শ্রীদেবী উন্নি
শ্রীদেবী উন্নি একজন মোহিনীয়াট্টম নৃত্যশিল্পী এবং ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি মালয়ালম চলচ্চিত্র এবং টিভি ধারাবাহিকে তার কাজের জন্য সবচেয়ে বেশি পরিচিত। তিনি মনীষা উন্নির মা।[১][২]
শ্রীদেবী উন্নি | |
---|---|
পেশা | অভিনয়শিল্পী নৃত্যশিল্পী |
কর্মজীবন | ১৯৮৬ - বর্তমান |
দাম্পত্য সঙ্গী | নারায়ণন উন্নি |
সন্তান | মনীষা উন্নি |
প্রাথমিক জীবন
সম্পাদনাকেরলের কালিকটের একটি ঐতিহ্যবাহী নায়ার পরিবারে শ্রীদেবীর জন্ম হয়েছিল। যখন কেরালার নিজস্ব নৃত্যরূপ মোহিনীয়াট্টম ঔপনিবেশিক শাসনের সময় নিষেধাজ্ঞার পরে পুনর্জাগরণের মধ্য দিয়ে চলেছিল, তখন তরুণী শ্রীদেবী তাঁর নাচের দক্ষতা বাড়িয়ে তুলেছিলেন। মোহিনীয়াট্টম সম্পাদন ও প্রচারের জন্য শ্রীদেবীর অক্লান্ত প্রচেষ্টা সম্ভবত প্রতিকূলতার সাথে লড়াই করার জন্য তাঁর ক্ষমতার প্রথম দিকের লক্ষণ ছিল।[৩]
কর্মজীবন
সম্পাদনানারীদের স্বাধীন জীবনযাপনের জন্য তিনি একটি স্ক্রীন-মুদ্রণ ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীকালে তিনি চামড়ার তৈরি টাকার ব্যাগ (ওয়ালেট) বিপণন শুরু করেছিলেন এবং শেষ পর্যন্ত চামড়াজাত পণ্য প্রস্তুত করতে সাফল্যলাভ করেন। কন্যা মনীষার মর্মান্তিক মৃত্যু সত্ত্বেও, গৌরবের শীর্ষে থাকা এই খ্যাতনামা অভিনেত্রী, শ্রীদেবী মোহিনীনৃত্যোৎসবে নৃত্য উৎসব সহ বহু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কৃতিত্বের উচ্চতায় পৌঁছেছিলেন। তিনি যে পুরস্কারগুলি পেয়েছিলেন তার মধ্যে রয়েছে কর্ণাটক ও কেরালার কলাশ্রী পুরস্কার, দ্য ওম্যান অফ অব সাবস্টেন্স পুরস্কার (২০১৩), মোহিনীয়াট্টমে অবদানের জন্য আজীবন অবদান পুরস্কার (২০১৩) মহারাজা স্বাতিতিরুনাল এক্সেলেন্সি পুরস্কার (২০১৭)। [৩]
চলচ্চিত্রকর্ম
সম্পাদনা- স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিরাম না ভয়াম (২০২০), আম্মাচি চরিত্রে
- স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অন্তরাল (২০২০), মায়ের ভূমিকায়
- স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ভাইরাস (২০১৯), আবিদের মায়ের ভূমিকায়
- কুট্ট্যমামা (২০১৯) চলচ্চিত্রে জনকীর শিক্ষিকার ভূমিকায়
- ইরুপাতিওনাম নুত্তান্ডু (২০১৯) চলচ্চিত্রে থ্রেসিকুট্টি কোশি চরিত্রে
- প্রেমাঞ্জলি (২০১৮) চলচ্চিত্রেভাগী থমপুরতি চরিত্রে
- ড্রামা (২০১৮) চলচ্চিত্রে মুকুন্দনের মায়ের ভূমিকায়
- আমি (২০১৮) চলচ্চিত্রে কোচুকুট্টিম্মায়ের ভূমিকায়
- স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কথা কথা করণাম (২০১৭)
- স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শারকরা কনডু থুলাভারাম (২০১৬)
- কোচভা পাওলো আয়াপ্পা কোয়েলহো (২০১৬) চলচ্চিত্রে কোচভার মায়ের ভূমিকায়
- ওয়ান সেকেন্ড প্লিজ (২০১৫) চলচ্চিত্র
- নির্ন্নয়াকম (২০১৫) চলচ্চিত্রে আর্যের ঠাকুমার ভূমিকায়
- সেভেন্থ ডে (২০১৪) চলচ্চিত্রে এস. ভেরোনিকা চরিত্রে
- কাজিন্স (২০১৪) চলচ্চিত্রে নাগারাজনের স্ত্রী চরিত্রে
- টু নুরা উইথ লাভ (২০১৪) চলচ্চিত্রে কুঞ্জাচা চরিত্রে
- নামবোথিরি যুবাভু @ ৪৩ (২০১৩) চলচ্চিত্রে দেবকি অন্তরজানম চরিত্রে
- শ্রিংরাভেলান (২০১৩) চলচ্চিত্রে কোভিলাকম ঠামপুরতি চরিত্রে
- বাডি (২০১৩) চলচ্চিত্রে রাধা রাবিয়া চরিত্রে
- মুম্বই পুলিশ (২০১৩) চলচ্চিত্রে সাক্ষীর ভূমিকায়
- সাইলেন্স (২০১৩) চলচ্চিত্রে সংগীতার মায়ের ভূমিকায়
- মাজাবিলিনতম ভারে (২০১২) চলচ্চিত্রে
- অর্ডিনারি (২০১২) চলচ্চিত্রে ইরাভির মায়ের ভূমিকায়
- ডায়ামন্ড নেকলেস (২০১২) চলচ্চিত্রে অরুণের মায়ের ভূমিকায়
- কথা থুডারুনু (২০১০) চলচ্চিত্রে শানাবার মায়ের ভূমিকায়
- এলস্ম্মা এন্না আঁকুতি (২০১০) চলচ্চিত্রে শারদমায়ের ভূমিকায়
- পাত্তিন্তে পলাযি (২০১০) চলচ্চিত্রে শাবানা বেগম চরিত্রে
- করায়লেক্কু ওরু কদল দুরম (২০১০) চলচ্চিত্রে
- আম্মা নীলাভু (২০১০) চলচ্চিত্রে
- নীলাথামারা (২০০৯) চলচ্চিত্রে মালুভাম্মায়ের ভূমিকায়
- নিবেদ্যম (২০০৭) চলচ্চিত্রে মোহনকৃষ্ণনের মায়ের ভূমিকায়
- মায়ুখাম (২০০৫) চলচ্চিত্রে দেবায়ণি ওরফে দেবু চরিত্রে
- বাস কন্ডাক্টর (২০০৫) চলচ্চিত্রে ভবানী রামস্বামী চরিত্রে
- সফলম (২০০৩) চলচ্চিত্রে লক্ষ্মীকুট্টি চরিত্রে
- ওরু চেরু পুঞ্চিরি (২০০০) চলচ্চিত্রে রাধা চরিত্রে
- কাদভু (১৯৯১) চলচ্চিত্রে আমিনা চরিত্রে
- বীণা মেটিয়া ভিলাঙ্গুকাল (১৯৯০) চলচ্চিত্রে
- কুরুপিন্তে কানাক্কু পুস্তকোম (১৯৯০) চলচ্চিত্রে বাড়ির মালিক/প্রধান নার্স চরিত্রে
- ঋতুবেদম (১৯৮৭) চলচ্চিত্রে
- রজনাথরাম (১৯৮৬) চলচ্চিত্রে
- নখক্ষথঙ্গল (১৯৮৬) চলচ্চিত্রে
- নিনাগাগি কাদিরুভে (২০০৯) চলচ্চিত্রে শ্বেতার মায়ের ভূমিকায়
টিভি ধারাবাহিক
সম্পাদনাবছর | ধারাবাহিক | চ্যানেল | মন্তব্য |
---|---|---|---|
২০১১-২০১২ | অগ্নিপুত্রী | এশিয়ানেট | |
২০১৩-২০১৫ | সরায়ু | সূর্য টিভি | |
২০১৮-২০১৯ | অরুণদাতি | ফ্লাওয়ার টিভি |
অ্যালবাম
সম্পাদনা- আম্মক্কায়ি
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Sreedevi Unni | WEF | Women Economic Forum"। WEF। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৭।
- ↑ "Sreedevi Unni recalls accident which killed actress Monisha | Sridevi | Monisha | accident | balabhaskar | malayalam movies | celeb | death"। English.manoramaonline.com। ২০১৮-০৯-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৭।
- ↑ ক খ "Sreedevi Unni"। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২১।