উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৬/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস '২০১৬ উপলক্ষ্যে ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত (৯ দিন) বাংলা উইকিপিডিয়ায় ভাষা বিষয়ক নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নায়নের কাজ করা হবে। আপনিও আমাদের সাথে যোগদান করতে পারেন।
নিয়মাবলী
সম্পাদনা- নিম্নের নিবন্ধ তালিকা অনুচ্ছেদে কোন কোন নিবন্ধ তৈরি বা মানোন্নয়ন করতে হবে, সেটির তালিকা রয়েছে।
- যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদের মত অনুবাদ গ্রহণযোগ্য নয়।
- নিবন্ধ পর্যালোচনার জন্য জমা দেওয়ার প্রয়োজন নেই, আমরা এমনিতেও তালিকা পর্যবেক্ষণ করবো এবং জানতে পারবো কে, কোন নিবন্ধ তৈরি বা মানোন্নায়ন করেছেন।
- নতুন নিবন্ধ তৈরি করলে অবশ্যই সম্পূর্ণ ইংরেজি নিবন্ধটি অনুবাদ করতে হবে।
- প্রথমে নিচের অংশগ্রহণকারী অনুচ্ছেদে আপনার নাম যুক্ত করুন এবং নিবন্ধ তৈরি বা মানোন্নায়ন শুরু করুন।
- নতুনরা কীভাবে নিবন্ধ তৈরি করবেন তা জানার জন্য এই টিউটোরিয়ালটি দেখতে পারেন।
নিবন্ধ তালিকা
সম্পাদনা- নতুন তৈরি করতে হবে এমন তালিকা।
- যেগুলোর মানোন্নায়ন করতে হবে এমন তালিকা
অংশগ্রহণকারী
সম্পাদনা(এই অনুচ্ছেদে আপনার ব্যবহারকারী নাম যুক্ত করুন। নাম যুক্ত করার পূর্বে লগইন করতে ভুলবেন না।)
- --শাহাদাত সায়েম (আলাপ) ১১:০৯, ২৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
- --প্রকৌশলী এস. এ. এহসান রাজন (আলাপ) ০৯:৩৪, ১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- --Motiur Rahman Oni (আলাপ) ০৯:৩৪, ১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- --বাবলু (আলাপ) ১৪:০৬, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- --আবু সাঈদ (আলাপ) ০৪:০৭, ৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- --যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- -- Ashiq Shawon (আলাপ) ১৫:০৬, ১১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- --অভিজিৎ দাস (আলাপ) ২০:০৯, ১১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- --Happiest persoN (আলাপ) ০৯:৫৪, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- --Kazi Moitry (আলাপ) ১৭:২০, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- --মাসুম-আল-হাসান রকি (আলাপ) ১০:৫৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- --ব্যবহারকারী:MohammadGolamrabbi
- -- --Hatorininja (আলাপ) ০৬:৪৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- -- Niriho khoka (আলাপ) ১৮:২০, ১৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- -- পাভেল (আলাপ) ৭:৩৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- -- জাহিদুল (আলাপ)
- ~ মহীন (আলাপ) ১৬:১৩, ২০ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- — মাসুম ইবনে মুসা কথোপকথন ০৫:২৬, ২১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- -- Siplusinha (আলাপ) ০৫:৩০, ২১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- -- ইকবাল হোসেন (আলাপ) ০৮:২৯, ২১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- -- ♥ মুস্তাফিজুর আলাপ ০৯:৫৮, ২১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- -- বলরাম (আলাপ) ১৫:০০, ২১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- -- নাসির খান সৈকত • আলাপ • ১৯:৫২, ২১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- -- ইমন রেজা (আলাপ) ২১:২৯, ২১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- -- ফের দৌস ০৪:৩১, ২২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- --Nahid Hossain (আলাপ) ১৬:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- --কায়সার আহমাদ (আলাপ) ১৪:৫৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
পর্যালোচক
সম্পাদনা(অভিজ্ঞ যেকোন বাংলা উইকিপিডিয়ান নিবন্ধ পর্যালোচনার জন্য স্বাক্ষর করতে পারেন)
- --যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- -- Ashiq Shawon (আলাপ) ১৫:১৮, ১১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- --Nahid Hossain (আলাপ) ১৫:২৬, ১১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- -- শাহাদাত সায়েম (আলাপ) ১৫:৪৪, ১১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- --মাসুম-আল-হাসান রকি (আলাপ) ১০:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- -- নাসির খান সৈকত • আলাপ • ১৯:৫২, ২১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
নতুন তৈরি নিবন্ধ
সম্পাদনামানোন্নয়নকৃত নিবন্ধ
সম্পাদনাপ্রস্তুতি
সম্পাদনা- ইভেন্ট পাতা তৈরী - করা হয়েছে
- ফেসবুক ইভেন্ট পাতা তৈরী - করা হয়েছে, লিংক
- সাইটনোটিশ তৈরী - করা হয়েছে