মনতাজুর রহমান আকবর

বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক
এটি একটি পরীক্ষিত সংস্করণ, যা ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখে পরীক্ষিত হয়েছিল।

মনতাজুর রহমান আকবর (জন্ম: ৩১ জুলাই, ১৯৫৭) হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক, সমাজকর্মী ও একজন বীর মুক্তিযোদ্ধা[][] তিনি মারপিট ও প্রণয়ধর্মী চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিত।[] তিনি মান্নার সঙ্গে ২২টি, ডিপজলের সাথে ২১টি এবং আব্দুল্লাহ জহির বাবুর সঙ্গে ৪৬টি চলচ্চিত্রে কাজ করেছেন। এছাড়াও তার চলচ্চিত্রের মাধ্যমে ডিপজল, সাদিকা পারভিন পপি, কেয়া, রিয়া সেন, শাকিবা, সংগীতা, অন্তরা বিশ্বাস, আকাশ খান এবং পুষ্পিতা পপির মতো অভিনেতাদের চলচ্চিত্রে আবির্ভাব ঘটে।[] তিনি প্যানারোমা মুভিজ, নয়ন-আপন প্রডাকশন, স্টারপ্লাস, প্রচেষ্টা, ড্রামা সার্কেল, চলতে চলতে এবং ফার্নিচার ভিলেজের প্রতিষ্ঠিতা।[][][]

মনতাজুর রহমান আকবর
জন্ম (1957-07-31) ৩১ জুলাই ১৯৫৭ (বয়স ৬৭)
হাস্তাবসন্তপুর, আক্কেলপুর, জয়পুরহাট, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাবি. এ.
মাতৃশিক্ষায়তনজয়পুরহাট ডিগ্রী কলেজ
পেশাচলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, সংগঠক, সমাজকর্মী
কর্মজীবন১৯৭৯–বর্তমান
প্রতিষ্ঠানপ্যানারোমা মুভিজ, নয়ন-আপন প্রডাকশন, স্টারপ্লাস, প্রচেষ্টা, ফার্নিচার ভিলেজ, চলতে চলতে, ড্রামা সার্কেল
প্রতিনিধিবাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি
শৈলীপ্রণয়, মারপিট
রাজনৈতিক দলবাংলাদেশ ছাত্র ইউনিয়ন, (১৯৮০ সালের পূর্বে)
আন্দোলনবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
দাম্পত্য সঙ্গীমরিয়ম রহমান (১৯৭৮ - বর্তমান)
সন্তানঅপু মনোয়ার
মিনহাজুর রহমান নয়ন
মাহফুজুর রহমান আপন
পিতা-মাতাকবির উদ্দিন মন্ডল (পিতা)
রুপজান বিবি (মাতা)
আত্মীয়ইস্তফা রহমান (ভাই)
পুরস্কারজিয়া সম্মাননা পদক (২০০৩)
জনতার নিঃস্বার্থ পার্সোনালিটি অ্যাওয়ার্ড (২০০৯)
মিডিয়া ডিজিট স্টার অ্যাওয়ার্ড (২০২২)
সম্মাননাআক্কেলপুর ক্রিড়াচক্র ও লেখক ফোরাম
চলচ্চিত্র সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

তার পরিচালিত চাকর, কুলি, শান্ত কেন মাস্তান, কুখ্যাত খুনী, মাস্তানের উপর মাস্তান চলচ্চিত্রগুলো বাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রসমূহের মধ্যে অন্যতম।[][]

জীবনী

প্রারম্ভিক জীবন

মনতাজুর রহমান আকবর তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর। আক্কেলপুরে আকবরের বাবার তখন মৎস আড়ত ছিলো এবং ইউনিয়ন পরিষদের মেম্বার। তার মা রুপজান বিবি গৃহিণী। আকবর ১৯৭৮ সালে ১৩ মার্চ মরিয়ম রহমানকে বিয়ে করেন, তার তিন ছেলে, বড় ছেলে অপু মনোয়ার একাত্তর টিভির নিউজরুম সম্পাদক। আকবর পড়াশুনার পাশাপাশি বাবার ব্যবসার জন্য বিভিন্ন এলকায় যেতেন। বাবার ব্যবসায় দেখার পাশাপাশি কলেজের থিয়েটারের সাথে যুক্ত ছিলেন। আকবর ১৯৭৩ সালে মেট্রিক পাস করেন আক্কেলপুর এফ ইউ পাইলট হাই স্কুল থেকে[১০] এবং ১৯৭৫ সালে ইন্টারমেডিয়েট পাস করেন আক্কেলপুর এম আর ডিগ্রী কলেজ থেকে।[১১] কলেজে পড়াকালীন থিয়েটার পরিচালনা করতেন সারা বছর ধরে। তিনি স্থানীয় বেশ কিছু ক্লাব তন্মধ্যে আক্কেলপুর আদর্শ ক্লাব, আক্কেলপুর এমআর কলেজ ক্লাব, চান্তারা ক্লাবের সদস্য ছিলেন। বেশ কিছু থিয়েটার এর অন্যতম সংগঠক হিসাবে কাজ করেন। তিনি ১৯৭৭ সালে রাজশাহী এডুকেশন বোর্ড এর অধীনে জয়পুরহাট ডিগ্রী কলেজ থেকে বি.এ.পাস করেন।[১২]

উন্নয়নমূলক কর্মকাণ্ড

মনতাজুর রহমান আকবর ২০০০ সালে তার গ্রামের বাড়ি জয়পুরহাটে উন্নয়নমূলক কাজ করার জন্য আত্মীয়-স্বজনদের সহযোগিতায় প্রচেষ্টা নামক এনজিও প্রতিষ্ঠা করেন। এনজিও ফোরাম, ডেমোক্রেসি ওয়াচ এর মত দাতা সংস্থার সহযোগিতায় স্যানিটেশন কার্যক্রম পরিচালনা করে।[১৩][১৪]

স্বাধীনতা যুদ্ধে অবদান

তিনি ছাত্র জীবনে আক্কেলপুর থানা সংসদে ছাত্র ইউনিয়নে যোগ দেন। সেখান থেকে যুদ্ধে যাওয়ার সাহস পান। মনতাজুর রহমান আকবর যুদ্ধ চলাকালে পানিখনি শিলিগুড়িতে প্রশিক্ষণ নেন। তিনি সেক্টর কমান্ডার কাজী নূরুজ্জামান-এর অধীনে ১৯৭১ সালে ৭ নম্বর সেক্টরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন, গ্রুপ কমান্ডার ছিলো সাইদুর রহমান।[][]

চলচ্চিত্র সংগঠক

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সদস্য ২০২১-২০২২, ১৯৯২-১৯৯৩, সহ-সভপতি ২০১৮-২০২০, অর্থসম্পাদক ১৯৯৯-২০০১।[১৫]

কর্মজীবন

মনতাজুর রহমান আকবর ১৯৭৩ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বিভিন্ন মঞ্চদলের নাটকে নির্দেশনা দেন। কলেজ জীবনের এই সময়ে মঞ্চ-নাট্য পরিচালক হিসেবে কাজ করেন। তিনি এসময় আক্কেলপুর আদর্শ ক্লাব, আক্কেলপুর এমআর কলেজ ক্লাব, চান্তারা ক্লাবের হয়ে অনেকগুলো নাটক পরিচালনা করেন, যেগুলো মধ্যে মালার প্রেম, নবাব সিরাজ-উদ-দৌলা অন্যতম।

আকবর সহকারী পরিচালক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৮০ সালে পরিচালক আজিজুর রহমানের সহকারী হিসেবে ছুটির ঘণ্টা চলচ্চিত্রে প্রথম কাজ করেন। পরবর্তীতে তার সহকারী হিসেবে ১৯৮১ সালে জনতা এক্সপ্রেস, মহানগর, সোনার তরী, ১৯৮২ সালে যন্তর মন্তর, ১৯৮৩ সালে মেহমান এবং ১৯৮৪ সালে মায়ের আঁচল চলচ্চিত্রে কাজ করেন। মতিন রহমানের সহকারী হিসেবে ১৯৮৩ সালে লাল কাজল, ১৯৮৯ সালে বীরঙ্গনা সখিনা ও ১৯৯২ সালে রাধা কৃষ্ণ চলচ্চিত্রে কাজ করেন। এছাড়াও তিনি জিল্লুর রহমানের মিস লোলিতা, আঁচল বন্দী, শুকতারা ও তকদিরের খেলা, নারায়ণ ঘোষ মিতার সুখের সংসার, আফতাব খান টুলুর দুনিয়া, এবং সাইফুল আজম কাশেমের দুনিয়াদারি চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন।

আকবর ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ন্যায় যুদ্ধ পরিচালনার মাধ্যমে তার পরিচালক হিসাবে অভিষেক ঘটে, এতে প্রধান চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চনসুচরিতা। যদিও আকবর পরিচালিত প্রথম চলচ্চিত্র টাকার পাহাড়, যা ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল এবং ডিপজলের প্রথম ছবি।[১৬] পরের বছর জনপ্রিয় জুটি ইলিয়াস কাঞ্চন ও দিতিকে নিয়ে নির্মাণ করেন চাকর, ৬০ লাখ টাকা বাজেটের ছবিটি সেই সময় ২ কোটি টাকা আয় করে ১৯৯২ সালের টপ চার্টে উঠে আসে।[১৭] এরপর সেই সময়ের নাম করা প্রযোজনা প্রতিষ্ঠান মুভিমোঘল খ্যাত এ. কে. এম. জাহাঙ্গীর খান এর আলমগীর পিকচার্স থেকে ডাক পরে তার, এই প্রডাকশনের ব্যানারে নির্মাণ করেন অভিনেতা মান্নাকে নিয়ে তার প্রথম চলচ্চিত্র প্রেম দিওয়ানা (১৯৯৩)।[১৮] এতে মান্নার বিপরীতে অভিনয় করেন চম্পা। ছবিটি ব্যবসাসফল হলে এই জুটিকে নিয়ে নির্মাণ করেন ডিসকো ডান্সার (১৯৯৪),[১৯] বশিরা (১৯৯৫), বাবার আদেশ (১৯৯৫) ও খলনায়ক (১৯৯৬),[২০] ১৯৯৬ সালে মৌসুমিকে নিয়ে নির্মাণ করেন লেডি একশান চলচ্চিত্র বাঘিনি কন্যা, মান্নাকে নিয়ে খলনায়ক, ওমরসানি ও আমিন খানকে নিয়ে শয়তান মানুষ। ১৯৯৭ সালে আমার মা, অন্ধ ভালোবাসা ও ঈদুল ফিতরে মুক্তি পায় তার পরিচালিত কুলি[২১] এই ছায়াছবির মাধ্যমে অভিষেক হয় চিত্রনায়িকা পপির, ছবিটি ৭ কোটি টাকা আয় করে।[২২][২৩] ১৯৯৮ সালে মান্না অভিনীত শান্ত কেন মাস্তান ব্যবসাসফল হয়, ছবিটি ৯০ লাখ টাকা বাজেটে নির্মিত হয়ে ৮ কোটি টাকা আয় করে[২৪] একই বছর তিনি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মাণ করেন মনের মত মন। এতে অভিনয় করেন বাংলাদেশের আমিন খান এবং ভারতের মোহিনী ও ভিক্টর ব্যানার্জি। ছায়াছবিটি ভারতের ওড়িশা রাজ্যে ওড়িয়া ভাষায় রাজা রানী নামে মুক্তি পায়।[১৭][২৫]

২০০০ সালে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মাণ করেন মনে পড়ে তোমাকে। এতে প্রথমবারের মত বাংলাদেশী ও বাংলা ছায়াছবিতে অভিনয় করেন কলকাতার অভিনেত্রী রিয়া সেনপ্যানারোমা মুভিজের ব্যানারে প্রযোজনা ও পরিচালনা করেন কুখ্যাত খুনি, ছবিটি সেই বছর ব্লকবাস্টার হয়, ৯০ লাখ বাজেটের ছবিটি ব্যবস্যা করে সাড়ে ৩ কোটি টাকা।[২৪] মিরপুর গাবতলিতে এই ছবির প্রিন্ট ছিনতায় হয়ে যায়, পরে নতুন করে প্রিন্ট করে দিতে হয়। এই বছর মুক্তি পায় আরমান প্রডাকশনের গুন্ডা নাম্বার ওয়ান, এই ছবিটিও ব্লকবাস্টার ব্যবস্যা করে।

২০০১ সালে তিনি পরিচালনা করেন কঠিন বাস্তব, রিয়াজ, আমিন খানকেয়া অভিনীত ছায়াছবিটি এই বছর হিট সিনেমার তালিকায় নাম লেখায়। এটি চিত্রনায়িকা কেয়ার প্রথম চলচ্চিত্র।[২৬] ইলিয়াস কাঞ্চনঋতুপর্ণা সেনগুপ্ত কে নিয়ে নির্মাণ করেন চেয়ারম্যান, ভয়ংকর সন্ত্রাসী ও রংবাজ বাদশা। চলচ্চিত্রের পাশাপাশি ব্যবসা করার জন্য মননিবেশ করেন। তিনি কলেজ জীবনে বাবার ব্যবসা দেখাশুনা করতেন। তার বাবার মাছের আড়ত থাকার সুবাদে বিভন্ন্য এলাকায় চলাফেরা করা এবং ব্যবসায়িক অভিজ্ঞতা ছিলো। চলচ্চিত্র ব্যবস্যার ভাটা পরায় তিনি (২০০১ - ২০১৪) সালে জয়পুরহাটে অপু ইলেকট্রনিক্স বাজার নামে ওয়াল্টন কোম্পানির ডিস্ট্রিবিউশন নেন। ২০০২ সালে প্যানারোমা মুভিজের ব্যানারে প্রযোজনা ও পরিচালনা করেন ভয়ানক সংঘর্ষ এবং পরিচালোনা করেন ঢাকাইয়া মস্তান, মেজর সাহেব, আরমান, মাস্তানের উপর মাস্তান, আঘাত পাল্টা আঘাত। ২০০৩ সালে টপ সম্রাট, কঠিন সীমার, বউয়ের সম্মান, বিগ বস পরিচালনা করেন, বিগ বস চলচ্চিত্র একটি গানের কথাও লিখেছেন তিনি, বাঁচাও, টপ সম্রাট প্যানারোমা মুভিজের ব্যানারে প্রযোজনাও করেন। ২০০৪ সালে মুক্তি পায় আমিন খান অভিনীত জীবনের গ্যারান্টি নাইভন্ড নেতা এবং মান্না ও মৌসুমী অভিনীত ভাইয়ের শত্রু ভাই[২৭] ২০০৫ সালে একশ্যান লেডি প্রযোজনা ও পরিচালনা করেন, পারভেজ ফিল্মসের ভয়ংকর রাজা পরিচালনা করেন। ২০০৬ সালে নয়ন-আপন প্রডাকশন নামে প্রডাকশন কোম্পানি খোলেন, যার ব্যানারে ২০০৬ সিসটেম এবং ২০০৭ সালে নিষিদ্ধ প্রেম প্রযোজনা করেন তার স্ত্রী মরিয়ম রহমান।[২৮][২৯] ২০০৮ সালে স্টারপ্লাসের ব্যানারে এককভাবে প্রযোজনা করেন বাবার জন্য যুদ্ধ। এটি ছিল মান্নাকে নিয়ে নির্মিত শেষ ছায়াছবি। ছায়াছবিটি ব্যবসাসফলতা লাভ করে। ২০০৯ সালে ডিপজল ও রেসিকে নিয়ে নির্মাণ করেন কাজের মানুষ। ছায়াছবিটি সমালোচকদের প্রশংসা অর্জন করে এবং তিনি জনতার নিঃস্বার্থ পারসোনালিটি অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের পুরস্কার অর্জন করেন। একই বছর রিয়াজশাবনূর জুটিকে নিয়ে নির্মাণ করেন রোমান্টিক ঘরানার তুমি আমার স্বামী, তিনি ২০০৯ সালে এনটিভিতে প্রচারিত ট্যালেন্ট হান্ট শো সুপার হিরো সুপার হিরোইন অনুষ্ঠানের বিচারক।[৩০] ২০১০ সালে সঙ্গীতশিল্পী এসডি রুবেল ও শাবনূরকে নিয়ে নির্মাণ করেন এভাবেই ভালোবাসা হয় পরিচালনা ও স্টারপ্লাসের ব্যানারে প্রযোজনা ও পরিচালনা করেন শাকিব খান অভিনীত টপ হিরো। এছাড়া ডিপজল ও রেসীকে নিয়ে নির্মাণ করেন রিকশাওয়ালার ছেলেমায়ের চোখ[৩১][৩২]

২০১১ সালে আকবর ডিপজল ও রেসীকে নিয়ে নির্মাণ করেন ছোট্ট সংসার ও ডিপজল, রেসী ও নিপুণকে নিয়ে নির্মাণ করেন বাজারের কুলি। ছায়াছবিটি ব্যবসাসফল হয়, জি বাংলামিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার অনুষ্ঠানের বাংলাদেশী অডিশনের বিচারক।[৩৩][৩৪] ২০১৩ সালে মাহিয়া মাহীবাপ্পি চৌধুরী জুটিকে নিয়ে নির্মাণ করেন তবুও ভালোবাসি, আকবর চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটকও পরিচালনা করেছেন তিনি ২০১৩ সালে পাখাল নাটক পরিচালনা করেন। এক ঘণ্টার নাটকটি এই বছর ঈদুল ফিতরে মোহনা টেলিভিশনে প্রচারিত হয়, একুশে টেলিভিশনের ভয়েজ অফ দ্য ন্যাশন অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন।[৩৫] ২০১৪ সালে প্রযোজনা ও পরিচালনা করেন আগে যদি জানতাম তুই হবি পর, গ্রামীণ পটভূমিতে নির্মিত ত্রিভুজ প্রেমের এই ছায়াছবিতে অভিনয় করেন অভি, পুষ্পিতা পপি ও আরিয়ান শাহ, এটি তিন জনেরই প্রথম ছায়াছবি।[৩৬][৩৭] এই বছর পরিচালনা করেন ধারাবাহিক নাটক পাখি এবং মানুষেরা, নাটকটি চ্যানেল আই-এ প্রচারিত হয়, জয়পুরহাটে মরিয়ম ট্রেডারস নামে প্রান কোম্পানির ডিস্ট্রিবিউশন নেন।[৩৮] এছাড়া একই বছরে পরিচালনা করেন মাই নেম ইজ সিমি[৩৯]

২০১৫ সালে পরিচালনা ও প্রযোজনা করেন আকাশ খান ও আঁচলকে নিয়ে বোঝেনা সে বোঝেনা, ২০১৫ সালে ফার্নিচার ভিলেজ নামে ফার্নিচারের নিজস্ব একটি ব্রান্ড দাড় করান, (২০১৬ - ২০১৭) সালে চলতে চলতে নামে একটি ফ্যাশন হাউজ খোলেন।[][৪০] ২০১৬ সালে ইউনাটেড ক্লাবের প্রযোজনায় নবাব সিরাজ-উদ-দৌলা নাটকটি পূণরায় নির্দেশনা দেন তিনি।[৪১] ২০১৭ সালে তিনি দুলাভাই জিন্দাবাদ চলচ্চিত্রটি পরিচালনা করেন। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ডিপজল, মৌসুমী, বাপ্পি চৌধুরীবিদ্যা সিনহা সাহা মীম। এই ছবির মাধ্যমে প্রায় ১২ বছর পর আকবরের ছবিতে কাজ করেন মৌসুমী।[২৭][৪২][৪৩][৪৪] ২০১৮ সালে জয়পুরহাটে ড্রামা সার্কেল নামে একটি মঞ্চদল প্রতিষ্ঠা করেন, যার প্রথম নাটক ছিল স্বাধীনতা আমার মা[] ২০১৯ সালে আরটিভি তে প্রচার পায় তার নাটক কুয়াশা। আকবর ২০২০ সালের অক্টোবর থেকে মোহনা টিভির প্রজোযনায় ২০ লাখ টাকায় আয়নাকাজের ছেলে নির্মাণের মাধ্যমে নতুনভাবে স্বল্প বাজেটে চলচ্চিত্র নির্মাণের ধারাটির সূত্রপাত করেছেন।[৪৫][৪৬] ৭ ডিসেম্বর ২০২১ থেকে কাজী সাহেবের তিন পুত্র ইউটিউব মুক্তি পায়।[৪৭] ৯ জুন ২০২৩, ২১টা হলে এ মুক্তি পায় যেমন জামাই তেমন বউ[৪৮] ১ সেপ্টেম্বর ২০২৩, ৩০ টি হলে মুক্তি পায় ঘর ভাঙ্গা সংসার[৪৯][৫০] ২৩ আগস্ট ২০২৪ সালে মুক্তি পাবেঅমানুষ হলো মানুষ[৫১]

নাটক এবং চলচ্চিত্র অন্যান্য কাজের তালিকা

নির্দেশিত মঞ্চ নাটক

সময়কাল মঞ্চ লেখক মঞ্চ গ্রুপ
১৯৭৩ - ১৯৭৮ পাগলা গারদ ভইরব নাথ গঙ্গপাধ্যায় আক্কেলপুর আদর্শ ক্লাব

আক্কেলপুর এমআর কলেজ ক্লাব

চান্তারা ক্লাব

সিদুর নিয়না মুছে রঞ্জন দেবনাথ
এক মুঠো ভাত রঞ্জন দেবনাথ
দায়ি কে?
মালার প্রেম
নবাব সিরাজ-উদ-দৌলা
২০১৮ স্বাধীনতা আমার মা ড্রামা সার্কেল[]

চলচ্চিত্র

বছর চলচ্চিত্র পরিচালক লেখনী প্রযোজক টীকা
১৯৮০ ছুটির ঘণ্টা সহকারী পরিচালক পরিচালকঃ আজিজুর রহমান

তাসখন্দ ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত

১৯৮১ জনতা এক্সপ্রেস সহকারী পরিচালক পরিচালকঃ আজিজুর রহমান

তাসখন্দ ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত

১৯৮১ মহানগর সহকারী পরিচালক পরিচালকঃ আজিজুর রহমান
১৯৮১ সোনার তরী সহকারী পরিচালক পরিচালকঃ আজিজুর রহমান
১৯৮২ যন্তর মন্তর সহকারী পরিচালক পরিচালকঃ আজিজুর রহমান
১৯৮৩ লাল কাজল সহকারী পরিচালক পরিচালকঃ মতিন রহমান
১৯৮৩ মেহমান প্রধান সহকারী পরিচালক পরিচালকঃ আজিজুর রহমান
১৯৮৪ মায়ের আঁচল সহকারী পরিচালক পরিচালকঃ আজিজুর রহমান
১৯৮৫ দুনিয়াদারি সহকারী পরিচালক পরিচালকঃ সাইফুল আজম কাশেম
১৯৮৫ মিস লোলিতা প্রধান সহকারী পরিচালক পরিচালকঃ জিল্লুর রহমান
১৯৮৮ জীবন ধারা প্রধান সহকারী পরিচালক পরিচালকঃ মতিন রহমান
১৯৮৮ শুকতারা প্রধান সহকারী পরিচালক পরিচালকঃ জিল্লুর রহমান
১৯৮৯ বীরাঙ্গনা সখিনা সহকারী পরিচালক পরিচালকঃ মতিন রহমান
১৯৮৯ আঁচল বন্দী প্রধান সহকারী পরিচালক পরিচালকঃ জিল্লুর রহমান
১৯৮৯ সুখের সংসার সহকারী পরিচালক পরিচালকঃ নারায়ণ ঘোষ মিতা
১৯৮৯ তকদিরের খেলা প্রধান সহকারী পরিচালক পরিচালকঃ জিল্লুর রহমান
১৯৯১ ন্যায় যুদ্ধ হ্যাঁ মুক্তিপ্রাপ্ত প্রথম পরিচালিত চলচ্চিত্র। একটি গানের রচয়িতা।
১৯৯২ রাধা কৃষ্ণ সহযোগী পরিচালক পরিচালকঃ মতিন রহমান
১৯৯২ চাকর হ্যাঁ
১৯৯৩ প্রেম দিওয়ানা হ্যাঁ
টাকার পাহাড় হ্যাঁ প্রথম পরিচালিত চলচ্চিত্র, তবে বিলম্বে মুক্তি পায়, ডিপজল অভিনীত প্রথম চলচ্চিত্র।
১৯৯৪ ডিসকো ডান্সার হ্যাঁ
১৯৯৫ বাবার আদেশ হ্যাঁ হ্যাঁ
বশিরা হ্যাঁ হ্যাঁ
১৯৯৬ বাঘিনী কন্যা হ্যাঁ হ্যাঁ
খলনায়ক হ্যাঁ হ্যাঁ
শয়তান মানুষ হ্যাঁ
১৯৯৭ কুলি হ্যাঁ হ্যাঁ পপির প্রথম ছবি।
আমার মা হ্যাঁ
অন্ধ ভালোবাসা হ্যাঁ
১৯৯৮ শান্ত কেন মাস্তান হ্যাঁ হ্যাঁ
মনের মত মন হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ- ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র এবং ওড়িয়া ভাষাতে ওড়িশায় মুক্তি পায়, ভারতে নাম রাজা রানী হিসেবে মুক্তি পায়।
১৯৯৯ কে আমার বাবা হ্যাঁ হ্যাঁ
মগের মুল্লুক হ্যাঁ হ্যাঁ
লাঠি হ্যাঁ হ্যাঁ
ভয়ংকর বিষু হ্যাঁ
আশা আমার আশা উপদেষ্টা পরিচালক
২০০০ গুন্ডা নাম্বার ওয়ান হ্যাঁ হ্যাঁ
মনে পরে তোমাকে হ্যাঁ হ্যাঁ রিয়া সেন এর প্রথম বাংলা এবং বাংলাদেশি চলচ্চিত্র।
কুখ্যাত খুনী হ্যাঁ হ্যাঁ
২০০১ ভয়ংকর সন্ত্রাসী হ্যাঁ
কঠিন বাস্তব হ্যাঁ
চেয়ারম্যান হ্যাঁ হ্যাঁ
রংবাজ বাদশা হ্যাঁ হ্যাঁ
২০০২ ঢাকাইয়া মস্তান হ্যাঁ
ভয়ানক সংঘর্ষ হ্যাঁ হ্যাঁ
মেজর সাহেব হ্যাঁ হ্যাঁ
আরমান হ্যাঁ
মাস্তানের উপর মাস্তান হ্যাঁ হ্যাঁ
আঘাত পাল্টা আঘাত হ্যাঁ
২০০৩ বউয়ের সম্মান হ্যাঁ
বিগ বস হ্যাঁ হ্যাঁ একটি গানের রচয়িতা।
কঠিন সীমার হ্যাঁ হ্যাঁ
বাঁচাও না না হ্যাঁ
টপ সম্রাট হ্যাঁ হ্যাঁ
২০০৪ ভাইয়ের শত্রু ভাই হ্যাঁ হ্যাঁ
জীবনের গারান্টি নাই হ্যাঁ হ্যাঁ
বস্তির রানী সুরিয়া হ্যাঁ হ্যাঁ
ভন্ড নেতা হ্যাঁ হ্যাঁ
২০০৫ একশ্যান লেডি হ্যাঁ হ্যাঁ
ভয়ংকর রাজা হ্যাঁ
২০০৬ দুশমন খতম হ্যাঁ
২০০৭ কুখ্যাত নুরু হ্যাঁ
২০০৮ বাবার জন্য যুদ্ধ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
২০০৯ তুমি আমার স্বামী হ্যাঁ
কাজের মানুষ হ্যাঁ জনতার নিঃস্বার্থ পারসোনালিটি অ্যাওয়ার্ডঃ সেরা পরিচালক(২০২২)
২০১০ মায়ের চোখ হ্যাঁ
রিক্সাওয়ালার ছেলে হ্যাঁ
টপ হিরো হ্যাঁ হ্যাঁ
এভাবেই ভালোবাসা হয় হ্যাঁ এস ডি রুবেলের প্রথম ছবি।
২০১১ ছোট্ট সংসার হ্যাঁ
বাজারের কুলি হ্যাঁ
২০১৩ তবুও ভালোবাসি হ্যাঁ
২০১৪ আগে যদি জানতাম তুই হবি পর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
মাই নেম ইজ সিমি হ্যাঁ
২০১৫ বোঝেনা সে বোঝেনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
২০১৭ দুলাভাই জিন্দাবাদ হ্যাঁ হ্যাঁ
২০১৮ রিক্সায়ালার সপ্ন হ্যাঁ স্বল্পদৈর্ঘ্য
মোবাইল রিচার্জ হ্যাঁ স্বল্পদৈর্ঘ্য
একটি প্রেমের মৃত্যু হ্যাঁ স্বল্পদৈর্ঘ্য
একজন মেধাবী ছাত্রীর মৃত্যু হ্যাঁ স্বল্পদৈর্ঘ্য
ড্যান্স টিচার হ্যাঁ স্বল্পদৈর্ঘ্য
অবহেলা হ্যাঁ স্বল্পদৈর্ঘ্য
২০২৩ যেমন জামাই তেমন বউ হ্যাঁ হ্যাঁ
ঘর ভাঙ্গা সংসার হ্যাঁ হ্যাঁ
২০২৪ অমানুষ হলো মানুষ হ্যাঁ মুক্তির অপেক্ষায়
আসন্ন আয়না হ্যাঁ মুক্তির অপেক্ষায়
ওসমান না হ্যাঁ হ্যাঁ মুক্তির অপেক্ষায়
মাই ডার্লিং হ্যাঁ হ্যাঁ নির্মাণাধীন
কাজের ছেলে হ্যাঁ নির্মাণাধীন
বাংলার হারকিউলিস হ্যাঁ নির্মাণাধীন

টেলিভিশনে পরিচালনার তালিকা

বছর নাম চ্যানেল নোট
২০১৩ পাখাল মোহনা টিভি একক নাটক
২০১৩ ব্রেসলেট এসএ টিভি একক নাটক
২০১৪ গোল্ডেন স্বর্ণা আরটিভি একক নাটক
২০১৩ পাখি ও মানুষেরা চ্যানেল আই ধারাবাহিক নাটক
২০১৮ একদিন প্রতিদিন (৫১ থেকে ১০৪ পর্ব)[৫২] এশিয়ান টিভি ধারাবাহিক নাটক
২০১৯ কুয়াশা আরটিভি একক নাটক
২০২১ কাজী সাহেবের তিন পুত্র ইউটিউব ধারাবাহিক নাটক

বিজ্ঞাপন ও প্রামান্যচিত্র

এজেন্সি নাম
গ্রিনলান্ড গ্রুপ গ্রিনল্যান্ড ট্রেনিং সেন্টার
হাইটন ইলেকট্রনিকস হাইটন টিভি
ডিসেন্ট হোল্ডিং লিমিটেড ডিসেন্ট হোল্ডিং

পুরস্কার ও সম্মাননা

  • জিয়া সম্মাননা পুরস্কার - সেরা পরিচালক (২০০৩)
  • আক্কেলপুর ক্রীড়াচক্র ও লেখক ফোরাম (২০০৪)
  • জনতার নিঃস্বার্থ পারসোনালিটি অ্যাওয়ার্ড - সেরা পরিচালক (কাজের মানুষ, ২০০৯)
  • জামালগঞ্জ ইউনাইটেড ক্লাব (২০১৬)
  • চলচ্চিত্রে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের সম্মাননা (২০১৭)[৫৩][৫৪]
  • মিডিয়া ডিজিট স্টার অ্যাওয়ার্ড - সেরা চলচ্চিত্র পরিচালক (২০২২)

তথ্যসূত্র

  1. "চলচ্চিত্রে জড়িত মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল ফিল্ম ক্লাব"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৯ 
  2. "'সবাই ভেবেছিলেন আমি শহীদ হয়েছি'"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৩ 
  3. "বাসায় ফিরলেন মনতাজুর রহমান আকবর"দ্য রিপোর্ট। আগস্ট ১১, ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৬ 
  4. Dhakatimes24.com। "এমপি হতে চান অভিনেতা ডিপজল"Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২১ 
  5. "একজন কারিগর "মনতাজুর রহমান আকবর""Cinema News। ২০১৭-০৭-৩১। ২০২০-০৫-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৯ 
  6. "'ড্রামা সার্কেল' প্রতিষ্ঠা করলেন আকবর"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫ 
  7. "ফার্ণিচার ভিলেজের মধুবাগ,মগবাজার,রমনাতে ২য় শাখা চালু হচ্ছে"দেশ রিপোর্ট। ২০১৮-০১-০৪। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১২ 
  8. "বাংলাদেশে সেরা ব্যবসা সফল যে ১০ চলচ্চিত্র"www.sunnews24x7.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯ 
  9. "সিনেমার আয়-ব্যয় ও ফাঁকা বুলি"www.kalerkantho.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯ 
  10. জয়পুরহাটের আক্কেলপুর এফইউ পাইলট হাই স্কুল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে, http://akkelpur.joypurhat.gov.bd/ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখে
  11. আক্কেলপুর এম আর ডিগ্রী কলেজ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], আক্কেলপুর উপজেলা, জয়পুরহাট
  12. জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], http://joypurhatsadar.joypurhat.gov.bd/ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ এপ্রিল ২০১৭ তারিখে
  13. ""NGO Forum for Public Health, Regional office, p:4, s/l:43"" (পিডিএফ)এনজিও ফোরাম। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  14. "PNGOs_address,_Bogra_region-2013" (পিডিএফ)। ১৩ মে ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  15. "Bangladesh Film Directors Association"bangladeshfilmdirectorsassociation.org। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১১ 
  16. "বিনষ্ট হচ্ছে ডিপজলের ঘোষণা"ভোরের ডাক। ৫ আগস্ট ২০১৫। ৮ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৬ 
  17. "ঢালিউডের ইতিহাসে সবার ওপর 'বেদের মেয়ে জোৎসনা'"Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৭ 
  18. রবি, আইরিন (২৪ ডিসেম্বর ২০১৫)। "মান্না স্মরণে পরিচালক মনতাজুর রহমান"নিউজনেক্সটবিডি ডটকম। ১২ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৮ 
  19. "ঈদে আমার সেরা কাজ"দৈনিক প্রথম আলো। ৩ নভেম্বর ২০১১। ১৫ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৬ 
  20. "৫৬ থেকে এবার আকবরের ৫৭"মিডিয়া খবর। ৪ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  21. "উৎসবে আমার প্রথম সিনেমা"দৈনিক সমকাল। ৩০ জুন ২০১৬। ১৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫ 
  22. "পপি বাদ, সুযোগ পেলেন সূচনা"দৈনিক আমাদের সময়। ১৯ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  23. "নতুন ছবিতে পপি"দৈনিক ভোরের পাতা। ২২ ডিসেম্বর ২০১৫। ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৬ 
  24. "সিনে ঘর"www.cineghar.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১১ 
  25. "মনের মত মন"ওড়িয়া মুভি ডাটাবেজ। ২০ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৬ 
  26. "'ঢাকাই চলচ্চিত্রে এ রকম আর কেউ নেই'"রাইজিংবিডি। ৬ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  27. "১২ বছর পর আকবরের চলচ্চিত্রে মৌসুমী"দ্য ডেইলি স্টার। ২৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৮ 
  28. "System | সিস্‌টেম | Amin Khan, Poly, Misha | Bangla Full Movie"youtube 
  29. "Nishiddho Prem | Bangla Movie | Omar Sani, Shilpa, Alexander Bo | 2018 Full HD 1080p"youtube 
  30. এরশাদ কমল (১৫ জুন ২০০৮)। ""Super Hero Super Heroine" Talent hunt for film industry"দ্য ডেইলি স্টার। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৬ 
  31. জয়ন্ত সাহা (২ জুলাই ২০১৪)। "ফিরছেন ডিপজল"বিডিনিউজ। ১৮ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৬ 
  32. "এককেন্দ্রিক রেসী !"বাংলানিউজ। জুলাই ২, ২০১১। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  33. "সুনিপুণ নিপুণ"দৈনিক যায় যায় দিন। সেপ্টেম্বর ১৯, ২০১৩। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৬ 
  34. "রিভিউ : বাজারের কুলি"দৈনিক আমার দেশ। মে ১৯, ২০১১। ৭ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৬ 
  35. "বাপ্পি-মাহির 'তবুও ভালোবাসি'"দৈনিক প্রথম আলো। সেপ্টেম্বর ১৯, ২০১৩। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৬ 
  36. তানজিল আহমেদ জনি (২০ আগস্ট ২০১৪)। "ঢাকাই সিনেমায় নাম বদলের পালা"বিডিনিউজ। ২২ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৬ 
  37. "৫৫ নম্বর ছবি"দৈনিক মানবজমিন। ২৮ আগস্ট ২০১৪। ১১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৬ 
  38. "ওদের কথায় অবাক লজ্জায় আমদেরই মাথা হেট হয়ে যায় :মনতাজুর রহমান আকবর"দৈনিক ইত্তেফাক। ৩ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫ 
  39. রাহাত সাইফুল (২২ অক্টোবর ২০১৪)। "জটিলতা থাকলেও মুক্তি পাচ্ছে 'মাই নেম ইজ সিমি'"রাইজিংবিডি। ২৫ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৬ 
  40. "আঁচলের 'বোঝে না সে বোঝে না'"বাংলা মুভি ডেটাবেজ। ২০১৪-০৩-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৯ 
  41. "ফের মঞ্চে 'নবাব সিরাজউদ্দৌলা' | বাংলাদেশ প্রতিদিন"Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫ 
  42. মাজহার বাবু (৫ মে ২০১৫)। "আসছে 'আয়না সুন্দরী' ও 'বোঝে না সে বোঝে না'"এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৬ 
  43. "আঁচল কি বোঝে না ? দেখতে হলে যেতে হবে ; প্রেক্ষাগৃহে"সিনেইনফোজ। মে ৬, ২০১৫। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৬ 
  44. "আঁচলের \'বোঝে না সে বোঝে না\'"দৈনিক কালের কণ্ঠ। ২৩ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৬ 
  45. "শাপলা মিডিয়ার প্রস্তাবিত একশ' ছবির মধ্যে প্রথম ১০টির কাজ শুরু"আমাদের সময়.কম - AmaderShomoy.com। ২০২১-০২-২৪। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  46. "আসছে মোহনা মোভিজ'র আয়না | Mohona TV Ltd." (ইংরেজি ভাষায়)। ২০২০-১২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০১ 
  47. "কাজী সাহেবের তিন পূত্র – Kazi Shaheber Tin Putro | Part – 01 | Bangla Funny Serial Natok 2021" 
  48. "২১ সিনেমা হলে 'যেমন জামাই তেমন বউ'"এনটিভি (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৬-০৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯ 
  49. "আজ সারাদেশে মুক্তি পাচ্ছে ডিপজল ও শিরিন শিলার 'ঘর ভাঙ্গা সংসার'"alokitobangladesh। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০১ 
  50. "অর্ধশতাধিক হলে দুটি ছবি"Sarabangla | Breaking News | Sports | Entertainment (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৯-০১। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০১ 
  51. https://www.risingbd.com। "প্রেক্ষাগৃহে আসছে ডিপজলের 'অমানুষ হলো মানুষ' | বিনোদন"Risingbd Online Bangla News Portal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৯ 
  52. "YouTube"www.youtube.com। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১০ 
  53. "সম্মাননা পেলেন চলচ্চিত্রাঙ্গনের ৪১ মুক্তিযোদ্ধা"পরিবর্তন। মার্চ ৩০, ২০১৭। মে ১০, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২৮, ২০১৭ 
  54. "চলচ্চিত্রে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড"বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম। মার্চ ৩০, ২০১৭। মার্চ ৩১, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১, ২০১৭ 

বহিঃসংযোগ