থারা কল্যাণ
তারা কল্যাণ (মালয়ালম: താര കല്യാണ്) একজন ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী এবং মালয়ালম ভাষার একজন টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী। তিনি মূলধারার মালায়ালাম চলচ্চিত্র, টেলিফিল্ম এবং টেলিভিশন সিরিয়ালগুলিতে অভিনয় করেছেন।[১] এর বাইরে তিনি একজন পেশাদার ভরতনাট্যম, মোহিনীঅট্টম এবং কুচিপুড়ি নর্তকী। তিনি দূরদর্শনের (ভারতের স্থানীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল) শীর্ষস্থানীয় মোহিনীঅট্টম শিল্পী।
তারা কল্যাণ | |
---|---|
জন্ম | থারা ১ নভেম্বর, ১৯৬৭ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী, নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক |
কর্মজীবন | ১৯৮৬ - বর্তমান |
দাম্পত্য সঙ্গী | রাজারাম (৩০ জুলাই, ২০১৭) |
সন্তান | সৌভাগ্য |
পিতা-মাতা | কল্যাণকৃষ্ণান শুভলক্ষী |
সৃজনশীল মহিনিঅট্টম নৃত্যশিল্পীদের মধ্যে তিনিই প্রথম যিনি তাঁর অভিনয়ের জন্য বিখ্যাত কবিতাগুলোকে বিষয় এবং মূলভাব হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। মহিনিঅট্টমে তাঁর প্রশংসিত কিছু কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো আম্মা ( ও.এন.ভি. কুরুপ ) করুণা (কুমারানাশান) ভূথাপ্পাট্টু, যশোধরা, আনারকলি প্রভৃতি। তাঁর সাম্প্রতিক নাট্য থাথ্রি কুট্টি। তিনি এমন একজন সাহসী মহিলা যিনি উগ্র জাতীয়তাবাদীদের বিরুদ্ধে তাঁর প্রতিবাদী কণ্ঠস্বর উত্থাপন করেছিলেন। মহিনিঅট্টমের ইতিহাসে তাঁকে চিত্রিত করার ঘটনা ছিল এটিই সর্বপ্রথম। তিনি সাফল্যের সাথে ত্রিভেন্দ্রমে একটি নৃত্য প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
ব্যক্তিগত জীবন
সম্পাদনাতারা কল্যাণ জন্মগ্রহণ করেন সম্ভ্রান্ত মালয়ালী ব্রাহ্মণ পরিবারে কল্যাণ কৃষ্ণান এবং শুভলক্ষীর (মালয়ালম চলচ্চিত্র শিল্পে একজন সহযোগী অভিনেত্রী) ঘরে।[২] তার স্বামী রাজরামও ছিলেন একজন সহযোগী অভিনেতা যিনি টেলিভিশন সিরিয়ালগুলিতে ছোটখাটো ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও তিনি শহরের একটি স্থানীয় টিভি চ্যানেল প্রোগ্রামের সম্পাদক এবং স্থানীয় স্টেজ শো কোরিওগ্রাফার ছিলেন।[৩] তিনি ২০১৭ সালে মৃত্যুবরণ করেন। থারাও একজন উপস্থাপক, এবং দূরদর্শনে কিছু প্রোগ্রামে উপস্থাপনা করেছেন। তিনি কৈরালি টিভিতে জনপ্রিয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান পট্টুরুমালে বিচারক হিসেবে দায়িত্বপালন করেন। তিনি বিউটি প্যাজেন্টস জিতেছেন এবং ১৯৮৩ সালে মিসেস ত্রিভেনদ্রম নির্বাচিত হয়েছিলেন।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনা- রান কল্যাণী ....
- কবিরিন্তে দিবাসঙ্গল ....
- নেক্সট টোকেন নাম্বার ....
- লুসিফার (২০১৯) .... সাধারণ অভিভাবক
- থত্তুম্পুরাহ অচুথান (২০১৮) .... নির্মলা
- নিত্যহারিথা কমুকান (২০১৮)
- থানাহা (২০১৮) ... শুভদ্রাকাত্তি
- সুখমান ডাভিড (২০১৮) .... ডাভিডের মা
- পক্কিরি সিমন (২০১৭) .... স্ত্রী
- ইজরা (২০১৭) ... প্রিয়ার মা
- কুত্তিকালুন্ডু সুখশিক্কুকা (২০১৬)
- কাটাপ্পানাইলে হ্রিত্তিক রোশান (২০১৬) ... নিথুর আত্মীয়
- লর্ড লিভিংস্টোন ৭০০০ কান্ডি (২০১৫) ... অনন্থুর বোন
- ইভান মায়াদরমন (২০১৫) ... রাজলক্ষী
- আভারুদ ভিদু
- হারাম (২০১৫) ... ইশার মা
- আলিফ (২০১৫) ... হাজিয়ারের স্ত্রী
- অ্যাঞ্জেলস (২০১৪) ... ড. সান্দ্র ম্যারি
- পরাঙ্কিমালা (২০১৪) ... নারায়ণী
- প্রণয়কথা (২০১৪) ...
- রোজ গুইতিরিনাল (২০১৩) ... জো অ্যালেক্সের মা
- ক্যারিবিয়ান্স (২০১৩) ... কালেক্টর
- থিরুভাম্বাদি থাম্বান (২০১২) ... কানাকম্বল
- থাস্কারা লাহালা (২০১০) ... ডাক্তার
- আম্মানিলাভু (২০১০) ...
- এপ্রিল ফুল (২০১০) ... মালতী
- রিংটোন (২০১০) ... আম্মিনি
- পুথিয়া মুখাম (২০০৯) ... অঞ্জনার ফুফু
- মেঘাতীরথম (২০০৯) ... কম্পির
- থিরককথা (২০০৮) ... ড. বসন্তী
- রাপ্পাকাল (২০০৫) ... ঊর্মিলা
- পিরুমাঝাক্কালাম (২০০৪)
- উথরা (২০০৩) ... মুথুলক্ষী
- জনুভারিয়িল পুক্কুন্না রোজা (টেলিভিশন চলচ্চিত্র) - কেবলমাত্র পরিচালক
- ইউদ্ধাম (টেলিফিল্ম)
- স্টপ ভায়োলেন্স (২০০২) ... অ্যাড. পাউলি
- নিঝালকুথু (২০০২) ... মাধবী
- জীবন মশাই (২০০১) ... বিপিনানের স্ত্রী
- মুখা চিত্রম (১৯৯১) ...
- নয়নাঙ্গল (১৯৮৯) ...
- মারিক্কুন্নিলা নজান (১৯৮৮) ...
- সুখম দেবী (১৯৮৬) ...
- আম্মে ভগবতী (১৯৮৬) ... চট্টানিক্কারা দেবী
টিভি সিরিয়াল
সম্পাদনাবছর | ক্রমিক | ভূমিকা | চ্যানেল | মন্তব্য |
---|---|---|---|---|
২০১৯ | চকলেট | কওসালিয়া | (সূর্য টিভি) | শারিকা মেনন পরবর্তীতে এ ভূমিকায় অভিনয় করেন |
২০১৮-২০১৯ | থেনুম ভায়াম্বুম | পার্বতী | (সূর্য টিভি) | |
২০১৮ | প্রণয়িণী | আর্য | (মাঝাভিল মনোরমা) | |
২০১৬ | জাগ্রিথা | রাহুলের মা | (অমৃতা টিভি) | |
২০১৬-২০১৭ | কৃষ্ণাথুলাসি | পদ্মিনী ওরফে পাপাম্মাল | (মাঝাভিল মনোরমা) | |
২০১৫-২০১৭ | করুথামুথু | মল্লিকা | (এশিয়ানেট) | এশিয়ানেট টেলিভিশন অ্যাওয়ার্ড ২০১৬ সেরা চরিত্রে অভিনয়কারী (মহিলা) |
২০১৪ | ভাগ্যদেবতা | পরমেশ্বরী | (মাঝাভিল মনোরমা) | |
২০১৩ | আয়রাথিল ওরুভাল | (মাঝাভিল মনোরমা) | ||
পদসরম | (এশিয়ানেট) | |||
২০১২ | Vrindaavanam | (এশিয়ানেট) | ||
২০১১ | রান্ডামাথরাল | কোচাম্মু | (এশিয়ানেট) | |
কুণ্ডুমবায়োগাম | ||||
২০১০ | রহস্যম | (এশিয়ানেট) | ||
ইন্দ্রানিলাম | (সূর্য টিভি) | |||
২০০৯ | হ্যালো কাট্টিছাথন 2 | ভুবনসুন্দরী | (এশিয়ানেট) | প্রধান খলনায়িকা |
২০০৮ | দেবী মহাথম্যম্ | দেবী কালী | (এশিয়ানেট) | |
২০০৮ | মীরা | (এশিয়ানেট) | ||
২০০৭-২০০৮ | হ্যালো কাট্টিছাথন | ভুবনসুন্দরী | (এশিয়ানেট) | প্রধান খলনায়িকা |
২০০৭ | মান্দারাম | (কৈরালি টিভি) | ||
২০০৪ | আলিপ্পাঝাম | ( সূর্য টিভি ) | ||
কদমত্তথু কথানর | অম্বিকা | (এশিয়ানেট) | এশিয়ানেট প্লাসে পুনঃপ্রচারিত | |
মেঘাম | (এশিয়ানেট) | |||
ভারাম | ||||
অনবেশী | অমৃতা টিভি | |||
২০০৩ | স্ত্রীজন্মাম | সূর্য টিভি | ||
২০০০ | স্ত্রী | এশিয়ানেট | ||
২০০০ | মানাল নগরাম | ডিডি | কেরালা রাজ্য টেলিভিশন পুরস্কার সেরা অভিনেত্রী | |
নন্ধুনী | কেরালা রাজ্য টেলিভিশন পুরস্কার সেরা অভিনেত্রী | |||
১৯৯০-১৯৯৯ | বেত্তাহ | |||
লক্ষারছানা | ||||
মেলোত্তু কোজিয়ুন্না ইলাকাল | ||||
মায়া | ||||
শপথনী | ||||
সল্ভঞ্জিকা | ||||
গন্ধরভসন্ধ্যা |
নাটক
সম্পাদনা- মুঘাভারানাম
- কায়াঙ্গাল
টিভি শো
সম্পাদনা- ডিডি মন্টেজ (ডিডি মালয়লাম)
- স্নেহিথা (অমৃতা টিভি)
- ওন্নুম ওন্নুম মন্নু (মাঝাভিল মনোরমা)
- ২ কোটি অ্যাপল মেগা স্টার (জীবন টিভি)
- পাত্তুরুমাল (কৈরালি টিভি)
- পুলার্ককলাম (জীবন টিভি)
- নাম্মল থম্মিল (এশিয়ানেট)
- থারোদয়াম নিউ ফেস হান্ট (এশিয়ানেট)
- তামার পাতার (ফ্লাওয়ারস)
- জেবি জংশন (কৈরালি টিভি)
- ছায়া কোপপাইলে কোডুমকাট্টু (মাঝাভিল মনোরমা)
- অ্যানি'স কিচেন (অমৃতা টিভি)
- কমেডি স্টারস (এশিয়ানেট)
- স্মার্ট শো (ফ্লাওয়ারস টিভি)
- লাফিং ভিলা সিজন ২ (সূর্য টিভি)
- শ্রেষ্ঠভারতম (অমৃতা টিভি)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Thara Kalyan"। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৬।
- ↑ "Mothers deserve all honour: artiste - KERALA"। The Hindu। ২০১১-০৫-০৯। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-০২।
- ↑ www.colorvibes.in (২০১৩-০৯-০৪)। "Chatting with Dr Thara Kalyan; The dancer, actress and teacher"। Pravasi Express। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-০২।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে Thara Kalyan (ইংরেজি)