কেয়া (অভিনেত্রী)

বাংলাদেশী অভিনেত্রী

সাবরিনা সুলতানা কেয়া (জন্ম ১২ অক্টোবর,১৯৮৫)[] হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। যিনি চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয় করার পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন।[][]

সাবরিনা সুলতানা কেয়া
জন্ম১২ অক্টোবর[]
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশি
পেশাঅভিনেত্রী, মডেল

কর্মজীবন

সম্পাদনা

২০০১ সালে ১৪ বছর বয়সে কঠিন বাস্তব চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে কেয়ার।[][] ২০০৩ সালে তিনি সাহসী মানুষ চাই চলচ্চিত্রে অভিনয় করেন, যা দুইটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।[] ২০১৫ সালে তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ব্ল্যাকমানি মুক্তি পায়।[][] এরপর তিনি ৪ বছর পর ২০১৯ সালে শিপন মিত্রের বিপরীতে ইয়েস ম্যাডাম চলচ্চিত্রের মাধ্যমে পুনরায় প্রত্যাবর্তন করেন।[]

চলচ্চিত্র

সম্পাদনা
  1. কঠিন বাস্তব (২০০১)[১০]
  2. রংবাজ বাদশা (২০০১)[১১]
  3. ভালোবাসার শত্রু (২০০২)[]
  4. হৃদয়ের বন্ধন (২০০২)
  5. সাহসী মানুষ চাই (২০০৩)[]
  6. খুনের পরিণাম (২০০৩)
  7. টোকাই থেকে হিরো (২০০৩)
  8. তুমি শুধু আমার (২০০৩)[১২]
  9. চাই ক্ষমতা (২০০৩)
  10. আন্ডারওয়ার্ল্ড (২০০৩)
  11. নষ্ট (২০০৪)
  12. অপরাধ দমন (২০০৪)
  13. দিওয়ানা মাস্তানা (২০০৪)[]
  14. ডেঞ্জার হিরো (২০০৪)
  15. পাল্টা আক্রমণ (২০০৪)
  16. মিশন শান্তিপুর (২০০৫)
  17. মহব্বত জিন্দাবাদ (২০০৫)[]
  18. নিষিদ্ধ যাত্রা (২০০৬)
  19. মাস্তান সম্রাট (২০০৭)
  20. রাজধানীর রাজা (২০০৮)
  21. মনে বড় কষ্ট (২০০৯)[১৩]
  22. তুমি কি সেই (২০০৯)
  23. সেই তুফান (২০১০)
  24. বন্ধু তুমি শত্রু তুমি (২০১১)[১৩]
  25. প্রেমিক নাম্বার ওয়ান (২০১৩)
  26. আয়না কাহিনী (২০১৩)[১৪]
  27. আত্মঘাতক (২০১৩)[১৫]
  28. ব্ল্যাক মানি (২০১৫)[]
  29. ইয়েস ম্যাডাম[]
  30. কথা দিলাম (২০২৩)[১৬]

সমালোচনা

সম্পাদনা

২০১১ সালের ২২ ডিসেম্বর অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে কেয়াকে গ্রেফতার করে পুলিশ।[১৭] এরপর, ২০১১ সালের ২৩ ডিসেম্বর তিনি জরিমানা প্রদানের বিনিময়ে মুক্তি পান।[১৮]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পাঁচ অভিনেত্রীর জন্মদিন আজ"যুগান্তর। ১২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৯ 
  2. "নতুন রূপে কেয়া"কালের কণ্ঠ। ১১ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
  3. "আবারও নাটকে ফিরলেন কেয়া"যুগান্তর। ৬ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "ফিরলেন কেয়া"জনকণ্ঠ। ১৩ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
  5. "আলোচিত নায়িকা কেয়া এখন"এনটিভি। ২৫ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
  6. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"www.fdc.gov.bd। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৯ 
  7. "কেয়ার শেষ পরীক্ষা 'ব্ল্যাকমানি'"এনটিভি। ৬ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "কেয়া কোথায়!"মানবজমিন। ১১ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
  9. ডেস্ক, বিনোদন। "চার বছর পর সিনেমায় ফিরলেন চিত্রনায়িকা কেয়া"দৈনিক ইনকিলাব অনলাইন। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৯ 
  10. "চলচ্চিত্র"প্রথম আলো। ৩ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
  11. "চলচ্চিত্র"কালের কণ্ঠ। ৮ ডিসেম্বর ২০১৫। ১৩ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
  12. "টিভি সূচি"কালের কণ্ঠ। ৯ মে ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
  13. "নিরব ও কেয়া জুটির দ্বিতীয় ছবি"প্রথম আলো। ১ মে ২০১১। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  14. "সম্রাট-কেয়ার অতৃপ্ত বাসনা"যুগান্তর। ১ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
  15. "আত্মঘাতক"প্রথম আলো। ১৪ মার্চ ২০১৩। ২২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
  16. ডেস্ক, বিনোদন (২০২৩-০২-১০)। "যেসব সিনেমা হলে 'কথা দিলাম'"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৬ 
  17. "নায়িকা কেয়া গ্রেফতার"বাংলানিউজ২৪.কম। ২৩ ডিসেম্বর ২০১১। ২২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
  18. "৫০০ টাকায় মুক্ত কেয়া"বাংলানিউজ২৪.কম। ২৩ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

সম্পাদনা