কুখ্যাত খুনী (চলচ্চিত্র)
২০০০-এর চলচ্চিত্র
কুখ্যাত খুনী ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছেন মনতাজুর রহমান আকবর। নাম ভূমিকায় আছেন ডিপজল ছায়াছবিটি এরশাদ শিকদারের জীবনী অবলম্বনে বানানো হয়েছে।[১] যদিও পরিচালক তা স্বীকার করেননি।[২] ছবিটি গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। ৯০ লক্ষ টাকা বাজেটর ছবিটি সাড়ে ৩ কোটি টাকা আয় করে। ৭৯ টি হলে এক যোগে মুক্তি পায়।[৩] মিরপুর গাবতলিতে এই ছবির প্রিন্ট ছিনতায় হয়ে যায়, পরে নতুন করে প্রিন্ট করে দিতে হয়। ২০০০ সালের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রসমূহের তালিকায় নাম উঠে আসে কুখ্যাত খুনী ছবিটির।
কুখ্যাত খুনী | |
---|---|
পরিচালক | মনতাজুর রহমান আকবর |
প্রযোজক | মনতাজুর রহমান আকবর ও মঞ্জুরুল হাসান |
চিত্রনাট্যকার | মনতাজুর রহমান আকবর |
কাহিনিকার | আবদুল্লাহ জহির বাবু |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | শওকত আলী ইমন |
চিত্রগ্রাহক | লাল মোহাম্মাদ |
সম্পাদক | আমজাদ হোসেন |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | প্যানারোমা মুভিজ |
স্থিতিকাল | মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ৯০ লাখ |
আয় | ৩.৫০ কোটি |
কাহিনি সংক্ষেপ
সম্পাদনাকুখ্যাত গডফাদার সহজসরল এক যুবকের বাবার দু’হাত কেটে নিয়ে যায় এবং যার প্রতিশোধ নিতে গিয়ে ঐ যুবকটি ধীরে ধীরে পরিনত হয় কুখ্যাত খুনিতে।
অভিনয়শিল্পী
সম্পাদনা- মান্না - বাবুল
- মৌসুমী - নাভানা, সালাউদ্দিনের ভাতিজি
- ডিপজল - তরফদার
- হেলাল খান - বাদল
- মৌয়ুরি - আশা
- রাজ্জাক - আমিনুল হক, বাবুলের বাবা
- ডলি জহুর - মিনু, বাবুলের মা
- দিলদার - টুইনা
- হুমায়ুন ফারিদি - ইসমাইল সরদার, রাজনৈতিক নেতা
- মিজু আহমেদ - সালাউদ্দিন
- সাদেক সিদ্দিকি - আলম
- এটিএম সামসুজ্জামান - ডাল পিন্টু
- মিশা সওদাগর - মিশা
- জাম্বু - সম্ভু
- ফকিরা - মাকতু, তরফদারের ভাই
- গাঙ্গুয়া - ওসি রহমান, আগারগাও থানার ওসি
- আজহারুল ইসলাম খান - পুলিশ কমিশনার
সঙ্গীত
সম্পাদনাছায়াছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মান্নাকে স্মরণ করছে শিল্পী সমিতি"। Risingbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মে ২০২০।
- ↑ "সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ১০টি বাংলাদেশি সিনেমা • sylhetmail24.com"। sylhetmail24.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-২৮। ২০১৯-০৯-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৪।
- ↑ "বিনষ্ট হচ্ছে ডিপজলের ঘোষণা"। bhorer-dak.com। ২০১৯-০৮-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৮।