জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান এডিটাথনের উদ্দেশ্য হলো বাংলা উইকিপিডিয়ায় বাংলাদেশের বিজ্ঞান বিষয়ক শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত বিষয়াবলি এবং মহাকাশবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত নিবন্ধসমূহের সামগ্রিক মানোন্নয়ন করা। এর মাধ্যমে উইকিপিডিয়ায় বাংলা ভাষায় পাঠ্যসূচিভুক্ত বিষয়বস্তুর স্বল্পতা দূরীভূত হবে। এইবারের এডিটাথন ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হয়ে ৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত চলমান ছিল। বর্তমানে জমা দেওয়া নিবন্ধের পর্যালোচনার কাজ চলমান রয়েছে। শীঘ্রই পর্যালোচনা শেষে প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হবে।
নিয়মাবলি
প্রতিযোগিতায় অংশ নিতে অবশ্যই একটি উইকিমিডিয়া অ্যাকাউন্টে প্রবেশকৃত অবস্থায় থাকতে হবে। আপনার যদি উইকিপিডিয়ায় কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে অ্যাকাউন্ট তৈরি করতে এখানে ক্লিক করুন। যদি ইতোমধ্যে আপনার একটি অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে এখানে ক্লিক করে প্রবেশ করুন।
- এই তালিকা যেকোনো একটি নিবন্ধ বাছাই করুন। তালিকায় নামের পাশে আপনার নাম যুক্ত করুন। এর মাধ্যমেই আপনি অংশগ্রহণকারী হিসেবে বিবেচিত হবেন।
- নিবন্ধটির ইংরেজি সংস্করণটি ভালোভাবে পড়ুন। এবার বাংলা নিবন্ধটি পড়ুন। কোথায় কোথায় কাজ করতে হবে, আপনি বুঝতে পারবেন। এবারে অনুবাদ করুন। অনুবাদে সুবিধার জন্য এই নির্দেশিকাটি দেখতে পারেন।
- অনুবাদ সম্পন্ন হলে এখানে আপনার নিবন্ধ জমা দিন। প্রতিযোগিতার পর্যালোচক(গণ) যথাসময়ে নিবন্ধ পর্যালোচনা করে হালনাগাদ করবেন। প্রয়োজনীয় ক্ষেত্রে নিবন্ধে সংশোধনের দরকার হলে পর্যালোচক আপনার সাথে আলাপ পাতায় যোগাযোগ করবেন।
- নিবন্ধে আপনার যোগ করা মোট শব্দসংখ্যা হিসাব করে ফলাফল প্রস্তুত করা হবে। নিবন্ধে পূর্বে কতগুলো শব্দ ছিল, তা আমরা বিবেচনা করছি না। প্রতিটি ১০০ শব্দ যুক্ত করার জন্য আপনি ১ পয়েন্ট করে পাবেন। মনে করুন, আপনি ২টি শব্দ মুছে ১টি শব্দ যুক্ত করলেন, তাহলে ১টি শব্দের জন্য আপনার পয়েন্ট হবে ০.০১। আপনি একটি নিবন্ধের সম্পূর্ণ অনুবাদ করলে আপনার প্রাপ্ত পয়েন্টের ১০% বোনাস পাবেন। অর্থাৎ, আপনি ২০০০ শব্দ যুক্ত করে সম্পূর্ণ একটি নিবন্ধ অনুবাদ শেষ করলে আপনার মোট পয়েন্ট হবে (২০০০/১০০) + (২০০০/১০০)×(১০/১০০) = ২০ + ২ = ২২।
- অনুবাদ অবশ্যই যান্ত্রিকতা মুক্ত হতে হবে। যান্ত্রিক বা ত্রুটিযুক্ত অনুবাদ পয়েন্টের জন্য বিবেচিত হবে না।
- প্রতিযোগিতা সংক্রান্ত কোনো জিজ্ঞাসায় এখানে বার্তা রাখুন, অথবা বাংলা উইকিপিডিয়ার যেকোনো সামাজিক মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
পুরস্কার
- প্রতিযোগিতায় অংশগ্রহণের স্মারক হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হবে।
- প্রতিযোগিতায় যেকোনো একটি নিবন্ধ গৃহীত হলে আপনাকে একটি উইকিপদক প্রদান করা হবে।
- প্রতিযোগিতার শীর্ষ তিনজন ব্যবহারকারীকে বিশেষ উইকিপদক, মুদ্রিত সনদ ও শুভেচ্ছা উপহার প্রদান করা হবে।
ফলাফল
পর্যালোচক
|