বিজনী অসমের চিরাং জেলায় অবস্থিত একটি শহর৷

বিজনী
নগর
বিজনী ভারত-এ অবস্থিত
বিজনী
বিজনী
বিজনী আসাম-এ অবস্থিত
বিজনী
বিজনী
ভারতের অসমে বিজনীর অবস্থান
স্থানাঙ্ক: ২৬°৩১′ উত্তর ৯০°৪০′ পূর্ব / ২৬.৫২° উত্তর ৯০.৬৭° পূর্ব / 26.52; 90.67
দেশ ভারত
রাজ্যঅসম
জেলাচিরাং
নামকরণের কারণবিজিত নারায়ণ
সরকার
 • ধরনপৌর-সভা (Sub-Division)
উচ্চতা৫৩ মিটার (১৭৪ ফুট)
জনসংখ্যা (২০০১)
 • মোট১২,৬০৭
ভাষা
 • সরকারিঅসমীয়া, ইংরেজী, বড়ো
সময় অঞ্চলভারতীয় মান সময় (ইউটিসি+৫:৩০)

ভৌগোলিক বিবরণ

সম্পাদনা

বিজনী ২৬°৩১′ উত্তর ৯০°৪০′ পূর্ব / ২৬.৫২° উত্তর ৯০.৬৭° পূর্ব / 26.52; 90.67 তে অবস্থিত৷ [] সাগরপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা প্রায় ৫৩ মিটার (১৭৩ ফুট)৷

 
বিজনী রেলওয়ে স্টেশন
 
বিজনী নামঘরের ভিতরভাগ

বিজনীর আশে পাশে থাকা গ্রামসমূহ হল — ভেটাগাওঁ, বাটবাড়ি, ছাতিয়ানগুড়ি, মনেশ্বরি, লেচাগাওঁ, আমগুড়ি, পুরাণ বিজনী, গেরুকাবাড়ি,বাঘমারা, মাজরাবাড়ি, পানবাড়ি ইত্যাদি৷

ইতিহাস

সম্পাদনা

১৬৭১ সাল থেকে ১৮৬৪ পর্যন্ত বিজনী কোচ শাসনের অধীনস্থ রাজধানী ছিল বলে জানা যায়৷ পরবর্ত্তীকালে, ভুটানের ঝালিয়া মেচ নামক শাসক এই স্থান অধিকার করায় রাজধানী দুমুরিয়াতে স্থানান্তর করা হয়৷ ১৮৯৭ সালের ভূমিকম্পের ফলে বহু রাজকীয় অট্টালিকার ক্ষতিসাধন হওয়ায় পুনরায় রাজধানীর পরিবর্ত্তন হয়৷ ১৯৫৬ সালে বিজনীতে কোচ শাসনের অন্ত হয়৷

জনসংখ্যা

সম্পাদনা

২০০১ সালের ভারতের লোকগণনা অনুসারে বিজনীর মোট জনসংখ্যা ১২,৬০৭ জন৷[] এর ৫২% পুরুষ তথা ৪৮% মহিলা৷ বিজনীর গড় সাক্ষরতার হার ৭৯%৷ পুরুষ ও মহিলার পৃথকভাবে সাক্ষরতার হার ক্রমান্বয়ে ৮৪% ও ৭৩%৷ এর মোট জনসংখ্যার প্রায় ১১% ছয় বছরের অনূর্ধ্ব।

রাজনীতি

সম্পাদনা

বিজনী আসামের (বিজনী বিধানসভা কেন্দ্র) ৩৩ নং বিধান সভা সমষ্টির অন্তর্গত।

বিজনী (কোকরাঝাড় বিধান সভা) র অন্তর্ভুক্ত৷ []

বিজনীর বর্তমান বিধায়ক অজয় কুমার রায় (ভারতীয় জনতা পার্টি)।

আলোকচিত্রের সম্ভার

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Falling Rain Genomics, Inc - Bijni
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-০১ 
  3. "List of Parliamentary & Assembly Constituencies" (পিডিএফ)Assam। Election Commission of India। ২০০৬-০৫-০৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৫