উইকিপিডিয়া:উইকিপিডিয়া গণিত এডিটাথন ২০২৪
উইকিপিডিয়া গণিত এডিটাথন ২০২৪
বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ লিখন ও অনুবাদ প্রতিযোগিতা
চূড়ান্ত ফলাফলের জন্য ফলাফল পাতা দেখুন। |
উইকিপিডিয়ায় শুরু হয়েছে উইকিপিডিয়া গণিত এডিটাথন ২০২৪। যেকোনো প্রকার সাহায্যের জন্য এখানে ক্লিক করে বার্তা দিন (আপনার টেলিগ্রামে অ্যাকাউন্ট থাকলে টেলিগ্রাম গ্রুপেও জিজ্ঞেস করতে পারেন)।
- নিয়মাবলি
- অংশ নিতে আপনার অ্যাকাউন্টে প্রবেশ বা লগ-ইন করুন, আইপি থেকে করা সম্পাদনা প্রতিযোগিতায় গণ্য হবে না। অংশগ্রহণকারী পাতায় আপনার নাম যুক্ত করুন।
- এই তালিকা থেকে আপনার পছন্দমতো যেকোনো নিবন্ধ বেছে নিন এবং সংশ্লিষ্ট নিবন্ধের ইংরেজি সংস্করণ থেকে অনুবাদ করে বাংলা নিবন্ধ তৈরি করুন। তালিকাতে নেই কিন্তু আপনি লিখতে আগ্রহী এমন নিবন্ধ যুক্ত করতে এখানে প্রস্তাব দিন।
- কেবল নতুন নিবন্ধসমূহ গৃহীত হবে, পুরাতন নিবন্ধের মানোন্নয়ন গৃহীত হবে না।
- নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ করতে হবে, অসম্পূর্ণ-অর্ধ অনুবাদ গ্রহণযোগ্য হবে না।
- একসাথে সর্বোচ্চ তিনটি নিবন্ধ ধরে রাখা যাবে। একটি নিবন্ধ শেষ করে তার স্থলে আরেকটি নিবন্ধ অনুবাদের জন্য ধরা যাবে। কোন নিবন্ধ ছেড়ে দিতে চাইলে তাও করা যাবে। তবে ধরে রাখা নিবন্ধটি ৭ দিনের মধ্যে তৈরি না করা হলে সেখান থেকে নাম মুছে ফেলে তা আবার সবার জন্য পর্যালোচকগণ উন্মুক্ত করে দিবেন।
- অনুবাদ করা শেষ হলে এখানে গিয়ে জমাদান/submit বোতামে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করে নিবন্ধটি জমা দিন। এখানে আপনি অন্যান্য অংশগ্রহণকারীদের তালিকা এবং পরিসংখ্যানও দেখতে পাবেন।
- যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ ইত্যাদির মত অনুবাদ কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। যান্ত্রিক কোনো অনুবাদক ব্যবহার করলে নিজে পড়ে সংশোধন করে নিন, অনুবাদ বোধগম্য হচ্ছে কিনা নিশ্চিত করুন।
- যত খুশি নিবন্ধ অনুবাদ করা যাবে।
- নিবন্ধ পর্যালোচকগণও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন, তবে কখনোই নিজের নিবন্ধ নিজে পর্যালোচনা করা যাবে না।
- এই এডিটাথনে তৈরিকৃত নিবন্ধগুলোর আলাপ পাতায়
{{উইকিপিডিয়া গণিত এডিটাথন ২০২৪}}
টেমপ্লেট যোগ করার পরামর্শ দেয়া হচ্ছে। - পুরস্কারের বিস্তারিত দেখুন।
- পরামর্শ
- যে নিবন্ধ নিয়ে কাজ করছেন, এই তালিকায় সেটির পাশে আপনার নাম বসাতে
~~~~
চিহ্ন যোগ করুন। - অনুবাদ করার সময় উক্ত নিবন্ধের শুরুতে
{{কাজ চলছে/গণিত এডিটাথন ২০২৪}}
কোডটি বসিয়ে দিতে পারেন।
- যোগাযোগ
- নিবন্ধ প্রতিযোগিতা সম্পর্কিত যেকোনো প্রশ্নের জন্য, এখানে জিজ্ঞাসা করুন।
- পুরস্কার
- ন্যূনতম ১টি নিবন্ধ অনুবাদ করলেই আয়োজকদের পক্ষ থেকে উইকিপদক প্রদান করা হবে (এমনকি আপনি শীর্ষস্থানীয়দের মধ্যে না থাকলেও)।
- প্রথম শীর্ষ ৩ অবদানকারীকে শুভেচ্ছা উপহার হিসেবে ডিজিটাল সনদ প্রদান করা হবে।
- বি.দ্র. মোট তৈরিকৃত নিবন্ধ সংখ্যার ভিত্তিতে বিজয়ীদের ক্রম নির্ধারিত হবে।
- পর্যালোচনার জন্য জমাদান
একটি নিবন্ধের কাজ শেষ করেছেন?
অংশগ্রহণকারী
(আপনি লগ-ইন বা প্রবেশ করেননি। লগ-ইন বা প্রবেশ ব্যতীত নাম গ্রহণযোগ্য হবে না। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তবে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন।)
পর্যালোচক
- Ishtiak Abdullah (আলাপ · অবদান)
- Yahya (আলাপ · অবদান)
- Md.Farhan Mahmud (আলাপ · অবদান)