২৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)