সুচরিতা
বেবী হেলেন (জন্ম : ১৯৫৮) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি সুচরিতা ছদ্মনামে পরিচিত ও জনপ্রিয়।[২] ১৯৬৯ সালে শিশু শিল্পী হিসেবে বাবুল ছবিতে প্রথম অভিনয় করেন।[২] নায়িকা হিসেবে স্বীকৃতি ছবিতে প্রথম অভিনয় করেন ১৯৭২ সালে।[২] ১৯৭৭ সালে আবদুল লতিফ বাচ্চু পরিচালিত যাদুর বাঁশী ছবিটি তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌছে দেয়।[২] চাষী নজরুল ইসলামের হাঙর নদী গ্রেনেড ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
সুচরিতা | |
---|---|
জন্ম | বেবী হেলেন ১৯৫৮ (বয়স ৬৫–৬৬) ঢাকা, পূর্ব পাকিস্তান, পাকিস্তান |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | চলচ্চিত্র অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৬৯-বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | জাদুর বাঁশী, হাঙর নদী গ্রেনেড, ঘর সংসার "আখি মিলন" |
দাম্পত্য সঙ্গী | জসিম (বিবাহবিচ্ছেদ) কেএমআর মঞ্জুর (বি. ১৯৮৯; বিচ্ছেদ. ২০১২)[১] |
আত্মীয় | রিতা (বোন) |
পুরস্কার | বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী (১৯৯৭) |
চলচ্চিত্রে আগমন
সম্পাদনাসুচরিতা একজন শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে প্রথম কাজ করেন যখন তার নাম ছিল বেবী হেলেন। ‘বাবলু’ চলচ্চিত্রে তিনি শিশু শিল্পী হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন। নায়িকা হিসেবে সুচরিতা প্রথম অভিনয় করেন আজিজুর রহমান পরিচালিত ‘স্বীকৃতি’ ছবিতে। প্রথমদিকে তিনি খুব একটা সফল না হলেও পরে ভালোই জনপ্রিয়তা অর্জন করেন এবং প্রথম শ্রেণীর নায়িকা হিসেবে জায়গা করে নেন। রোমান্টিক চলচ্চিত্রে তার সাথে জুটি গড়ে ওঠে ইলিয়াস কাঞ্চন,ওয়াসিম সোহেল রানা,এবং উজ্জ্বলের সাথে। সুচরিতার চমৎকার শারীরিক অবয়ব এবং ফটোজেনিক চেহারা তাকে একটা শক্ত ভীত গড়ে দেয়। তিনি একজন সু-অভিনেত্রীও ছিলেন। ক্যারিয়ারের এক জনপ্রিয় মূহুর্তে তিনি বিয়ে করেন চিত্র নায়ক জসিমকে। তবে এই সংসার বেশি দিন টেকেনি এবং তিনি আবার চলচ্চিত্রে ফিরে আসেন। এ সময় তিনি বেশ কিছু বিকল্প ধারার চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮১ সালে তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার লাভ করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে।[৩]
উল্লেখযোগ্য চলচ্চিত্র
সম্পাদনা- বলো না তুমি আমার
- জীবন নৌকা
- জনি
- রঙ্গীন জরিনা সুন্দরী
- ডাকু মনসুর
- এখোনো অনেক রাত
- হাঙ্গর নদী গ্রেনেড
- চাচ্চু আমার চাচ্চু
- কথা দিলাম
- ত্রাস
- দাঙ্গা
- নাগর দোলা
- দি ফাদার
- বাল্য শিক্ষা
- বদলা
- গাদ্দার
- দুনিয়াদারী
- মোহাম্মদ আলী
- রকি
- যাদুর বাঁশী
- মাস্তান
- তাল বেতাল
- সমাপ্তি
- জানোয়ার
- আলোর পথে
- ছক্কা পাঞ্জা
- সোনার হরিণ
- সোনার তরী
- আসামী
- তুফান
- নদের চাঁদ
- ঘর-সংসার
- কুদরত
- সাক্ষী
- আঁখি মিলন
- জিঘাংসা,
- মায়ের আঁচল
- দেনা পাওনা
- কার পাপে
- নালিশ
- হাসনাহেনা
- অগ্নিপরীক্ষা
- যাদুনগর
- মধুমালতী
- রূপের রাণী চোরের রাজা
- রাজকুমারী চন্দ্রভান
- নাগিন
- নাগিন কণ্যা
- নাগরাণী
- গঙাযমুনা
- জলপরী
- আগুন পানি
- রঙিন আলাল দুলাল
- ব্জ্রমুষ্ঠী
- বীরপুরুষ
- সেলিম জাভেদ
- অকর্মা
- আমিই শাহেনশা
- মারকশা
- লিনজা
- মহল
- সালতানাত
- হালচাল
- আশ্রয়
- কুসুমকলি
- চার সতীনের ঘর
- ইনসাফ
- ইশারা
- মেঘ বিজলী বাদল
- বাদল
- ওস্তাদ সাগরেদ
- সংসার সীমান্তে
- কাজল লতা
- ফেরারী বসন্ত
- মা আমার চোখের মনি
- নয়ন ভরা জল
- ফুলেশ্বরী
- লাগাম
- স্মাগলার
- আপনজন
- গাঁয়ের ছেলে
- রংবেরং
- স্বীকৃতি
- অপেক্ষা
- অজান্তে
- সিকান্দার
- হারানো সুর
- নিশান
- আল হেলাল
- শাহী চোর
- ধর্ম আমার মা
- নিকাহ্
- গৃহলক্ষী
- বনবাসে বেদের মেয়ে জোসনা
- টাকা
- জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার
- মাটির মায়া
- মাটির কোলে
- মা আমার বেহেশত
- কত যে আপন
- লাখে একটা
- রঙীন বিনি সূতার মালা
- পরান পাখী
- আয়নামতি
- শত্রু
- মহেশখালীর বাঁকে
- দুই বোন
- অন্যায়
- উদ্ধার
- মিয়া বাড়ীর চাকর
- চাচ্চু আমার চাচ্চু
- সোনার ময়না পাখি
- নাম বদনাম
- মোহন বাঁশি
- চিৎকার
- চরমপত্র
- আওয়ারা
- হিসাব চাই
- পিতার আসন
- স্বামী স্ত্রীর ওয়াদা
- ঘর আমার ঘর
- প্রবেশ নিষেধ
- লাল সবুজের পালা
- কলমিলতা
- বাঁধনহারা
- মাষ্টার সামুরাই
- যাদুনগর
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Manzoor Uttara Club president"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ডিসেম্বর ২৭, ২০০৮। সংগ্রহের তারিখ আগস্ট ২৮, ২০১৮।
- ↑ ক খ গ ঘ খোকন, লিয়াকত হোসেন (৭ ফেব্রুয়ারি ২০১১)। "কিং ব দ ন্তী : যাদুর বাঁশির সেই সুচরিতা"। দৈনিক আমার দেশ। ৩০ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১১।
- ↑ রহমান, মোমিন; হোসেন, নবীন (১৯৯৮)। "বাংলাদেশের চলচ্চিত্রে তারকা নায়িকাঃ পপি থেকে পপি"। অন্যদিন, ঈদ সংখ্যা। মাজহারুল ইসলাম। ২ (২৫): ৩৫১।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সুচরিতা (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে সুচরিতা