যমুনা (দ্ব্যর্থতা নিরসন)
উইকিমিডিয়ার দ্ব্যর্থতা নিরসন পাতা
(যমুনা থেকে পুনর্নির্দেশিত)
যমুনা শব্দটি দ্বারা নদীসহ নিম্নলিখিত বিষয়গুলোকে বোঝায়:
ভূগোল
সম্পাদনাযমুনা নদী দ্বারা বোঝানো যেতে পারে:
- যমুনা নদী (বাংলাদেশ), বাংলাদেশে প্রবাহিত একটি বড় নদী।
- যমুনা নদী (ভারত), ভারতে প্রবাহিত একটি নদী।
- যমুনা নদী (পশ্চিমবঙ্গ), ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রবাহিত একটি নদী।
- ছোট যমুনা নদী, বাংলাদেশের দিনাজপুর, জয়পুরহাট ও নওগাঁ এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি নদী।
- যমুনা নদী (পঞ্চগড়) বাংলাদেশের পঞ্চগড় জেলা ও ভারতের একটি নদী।
- যমুনা,নেপাল ,নেপালের একটি শহর।
ব্যক্তি
সম্পাদনা- যমুনা বোরো (জন্ম ১৯৯৭), ভারতের মহিলা মুষ্টিযোদ্ধা।
- যমুনা (অভিনেত্রী) (জন্ম ১৯৩৬), দক্ষিণ ভারতীয় অভিনেত্রী ,পরিচালক ও রাজনীতিবিদ।
- যমুনা বড়ুয়া (১৯১৯–২০০৫), অসমীয়া অভিনেত্রী।
- যমুনা দেবী (১৯২৯–২০১০), ভারতের রাজনীতিবিদ।
- যমুনা গুরুং, নেপালের ফুটবলার।
- যমুনা নিশাদ (১৯৫৩–২০১০), ভারতের রাজনীতিবিদ।
- যমুনা রাণী (জন্য ১৯৩৮), ভারতের সঙ্গীত শিল্পী। BD
প্রতিষ্ঠান
সম্পাদনা- যমুনা ব্যাংক লিমিটেড , বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক।
- যমুনা গ্রুপ, বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান।
- যমুনা টিভি, বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল।
- যমুনা অয়েল কোম্পানি, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের আওতাভুক্ত একটি প্রতিষ্ঠান।
অন্যান্য
সম্পাদনা- যমুনা সেনানিবাস , বাংলাদেশ সেনাবাহিনীর নিবাস।
- বানৌজা যমুনা