উইকিপিডিয়া:নটর ডেম কর্মশালা ও এডিটাথন ২০২০/নিবন্ধ তালিকা
নটর ডেম কর্মশালা ও এডিটাথন ২০২০
বিজ্ঞপ্তি:-
- জমাদানকৃত সবগুলো নিবন্ধ ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পর্যালোচনা করা হবে।
- ফলাফল দেওয়ার পরে আপনার সাথে যোগাযোগ করে হবে। এডিটাথনে অন্তত একটি নিবন্ধ গৃহীত হওয়া সবাইকে সনদপত্র প্রদান করা হবে। এর জন্য পূর্বে কলেজ কার্যক্রম স্বাভাবিক হতে হবে, সুতরাং ধৈর্য ধারণের জন্য আপনাকে ধন্যবাদ।
- পর্যালোচনার ফলাফলের ব্যাখ্যা:
- গৃহীত মানে নিবন্ধটি এডিটাথনের নিয়মাবলী পূরণ করেছে, তাই এডিটাথনে গ্রহণ করা হয়েছে।
- স্থগিত মানে নিবন্ধটির অনুবাদে ত্রুটি রয়েছে, বা এডিটাথনের নিয়মাবলী পূরণ করেনি, এ কারণে ঐ নিবন্ধটি এডিটাথনের জন্য গ্রহণযোগ্য হবে না।। স্থগিত-এর পরে যান্ত্রিক লেখা থাকার অর্থ নিবন্ধটির অনুবাদ বোধগম্য না, কারণ তা গুগল ট্রান্সলেটর বা অনুরূপ কিছু ব্যবহার করে অনুবাদ করা হয়েছে। স্থগিত-এর পরে অসম্পূর্ণ লেখা থাকার অর্থ নিবন্ধটির অনুবাদ শেষ হয়নি; অর্থাৎ ইংরেজি নিবন্ধে আরো কিছু অংশ ছিল যা আপনি বাংলায় অনুবাদ করেননি।
- বন্ধনীর মধ্যে যিনি পর্যালোচনা করেছেন তার নাম/ব্যবহারকারী নাম উল্লেখিত আছে।
- আরও কিছু জানতে চান? এখানে ক্লিক করে বার্তা রাখুন।
অংশগ্রহণকারীদের প্রতি: বাংলা লালকালিযুক্ত নিবন্ধে ক্লিক করলে পরেই নিবন্ধ সৃষ্টিকারী পাতায় চলে যাবেন। ইংরেজি নীলকালিবিশিষ্ট লিঙ্কে ক্লিক করে নিবন্ধটি দেখে নিয়ে অনুবাদ করতে পারেন। কাজ করছেন কলামে অবশ্যই ~~~
ব্যবহার করে স্বাক্ষর করবেন। নিবন্ধ তৈরি সম্পূর্ণ হলে জমাদানকৃত? কলামে হ্যাঁ লিখুন। একজন স্বেচ্ছাসেবক আপনার নিবন্ধ পর্যালোচনা করে অবস্থা কলামে মন্তব্য করবেন। ধন্যবাদ।
ছড়া
সম্পাদনাব্যক্তি
সম্পাদনাইন্টারনেট মিম
সম্পাদনাস্থান
সম্পাদনাবই-সংবাদপত্র
সম্পাদনাবাংলা | ইংরেজি | কাজ করছেন | জমাদানকৃত? | অবস্থা |
---|---|---|---|---|
বাগদাদ বুলেটিন | Baghdad Bulletin | Saiful Islam Rafti | হ্যাঁ | গৃহীত (অংকন) |
কারেন্ট বুকস | Current Books | সজল পোদ্দার | হ্যাঁ | গৃহীত (অংকন) |
বিসিএন সপ্তাহ | BCN Week | Md Taif-Ul-Alam | হ্যাঁ | গৃহীত (আফতাব) |
আমেরিকাস কোয়ার্টারলি | Americas Quarterly | Neyamul Islam Rhythm | হ্যাঁ | স্থগিত (যান্ত্রিক) |
ওয়ান ফিশ, টু ফিস, রেড ফিশ, ব্লু ফিশ | One Fish, Two Fish, Red Fish, Blue Fish | |||
আ সেলিব্রেশন অব হ্যারি পটার | A Celebration of Harry Potter | সজল পোদ্দার | হ্যাঁ | এখানে দেখুন |
অ্যামেরিকান ভিশনস | American Visions | Anirban Maitra Abir | হ্যাঁ | গৃহীত (গোলাম মুকিত) |
দ্যা পাইওনিয়ার (ভারত) | The Pioneer (India) | Anirban Maitra Abir | হ্যাঁ | গৃহীত (গোলাম মুকিত) |
লাল চাকা (সাহিত্য) | The Red Wheel | Anirban Maitra Abir | হ্যাঁ | গৃহীত (গোলাম মুকিত) |
দ্য মিস্ট্রিয়াস স্ট্রেঞ্জার | The Mysterious Stranger | |||
জিম (হাক্লবেরি ফিন্) | Jim (Huckleberry Finn) |