রেইন রেইন গো অ্যাওয়ে
রেইন রেইন গো অ্যাওয়ে হল ইংরেজি ভাষার একটি জনপ্রিয় নার্সারি ছড়া। রাউড ফোক সং ইন্ডেক্সে এর নং হল ১৯০৯৬।
""রেইন রেইন গো অ্যাওয়ে"" | |
---|---|
নার্সারী ছড়া | |
প্রকাশিত | ১৭ শতক বা তার কিছু আগে |
প্রেক্ষাপট
সম্পাদনাএই দ্বিপদী ছড়াটির উচ্চারণে কিছু ভিন্নতা ও অন্যান্য কিছু রূপ রয়েছে। তবে সবচেয়ে বেশি প্রচলিত ও আধুনিকটি হলো-
- রেইন, রেইন গো অ্যাওয়ে
- কাম এগেইন এনাদার ডে[১]
উৎস
সম্পাদনাএকই রকম ছড়া প্রাচীন গ্রিসের মতো অনেক সমাজেই পাওয়া যেতে পারে। আধুনিক ইংরেজি ছড়াগুলোতে এর সূচনা হয় অন্তত ১৭ শতকে। জেমস হোয়েল [২] তার প্রবাদরচনা বইতে লিখেছেন:
- রেইন রেইন গো টু স্পেনঃ ফেয়ার ওয়েদার কাম এগেইন।
তখনকার সময়ে শিশুদের মুখে প্রচলিত, আধুনিক সংস্করণের সাথে অনেকটাই মিলে যায়, ১৬৮৭ সালে এমনটাই লিপিবদ্ধ করেছিলেন জন আরবেরি। তিনি এটির নাম " চার্ম এওয়ে দ্যা রেইন....." হিসেবে লিপিবদ্ধ করেন:
- রেইন, রেইন গো এওয়ে,
- কাম এগেইন ওন সানডে
এর পরিবর্তে কিছু বিস্তৃত ভিন্নতাও দেখা যায়। যেমনঃ "মিডসামার ডে", " ওয়াসিং ডে", "ক্রিসমাস ডে", এবং "মারথা'স ওয়েডিং ডে"।
১৯ শতকের মাঝামাঝি জেমস ওরচার্ড হেলিওয়েল একটি রূপ সংগ্রহ ও প্রকাশ করেন। আর সেটি ছিল এমন-
- রেইন, রেইন গো অ্যাওয়ে
- কাম এগেইন এনাদার ডে
- লিটল আর্থার ওয়ান্টস্ টু প্লে
১৯ শতকের শেষের বইগুলো ছড়াটি এভাবে অনুসরণ ও প্রকাশ করে আসছে-
- রেইন,রেইন
- গো অ্যাওয়ে,
- কাম এগেইন
- এপ্রিল ডে
- লিটল জনি ওয়ান্টস্ টু প্লে
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ আই. ওপি এবং পি. অপি, দ্য অক্সফোর্ড ডিকশনারি অফ নার্সারি রাইমস (অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস, ১৯৫১, ২য় সংস্করণ, ১৯৯৭), পৃষ্ঠা ৩৬০।
- ↑ Diagnostic Reference Index of Clinical Neurology। Elsevier। ১৯৮৬। পৃষ্ঠা Ref–1a–Ref–70। আইএসবিএন 978-0-409-90016-3।