রেইন রেইন গো অ্যাওয়ে

রেইন রেইন গো অ্যাওয়ে হল ইংরেজি ভাষার একটি জনপ্রিয় নার্সারি ছড়ারাউড ফোক সং ইন্ডেক্সে এর নং হল ১৯০৯৬।

""রেইন রেইন গো অ্যাওয়ে""
লিয়া ওয়ালেস ডেনস্লো চিত্রাঙ্কিত রেইন রেইন গো অ্যাওয়ের একটি রূপ, ১৯০১ সালের মাদার গুজ-এর সংস্করণ থেকে
নার্সারী ছড়া
প্রকাশিত১৭ শতক বা তার কিছু আগে

প্রেক্ষাপট

সম্পাদনা

এই দ্বিপদী ছড়াটির উচ্চারণে কিছু ভিন্নতা ও অন্যান্য কিছু রূপ রয়েছে। তবে সবচেয়ে বেশি প্রচলিত ও আধুনিকটি হলো-

রেইন, রেইন গো অ্যাওয়ে
কাম এগেইন এনাদার ডে[]

একই রকম ছড়া প্রাচীন গ্রিসের মতো অনেক সমাজেই পাওয়া যেতে পারে। আধুনিক ইংরেজি ছড়াগুলোতে এর সূচনা হয় অন্তত ১৭ শতকে। জেমস হোয়েল [] তার প্রবাদরচনা বইতে লিখেছেন:

রেইন রেইন গো টু স্পেনঃ ফেয়ার ওয়েদার কাম এগেইন।

তখনকার সময়ে শিশুদের মুখে প্রচলিত, আধুনিক সংস্করণের সাথে অনেকটাই মিলে যায়, ১৬৮৭ সালে এমনটাই লিপিবদ্ধ করেছিলেন জন আরবেরি। তিনি এটির নাম " চার্ম এওয়ে দ্যা রেইন....." হিসেবে লিপিবদ্ধ করেন:

রেইন, রেইন গো এওয়ে,
কাম এগেইন ওন সানডে

এর পরিবর্তে কিছু বিস্তৃত ভিন্নতাও দেখা যায়। যেমনঃ "মিডসামার ডে", " ওয়াসিং ডে", "ক্রিসমাস ডে", এবং "মারথা'স ওয়েডিং ডে"।

১৯ শতকের মাঝামাঝি জেমস ওরচার্ড হেলিওয়েল একটি রূপ সংগ্রহ ও প্রকাশ করেন। আর সেটি ছিল এমন-

রেইন, রেইন গো অ্যাওয়ে
কাম এগেইন এনাদার ডে
লিটল আর্থার ওয়ান্টস্ টু প্লে

১৯ শতকের শেষের বইগুলো ছড়াটি এভাবে অনুসরণ ও প্রকাশ করে আসছে-

রেইন,রেইন
গো অ্যাওয়ে,
কাম এগেইন
এপ্রিল ডে
লিটল জনি ওয়ান্টস্ টু প্লে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. আই. ওপি এবং পি. অপি, দ্য অক্সফোর্ড ডিকশনারি অফ নার্সারি রাইমস (অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস, ১৯৫১, ২য় সংস্করণ, ১৯৯৭), পৃষ্ঠা ৩৬০।
  2. Diagnostic Reference Index of Clinical Neurology। Elsevier। ১৯৮৬। পৃষ্ঠা Ref–1a–Ref–70। আইএসবিএন 978-0-409-90016-3