পুষ্পিতা পপি
পুষ্পিতা পপি হচ্ছেন একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। ২০১৪ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত আগে যদি জানতাম তুই হবি পর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে।[১]
পুষ্পিতা পপি | |
---|---|
জন্ম | তানিয়া সুলতানা পপি |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | মডেল, অভিনেত্রী |
কর্মজীবন | ২০১৪–বর্তমান |
পিতা-মাতা |
|
প্রারম্ভিক জীবন
সম্পাদনাপুষ্পিতা পপি চাঁদপুরের পশ্চিম হাটিলা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা নুরুল হক, হচ্ছেন সুহিলপুর ফাজিল মাদ্রাসার একজন শিক্ষক। তার শৈশবকাল কেটেছে নানার বাড়িতে, সেখানে সুহিলপুর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হন তিনি। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার বড়।[তথ্যসূত্র প্রয়োজন]
কর্মজীবন
সম্পাদনাপুষ্পিতা পপি ২০১৪ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত আগে যদি জানতাম তুই হবি পর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। যদিও তার অভিনীত প্রথম চলচ্চিত্র একই পরিচালকের তোমাকে ভালোবেসে আমি দিওয়ানা, যা এখনো নির্মাণাধীন। পরবর্তীতে তিনি আরো একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন।[২] [৩]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | চলচ্চিত্র | ভূমিকা | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০১৪ | আগে যদি জানতাম তুই হবি পর | পুষ্পিতা পপি | মনতাজুর রহমান আকবর | মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র |
২০১৮ | পাংকু জামাই | পুষ্পিতা পপি | আবদুল মান্নান | |
২০১৮ | ধূসর কুয়াশা | পুষ্পিতা পপি | উত্তম আকাশ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Puspita Popy to star in -Faguner Agun"। theindependentbd.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৪।
- ↑ "পুষ্পিতা পপির মিশন কক্সবাজার (ছবি ও ভিডিও)"। জাগো নিউজ। ২৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯।
- ↑ "অভিনয় বাদ দিয়ে আল্লাহর পথে চলবো: পুষ্পিতা পপি"। দৈনিক ইত্তেফাক। ৩১ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে পুষ্পিতা পপি