ঘর ভাঙ্গা সংসার
ঘর ভাঙ্গা সংসার ২০২৩ সালের বাংলাদেশী চলচ্চিত্র। পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। লিখেছেন ছটকু আহমেদ। অনুপম ফিল্মস ইন্টারন্যাশনাল এর ব্যানারে প্রযোজনা ও পরিবেশনা করেছেন মোঃ আনোয়ার হোসেন।[১] এতে অভিনয় করেছেন ডিপজল, শিরিন শিলা, আঁচল।[২][৩]
ঘর ভাঙ্গা সংসার | |
---|---|
পরিচালক | মনতাজুর রহমান আকবর |
প্রযোজক | মোঃ আনোয়ার হোসেন |
রচয়িতা | ছটকু আহমেদ |
চিত্রনাট্যকার | মনতাজুর রহমান আকবর |
সুরকার | অমিত চ্যাটার্জি |
চিত্রগ্রাহক | আরাফাত |
প্রযোজনা কোম্পানি | অনুপম ফিল্মস ইন্টারন্যশনাল |
মুক্তি | ১ সেপ্টেম্বর, ২০২৩ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ৩০ লাখ |
কাহিনি সংক্ষেপ
সম্পাদনাঅভিনয়ে
সম্পাদনা- ডিপজল - সুলতান
- আঁচল - সুমি
- শিরিন শিলা - জুলি
- শাহেন শাহ
- মধুয়া মধু
- বড়দা মিঠু - খান চাচা
- মিশা সওদাগর - আসলাম
- কিশোর - বড়ুয়া
- রাকিব হোসেন - রাকিব
- শওকত - ম্যানেজার
- এনারজি বাদল - সুব্রত
- সেলিম আহমেদ - আসগর চৌধুরি
সংগীত
সম্পাদনানির্মাণ
সম্পাদনামুক্তি
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন"। www.fdc.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৬।
- ↑ "এবার গানের শুটিংয়ে শিলা"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৪।
- ↑ Diganta, Probashir (২০২১-০৬-১৬)। "আসছে শিরীন শিলার নতুন ছবি 'ঘর ভাঙ্গা সংসার'"। প্রবাসীর দিগন্ত। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৪।
- ↑ "অর্ধশতাধিক হলে দুটি ছবি"। Sarabangla | Breaking News | Sports | Entertainment (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৯-০১। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০১।
- ↑ "আজ সারাদেশে মুক্তি পাচ্ছে ডিপজল ও শিরিন শিলার 'ঘর ভাঙ্গা সংসার'"। alokitobangladesh। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০১।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ঘর ভাঙ্গা সংসার (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে ঘর ভাঙ্গা সংসার