মামিত জেলা
উত্তর পূর্ব ভারতে অবস্থিত মিজোরাম রাজ্যের আটটি জেলার মধ্যে একটি জেলার নাম মামিত জেলা৷ জেলাটির জেলাসদর মামিত শহরে অবস্থিত৷
মামিত জেলা | |
---|---|
মিজোরামের জেলা | |
মিজোরামে মামিতের অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | মিজোরাম |
সদরদপ্তর | মামিত |
তহশিল | ৩ |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | মিজোরাম |
• বিধানসভা আসন | ৩ |
আয়তন | |
• মোট | ৩,০২৫ বর্গকিমি (১,১৬৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৮৬,৩৬৪ |
• জনঘনত্ব | ২৯/বর্গকিমি (৭৪/বর্গমাইল) |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৮৪.৯৩ |
• লিঙ্গানুপাত | ৯২৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নামকরণ
সম্পাদনাইতিহাস
সম্পাদনাভুপ্রকৃৃতি
সম্পাদনাঅর্থনীতি
সম্পাদনাজনসংখ্যার উপাত্ত
সম্পাদনামোট জনসংখ্যা ৬২৭৬৫(২০০১ জনগণনা) ও ৮৬৩৬৪(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ৮ টি জেলার মধ্যে ৫ম৷ মিজোরাম রাজ্যের ৭.৮৭% লোক মামিত জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ২১ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ২৯ হয়েছে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ৩৭.৫৬%, যা ১৯৯১-২০১১ সালের -২.৭৭% বৃদ্ধির হারের থেকে বেশি৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯২৭(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৭৯৷[১]
ভাষা
সম্পাদনাধর্ম
সম্পাদনাঅবস্থান
সম্পাদনামিজোরাম রাজ্যের উত্তরাংশে অবস্থিত মামিত জেলাটির উত্তরে আসাম রাজ্যের বরাক উপত্যকার হাইলাকান্দি জেলা ও করিমগঞ্জ জেলা, উত্তর পূর্বে(ঈশান) মিজোরামের কোলাসিব জেলা, পূর্বে মিজোরাম রাজ্যের আইজল জেলা, দক্ষিণে মিজোরাম রাজ্যের লুংলেই জেলা, দক্ষিণ পশ্চিমে(নৈঋত) বাংলাদেশ রাষ্ট্র, উত্তর পশ্চিমে(বায়ু) ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলা অবস্থিত৷[৫]
শিক্ষা
সম্পাদনাজেলাটির স্বাক্ষরতা হার ৭৯.১৪%(২০০১) তথা ৮৪.৯৩%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৭২.৯৮%(২০০১) তথা ৮৯.১৩%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৭৪.৮১%(২০০১) তথা ৮০.৩৫% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৭.৯৪%৷[১]
দর্শনীয় স্থান
সম্পাদনা১৯৮৫ খ্রিষ্টাব্দে ৫০০ বর্গকিলোমিটার এর অধিক বিস্তৃৃত ডাম্পা ব্যাঘ্য সংরক্ষণ প্রকল্পটি ভারত সরকারের তত্ত্বাবধানে আসে৷[৬]
এছাড়া জেলাটির দর্শনীয় পাহাড়গুলি হলো- ডাম্পা পাহাড়, পাটলাবি লুংলেন পাহাড় ও ছড়পিয়াল পাহাড়৷
প্রশাসনিক বিভাগ
সম্পাদনামামিত জেলাটি তিনটি তহশিল বা ব্লক (পোশাকি নাম গ্রামোন্নয়ন ব্লক) নিয়ে গঠিত৷ ব্লকগুলি হলো যথাক্রমে রেইয়েক, পশ্চিম ফাইলেং এবং জলনৌম৷ এছাড়া জেলাটিতে তিনটি বিধানসভাকেন্দ্র তথা হাছেক, ডাম্পা ও মামিত রয়েছে৷
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ https://www.census2011.co.in/census/district/386-mamit.html
- ↑ http://www.censusindia.gov.in/2011census/C-16.html
- ↑ "DISTRIBUTION OF THE 22 SCHEDULED LANGUAGES-INDIA/STATES/UNION TERRITORIES - 2011 CENSUS" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৬।
- ↑ https://www.census2011.co.in/data/religion/district/386-mamit.html
- ↑ https://www.mapsofindia.com/maps/mizoram/tehsil/mamit.html
- ↑ Indian Ministry of Forests and Environment। "Protected areas: Mizoram. certificate"। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১১।