সাদিকা পারভিন পপি
সাদিকা পারভিন পপি (জন্ম: ১০ সেপ্টেম্বর, ১৯৭৯[২]) যিনি পপি নামে পরিচিত, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। তিনি ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের কুলি ছায়াছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন।[৩] বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী এ পর্যন্ত মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা ছায়াছবিতে অভিনয়ের করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুস্কাররে ভূষিত হয়েছেন।[৪]
পপি | |
---|---|
জন্ম | সাদিকা পারভিন পপি ১০ সেপ্টেম্বর ১৯৭৯ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | চলচ্চিত্র অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ১৯৯৭–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | মেঘের কোলে রোদ কি যাদু করিলা গঙ্গাযাত্রা |
উচ্চতা | ৫ ফু ৮ ইঞ্চি (১.৭৩ মি) |
আত্মীয় | মৌসুমী (মামাতো বোন), ইরিন জামান (মামাতো বোন)[১] |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (৩ বার) |
প্রাথমিক জীবন
সম্পাদনাপপি ১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা আমির হোসেন (মৃত্যু ২০২৪)।[৫] তার শৈশব কাটে খুলনায় দাদাবাড়িতে। ছয় ভাইবোনের মধ্যে পপি বড়। পড়াশুনা করেছেন খুলনার মুন্নুজান উচ্চ বালিকা বিদ্যালয়ে।[৬]
অভিনয় জীবন
সম্পাদনামডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি।[৭] কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি। ছবিটি সেই সময়ে ৭ কোটি টাকা ব্যবস্যা করে মাইলফলক করে।[৮] এরপর ১৯৯৮ সালে রিয়াজের বিপরীতে বিদ্রোহ চারিদিকে, ১৯৯৯ সালে মান্নার বিপরীতে কে আমার বাবা ও লাল বাদশা, ২০০২ সালে কমল সরকার পরিচালিত ক্ষেপা বাসু ও বাবুল রেজা পরিচালিত ওদের ধর ছায়াছবিগুলো ব্যবসাসফল হয়।[৯] মান্না প্রযোজিত লাল বাদশা ছায়াছবি ব্যবসা সফল হয় ও তার অভিনয় জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে।[১০] এই ছায়াছবিতে আবেদনময়ী খেতাব পাওয়া পপি নিজেকে নতুন ভাবে তুলে আনেন রুবেল এর সাথে জুটি গড়ে। একে একে তার সাথে অভিনয় করেন ২২টি ছায়াছবিতে। টর্নেডো কামাল, ভয়ংকর সন্ত্রাসী, অন্ধকারে চিতা, রাগী, চুরমার, মায়ের জন্য যুদ্ধ তার মধ্যে অন্যতম। চোখ ধাঁধানো দৈহিক সৌন্দর্য এর অধিকারিণী এই অভিনেত্রী খোলামেলা পোশাকে সবার নজর কেরে নেন। মায়ের জন্য যুদ্ধ ছায়া ছবিতে "মন বলে পিয়ু পিয়ু" গানে কালো ব্লাউজ ও পা উন্মুক্ত পোশাকে ব্যাপক উষ্ণতা ছড়ান এই লাস্যময়ী নায়িকা। একই ছবিতে রুবেলের সাথে একট গানে বরফের টুকরা মুখে পপির শরীরে ছুয়ানোও ব্যপক সমালোচনার সৃষ্টি হয়। তাছাড়া আরো অনেক ছায়াছবিতে বোল্ড লুক ও চুম্বন দৃশ্যে ধরা দেন তিনি। তার পশ্চিমা খোলামেলা আবেদনময়ী উপস্থিতি দর্শকদের মনে জায়গা করেন নেয়। একের পর এক ব্যবসাসফল ছবি দিয়ে কিছুদিনের মধ্যেই বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ নায়িকার স্থান দখল করেেন। তখন সময়ের অভাবে বলিউডের মহেশ ভাটের সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। পপি ২৫০ এর বেশি সিনেমায় অভিনয় করেছেন।
২০০৩ সালে অভিনয় করেন কালাম কায়সার পরিচালিত কারাগার ছায়াছবিতে। এতে এক টোকাই চরিত্রে অভিনয় করে প্রথম বারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[১১] ২০০৬ সালে কথাসাহিত্যিক আসকার ইবনে শাইখ রচিত গল্প অবলম্বনে স্যাটেলাইট চ্যানেল এনটিভির প্রথম প্রযোজিত ছায়াছবি বিদ্রোহী পদ্মায় তার অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে। এই বছর আরও মুক্তি পায় ফেরদৌসের বিপরীতে সামিয়া জামান পরিচালিত রানীকুঠির বাকী ইতিহাস। ২০০৮ সালে নারগিস আক্তার পরিচালিত এইডস বিষয়ক সচেতনতামূলক ছায়াছবি মেঘের কোলে রোদ ও চন্দন চৌধুরী পরিচালিত কি যাদু করিলা চলচ্চিত্রে অভিনয় করেন। মেঘের কোলে রোদ চলচ্চিত্রের জন্য তিনি অর্জন করেন দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।[১২] এছাড়া কি যাদু করিলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার।[১৩] পরের বছর সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত গঙ্গাযাত্রা ছায়াছবিতে ধুঙ্গরের চরিত্রে অভিনয় করেন। এ চলচ্চিত্রের জন্য তিনি তৃতীয় বারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।[১৪] এছাড়াও পান টানা দ্বিতীয়বারের মত বাচসাস পুরস্কার।[১৫]
২০১২ সালে মুক্তি পায় ইমনের বিপরীতে জি সরকার পরিচালিত গার্মেন্টস কন্যা। বড় বাজেটের এই ছায়াছবিটি ব্যবসাসফল হয়। দুই বছর বিরতির পর ২০১৪ সালে মুক্তি পায় তার অভিনীত চার অক্ষরের ভালোবাসা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নিরব।[১৬] ২০১৫ সালে আবদুল্লাহ আল মামুন পরিচালিত শেষ চলচ্চিত্র দুই বেয়াইয়ের কীর্তিতে অভিনয় করেন।[১৭] ২০১৬ সালে অভিনয় করেন নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প রস অবলম্বনে নারগিস আক্তার নির্মিত পৌষ মাসের পিরীত-এ। এতে তার বিপরীতে অভিনয় করেন টনি ডায়েস।[১৮] এছাড়া অভিনয় করছেন নাজমুল হাসানের দুই নয়ন ছায়ছবিতে।[১৯][২০]
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশনের নাটকে ও টেলিফিল্মে অভিনয় করেছেন। কাজ করেছেন মেজবাহ শিকদার পরিচালিত গোধূলির দেখা আলো নাটকে। ২০১৩ সালের ঈদে বাংলাভিশনের জন্য নির্মিত আমি ভালোবাসিনি টেলিফিল্মে অভিনয় করেন। টেলিফিল্মটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং তার বিপরীতে ছিলেন চঞ্চল চৌধুরী।[২১] ২০১৪ সালে রেজানুর রহমানের নির্দেশনায় নোটবুক টেলিফিল্মে একজন বিবাহিত নারীর চরিত্রে অভিনয় করেন।[২২] এছাড়া অভিনয় করেছেন বি ইউ শুভ্র পরিচালিত নবনীতা তোমার জন্য ও নীল কষ্ট খণ্ড ধারাবাহিকে এবং প্রহর ও পলাশপুরের মেহেরজান টেলিফিল্মে। ২০১৫ সালের ঈদুল আযহা উপলক্ষে একুশে টেলিভিশনের জন্য নির্মিত এক্সপ্রেশন অব লাভ টেলিফিল্মে অভিনয় করছেন।[২৩]
মডেলিং
সম্পাদনা২০১৫ সালের শেষের দিকে ১ বছরের চুক্তিতে রোমানিয়া বিস্কুটের ব্রান্ড এম্বাসেডর হন।[২৪] এ সময় তাকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্দেশনায় রোমানিয়া বিস্কুটের বিজ্ঞাপনে দেখা যায়।[২৫]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাপুরস্কার ও সম্মাননা
সম্পাদনাবছর | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২০০৪ | শ্রেষ্ঠ অভিনেত্রী | কারাগার | বিজয়ী | [২৬] |
২০১০ | মেঘের কোলে রোদ | [২৭] | ||
২০১১ | গঙ্গাযাত্রা | [২৮] |
বছর | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
১৯৯৯ | শ্রেষ্ঠ অভিনেত্রী | অনেক দিনের আশা | বিজয়ী | [২৯] |
২০০৩ | জুয়াড়ী | [৩০] | ||
২০০৭ | বিদ্রোহী পদ্মা | [৩১] | ||
২০০৯ | কি যাদু করিলা | [৩২] | ||
২০১৪ | গঙ্গাযাত্রা | [৩৩] |
- টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রাব) পুরস্কার
বছর | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২০০৪ | সেরা চলচ্চিত্র অভিনেত্রী | মান্না ভাই | বিজয়ী | [৩৪] |
২০১২ | গার্মেন্টস কন্যা | [৩৫] | ||
২০১৮ | সোনাবন্ধু | [৩৬] |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিবেদক, বিনোদন (২০২৩-০৮-২৬)। "তিন বছর ধরে খোঁজ নেই চিত্রনায়িকা পপির, কোথায় আছেন তিনি"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৭।
- ↑ "শুভ জন্মদিন সাদিকা পারভিন পপি"। বিডি খবর। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬।
- ↑ "আবার আমি জ্বলে উঠব : পপি"। ২১ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬।
- ↑ "পপির হ্যাটট্রিক"। দৈনিক প্রথম আলো। ৮ সেপ্টেম্বর ২০১০। ২০১৪-০৮-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬।
- ↑ "নায়িকা পপির বাবা আর নেই"। আরটিভি অনলাইন। ২৬ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ মাজহার বাবু (৭ ফেব্রুয়ারি ২০১৫)। "খুব গাছে চড়তাম : পপি"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬।
- ↑ "নতুন ছবিতে পপি"। দৈনিক ভোরের পাতা। ২২ ডিসেম্বর ২০১৫। ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬।
- ↑ "পপির আক্ষেপ"। বিডিনিউজ। ১০ আগস্ট ২০১৫। ২৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬।
- ↑ অনিন্দ্য মামুন (১৭ মার্চ ২০১৬)। "রহস্যময়ী পপি"। দৈনিক যুগান্তর। ২৮ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬।
- ↑ "এখনো পপি"। দৈনিক যায় যায় দিন। জুলাই ১৮, ২০১২। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬।
- ↑ "পপির রহস্যজনক জীবনযাপন !"। বাংলানিউজ। মে ১৭, ২০১১। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ মঈন আবদুল্লাহ্ (১২ ফেব্রুয়ারি ২০১০)। "শ্রেষ্ঠ ছবি চন্দ্রগ্রহণ শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী রিয়াজ ও পপি"। দৈনিক সমকাল। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাচসাস চলচ্চিত্র পুরস্কারের বর্ণাঢ্য আয়োজন"। দৈনিক প্রথম আলো। ডিসেম্বর ২৮, ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬।
- ↑ কামরুজ্জামান (২২ মার্চ ২০০৯)। "সেরা অভিনেতা ফেরদৌস-চঞ্চল, অভিনেত্রী পপি"। দৈনিক প্রথম আলো। ২০২০-০৫-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬।
- ↑ "নতুন বছরে নতুন উদ্যমে পপি"। মিডিয়া খবর। ৮ জানুয়ারি ২০১৫। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬।
- ↑ "নায়ক সংকটে পপি"। দৈনিক ইত্তেফাক। ১৩ ডিসেম্বর ২০১৫। ১৮ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬।
- ↑ "আমাকে দিয়ে এখন আর কলেজ পড়ুয়া নায়িকার রোমান্টিক চরিত্র হবে না : পপি"। দৈনিক ইনকিলাব। ৫ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ জাকিয়া আক্তার (২৭ আগস্ট ২০১৬)। "'পৌষ মাসের পিরীত'র জন্য পপি একদম পারফেক্ট'"। চ্যানেল আই। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দুই চলচ্চিত্রে পপি"। করতোয়া। ১১ মার্চ ২০১৬। ১০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬।
- ↑ "আবারও আড়ালে পপি"। দৈনিক যুগান্তর। ২৯ মে ২০১৬। ৩০ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬।
- ↑ "ঈদের টেলিফিল্মে পপি"। প্রিয় নিউজ। ৮ জুন ২০১৩। ৩০ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬।
- ↑ "'নোটবুক' টেলিফিল্মে জনপ্রিয় অভিনেত্রী পপি"। প্রিয় নিউজ। ৩১ জানুয়ারি ২০১৪। ১২ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬।
- ↑ "ঈদের টেলিফিল্মে অভিনেত্রী পপি"। দিনকাল। ৩০ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ লিমন আহমেদ (১২ ডিসেম্বর ২০১৫)। "এফডিসিতে রাজের সেটে নতুন পপি"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬।
- ↑ "নতুন বিজ্ঞাপনে পপি"। দৈনিক ইত্তেফাক। ৬ ডিসেম্বর ২০১৫। ১৮ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬।
- ↑ রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৫।
- ↑ মেঘলা রহমান বৃষ্টি (১৯ ফেব্রুয়ারি ২০১০)। "অভিনয়ে সেরা রিয়াজ ও পপি"। দৈনিক কালের কণ্ঠ। ২ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৫।
- ↑ নূর এ সাদিয়া (২৮ জুলাই ২০১১)। "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯"। দৈনিক জনকণ্ঠ। ৩ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৫।
- ↑ জোয়াদ ২০১০, পৃ. ৪৮০।
- ↑ জোয়াদ ২০১০, পৃ. ৪৮১।
- ↑ জোয়াদ ২০১০, পৃ. ৪৮২।
- ↑ জোয়াদ ২০১০, পৃ. ৪৮২-৮৩।
- ↑ "পাঁচ বছরের বাচসাস পুরস্কার ঘোষণা"। দৈনিক ইত্তেফাক। ২৮ ডিসেম্বর ২০১৪। ১৫ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০।
- ↑ "স্টামফোর্ড ট্র্যাব অ্যাওয়ার্ড '০৪ পেলেন যারা"। দৈনিক ইত্তেফাক।
- ↑ "প্রদান করা হলো 'ট্র্যাব অ্যাওয়ার্ড'"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৪ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০।
- ↑ "প্রদান করা হলো ট্রাব অ্যাওয়ার্ড- ২০১৭"। দৈনিক ইত্তেফাক। ২০ ফেব্রুয়ারি ২০১৮। ১৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সাদিকা পারভিন পপি (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে সাদিকা পারভিন পপি