জয়পুরহাট সরকারি কলেজ
জয়পুরহাট সরকারি কলেজ জয়পুরহাট জেলার একটি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি জয়পুরহাট রেলওয়ে স্টেশন এর কাছাকাছি অবস্থিত এবং ১৭ নভেম্বর, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয়। এছাড়া, স্নাতক (পাস) কোর্স, ১৩টি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ১৩টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু আছে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, এখানে মোট ১১,৪৭৯ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।
নীতিবাক্য | জ্ঞানই শক্তি |
---|---|
ধরন | সরকারি কলেজ |
স্থাপিত | ১৭ নভেম্বর ১৯৬৩ |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় রাজশাহী শিক্ষা বোর্ড |
ইআইআইএন | ১২১৮৯৭ |
অধ্যক্ষ | সাইফুল ইসলাম |
উপাধ্যক্ষ | মিজানুর রহমান |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৫৫ |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ২ |
শিক্ষার্থী | ১১,৪৭৯ |
স্নাতক | ৮,০০৪ |
স্নাতকোত্তর | ১০৭৫ |
অন্যান্য শিক্ষার্থী | ২,৪০০ |
ঠিকানা | শান্তিনগর , , ৫৯০০ , বাংলাদেশ ২৫°০৫′৫০″ উত্তর ৮৯°০১′২৫″ পূর্ব / ২৫.০৯৭২° উত্তর ৮৯.০২৩৬° পূর্ব |
শিক্ষাঙ্গন | জেলা সদর পৌর এলাকা, ৮.৭ একর (৩.৫ হেক্টর) |
ভাষা | বাংলা |
সংক্ষিপ্ত নাম | জসক |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনা১৯৬৩ সালের ১৭ নভেম্বর উত্তরাঞ্চলের রেলস্টেশন প্ল্যাটফর্মের পাশে জয়পুর হানুমান কক্ষসা বাজলার একটি পুরনো পাটের গুদামে প্রথম কলেজটি প্রতিষ্ঠিত হয়। শুরুতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক (পাশ) কোর্সে শিক্ষা প্রদান শুরু হয়। ১৯৬৬ সালে রেলস্টেশনের পশ্চিম পাশে নতুন ভবন নির্মাণের পর কলেজটি সেখানে স্থানান্তরিত হয়। ১৯৮০ সালে প্রতিষ্ঠানটি সরকারিকরণ করা হয়। এরপর ১৯৯৭ সালে স্নাতক (সম্মান) ও ২০০৬ সালে স্নাতকোত্তর কোর্স চালু করা হয়। বর্তমান কলেজটির আয়তন ৮.৭৭ একর এবং সাইফুল ইসলাম অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।[১]
উপলব্ধ কোর্স
সম্পাদনাবর্তমানে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু আছে। উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান শাখায় ৬০০ টি এবং মানবিক ও ব্যবসা শাখায় ৩০০টি করে আসন রয়েছে।
উচ্চ মাধ্যমিক
সম্পাদনা- বিজ্ঞান
- মানবিক
- ব্যবসায় শিক্ষা
স্নাতক (পাশ)
সম্পাদনা- বিএ (পাস)
- বিএসএস (পাস)
- বিএসসি (পাস)
- বিবিএস (পাস)
- সিসি
স্নাতক (সম্মান)
সম্পাদনা- বাংলা
- ইংরেজি
- ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি
- দর্শন
- রাষ্ট্রবিজ্ঞান
- অর্থনীতি
- হিসাব বিজ্ঞান
- ব্যবস্থাপনা
- পদার্থবিদ্যা
- রসায়ন
- উদ্ভিদবিদ্যা
- প্রাণিবিদ্যা
- গণিত
মাস্টার্স ফাইনাল
সম্পাদনা- বাংলা
- ইংরেজি
- ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি
- দর্শন
- রাষ্ট্রবিজ্ঞান
- অর্থনীতি
- অ্যাকাউন্টিং
- ব্যবস্থাপনা
- পদার্থবিদ্যা
- রসায়ন
- উদ্ভিদবিদ্যা
- প্রাণিবিদ্যা
- গণিত
মাস্টার্স প্রিলিমিনারি
সম্পাদনা- দর্শন
- অর্থনীতি
- ব্যবস্থাপনা
সহশিক্ষা কার্যক্রম
সম্পাদনা- সেচ্ছায় রক্তদানকারী সংগঠন বাঁধন
- বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী
- পাশে আছি আমরা
ফলাফল ও র্যাংকিং
সম্পাদনা২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছে ১৭,৫৭৫ জন, পাস করেছে ১৫,৪৯৮ জন, ফেল করেছে ২,০৭৭ জন, এ+ পেয়েছে ৩১৩৪ জন, শতকরা পাস করেছে ৮৮.১৮%, শতকরা এ+ পেয়েছে ১৭.৮৩ %।[২]
২০২৪ সহপাঠী কলেজ র্যাংকিং অনুযায়ী, প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে ৮৬তম, বোর্ডে ১২ তম, বিভাগে ১২ তম এবং জেলায় ২য় তম স্থানে রয়েছে।[২]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট - আলো"। www.jgcbd.edu.bd। সংগ্রহের তারিখ ২০২৫-০১-০৮।
- ↑ ক খ Analysis of Public Results। "Govt. Joypurhat College - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-০৮।