দার্জিলিং জেলা
দার্জিলিং জেলা (নেপালি: दार्जीलिङ जिल्ला) হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগের একটি জেলা। এটি রাজ্যের উত্তর অংশে অবস্থিত। দার্জিলিং জেলা মনোরম শৈলশহর ও দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত। দার্জিলিং এই জেলার সদর শহর। কালিম্পং, কার্শিয়ং ও শিলিগুড়ি হল এই জেলার অপর তিন প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র।
দার্জিলিং জেলা दार्जीलिङ जिल्ला | |
---|---|
পশ্চিমবঙ্গের জেলা | |
উপরে-বাম থেকে ঘড়ির কাঁটার দিকে: দার্জিলিং এর চা বাগান, দার্জিলিং হিমালয়ান রেল, ঘুম মঠ, টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা, শিলিগুড়ি এর দৃশ্য | |
পশ্চিমবঙ্গে দার্জিলিংয়ের অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
প্রশাসনিক বিভাগ | জলপাইগুড়ি |
সদরদপ্তর | দার্জিলিং |
মহকুমা | ৯ |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | ১ |
• বিধানসভা আসন | ৬ |
আয়তন | |
• মোট | ২,০৯৩ বর্গকিমি (৮০৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৫,৯৫,১৮৩ |
• জনঘনত্ব | ৭৬০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল) |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৭৯.৯২% |
• লিঙ্গানুপাত | ৯৭১ |
প্রধান মহাসড়ক | ১০ নং জাতীয় সড়ক, ১১০ নং জাতীয় সড়ক, ২৭ নং জাতীয় সড়ক, ৩২৭ নং জাতীয় সড়ক, ৩২৭বি নং জাতীয় সড়ক, ১২ নং রাজ্য সড়ক, ১২এ নং রাজ্য সড়ক, এশীয় মহাসড়ক ২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ভৌগোলিকভাবে এই জেলা দুটি অঞ্চলে বিভক্ত - পার্বত্য অঞ্চল ও সমতল। এই জেলার গোটা পার্বত্য অঞ্চলটি বর্তমানে গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন নামে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ এক আধা-স্বায়ত্তশাসন সংস্থার এক্তিয়ারভুক্ত। এই এলাকা দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ং মহকুমায় বিভক্ত। দার্জিলিং হিমালয়ের পাদদেশে অবস্থিত সমভূমিতে শিলিগুড়ি মহকুমা অবস্থিত। এই সমভূমি তরাই নামেও পরিচিত। এই জেলার উত্তরে সিকিম রাজ্য, দক্ষিণে বিহার রাজ্যের কিশানগঞ্জ জেলা, পূর্বে জলপাইগুড়ি জেলা ও পশ্চিমে নেপাল। ২০১১ সালের হিসেব অনুসারে, দক্ষিণ দিনাজপুর জেলার পরেই এই জেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বনিম্ন জনসংখ্যা-বহুল জেলা।[১] কিন্তু পরবর্তীতে এই জেলা থেকে কালিম্পং জেলা গঠনকালে বর্তমান দার্জিলিং জেলার জনসংখ্যা ২৩টি জেলার মধ্যে ২০তম৷ আয়তনের ভিত্তিতে জেলাটির স্থান ১৯তম৷ দার্জিলিংয়ের ডালিংসে অল্প পরিমাণে হেমাটাইট লোহা পাওয়া যায়।
নামকরণ
সম্পাদনাদার্জিলিং শব্দটি এসেছে সংস্কৃত ভাষার শব্দ "দুর্জয় লিঙ্গ" থেকে। এর অর্থ " অদম্য ক্ষমতার অধিকারী শিব, যে হিমালয় শাসন করে"।
প্রশাসনিক বিভাগ
সম্পাদনামহকুমা | মহকুমা সদর | সমষ্টি উন্নয়ন ব্লক | পৌরসভা |
---|---|---|---|
দার্জিলিং সদর | দার্জিলিং | দার্জিলিং-পুলবাজার, রংলি-রংলিয়ট, জোড়বাংলো-সুকিয়াপোখরি |
দার্জিলিং |
মিরিক | মিরিক | মিরিক | মিরিক |
কার্শিয়াং | কার্শিয়াং | কার্শিয়াং | কার্শিয়াং |
শিলিগুড়ি | শিলিগুড়ি | মাটিগাড়া, নকশালবাড়ি, খড়িবাড়ী, ফাঁসিদেওয়া |
শিলিগুড়ি পৌরসংস্থা |
জেলাটির তেইশটি জনগণনা নগর হলো -
- বাদামতাম চা বাগান (দার্জিলিং-পুলবাজার)
- গিং চা বাগান (দার্জিলিং-পুলবাজার)
- চংটং চা বাগান (দার্জিলিং-পুলবাজার)
- সিংতম চা বাগান (দার্জিলিং-পুলবাজার)
- সুকিয়াপোখরি (জোড়বাংলো-সুকিয়াপোখরি)
- সোনাদা (জোড়বাংলো-সুকিয়াপোখরি)
- রংমুক সিডার চা বাগান (জোড়বাংলো-সুকিয়াপোখরি)
- মঙ্গরজং চা বাগান (জোড়বাংলো-সুকিয়াপোখরি)
- কার্ট রোড (কার্শিয়াং)
- কালকূট (মাটিগাড়া)
- টারি (মাটিগাড়া)
- বৈরাটিশাল (মাটিগাড়া)
- জিতু (মাটিগাড়া)
- মাথাপারি (মাটিগাড়া)
- বড় মোহনসিং (মাটিগাড়া)
- দুমরিগুড়ি (নকশালবাড়ি)
- উত্তর বাগডোগরা (নকশালবাড়ি)
- বাগডোগরা (নকশালবাড়ি)
- ভীমরাম (নকশালবাড়ি)
- লালমন (নকশালবাড়ি)
- গেনি (নকশালবাড়ি)
- খড়িবাড়ী (খড়িবাড়ী)
- শ্যামধন (বাতাসী)
- জামাতুলা(বাতাসী)
- আলোকঝারি(বাতাসী)
- বাতাসী(বাতাসী)
নদনদী
সম্পাদনাদার্জিলিংয়ের উল্লেখযোগ্য নদ-নদী হলো:[২]
- রাম্মাম নদী
- সিরিখোলা নদী (শ্রীখোলা)
- লোধমা নদী
- রিয়াং নদী
- ছোট রঙ্গীত নদী
- রঙ্গীত নদী
- বড়ো রঙ্গীত নদী
- পম্পা নদী
- রঙ্গিও নদী
- রঙ্গু নদী
- রাঙ্গাং নদী
- মাণ্ডিং নদী
- রংবি নদী
- রঙ্গিয়াক নদী
- রতু নদী
- রিলিং নদী
- কাহিল নদী
- রিংরিয়াৎ নদী
- কলোক নদী
- মেচী নদী
- রংবং নদী (দার্জিলিং)
- পাইয়াংডং নদী
- পোসাম নদী
- বালাসন নদী
- পাচিম নদী
- সুলিয়াসি নদী
- দোধিয়া নদী
- মারমা নদী
- মতুয়া নদী
- রকতি নদী
- রুহমি নদী
- সিভক নদী
- মহানন্দা নদী
- মামঝা নদী
- চেঙ্গা নদী
- মুলিয়া নদী
- পন্থাবাড়ি নদী
- পঞ্চাই নদী
- লাচিও নদী
- কুরুনডাক নদী
- তপু নদী
- চৈয়াটি নদী
- দুমারিয়া নদী
- দুল দুল নদী
- কুয়ের্চি নদী
- রিংচিটং নদী
- জোড়াপানি নদী
- ফুলেশ্বরী নদী
- তিস্তা নদী
- চিঙা নদী
ভাষা
সম্পাদনাধর্ম
সম্পাদনাপাদটীকা
সম্পাদনা- ↑ "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১১ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৯।
- ↑ https://www.india.gov.in/census-2001-data-online
- ↑ http://www.censusindia.gov.in/2011census/C-16.html
- ↑ "DISTRIBUTION OF THE 22 SCHEDULED LANGUAGES-INDIA/STATES/UNION TERRITORIES - 2011 CENSUS" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৬।
- ↑ ক খ "C-1 Population By Religious Community"। Census। সংগ্রহের তারিখ ২০০১। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) উদ্ধৃতি ত্রুটি:<ref>
ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "Religion" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
বহিঃসংযোগ
সম্পাদনা- Darjeeling District official website
- উইকিভ্রমণ থেকে দার্জিলিং জেলা ভ্রমণ নির্দেশিকা পড়ুন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |