এশা দেওল

ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী

এশা দেওল (জন্ম: ২ নভেম্বর ১৯৮১) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী; যিনি মূলত বলিউড চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি ২০০২ সালের কোই মেরে দিল সে পুছে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন। এশা দেওল চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়ান এবং তাঁর অভিনয় জীবনে অনেকগুলি পুরস্কার অর্জন করতে সক্ষম হন।[]

এশা দেওল
Esha Deol
২০১৫ সালে এশা দেওল
জন্ম
এশা ধর্মেন্দ্র দেওল

(1981-11-02) ২ নভেম্বর ১৯৮১ (বয়স ৪৩)
শিক্ষামিথিবাই কলেজ
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০২–বর্তমান
দাম্পত্য সঙ্গীভারত তাখতানি (২০১২–বর্তমান)
পিতা-মাতাধর্মেন্দ্র
হেমা মালিনী
আত্মীয়অহনা দেওল (বোন)
সানি দেওল (ভাই)
ববি দেওল (ভাই)
অভয় দেওল (চাচাতো ভাই)

ব্যক্তিগত জীবন

সম্পাদনা
 
এশা দেওল এবং ভারত তাখতানি তাঁদের বিবাহ অনুষ্ঠানে

এশা দেওল ১৯৮১ সালের ২ নভেম্বর তারিখে ভারতের মুম্বাই, মহারাষ্ট্র জন্মগ্রহণ করেন।[][][] তার পূর্ণ নাম হল এশা ধর্মেন্দ্র দেওল। [] এশা নামটি উপনিষদ্‌ এবং সংস্কৃত ভাষার থেকে নেওয়া হয়েছে; যার অর্থ হল "ঐশ্বরিক দয়িত" বা স্বর্গীয় ভালবাসা। তিনি বলিউড অভিনেতা ধর্মেন্দ্র এবং হেমা মালিনী এর বড় মেয়ে। তাঁর অহনা দেওল নামে একটি ছোট বোন রয়েছে। তিনি অভিনেতা সানি দেওলববি দেওল এর সম-বোন এবং অভিনেতা অভয় দেওল এর চাচাতো বোন।

এশা পাঞ্জাবিতামিল ভাষায় কথা বলতে পারেন। তিনি যখন তাঁর মা এবং বোনের সাথে কথা বলেন তখন তামিল ভাষা ব্যবহার করেন।

এশা দেওল ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি তার প্রেমিক ভারত তাখতানির (একজন ব্যবসায়ী) সাথে বিবাহের বাগদান সম্পন্ন করেন[] এবং ২০১২ সালের ২৯ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[]

অভিনয় জীৱন

সম্পাদনা

তিনি ২০০২ সালে বিনয় শুক্লার কোই মেরে দিল সে পুছে নামক চলচ্চিত্ৰে মুখ্য নায়িকার চরিত্ৰে অভিনয় করে চলচ্চিত্ৰ জগতে পদাৰ্পণ করেন। সেই চলচ্চিত্ৰে তাঁর সাথে সৈতে আফতাব শিবদাসানি, সঞ্জয় কাপুর, জয়া বচ্চন,অনুপম খেরসহ অনেকে অভিনয় করেছিলেন। চলচ্চিত্ৰটি ব্যবসায়িকভাবে অসফল ছিল। এই চলচ্চিত্ৰে তাঁর অভিনয় নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছিলেন।[] তারপরও তিনি এই চলচ্চিত্ৰের জন্য ৪৮তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে শ্ৰেষ্ঠ নবাগত অভিনেত্ৰী হন ও অন্য অনেক পুরস্কার পান।[]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
বছর চলচ্চিত্র ভূমিকা মন্তব্য
২০০২ কই মেরে দিল সে পুছে আইশা সিং ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ অভিষেক অভিনেত্রী
২০০২ না তুম জানো না হাম এশা মালহোত্রা
২০০২ ক্যা দিল নে কাহা এশা
২০০৩ কুছ তো হ্যায় তন্যা
২০০৩ চুরা লিয়া হ্যায় তুমনে তিনা খান্না
২০০৩ লক কার্গিল ডিম্পল
২০০৪ আয়ুথা এজহুথু গীতাঞ্জলি তামিল চলচ্চিত্র
২০০৪ যুবা রাধিকা
২০০৪ ধুম সীনা
২০০৫ ইনসান হীনা
২০০৫ কাল রিয়া থাপর
২০০৫ ম্যায় এইসা হি হু মায়া ত্রিবেদী
২০০৫ দাস নেহা
২০০৫ নো এন্ট্রি পুজা
২০০৫ শাদি নাম্বার ওয়ান দিয়া সাক্সিনা
২০০৬ প্যায়ারে মোহন প্রিতি
২০০৬ আনকাহি কাব্য কৃষ্ণ
২০০৭ জাস্ট ম্যারিড রিতিকা খান্না
২০০৭ ডারলিং গীতা মেনন
২০০৭ ক্যাশ পুজা
২০০৮ সানডে নিজ "কাশমাকাশ" গানে বিশেষ উপস্থিতি
২০০৮ মানি হ্যায় তোহ হানি হ্যায় নিজ "তা না না" গান বিশেষ উপস্থিতি
২০০৮ ওয়ান টু থ্রি জিয়া
২০০৮ হাইজ্যাক সায়রা
২০১১ টেল মি ও খুদা তানিয়া আর. কাপুর
২০১৫ কেয়ার অব ফুটপথ ২ মীরা কন্নাটা
কিল দেম ইয়ং হিন্দি
মাঞ্জা তেলুগু

টেলিভিশন

সম্পাদনা
বছর টেলিভিশন ভূমিকা মন্তব্য
২০১৫ এমটিভি রোডিস এক্স২ গ্যাং লীডার

পুরস্কার এবং মনোনয়ন

সম্পাদনা
বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০০৩ বলিউড মুভি অ্যাওয়ার্ডস শ্রেষ্ঠ অভিষেক অভিনেত্রী কই মেরে দিল সে পুছে বিজয়ী
ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ অভিষেক অভিনেত্রী কই মেরে দিল সে পুছে বিজয়ী
স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড নবাগত উদিয়মান অভিনেত্রী কই মেরে দিল সে পুছে
না তুম জানো না হুম
কেয়্ দিল না খা
বিজয়ী
আইফা পুরস্কার শ্রেষ্ঠ অভিষেক অভিনেত্রী -২০১২ কই মেরে দিল সে পুছে বিজয়ী
২০০৫ শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী ধুম মনোনীত

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Filmfare Awards: Winners of 2002"India Times। ২০১২-০৭-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-১১-০৬ 
  2. "Esha Deol: Know about the actor's family members on her birthday"Republic World। ২ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 
  3. "Esha Deol celebrates birthday with hubby and close friends"Mid Day। ৪ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৬ 
  4. "I want Esha to have a baby soon: Hema Malini"The Indian Express। ২ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৬ 
  5. "Esha Deol Takhtani"Penguin India। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২০ 
  6. "Esha Deol to wed in temple on June 29"। Mumbai: Indian Express। ১১ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১২ 
  7. "Esha Deol to wed in a temple"The Times Of India। ১১ জুন ২০১২। 
  8. Savera R Someshwar (১১ জানুয়ারি ২০০২)। "Can Esha act?"Rediff। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১২ 
  9. "2003 Filmfare Awards"Internet Movie Database। ২১ ফেব্রুয়ারি ২০০৩। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১২ 

বহিঃসংযোগ

সম্পাদনা