বাংলা ভাষাভাষী অনুযায়ী ভারতের রাজ্যসমূহ
নিচের তালিকাটি বাংলা-ভাষী জনসংখ্যা অনুযায়ী ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা।
২০১১
সম্পাদনাশতকরা হার অনুযায়ী ক্রম | রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল | বাংলা-ভাষী জনসংখ্যার শতকরা হার | বাংলাভাষীর সংখ্যা[১] | জনসংখ্যা অনুযায়ী ক্রম |
---|---|---|---|---|
১ | পশ্চিমবঙ্গ | ৮৬.২২% | ৭,৮৬,৯৮,৮৫২, চাকমা-১৭৫, হাজং-১৩ | ১ম |
২ | ত্রিপুরা | ৬৫.৭৩% | ২৪,১৪,৭৭৪, চাকমা-৮৪,২৬৯, হাজং-৮ | ৪র্থ |
৩ | আসাম | ২৮.৯২% | ৯০,২৪,৩২৪, চাকমা-৩,১৬৬, হাজং-২৭,৫২১ | ২য় |
৪ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ২৮.৪৯% | ১,০৮,৪৩২ | ১৪তম |
৫ | মিজোরাম | ৯.৮৩% | ১,০৭,৮৪০, চাকমা-৯২,৮৫০, হাজং-১ | ১৫তম |
৬ | ঝাড়খণ্ড | ৯.৭৩% | ৩২,১৩,৪২৩, চাকমা-৩, হাজং-১ | ৩য় |
৭ | মেঘালয় | ৭.৮৪% | ২,৩২,৫২৫, চাকমা-১৫৯, হাজং-৪১,৪১৪ | ১০ম |
৮ | অরুণাচল প্রদেশ | ৭.২৭% | ১,০০,৫৭৯, চাকমা-৪৭,০৭৩, হাজং-২,৭১১ | ১৬তম |
৯ | নাগাল্যান্ড | ৩.৭৮% | ৭৪,৭৫৩, চাকমা-১৫৬, হাজং-২ | ২০তম |
১১ | উত্তরাখণ্ড | ১.৫০% | ১,৫০,৯৩৩, চাকমা-৯ | ১২তম |
১২ | দিল্লি | ১.২৯% | ২,১৫,৯৬০, চাকমা-১০৩, হাজং-৬ | ১১তম |
১৩ | ওড়িশা | ১.২০% | ৫,০৪,৫৭০, চাকমা-৫, হাজং-১ | ৬ষ্ঠ |
১৪ | সিকিম | ১.১৪% | ৬,৯৮৬, চাকমা-২, হাজং-৫১ | ৩০তম |
১৫ | মণিপুর | ১.০৭% | ৩০,৬১১, চাকমা-৩১, হাজং-৭ | ২৩তম |
১৬ | ছত্তিশগড় | ০.৯৫% | ২,৪৩,৫৯৭, চাকমা-৭, হাজং-৪ | ৮ম |
১৭ | দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ | ৩.০৬% | ৮,৩৪৮, চাকমা-৪ | ৩৪তম |
১৮ | বিহার | ০.৭৮% | ৮,১০,৭৭১, চাকমা-১৮ | ৫ম |
১৯ | চণ্ডীগড় | ০.৫৯% | ৬,২৩৬, চাকমা-৫ | ৩১তম |
২০ | গোয়া | ০.৪৯% | ৭,০৯৯ | ২৯তম |
২১ | লাদাখ | ০.৪২% | ১,১৪৬ | ৩৭তম |
২২ | মহারাষ্ট্র | ০.৩৯% | ৪,৪২,০৯০, চাকমা-৪৬, হাজং-৫ | ৭ম |
২৩ | হরিয়ানা | ০.২৮% | ৭০,৯৪৮, চাকমা-৭ | ২১তম |
২৪ | লাক্ষাদ্বীপ | ০.২২% | ১,৫০৯ | ৩৫তম |
২৫ | জম্মু ও কাশ্মীর | ০.১৫% | ১৮,৬৮৪, চাকমা-১২, হাজং-৪ | ২৭তম |
২৬ | মধ্যপ্রদেশ | ০.১৫% | ১,০৯,১৮৫, চাকমা-৬ | ১৩তম |
২৭ | কর্ণাটক | ০.১৪% | ৮৭,৯৬৩, চাকমা-৫২, হাজং-১ | ১৭তম |
২৮ | গুজরাত | ০.১৩% | ৭৯,৬৪৮, হাজং-৩ | ১৯তম |
২৯ | উত্তরপ্রদেশ | ০.১২% | ২,৪১,০০৭, চাকমা-১৮, হাজং-৮ | ৯ম |
৩০ | রাজস্থান | ০.১২% | ৮১,৬৫৮, চাকমা-৫৫, হাজং-১ | ১৮তম |
৩১ | পুদুচেরি | ০.১২% | ১,৫০৯ | ৩৫তম |
৩২ | তেলেঙ্গানা | ০.১২% | ৪৪,১৪৫, চাকমা-৫, হাজং-১ | ২২তম |
৩৩ | পাঞ্জাব | ০.১০% | ২৭,০৩০, চাকমা-৩, হাজং-৫ | ২৫তম |
৩৪ | কেরল | ০.০৯% | ২৯,০৬১ | ২৪তম |
৩৫ | হিমাচল প্রদেশ | ০.০৯% | ৬,২১৪, চাকমা-২, হাজং-৪ | ৩২তম |
৩৬ | তামিলনাড়ু | ০.০৩% | ২২,৯৬৯, চাকমা-৩৮ | ২৬তম |
৩৭ | অন্ধ্রপ্রদেশ | ০.০৩% | ১৩,৬৫৯, চাকমা-২ | ২৮তম |
ভারত | ৮.০৩% | ৯,৭২,৩৭,৬৬৯, চাকমা-২,২৮,২৮১ (০.০১৯%), হাজং-৭১,৭৬৯ (০.০০৬%) | দ্বিতীয় প্রচলিত ভাষা |
নিচে রাজ্যভিত্তিক জেলা তালিকাতে সেই সকল জেলার উল্লেখ করা হলো যেখানে বাংলা ভাষাভাষীর সংখ্যা ওই জেলার জনসংখ্যার অন্তত ০.৫ শতাংশ।
পশ্চিমবঙ্গ
সম্পাদনাপশ্চিমবঙ্গ পূর্ব ভারতে অবস্থিত একটি বাঙালি অধ্যুষিত রাজ্য, যার ৮৬.২২% লোক বাংলাভাষী৷ রাজ্যটির জেলা অনুযায়ী বাংলাভাষীর সংখ্যা নিম্নরূপ -
- ১) মুর্শিদাবাদ জেলা - (৬৯,৯৬,৬২২) ৯৮.৪৯%
জেলাটির ফারাক্কা, সামশেরগঞ্জ, সুতি ১ ও ২, রঘুনাথগঞ্জ ১ ও ২, লালগোলা, সাগরদীঘি, ভগবানগোলা ১ ও ২, রাণীনগর ১ ও ২, জলঙ্গী, ডোমকল, জিয়াগঞ্জ-মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, কান্দি, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গা ১ ও ২, ভরতপুর ১ ও ২ এবং বড়ঞা ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ২) পূর্ব মেদিনীপুর জেলা - (৫০,০৮,২২৩) ৯৮.২৮%
জেলাটির পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, শহীদ মাতঙ্গিনী, নন্দকুমার, মহিষাদল, ময়না, পটাশপুর ১ ও ২, ভগবানপুর ১ ও ২, চণ্ডীপুর, সুতাহাটা, হলদিয়া, নন্দীগ্রাম ১ ও ২, খেজুরি ১ ও ২, কাঁথি ১ ও ২, দেশপ্রাণ, এগরা ১ ও ২ এবং রামনগর ১ ও ২ ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ৩) কোচবিহার জেলা - (২৭,৬৫,৭৯৪) ৯৮.১১%
জেলাটির হলদিবাড়ি, মেখলিগঞ্জ, মাথাভাঙা ১ ও ২, কোচবিহার ১ ও ২, তুফানগঞ্জ ১ ও ২, দিনহাটা ১ ও ২, সিতাই এবং শীতলকুচি ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ৪) নদীয়া জেলা - (৫০,৬৫,৩০৬) ৯৮.০২%
জেলাটিতে করিমপুর ১ ও ২, তেহট্ট ১ ও ২, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃৃষ্ণনগর ১ ও ২, নবদ্বীপ, কৃৃষ্ণগঞ্জ, হাঁসখালি, শান্তিপুর, রাণাঘাট ১ ও ২, চাকদহ এবং হরিণঘাটা ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ৫) দক্ষিণ ২৪ পরগণা জেলা - (৭৯,৮৩,৭৫৩) ৯৭.৮২%
জেলাটির ঠাকুরপুকুর-মহেশতলা, বজবজ ১ ও ২, বিষ্ণুপুর ১ ও ২, সোনারপুর, ভাঙড় ১ ও ২, ক্যানিং ১ ও ২, বারুইপুর, মগরাহাট ১ ও ২, ফলতা, ডায়মন্ড হারবার ১ ও ২, কুলপি, মন্দিরবাজার, মথুরাপুর ১ ও ২, জয়নগর ১ ও ২, কুলতলি, বাসন্তি, গোসাবা, কাকদ্বীপ, সাগর, নামখানা এবং পাথরপ্রতিমা ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ৬) বীরভূম জেলা - (৩২,৩৫,৪০৫) ৯২.৩৮%
জেলাটির মুরারই ১ ও ২, নলহাটি ১ ও ২, রামপুরহাট ১ ও ২, ময়ূরেশ্বর ১ ও ২, মহম্মদবাজার, রাজনগর, সিউড়ি ১ ও ২, সাঁইথিয়া, লাভপুর, নানুর, বোলপুর-শান্তিনিকেতন, ইলামবাজার, দুবরাজপুর এবং খয়রাশোল ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ৭) মালদহ জেলা - (৩৬,৩১,২৬২) ৯১.০৪%
জেলাটির হরিশ্চন্দ্রপুর ১ ও ২, রতুয়া ১ ও ২, চাঁচল ১ ও ২, গাজোল, বামনগোলা, হবিবপুর, পুরানো মালদা, ইংরেজবাজার, মানিকচক এবং কালিয়াচক ১, ২ ও ৩ ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ৮) বাঁকুড়া জেলা - (৩২,৬০,৯৬৬) ৯০.৬৭%
জেলাটির শালতোড়া, মেজিয়া, গঙ্গাজলঘাটি, ছাতনা, ইন্দপুর, বাঁকুড়া ১ ও ২, বড়জোড়া, সোনামুখী, পাত্রসায়ের, ইন্দাস, কোতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, ওন্দা, তালডাংরা, সিমলাপাল, খাতড়া, হিড়বাঁধ, রাণীবাঁধ, রাইপুর এবং সারেঙ্গা ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ৯) উত্তর ২৪ পরগণা জেলা - (৮৯,০০,১৮৬) ৮৮.৯১%
জেলাটির বাগদা, বনগাঁ, গাইঘাটা, স্বরূপনগর, হাবরা ১ ও ২, আমডাঙা, বারাকপুর ১ ও ২, বারাসাত ১ ও ২, দেগঙ্গা, বাদুড়িয়া, বসিরহাট ১ ও ২, হাড়োয়া, রাজারহাট, মিনাখাঁ, সন্দেশখালি ১ ও ২, হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ১০) হুগলি জেলা - (৪৮,২৮,৪৬৫) ৮৭.৪৯%
জেলাটির গোঘাট ১ ও ২, আরামবাগ, পুরশুড়া, তারকেশ্বর, ধনিয়াখালি, পাণ্ডুয়া, বলাগড়, চুঁচুড়া-মগরা, পোলবা-দাদপুর, হরিপাল, সিঙ্গুর, শ্রীরামপুর-উত্তরপাড়া, চণ্ডীতলা ১ ও ২, জাঙ্গিপাড়া এবং খানাকুল ১ ও ২ ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ১১) পশ্চিম মেদিনীপুর জেলা - (৫০,৪০,৯৫০) ৮৫.২৫%
জেলাটির বিনপুর ১ ও ২, ঝাড়গ্রাম, জামবনী, গোপীবল্লভপুর ১ ও ২, নয়াগ্রাম, সাঁকরাইল, গড়বেতা ১ ও ২, চন্দ্রকোণা ১ ও ২, দাসপুর ১ ও ২, কেশপুর, শালবনী, মেদিনীপুর , খড়গপুর ১ ও ২, ডেবরা, পিংলা, সবং, নারায়ণগড়, কেশিয়াড়ী, দাঁতন ১ ও ২ এবং মোহনপুর ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ১২) হাওড়া জেলা - (৪১,২১,৯৪৪) ৮৪.৯৯%
জেলাটির উদয়নারায়ণপুর, আমতা ১ ও ২,জগৎবল্লভপুর, ডোমজুড়, বালি-জগাছা, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া ১ ও ২, বাগনান ১ ও ২ এবং শ্যামপুর ১ ও ২ ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ১৩) দক্ষিণ দিনাজপুর জেলা - (১৪,১৪,৮৭৬) ৮৪.৪১%
জেলাটির কুশমণ্ডি, গঙ্গারামপুর, বংশিহারী, হরিরামপুর, তপন, কুমারগঞ্জ, হিলি এবং বালুরঘাট ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ১৪) পুরুলিয়া জেলা - (২৩,৬০,৪৮৯) ৮০.৫৬%
জেলাটির জয়পুর, পুরুলিয়া ১ ও ২, পাড়া, রঘুনাথপুর ১ ও ২, নেতুড়িয়া, সাঁতুড়ি, কাশীপুর, হুড়া, পুঞ্চা, আড়ষা, ঝালদা ১ ও ২, বাঘমুণ্ডি, বলরামপুর, বড়বাজার, মানবাজার ১ ও ২ এবং বান্দোয়ান ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ১৫) বর্ধমান জেলা - (৬১,৬৭,৫৪৫) ৭৯.৯২%
জেলাটির সালানপুর, বরবানি, জামুরিয়া, রাণীগঞ্জ, অন্ডাল, পান্ডবেশ্বর, দুর্গাপুর, কাঁকসা, আউশগ্রাম ১ ও ২, মঙ্গলকোট, কেতুগ্রাম ১ ও ২, কাটোয়া ১ ও ২, পূর্বস্থলী ১ ও ২, মন্তেশ্বর, ভাতার, গলসি ১ ও ২, বর্ধমান ১ ও ২, মেমারি ১ ও ২, কালনা ১ ও ২, জামালপুর, রাইনা ১ ও ২ এবং খণ্ডঘোষ ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ১৬) উত্তর দিনাজপুর জেলা - (২০,৪৬,৬৬৬) ৬৮.০৬%
জেলাটির করণদিঘি, গোয়ালপোখর ২, চোপড়া, রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ এবং ইটাহার ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ১৭) জলপাইগুড়ি জেলা - (২৫,৬৭,৫৩১) ৬৬.৩০%
জেলাটির কুমারগ্রাম, আলিপুরদুয়ার ১ ও ২, কামাখ্যাগুড়ি, ফালাকাটা, রাজগঞ্জ, মাল, ধুপগুড়ি, ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ১৮) কলকাতা জেলা - (২৭,৬৩,২৯১) ৬১.৪৫%
- ১৯) দার্জিলিং জেলা - (৫,৩৯,৫৭৮) ২৯.২২%
জেলাটির মাটিগাড়া, নাকশালবাড়ি, খড়িবাড়ি এবং ফাঁসিদেওয়া ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷ সমগ্র জেলাটি নেপালীভাষী সংখ্যাগরিষ্ঠ৷
ত্রিপুরা
সম্পাদনাত্রিপুরা ভারতের একটি বাঙালি জাতি সংখ্যাগরিষ্ঠ রাজ্য৷ রাজ্যটির আদিনিবাসীরা মুলত ত্রিপুরি ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত হলেও দেশভাগের সময় ভারতে আশ্রিত বৈধ শরণার্থী, যারা প্রধানত বাঙালি, তারা রাজ্যটিতে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে[২]৷ ২০১১ খ্রিষ্টাব্দের জনগণনা অনুযায়ী ত্রিপুরা রাজ্যটিতে ৬৫.৭৩ শতাংশ বাঙালি বাস করেন৷ রাজ্যটির জেলা অনুযায়ী বাংলাভাষীর সংখ্যা নিম্নরূপ -
- ১) উত্তর ত্রিপুরা জেলা - ৪,৯৬,৭৫২ (৭১.৫৮%)
জেলাটির ধর্মনগর, কুমারঘাট ও কৈলাসহর পৌরসভাসহ কদমতলা, কুমারহাট, পেচারথল, গৌরনগর ও পানিসাগর ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ২) পশ্চিম ত্রিপুরা জেলা - ১২,২০,১১৬ (৭০.৭০%)
জেলাটির রাণীরবাজার, বিশালগড়, সোনামুড়া, খোয়াই, তেলিয়ামুড়া পৌরসভা ও আগরতলা পৌরনিগমসহ জিরানিয়া, ডুকলি, বিশালগড়, মেলাঘর, বক্সনগর, খোয়াই, তেলিয়ামুড়া, কল্যাণপুর কাঁঠালিয়া ও মোহনপুর ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ৩) দক্ষিণ ত্রিপুরা জেলা - ৫,৩০,৮৯৮ (৬০.৬১%)
জেলাটির শান্তিরবাজার, বেলোনিয়া, উদয়পুর, অমরপুর ও সাব্রুম পৌরসভাসহ বোকাফা, ঋষ্যমুখ, রাজনগর, মাতারবাড়ী ও কাঁকড়াবন সাতচাঁদ ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ৪) ধলাই জেলা - ১,৬৭,০০৮ (৪৪.১৬%)
জেলাটির কমলপুর পৌরসভা ও আম্বাসা পৌরসভা সহ সালেমা ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷ জেলাটি বাঙালি সংখ্যাগরিষ্ঠ হলেও একক সংখ্যাগরিষ্ঠ নয় এবং প্রায় সমসংখ্যক ত্রিপুরী ভাষাগোষ্ঠী সহাবস্থান করে৷
আসাম
সম্পাদনাআসাম ভারতের উত্তর-পূর্বে(ঈশান কোণ) অবস্থিত একটি রাজ্য৷ রাজ্যটির সর্বাধিক প্রচলিত ও সরকারী ভাষা অসমীয়া হলেও বাংলা দ্বিতীয় বৃৃহত্তম প্রচলিত ভাষা, যা ২৮.৯২ শতাংশ লোকের মাতৃৃভাষা৷ এটি আসামের দক্ষিণে অবস্থিত বরাক উপত্যকা বিভাগের দাপ্তরিক ভাষা৷ জেলা অনুযায়ী বাংলাভাষীর সংখ্যা নিম্নরূপ -
- ১) করিমগঞ্জ জেলা - ১০,৬৭,১৬৬ (৮৬.৮৫%)
জেলাটির করিমগঞ্জ, বদরপুর, নিলামবাজার, পাথারকান্দি ও রামকৃষ্ণনগর ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ২) হাইলাকান্দি জেলা - ৫,৫৮,৫২৫ (৮৪.৭২%)
জেলাটির হাইলাকান্দি, আলগাপুর, লালা ও কাটলীছড়া ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ৩) কাছাড় জেলা - ১৩,০৪,৬৮৭ (৭৫.১৩%)
জেলাটির শিলচর, কাটিগোরা, উধারবন্দ, সোনাই ও লক্ষীপুর ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ৪) বড়পেটা জেলা - ১০,৪৫,৬৯৮ (৬১.৭৪%)
জেলাটির বড়নগর(অংশ), কলগাছিয়া, বাঘবড়, চেঙ্গা, বরপেটা ও সারথেবাড়ী ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ৫) দরং জেলা - ৪,৫০,২৩৩ (৪৮.৪৯%)
জেলাটির দলগাঁও (অংশ) ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ৬) বঙাইগাঁও জেলা - ৩,৩১,২৯৭(৪৪.৮৪%)
জেলাটির সৃজনগ্রাম ও বিজনী ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ৭) চিরাং জেলা - ১,৬০,০৪০ (৩৩.১৯%)
জেলাটির বিজনী , বাসুগাঁও ও কোকড়াঝাড়(অংশ) ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ৮) গোয়ালপাড়া জেলা - ২,৯৯,২৮৯(২৯.৬৯%)
জেলাটির লক্ষীপুর ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ৯) ধুবড়ী জেলা - ৫,৭৬,৮৭৫ (২৯.৫৯%)
জেলাটির গোঁসাইগাঁও(অংশ), সাপটগ্ৰাম, দক্ষিণ শালমারা ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ১০) নগাঁও জেলা - ৮,০৮,০৭১ (২৮.৬২%)
জেলাটির হোজাই ও লংকা ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ।
- ১১) কোকরাঝাড় জেলা - ২,২৫,৩৫০ (২৫.৪০%)
জেলাটির ভাওড়াগুড়ি, সেরফানগুড়ি ও গোলকগঞ্জ(অংশ) ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ১২) মরিগাঁও জেলা - ২,১২,৪৯২ (২২.১৯%)
জেলাটির মায়ং ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ১৩) কামরূপ মহানগর জেলা - ২,৫৭,৮৪৬ (২০.৫৬%)
- ১৪) বাক্সা জেলা - ১,৯৩,৩৬৪ (২০.৩৫%)
জেলাটির বড়নগর(অংশ) ও রঙ্গিয়া (অংশ) ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ১৫) ওদালগুড়ি জেলা - ১,৬৬,৯৯৪(২০.০৮%)
জেলাটির ঢেকীয়াজুলি(অংশ) ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ১৬) কামরূপ জেলা - ৩,০২,২৮১ (১৯.৯২%)
জেলাটির গরাইমারী, চামারিয়া ও নাগেরবেড়া ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ১৭) শোণিতপুর জেলা - ৩,০৬,৫৬৪ (১৫.৯৩%)
জেলাটির ঢেকীয়াজুলি ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ১৮) লখিমপুর জেলা - ১,৩৫,০৬৮ (১২.৯৬%)
- ১৯) ডিমা হাছাও জেলা - ২৫,২৬৪ (১১.৮০%)
- ২০) কার্বি আংলং জেলা - ১,০৫,৭৭৯ (১১.০৬%)
- ২১) নলবাড়ী জেলা - ৮৪,৯১৩ (১১.০০%)
- ২২) ধেমাজি জেলা- ৭৪,৯৮৩ (১০.৯৩%)
- ২৩) তিনসুকিয়া জেলা - ১,৩৫,৫৪৫ (১০.২১%)
জেলাটির তিনসুকিয়া, মাকুম, ডুমডুমা, রূপাই, কাকোপাথার অঞ্চলগুলোতে বাংলা ভাষী সংখ্যাগরিষ্ঠ
- ২৪) ডিব্রুগড় জেলা - ৭৮,৭২৪ (৫.৯৪%)
- ২৫) গোলাঘাট জেলা - ৪৮,৯৬০ (৪.৫৯%)
- ২৬) যোরহাট জেলা - ৩৭,৬৭১ (৩.৪৫%)
- ২৭) শিবসাগর জেলা - ৩০,৬৪৫ (২.৬৬%)
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
সম্পাদনাআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের পূর্বে বঙ্গোপসাগরে অবস্থিত একটি কেন্দ্রশাসিত অঞ্চল৷ অঞ্চলটিতে সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা, যা ২৮.৪৯% লোকের মাতৃৃভাষা৷ সর্বাধিক প্রচলিত হলেও অন্যান্য অনেক ভাষাগোষ্ঠীর উপস্থিতি থাকায় বাংলা ভাষা এ অঞ্চলের একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি, বরং হিন্দি ও ইংরাজি ভাষা এখানকার মর্যাদাপ্রাপ্ত সরকারী ভাষা৷ কেন্দ্রশাসিত অঞ্চলটির জেলা অনুযায়ী বাংলাভাষীর সংখ্যা নিম্নরূপ -
- ১) উত্তর ও মধ্য আন্দামান জেলা - ৫৬৮০২(৫৩.৭৯%)
জেলাটির ডিগলীপুর, মায়াবন্দর ও রঙ্গত ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ২) দক্ষিণ আন্দামান জেলা - ৫০১৯২(২১.০৮%)
জেলাটির ফেরারগঞ্জ ও ক্ষুদ্র আন্দামান ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ৩) নিকোবর জেলা - ১৪৩৮(৩.৯০%)
মিজোরাম
সম্পাদনামিজোরাম উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য৷ রাজ্যটির সর্বাধিক প্রচলিত ভাষা হলো মিজো ভাষা৷ রাজ্যটির জনসংখ্যার ৯.৮৩% বাঙালি হলেও তাদের মধ্যে সিংহভাগই চাকমা উপজাতিভুক্ত৷ মিজোরামে জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর সংখ্যা নিম্নরূপ -
- ১) লংৎলাই জেলা - ৪৭০৯৯(৩৯.৯৫%)
জেলাটির চংতে ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ যার অধিকাংশই চাকমা জনগোষ্ঠীর৷
- ২) লুংলেই জেলা - ৩৪৯১৯(২১.৬৩%)
জেলাটির পশ্চিম বুঙ্ঘমুন ও লুংসেন ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ যার অধিকাংশই চাকমা জনগোষ্ঠীর৷
- ৩) মামিত জেলা - ১৪৮৩৩(১৭.১৮%)
অধিকাংশ বাঙালি চাকমা জনগোষ্ঠীর৷
- ৪) কোলাসিব জেলা - ৪৪৫০(৫.৩০%)
- ৫) আইজল জেলা - ৫৬২১(১.৪০%)
- ৬) সাইহা জেলা - ৫৩০(০.৯৪%)
ঝাড়খণ্ড
সম্পাদনাঝাড়খণ্ড পূর্ব ভারতে অবস্থিত একটি রাজ্য৷ রাজ্যটি পশ্চিমবঙ্গের সাথে অন্তর্দেশীয়ভাবে সর্বাধিক সীমানা ভাগ করে৷ রাজ্যটি হিন্দিভাষী প্রধান হলেও স্থানীয় ভাষা যেমন সাদরি, কুরমালী, খোরঠা প্রভৃতি হিন্দির উপজাতিক উপভাষা হিসাবে পরিগণিত হয়৷ স্বাধীনতা-পরবর্তী বাংলা-বিহার অমিমাংসিত ভুমিবণ্টনের দরুণ জন্মলগ্ন থেকেই ঝাড়খণ্ডের পূর্বাংশ বাঙালিবহুল৷[৩] রাজ্যটির ৯.৭৩% লোকের মাতৃভাষা বাংলা৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর সংখ্যা নিম্নরূপ -
- ১) সরাইকেল্লা খরসোয়া জেলা - ৪৬৮৬৯২(৪৪.০১%)
জেলাটির চাণ্ডিল, ইচাগড়, কুকড়ু, নিমডি, গামহারিয়া ও সরাইকেল্লা ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ২) পাকুড় জেলা - ৩৫৪৯৬৪(৩৯.৪২%)
জেলাটির পাকুড় ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ৩) পূর্ব সিংভূম জেলা - ৭৮৯৬১৮(৩৪.৪২%)
জেলাটির বড়াম, পটমদা, ঘাটশিলা, পোটকা, ধলভূমগড়, চাকুলিয়া ও বাহারাগোড়া ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ৪) জামতাড়া জেলা - ২৩৮৭৪২(৩০.১৮%)
জেলাটির নালা ও কুণ্ডহিত ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ৫) সাহেবগঞ্জ জেলা - ৩৩২০৯১(২৮.৮৬%)
জেলাটির পাথনা, উধুয়া ও রাজমহল ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ৬) ধানবাদ জেলা - ৪৮১৮১৭(১৭.৯৫%)
জেলাটির বালিয়াপুর ও নিরশা-চিরকুণ্ডা ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ৭) বোকারো জেলা - ২১৯৯৮২(১০.৬৬%)
জেলাটির চন্দনকিয়ারী ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ৮) দুমকা জেলা - ১২৬৭৯২(৯.৬৯%)
- ৯) গোড্ডা জেলা - ৩৭২৪০(২.৮৪%)
- ১০) রাঁচি জেলা - ৭৩১৩৬(২.৫০%)
- ১১) দেওঘর জেলা - ৩২৬১৬(২.১৯%)
- ১২) পশ্চিম সিংভূম জেলা - ২৭০০১(১.৭৯%)
- ১৩) রামগড় জেলা - ৪৩০১১(১.৫৯%)
মেঘালয়
সম্পাদনামেঘালয় উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য৷ রাজ্যটি বহুভাষিক হলেও মুলত খাসি, গারো ও জয়ন্তিয়া (বা প্নার) ভাষাভাষীর লোক দেখতে পাওয়া যায়৷ রাজ্যটিতে ৭.৮৪% লোকের মাতৃভাষা বাংলা৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর গণনা নিম্নরূপ -
- ১) পশ্চিম গারো পাহাড় জেলা - ১,৬০,২২৪ (২৪.৯১%)
জেলাটির সেলসেলা ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ২) পূর্ব খাসি পাহাড় জেলা - ৫৬,৩৭০ (৬.৮৩%)
- ৩) দক্ষিণ গারো পাহাড় জেলা - ৩,৮৬৭ (২.৭২%)
- ৪) পশ্চিম খাসি পাহাড় জেলা - ৪,৯৫১ (১.২৯%)
- ৫) পূর্ব গারো পাহাড় জেলা - ৩,০৯১ (০.৯৭%)
- ৬) রী ভোঈ জেলা - ১,৯৫৪ (০.৭৬%)
- ৭) জৈন্তিয়া পাহাড় জেলা - ২,০৬৮ (০.৫২%)
অরুণাচল প্রদেশ
সম্পাদনাঅরুণাচল প্রদেশ উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য৷ রাজ্যটি বহুভাষিক৷ রাজ্যটিতে ৭.২৭% লোকের মাতৃভাষা বাংলা হলেও তাদের মধ্যে সিংহভাগই চাকমা উপজাতিভুক্ত৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর গণনা নিম্নরূপ -
- ১) চংলং জেলা - ৪৭,৬৭০ (৩২.১৬%)
জেলাটির মিয়াউ ও দিয়ুঁ ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ২) পাপুম পারে জেলা - ১৮,৫৬২ (১০.৫১%)
- ৩) লোহিত জেলা - ১২,৬২৫ (৮.৬৬%)
- ৪) নিম্ন দিবাং উপত্যকা জেলা - ৩,৮০৫ (৭.০৪%)
- ৫) পূর্ব সিয়াং জেলা - ৪,২৪১ (৪.২৭%)
- ৬) পশ্চিম কামেং জেলা - ৩,০৫৩ (৩.৬৪%)
- ৭) তাওয়াং জেলা - ১,২২৬(২.৪৫%)
- ৮) পশ্চিম সিয়াং জেলা - ২,৫২২ (২.২৫%)
- ৯) তিরপ জেলা - ২,৫২০ (২.২৫%)
- ১০) নিম্ন সুবনসিরি জেলা - ১,৮৩২ (২.২১%)
- ১১) দিবাং উপত্যকা জেলা - ১৭৪(২.১৭%)
- ১২) অনজো জেলা - ৪৫০ (২.১৩%)
- ১৩) উচ্চ সিয়াং জেলা - ৫০৩ (১.৪২%)
- ১৪) উচ্চ সুবনসিরি জেলা - ৭৪২ (০.৮৯%)
- ১৫) পূর্ব কামেং জেলা - ৫৪৪ (০.৬৯%)
নাগাল্যান্ড
সম্পাদনানাগাল্যান্ড উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য৷ এটি একটি জনজাতি অধ্যুষিত বহুভাষিক রাজ্য৷ রাজ্যটিতে ৩.৭৮% লোকের মাতৃভাষা বাংলা৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর গণনা নিম্নরূপ -
- ১) ডিমাপুর জেলা - ৫৭,৬৯৫ (১৫.২৩%)
জেলাটির নিহোখু ও ডিমাপুর সদর ব্লকে বাংলা ভাষাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ২) কোহিমা জেলা - ৫,২৩৪ (১.৯৫%)
- ৩) পেরেন জেলা - ১,৮৪৯ (১.৯৪%)
- ৪) ওখা জেলা - ১,৯৭৬ (১.১৯%)
- ৫) মন জেলা - ২,৮৭৯ (১.১৫%)
- ৬) মোককচাং জেলা - ২,১২৪(১.০৯%)
- ৭) লংলেং জেলা - ৪৪৭ (০.৮৯%)
- ৮) কিফিরে জেলা - ৩৮৬ (০.৫২%)
- ৯) ফেক জেলা - ৭৮৬ (০.৪৮%)
উত্তরাখণ্ড
সম্পাদনাউত্তরাখণ্ড উত্তর ভারতে অবস্থিত হিমালয় পর্বতসঙ্কুল একটি রাজ্য৷ রাজ্যটির প্রচলিত দুটি প্রধান ভাষা হলো গাড়োয়ালী ভাষা ও কুমায়ূনী ভাষা এবং হিন্দি ভাষা রাজ্যটির সরকারী ও সংযোগী ভাষা৷ রাজ্যটিতে ১.৫০% লোকের মাতৃভাষা বাংলা৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর গণনা নিম্নরূপ -
- ১) উধম সিং নগর জেলা - ১২৯৫৭০(৭.৮৬%)
- ২) দেরাদুন জেলা - ৯২৬৪(০.৫৫%)
- ৩) নৈনিতাল জেলা - ৪১৭৪(০.৪৫%)
দিল্লি
সম্পাদনা(২০১১ তে দিল্লির ৯ টি জেলার তথ্যের ওপর নির্ধারিত)
দিল্লি উত্তর ভারতে অবস্থিত ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় রাজধানী অঞ্চল। এটির প্রধান ও সরকারী ভাষা হিন্দি ও সহ সরকারী ভাষা ইংরেজি৷ জাতীয় রাজধানী অঞ্চলে ১.২৯% লোকের মাতৃভাষা বাংলা৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর গণনা নিম্নরূপ -
- ১) দক্ষিণ দিল্লি জেলা - ৬৭৯০৫(২.৪৯%)
- ২) নতুন দিল্লি জেলা - ৩৩০৭(২.৩৩%)
- ৩) পূর্ব দিল্লি জেলা - ২৯৭০৬(১.৭৪%)
- ৪) দক্ষিণ পশ্চিম দিল্লি জেলা - ৩৯১৪২(১.৭১%)
- ৫) কেন্দ্রীয় দিল্লি জেলা - ৭৪১০(১.২৭%)
- ৬) উত্তর পশ্চিম দিল্লি জেলা - ৩২৩৫৩(০.৮৯%)
- ৭) উত্তর পূর্ব দিল্লি জেলা - ১৫২২৪(০.৬৮%)
- ৮) পশ্চিম দিল্লি জেলা - ১৬৬৭৫(০.৬৬%)
- ৯) উত্তর দিল্লি জেলা - ৪২৩৮(০.৪৮%)
ওড়িশা
সম্পাদনাওড়িশা বা উড়িষ্যা পূর্ব ভারতে অবস্থিত একটি রাজ্য৷ রাজ্যটির মুখ্য ও সরকারী ভাষা ওড়িয়া৷ রাজ্যটিতে ১.২০% লোকের মাতৃভাষা বাংলা৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর সংখ্যা নিম্নরূপ -
- ১) মালকানগিরি জেলা - ১৩১৭১৫(২১.৪৮%)
জেলাটির কালিমেলা ব্লকে বাংলা ভাষাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ২) কেন্দ্রাপড়া জেলা - ৬৮৫৩০(৪.৭৬%)
- ৩) নবরঙ্গপুর জেলা - ৫৩৮৮৪(৪.৪১%)
- ৪) জগৎসিংহপুর জেলা - ২৭৭৭৪(২.৪৪%)
- ৫) সুন্দরগড় জেলা - ৩১৮৪৫(১.৫২%)
- ৬) ভদ্রক জেলা - ২১৯৩৬(১.৪৬%)
- ৭) খোর্দ্ধা জেলা - ৩১০১৭(১.৩৮%)
- ৮) ময়ুরভঞ্জ জেলা - ৩৩৭৭৮(১.৩৪%)
- ৯) বালেশ্বর জেলা - ৩০০৭৮(১.৩০%)
- ১০) ঝারসুগুড়া জেলা - ৭৩৮৪(১.২৭%)
- ১১) কটক জেলা - ২২৫৬৭(০.৮৬%)
- ১২) সম্বলপুর জেলা - ৫৯১৮(০.৫৭%)
- ১৩) কেন্দুঝর জেলা - ৯৪২৪(০.৫২%)
সিকিম
সম্পাদনাসিকিম উত্তর-পূর্ব ভারতের হিমালয় পর্বতসংকুল একটি রাজ্য৷ রাজ্যটি প্রধান ভাষা নেপালি হলেও সেখানে একাধিক পাহাড়ি জনজাতির বাস৷ রাজ্যটিতে ১.১৪% লোকের মাতৃভাষা বাংলা৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর সংখ্যা নিম্নরূপ -
- ১) পূর্ব সিকিম জেলা - ৪৭৭২(১.৬৮%)
- ২) উত্তর সিকিম জেলা - ৪৭১(১.০৮%)
- ৩) দক্ষিণ সিকিম জেলা - ১২১২(০.৮২%)
মণিপুর
সম্পাদনামণিপুর উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য৷ এটি একটি মৈতৈ জনগোষ্ঠী অধ্যুষিত রাজ্য হলেও একাধিক অন্যান্য ভাষাভাষীর বাস এই জেলাতে৷ রাজ্যটিতে ১.০৭% লোকের মাতৃভাষা বাংলা৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর গণনা নিম্নরূপ -
- ১) ইম্ফল পূর্ব জেলা - ২৩,১৮৬ (৫.০৮%)
এই জেলার জিরিবাম ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ২) চূড়াচাঁদপুর জেলা - ১,৯১৯ (০.৭০%)
- ৩) ইম্ফল পশ্চিম জেলা - ২,৫৭০ (০.৫০%)
ছত্তিশগড়
সম্পাদনাছত্তিশগড় মধ্য ভারতে অবস্থিত একটি রাজ্য৷ রাজ্যটির প্রধান ভাষা ছত্তিশগড়ি, তাছাড়া সরগুজিয়া ও গোণ্ডি ভাষাও প্রচলিত এবং দাপ্তরিক ভাষা হিন্দি৷ রাজ্যটিতে ০.৯৫% লোকের মাতৃভাষা বাংলা৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর সংখ্যা নিম্নরূপ -
- ১) কাঙ্কের জেলা - ৯৮০৮০(১৩.১০%)
জেলাটির পখাঞ্জুর ব্লকে বাংলা ভাষাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ২) দান্তেওয়াড়া জেলা - ৫১২৭(১.৮০%)
- ৩) নারায়ণপুর জেলা - ১৭৬৯(১.২৭%)
- ৪) সরগুজা জেলা - ২৫,৩৬৬ (১.০৭%)
- ৫) করিয়া জেলা - ৬১১২(০.৯৩%)
- ৬) বস্তার জেলা - ১২,০২০ (০.৮৫%)
- ৭) রায়গড় জেলা - ১২,০২৯ (০.৮১%)
- ৮) দুর্গ জেলা - ২৩,৯০৮ (০.৭২%)
- ৯) রায়পুর জেলা - ২৮,৫৬৩ (০.৭০%)
- ১০) কোরবা জেলা - ৭,৩৪৩ (০.৬১%)
- ১১) বিলাসপুর জেলা - ১৪,২৬৯ (০.৫৪%)
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ
সম্পাদনাদাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ পশ্চিম ভারতে অবস্থিত একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এর সরকারি ভাষা হিন্দি, গুজরাতি ও মারাঠি৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর গণনা নিম্নরূপ -
- দমন জেলা - ৫১৬৩ (২.৭০%)
- দাদরা ও নগর হাভেলি জেলা - ০.৯১%
বিহার
সম্পাদনাবিহার পূর্ব ভারতে অবস্থিত একটি রাজ্য৷ রাজ্যটি একাধিক বৃৃহৎ ভাষার সমন্বয়ে গঠিত, তারমধ্যে মৈথিলী ভাষা, সুরজাপুরী ভাষা, ভোজপুরি ভাষা, মাগধী ভাষা, অঙ্গিকা ভাষা ইত্যাদি উল্লেখ্য৷ মৈথিলীরহিত অন্যান্য ভাষাগুলি হিন্দুস্তানী ভাষার অন্তর্ভুক্ত করে রাজ্যটির সরকারী ভাষা হিসাবে হিন্দি কে প্রতিষ্ঠিত করা হয়৷ রাজ্যটির ০.৭৮% লোকের মাতৃৃভাষা বাংলা৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর গণনা নিম্নরূপ -
- ১) কাটিহার জেলা - ৩৬৯৬৬৩(১২.০৪%)
জেলাটির আমদাবাদ ব্লকে বাংলা ভাষাভাষী সংখ্যাগরিষ্ঠ৷
- ২) কিশানগঞ্জ জেলা - ১১২৬১০(৬.৬৬%)
- ৩) পূর্ণিয়া জেলা - ১৪৭৩৮২(৪.৫১%)
- ৪) আরারিয়া জেলা - ৬১০৫১(২.১৭%)
- ৫) সুপৌল জেলা - ২৭৯৪৭(১.২৫%)
- ৬) পশ্চিম চম্পারণ জেলা - ৩৮৭৬৯(০.৯৯%)
চণ্ডীগড়
সম্পাদনাচণ্ডীগড় উত্তর ভারতের পাঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী একটি বিশেষ অঞ্চল ও কেন্দ্রশাসিত অঞ্চল৷ অঞ্চলটির সরকারী ভাষা ইংরাজী৷ হিন্দি এখানকার সর্বাধিক প্রচলিত ভাষা ও পাঞ্জাবি ভাষা দ্বিতীয়৷ অঞ্চলটির ০.৫৯% লোকের মাতৃভাষা বাংলা৷
গোয়া
সম্পাদনাগোয়া ভারতের পশ্চিমে অবস্থিত একটি ছোট রাজ্য৷ রাজ্যটির সর্বাধিক প্রচলিত ও সরকারী ভাষাটি হলো কোঙ্কণী৷ রাজ্যটিতে ০.৪৯% লোকের মাতৃৃভাষা বাংলা৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর সংখ্যা নিম্নরূপ -
- ১) দক্ষিণ গোয়া জেলা - ৩৫৫৩(০.৫৫%)
অন্যান্য
সম্পাদনা- মহারাষ্ট্র - পশ্চিম ভারত
- গড়চিরোলী জেলা - ৫৪,৯৬৯ (৫.১২%) জেলাটির মুলচেরা ব্লকে বাংলা ভাষাভাষী সংখ্যাগরিষ্ঠ
- মুম্বই শহর জেলা - ৪০,৪৩০ (১.৩১%)
- মুম্বই উপনগরী জেলা - ১,০০,৮১১ (১.০৮%)
- থানে জেলা - ১,১৪,২০৮ (১.০৩%)
- চন্দ্রপুর জেলা - ১৭,২০০ (০.৭৮%)
- গোণ্ডিয়া জেলা - ৮,৯২৯ (০.৬৮%)
- রায়গড় জেলা - ১৩,৭২১ (০.৫২%)
- পুণে জেলা - ৪২,১৫৮ (০.৪৫%)
- হরিয়ানা - উত্তর ভারত
- গুরগাঁও জেলা - ৩৩,৩৬০ (২.২০%)
- ফরিদাবাদ জেলা - ১০,৮৮৭ (০.৬০%)
- লাদাখ - উত্তর ভারত
- লেহ জেলা - ৮০৮ (০.৬১%)
- মধ্যপ্রদেশ - মধ্য ভারত
- বেতুল জেলা - ২৬,৬০৪ (১.৬৯%)
- পান্না জেলা - ৭,৩২২ (০.৭২%)
- ভোপাল জেলা - ১২,৩২৪ (০.৫২%)
- জব্বলপুর জেলা - ১১,৮৩২ (০.৪৮%)
- কর্ণাটক - দক্ষিণ ভারত
- রায়চুর জেলা - ১৩,৪৪১ (০.৭০%)
- বেঙ্গালুরু নগর জেলা - ৬১,৪৭৫ (০.৬৪%)
- উত্তর প্রদেশ - উত্তর ভারত
- পিলিভীত জেলা - ৬১,৮৪৯ (৩.০৫%)
- বারাণসী জেলা - ৮০,০০০ (২.১৮%)
- গৌতম বুদ্ধ নগর জেলা - ২১,১৯১ (১.২৯%)
- রাজস্থান - উত্তর ভারত
- বরন জেলা - ৬,৭০৮ (০.৫৫%)
- তেলেঙ্গানা - দক্ষিণ ভারত
- আদিলাবাদ জেলা - ১৮,৮৪১ (০.৬৯%)
২০০১
সম্পাদনাএই তালিকায় কেবলমাত্র সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম দেওয়া হয়েছে যেখানকার জনসংখ্যার কমপক্ষে ১% মানুষ বাংলা-ভাষী।[৪]
রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল | বাংলা-ভাষী জনসংখ্যার শতকরা হার | জনসংখ্যা |
---|---|---|
পশ্চিমবঙ্গ | ৮৫.৩৪% | ৬,৮৩,৬৯,২৫৫ |
ত্রিপুরা | ৬৭.৩৫% | ২১,৪৭,৯৯৪ |
অসম | ২৭.৯১% | ৭৩,৪৩,৩৩৮ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ২৫.৯৫% | ৯১,৫৮২ |
ঝাড়খণ্ড | ৯.৬৯% | ২৬,০৭,৬০১ |
অরুণাচল প্রদেশ | ৯.৪% | ৯৭,১৪৯ |
মিজোরাম | ৯.১৮% | ৮০,৩৮৯ |
মেঘালয় | ৮.০৪% | ১,৮৫,৬৯২ |
নাগাল্যান্ড | ৩.২৬% | ৫৮,৮৯০ |
দিল্লি | ১.৫১% | ২,০৮,৪১৪ |
উত্তরাখণ্ড | ১.৪৫% | ১,২৩,১৯০ |
ওড়িশা | ১.৩৪% | ৪,৯০,৮৫৭ |
মণিপুর | ১.৩% | ২৭,১০০ |
সিক্কিম | ১.১৮% | ৬,৩২০ |
দমন ও দিউ | ১.১৬% | ১,৮১০ |
ছত্তীসগঢ় | ১% | ২,০৮,৬৬৯ |
জম্মু ও কাশ্মীর | ১৪,৪১৬ | |
হিমাচল প্রদেশ | ৪,৭৭২ | |
পাঞ্জাব | ২০,৬৫৫ | |
চণ্ডীগড় | ৫,৪৯১ | |
হরিয়ানা | ৩৯,১৯৯ | |
রাজস্থান | ৫৪,১৭২ | |
উত্তরপ্রদেশ | ১,৮১,৬৩৪ | |
বিহার | ৪,৪৩,৪২৬ | |
মধ্যপ্রদেশ | ১,০৫,৩৯৯ | |
গুজরাত | ৪০,৭৮০ | |
দাদরা ও নগর হাভেলি | ১,৩৮২ | |
মহারাষ্ট্র | ৩,১০,১৩৭ | |
অন্ধ্রপ্রদেশ | ৪১,২৯৩ | |
কর্ণাটক | ৪১,২৫৬ | |
গোয়া | ৪,১১১ | |
লক্ষদ্বীপ | ২৪ | |
কেরল | ৩,৩৮৭ | |
তামিলনাড়ু | ৮,৮০৫ | |
পুদুচেরি | ১,১৮০ | |
ভারত | ৮.২% | ৮,৩৩,৬৯,৭৬৯ |
পাদটীকা
সম্পাদনা- ↑ http://www.censusindia.gov.in/2011census/C-16.html
- ↑ http://www.tripura.org.in/pophistory.htm
- ↑ https://m.timesofindia.com/city/patna/JDU-Bangla-bait-for-Bengalis-in-Bihar/articleshow/6811578.cms
- ↑ "Census of India - Distribution of 10,000 persons by language – India, States and Union Territories-2001"।