গ্লেসাইল নুরায়ুম প্লেটাইল কুরিয়াম
গ্ল্যাসাইল নুরায়ুম প্লেটাইল কুরিয়াম, সংক্ষেপে জিএনপিসি (অনুবাদ: "গ্লাসে বুদবুদ এবং এবং থালায় তরকারি")[১] ২০১৭ সালের ১লা মে তৈরি হওয়া কেরালা, ভারত ভিত্তিক একটি গুপ্ত ফেসবুক গ্রুপ। [২] এই খাদ্য, পানীয় এবং ভ্রমণ বিষয়ক গ্রুপটি দাতব্য কাজেও অংশগ্রহণ করে থাকে।[৩] এই গ্রুপটির ওপর কেরালা সরকারের অ্যালকোহল ব্যবহারের প্রচার ও অন্যান্য নিয়ম ভাঙ্গার দায়ে নেয়া কঠোর ব্যবস্থার পরিপ্রেক্ষিইতে গ্রুপটি সকলের মনোযোগ আকর্ষণ করে।
প্রেক্ষাপট
সম্পাদনাজিএনপিসি ফেসবুক গ্রুপের প্রশাসকদের অ্যালকোহলের ব্যবহার উৎসাহিত করার অভিযোগে সংশ্লিষ্ট সরকারী আবগারি বিভাগের কর্মকর্তারা অভিযুক্ত ও জিজ্ঞাসাবাদ করে।[৪] ভারতীয় আবগারি কমিশনার রিশিরাজ সিং এ বিষয়ে ব্যবস্থা নেন।[৫] গ্রুপটির একাধিক পোস্ট অ্যালকোহলের ব্যবহারকে উৎসাহিত করার অপরাধে অভিযুক্ত হয়।[৩] গ্রুপটির প্রতিষ্ঠাতা প্রশাসক টি এল অজিত কুমার (মুথ্রেশ) অপ্রাপ্তবয়স্কদের সামনে অ্যালকোহল ব্যবহার এবং মদজাতীয় দ্রব্য সরবরাহকারী অননুমোদিত সংস্থাকে সংঘবদ্ধ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়।[৬] তাঁর স্ত্রী বিনিতাও গ্রুপটির একজন প্রসাসক ছিলেন। পুলিশি ব্যবস্থা গ্রহণের সময় গ্রুপতিতে আনুমানিক ১৭ লক্ষ সদস্য ছিলেন এবং এর প্রেক্ষিতে এই গ্রুপের প্রচুর নকল বা কপিক্যাট গ্রুপ তৈরি হতে থাকে।[৪] ভারতীয় আবগারি বিভাগ এবং পুলিশের সাইবার সেল ফেসবুককে গ্রুপটি সরিয়ে নেবার অনুরোধ করলেও তা উপেক্ষা করা হয়।[৭] যদিও কিছু গণমাধ্যমে গ্রুপটি সরিয়ে নেয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ করা হয়[৪], এবং গ্রুপটি কঠোর প্রশাসনিক নজরদারিতে চালু রাখা হয়।[৮][৯]
জিএনপিসি সর্বোচ্চ সদস্য সংখ্যাবিশিষ্ঠ গোপনীয় গ্রুপগুলোর একটি।[৮] গ্রুপটি এর বিশ্বরেকর্ডের দাবি করে থাকে। একইসাথে এরা কোনো একটি ফেসবুক পোস্টে সর্বোচ্চ সংখ্যক কমেন্টের বিশ্ব রেকর্ডের দাবিও করে থাকে।[১০] যদিও দাবিগুলোর সপক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়না।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Kerala FB group booked for promoting liquor consumption"। Deccan Herald। ১০ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯।
- ↑ "'ഗ്ലാസിലെ നുര..'യില് 17 ലക്ഷം അംഗങ്ങള്; ഫെയ്സ്ബുക്ക് ഗ്രൂപ്പ് സര്ക്കാര് നിരീക്ഷണത്തില് (1.7 million members in GNPC: Facebook group under government watch)" (মালায়ালাম ভাষায়)। Malayala Manorama। ৬ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯।
- ↑ ক খ "Crackdown on Kerala FB Group for Promoting Alcohol Use, Members Cry Foul"। News18। ১০ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯।
- ↑ ক খ গ "Kerala: Excise shuts down FB page for liquor tales, members cry foul"। The Indian Express। ১০ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯।
- ↑ "മദ്യപാനത്തെ പ്രോത്സാഹിപ്പിക്കുന്നു: ജിഎന്പിസി അഡ്മിനെതിരെ കേസ് എടുത്തു (Case against GNPC admin for promoting alcohol use)" (মালায়ালাম ভাষায়)। Mathrubhumi। ৭ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯।
- ↑ "Admin of GNPC Facebook group held"। The Times of India। ২৪ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯।
- ↑ "ജിഎൻപിസി കേസ്: ഗ്രൂപ്പ് അഡ്മിനെതിരെ ലുക്കൗട്ട് നോട്ടിസിന് പൊലീസ് തീരുമാനം (GNPC case: Police decides to put up lookout notice against group admin)" (মালায়ালাম ভাষায়)। Malayala Manorama। ১৭ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯।
- ↑ ক খ "കേരള പോലീസിന്റെ ഫെയ്സ്ബുക്ക് പേജിന് പിന്തുണയുമായി ജിഎന്പിസി (GNPC in support of the Kerala Police Facebook page)" (মালায়ালাম ভাষায়)। Mathrubhumi। ২৪ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯।
- ↑ "ഗ്ലാസിലെ നുരയും പ്ലേറ്റിലെ കറിയും: ഗ്രൂപ്പ് അഡ്മിനോട് ചോദ്യം ചെയ്യലിന് ഹാജരാകാൻ നിർദേശം (GNPC group admin suggested to appear for questioning)" (মালায়ালাম ভাষায়)। Malayala Manorama। ১৫ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯।
- ↑ "കുന്നോളം കമന്റുകളുമായി ജിഎന്പിസി ഗ്രൂപ്പ് റെക്കോര്ഡ് ബുക്കില് (GNPC group enters the record books with a mountain of comments)" (মালায়ালাম ভাষায়)। Asianet news। ৭ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৯।