মায়ের চোখ
মায়ের চোখ বাংলাদেশী অ্যাকশন ও পারিবারিকভিত্তিক চলচ্চিত্র। লিখছেন যোশেফ শতাব্দী। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। অমিবনি কথাচিত্র থেকে ছবিটি প্রযোজনা এবং অভিনয় করেছেন ডিপজল। নাম ভূমিকায় অভিনয় করেছেন আনোয়ারা।[১] অন্যান্য শিল্পীরা হলেন আমিন খান, পূর্ণিমা, কাজী হায়াৎ, জিল্লুর রহমান, সাদেক বাচ্চু, শিবা সানু, মিজু আহমেদ।[২]
মায়ের চোখ | |
---|---|
পরিচালক | মনতাজুর রহমান আকবর |
প্রযোজক | ডিপজল |
রচয়িতা | যোশেফ শতাব্দী |
চিত্রনাট্যকার | যোশেফ শতাব্দী |
কাহিনিকার | ডিপজল |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলম খান |
চিত্রগ্রাহক | আলমগীর খসরু |
সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
প্রযোজনা কোম্পানি | অমি বনি কথাচিত্র |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনাডাঃ আকাশের কাছে মায়ের চিকিৎসার জন্য জীবন তার মাকে নিয়ে গ্রাম থেকে ঢাকায় এসেছে।কিন্তু মিথ্যা খুনের মামলায় পলাতক এই ডাক্তার নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনভাবেই তার মায়ের চিকিৎসা করতে পারবে না।তাই মায়ের চোখের চিকিৎসার জন্য ডাঃ আকাশের শত্রুদের শায়েস্তা করে তাকে নির্দোষ প্রমাণিত করার উদ্যোগ নেয় জীবন।[৩]
অভিনয়ে
সম্পাদনা- আমিন খান
- পূর্ণিমা
- রেসি
- জায়েদ খান
- কাকন
- আনোয়ারা
- গুলশান আরা
- টেলি সামাদ
- কাবিলা
- ডি জে সোহেল
- সোহেল রশিদ
- শাহ আলম কিরণ
- চিতা
- সাগর শিকদার
- ববি
- রিনা খান
- কল্পনা
- কাজী হায়াৎ
- ডিপজল
- জিল্লুর রহমান
- সাদেক বাচ্চু
- শিবা শানু
- মিজু আহমেদ
- ফরহাদ
- তানহা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সেন্সরে যাচ্ছে 'মায়ের চোখ' | Kaler Kantho"। সংগ্রহের তারিখ ২০১৭-০২-২২।
- ↑ BanglaNews24.com। "এককেন্দ্রিক রেসী ! :: BanglaNews24.com mobile"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। ২০২০-০৫-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০২-২২।
- ↑ "ছোট পর্দার ঈদ আয়োজন : সিনেমা" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০২-২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- মায়ের চোখ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ মে ২০১৭ তারিখে - বাংলাদেশী মুভি ডেটাবেজ
- মায়ের চোখ - ইন্টারনেট মুভি ডেটাবেজ