গেট'অ্যাল পুকুর একটি ছোট অতিলবণাক্ত লেক যেটি ডালল আগ্নেয়গিরির নিকট ডানাকিল ডিপ্রেশনে (আফার, ইথিওপিয়া) অবস্থিত। এটি একটি টেকটনিক প্লেটের নিকট অবস্থিত । যে কারণে এর মধ্যভাগ থেকে উত্তাপ ও বাষ্প উৎপন্ন হয়ে থাকে। এই পুকুরের লবণাক্ত পানি মোট পানির ৪৩%। পানির ধরন অনুযায়ী এটা বিশ্বের সবচাইতে লবণাক্ত পানি বলা হয়ে থাকে[]

গেট'আ্যল পুকুর
General view
Location of the hypersaline lake in Ethiopia.
Location of the hypersaline lake in Ethiopia.
গেট'আ্যল পুকুর
অবস্থানআফার রিজিওন, ইথিওপিয়া
স্থানাঙ্ক১৪°১২′৪৮″ উত্তর ৪০°১৯′১৭″ পূর্ব / ১৪.২১৩৩৩° উত্তর ৪০.৩২১৩৯° পূর্ব / 14.21333; 40.32139
ধরনপ্রাকৃতিক অতি লবণাক্ত লেক
প্রাথমিক বহিঃপ্রবাহনেই
সর্বাধিক দৈর্ঘ্য৬০ মি (২০০ ফু)
সর্বাধিক প্রস্থ৪০ মি (১৩০ ফু)
লবণাক্ততা৪৩৩ গ্রাম/কেজি
পুকুরের মধ্যকার উত্তপ্ত জায়গা

অবস্থান ও উৎপত্তি

সম্পাদনা

এই গেটে'অ্যাল পুকুরটি ডালোল আগ্নেয়গিরির প্রায় ৪ কিলোমিটার (২.৫ মা) দক্ষিণ দিকে অবস্থিত। পুকুরটি অর্ধচন্দ্রাকৃতি যার ব্যাস প্রায় ৬০ মিটারের মতো । ৬০ মিটার (২০০ ফু)।

এবং স্থানীয় আদিবাসীদের ভাষ্যমতে ২০০৫ সালের জানুয়ারিতে ঘটা একটি ভূমিকম্পের ফলে এখানে অগ্নুৎপাত হয়েছিল এবং যার কারণে এই উত্তপ্ত পুকুরটি সৃষ্টি হয়।[] এই পুকুরের তাপমাত্রা প্রায় ৫০–৫৫ °সে (১২২–১৩১ °ফা) , যা স্বাভাবিক পরিবেশের তাপমাত্রা থেকে বেশ গরম এবং উত্তপ্ত ।[]

পানির গঠন ও উপাদান

সম্পাদনা

গেট'ল পুকুরটির মূল উপাদান গুলোর মধ্যে রয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড (CaCl2) ২.৭২ মোল/কেজি ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড (MgCl2) ১.৪২ মোল/কেজি। এবং সোডিয়াম , পটাশিয়াম এবং নাইট্রোজেন ডাই অক্সাইডNa+, K+ ,NO2 আয়নও রয়েছে। লবনাক্ত পদার্থের মোট পরিমাণ ৪৩৩ গ্রাম/কেজি যা ৪৩.৩%। এবং এটি আয়রনে ফেরিক Fe3+ এবং ক্লোরিন আয়ন Clউৎপাদন করে যা, পুকুরটির রঙ হলুদ করে তুলেছে। []

পুকুরটির আশেপাশে সবসময়ই বুদবুদ উৎপন্ন হয়, যার ফলে এখানে কার্বন ডাই অক্সাইড CO2 উৎপন্ন হয়, যা খুবই ক্ষতিকর একটি গ্যাস । এই জন্য পুকুরের আশেপাশে বিভিন্ন প্রাণী এবং পাখির মৃতদেহ পাওয়া গেছে বলে জানা যায়। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Perez, Eduardo; Chebude, Yonas (এপ্রিল ২০১৭)। "Chemical Analysis of Gaet'ale, a Hypersaline Pond in Danakil Depression (Ethiopia): New Record for the Most Saline Water Body on Earth"। Aquatic Geochemistry23 (2): 109–117। ডিওআই:10.1007/s10498-017-9312-z 
  2. Master, Sharad (২০১৬)। "Gaet'ale - a reactivated thermal spring and potential tourist hazard in the Asale salt flats, Danakil Depression, Ethiopia"Journal of Applied Volcanology5: 1–9। ডিওআই:10.1186/s13617-015-0042-x । সংগ্রহের তারিখ ১৫ মে ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. Fox-Skelly, Jasmin (৪ আগস্ট ২০১৭)। "In Earth's hottest place, life has been found in pure acid"BBC Future। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৮