সম্বলপুর জেলা

ওড়িশার একটি জেলা

সম্বলপুর জেলা(ওড়িয়া: ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲା, প্রতিবর্ণী. সম্বলপুর জিল্লা) পূর্ব ভারতে অবস্থিত ওড়িশা রাজ্যের ৩০ টি জেলার একটি জেলা৷ জেলাটি ওড়িশার উত্তর ওড়িশা বিভাগের অন্তর্গত৷ পশ্চিম ওড়িশাতে অবস্থিত বর্তমান সম্বলপুর জেলা বিভিন্ন প্রশাসনিক বিভক্তকরণ ও সংযুকতির ফলে সৃৃষ্ট৷ ১৬ই পৌষ ১৪০০ বঙ্গাব্দে(১লা জানুয়ারি ১৯৯৪ খ্রিষ্টাব্দ) সর্বশেষ দেবগড় জেলাটি সম্বলপুর জেলা থেকে পৃথক করা হয়৷ জেলাটির জেলাসদর সম্বলপুর শহরে অবস্থিত এবং সম্বলপুর মহকুমা, রেঢ়াখোল মহকুমা(রেঢ়াখোল) ও কোচিনদা মহকুমা(কোচিনদা) নিয়ে গঠিত৷

সম্বলপুর জেলা
ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲା
ওড়িশার জেলা
ওড়িশায় সম্বলপুরের অবস্থান
ওড়িশায় সম্বলপুরের অবস্থান
দেশভারত
রাজ্যওড়িশা
প্রশাসনিক বিভাগউত্তর ওড়িশা বিভাগ
সদরদপ্তরসম্বলপুর
তহশিল১০
আয়তন
 • মোট৬,৬২৪ বর্গকিমি (২,৫৫৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১০,৪১,০৯৯
 • জনঘনত্ব১৬০/বর্গকিমি (৪১০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৭৬.২২ শতাংশ
 • লিঙ্গানুপাত৯৭৬
গড় বার্ষিক বৃষ্টিপাত১৪০২ মিমি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
সম্বলপুর

নামকরণ

সম্পাদনা

স্থানীয়দের মধ্যে আরাধ্যা দেবী মা সমলেই (ওড়িয়া: ସମଲେଇ ମାଁ) এর নাম অনুসারে শহরটির নাম হয় সম্বলপুর৷ প্রতিমাটিকে এই অঞ্চলের ভূমিদেবী ও জাগ্রত বলে গণ্য করা হয়৷[][] যে অঞ্চলটিতে বর্তমান সম্বলপুর শহরটি অবস্থিত তার পুরাতন নাম ছিলো হীরাখন্ড[]৷ ঐতিহাসিক বিভিন্ন নথিতে একে সম্বলক নামেও অভিহিত করা হয়েছে, তথা টলেমি ও এই জায়গাটিকে সম্বলক বলে উল্লেখ করেছেন৷[]

ইতিহাস

সম্পাদনা

ভূপ্রকৃতি

সম্পাদনা

অর্থনীতি

সম্পাদনা

অবস্থান

সম্পাদনা

জেলাটির উত্তরে ওড়িশা রাজ্যের সুন্দরগড় জেলাজেলাটির উত্তর পূর্বে(ঈশান) ওড়িশা রাজ্যের সুন্দরগড় জেলাজেলাটির পূর্বে ওড়িশা রাজ্যের দেবগড় জেলাজেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) ওড়িশা রাজ্যের অনুগুল জেলাজেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ওড়িশা রাজ্যের সুবর্ণপুর জেলাজেলাটির পশ্চিমে ওড়িশা রাজ্যের বারগড় জেলাজেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ওড়িশা রাজ্যের ঝারসুগুড়া জেলা[]

জেলাটির আয়তন ৬৬২৪ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ওড়িশা রাজ্যের ৪.২৫%৷

সম্বলপুর জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী সম্বলপুর জেলার ভাষাসমূহ[]

  ওড়িয়া (৭৮.৮০%)
  কিসান (৪.৯৮%)
  হিন্দী (৪.১৮%)
  মুন্ডারা (৩.৮৮%)
  নাগপুরি-সাদরি (১.৮৫%)
  খারিয়া (১.৫০%)
  কুরুখ/ওরাওঁ (০.৭৮%)
  উর্দু (০.৬৬%)
  বাংলা (০.৫৭%)
  অন্যান্য (২.৮০%)

এই জেলার সিংহভাগ ওড়িয়াভাষী লোক সম্বলপুরি/কোশলি ভাষাতে সাবলীল৷

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

মোট জনসংখ্যা ৯৩৫৬১৩(২০০১ জনগণনা) তথা ১০৪১০৯৯(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে ২০তম৷ ওড়িশা রাজ্যের ২.৪৮% লোক সম্বলপুর জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ১৪১ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ১৫৭ হয়েছে৷ জেলাটির ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ১১.২৭% , যা ১৯৯১-২০১১ সালের ১৫.০১% বৃদ্ধির হারের থেকে কম৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯৭৬(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৪০৷[]

পরিবহন ও যোগাযোগ

সম্পাদনা

পর্যটন ও দর্শনীয় স্থান

সম্পাদনা

ঐতিহ্য ও সংস্কৃৃতি

সম্পাদনা

শিক্ষা

সম্পাদনা

জেলাটির স্বাক্ষরতা হার ৬৭.২৯%(২০০১) তথা ৭৬.২২%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৭৯.০১%(২০০১) তথা ৮৪.৩৫%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৫৫.২১%(২০০১) তথা ৬৭.৯৩% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১১.৩২%৷[]

প্রশাসনিক বিভাগ

সম্পাদনা

সীমান্ত

সম্পাদনা

বিশিষ্ট ব্যক্তিবর্গ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "(dead link)"। samaleswari.org। ২০১৬-১০-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৪-১৩ 
  2. "Maa Samaleswari Temple"Kosal। ২০১১-০১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৪-১৩ 
  3. "Sambalpur – Jharsuguda, a new destination for industrial development in Odisha. | Sambalpur News"। mysambalpur.in। সংগ্রহের তারিখ ২০১৫-০৪-১৩ 
  4. Hotel The Grand SIBA, Sambalpur ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ নভেম্বর ২০১৬ তারিখে. thegrandsiba.com. Retrieved on 2011-01-20.
  5. https://www.mapsofindia.com/maps/orissa/tehsil/sambalpur.html
  6. http://www.censusindia.gov.in/2011census/C-16.html
  7. https://www.census2011.co.in/census/district/396-sambalpur.html