কবরীর চলচ্চিত্রের তালিকা

কবরী একজন বাংলাদেশী অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও রাজনীতিবিদ। তিনি বিংশ শতাব্দীর ষাট ও সত্তরের দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা ছিলেন।[] তার অভিনীত প্রথম চলচ্চিত্র সুতরাং[] এরপর তিনি জহির রায়হানের তৈরি উর্দু চলচ্চিত্র বাহানা এবং ভারতের চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি রাজ্জাকের সাথে জুটি বেঁধে আবির্ভাব (১৯৬৮), ময়না মতি (১৯৬৯), নীল আকাশের নীচে (১৯৬৯), ক খ গ ঘ ঙ (১৯৭০), দর্প চূর্ণ (১৯৭০), কাঁচ কাটা হীরে (১৯৭০), দীপ নেভে নাই (১৯৭০), স্মৃতিটুকু থাক (১৯৭১), রংবাজ (১৯৭৩)-সহ অসংখ্য জনপ্রিয় ও ব্যবসাসফল চলচ্চিত্রে কাজ করেছেন।

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

চলচ্চিত্র

সম্পাদনা
বছর চলচ্চিত্র চরিত্র পরিচালক টীকা
১৯৬৪ সুতরাং জরিনা সুভাষ দত্ত অভিনীত প্রথম চলচ্চিত্র
১৯৬৫ বাহানা জহির রায়হান উর্দু চলচ্চিত্র
১৯৬৭ হীরামন রাশেদ আজগর চৌধুরী
১৯৬৮ সোয়ে নদীয়া জাগে পানি খান আতাউর রহমান
নিশি হল ভোর জিকু আলম
সাত ভাই চম্পা চম্পা দিলীপ সোম
আবির্ভাব শাহানা সুভাষ দত্ত
বাঁশরী আব্দুল জব্বার খান
অরুণ বরুণ কিরণমালা কিরণমালা খান আতাউর রহমান
শীত বসন্ত শিবলি সাদিক
চোরাবালি উদয়ন চৌধুরী
১৯৬৯ পারুলের সংসার পারুল সিরাজুল ইসলাম ভূঁইয়া
প্রতিকার বাবু লাল
ময়না মতি ময়না কাজী জহির
আগন্তুক বাবুল চৌধুরী
নীল আকাশের নীচে তৃষ্ণা নারায়ণ ঘোষ মিতা
পদ্মা নদীর মাঝি আলমগীর কুমকুম
মেহেরবান' কাজী জহির
নতুন ফুলের গন্ধ মমতাজ আলী
১৯৭০ যে আগুনে পুড়ি আমির হোসেন
কত যে মিনতি ইবনে মিজান
সন্তান ই. আর. খান
ক খ গ ঘ ঙ সালেহা নারায়ণ ঘোষ মিতা
মীনা কাজী জহির উর্দু চলচ্চিত্র
আঁকাবাঁকা বাবুল চৌধুরী
নায়িকা ইসমাইল মোহাম্মদ
দর্প চূর্ণ নজরুল ইসলাম
বিনিময় মাসুমা সুভাষ দত্ত
রং বদলায় আকবর কবীর পিন্টু
অধিকার কামাল আহমেদ
ঢেউয়ের পরে ঢেউ রিতা মহসীন
আপন পর শিরিন বশীর হোসেন
পিতা পুত্র আমজাদ হোসেন
ঘূর্ণিঝড় আসাদ
সাধারণ মেয়ে নীলা ই. আর. খান
কাঁচ কাটা হীরে সুফিয়া আব্দুল জব্বার খান
দীপ নেভে নাই নারায়ণ ঘোষ মিতা
১৯৭১ স্মৃতিটুকু থাক নাজমা আলমগীর কুমকুম
শেষ রাতের তারা আনন্দ
সুখ দুঃখ খান আতাউর রহমান
জলছবি এইচ আকবর প্রবীর মিত্রফারুক অভিষিক্ত চলচ্চিত্র
গাঁয়ের বধূ আবদুল জব্বার খান
১৯৭২ জয় বাংলা ফখরুল আলম
গান গেয়ে পরিচয় আনোয়ার আশরাফ
কমলা রাণীর দিঘী ইবনে মিজান
নিজেকে হারায়ে খুঁজি মিনু রুহুল আমিন
লালন ফকির সৈয়দ হাসান ইমাম শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার
রক্তাক্ত বাংলা মমতাজ আলী
১৯৭৩ রংবাজ চিনি জহিরুল হক
খেলাঘর আব্দুল জব্বার খান
বলাকা মন সুভাষ দত্ত প্রযোজক
প্রিয়তমা অশোক ঘোষ
যাহা বলিব সত্য বলিব বাবুল চৌধুরী
কে তুমি এস রহমান
তিতাস একটি নদীর নাম রাজার ঝি ঋত্বিক ঘটক
দুরন্ত দুর্বার মোহাম্মদ মহিউদ্দিন
অনির্বাণ কামাল আহমেদ
আমার জন্মভূমি আলমগীর কুমকুম
অঙ্গীকার আবদুল্লাহ আল মামুন
১৯৭৪ চোখের জলে আজিজ আজহার
চাবুক শেখ নজরুল ইসলাম
মাসুদ রানা সবিতা মাসুদ পারভেজ
ভুল যখন ভাঙ্গলো রফিকুল বারী চৌধুরী
বেঈমান রুহুল আমিন
পরিচয় শাওন আজিজুর রহমান
অবাক পৃথিবী মোস্তফা মেহমুদ
দুই পর্ব খসরু নোমান
ত্রিরত্ন প্রমোদ কর
১৯৭৫ সুজন সখী সখী প্রমোদ কর শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার
ডাক পিওন নজমুল হুদা মিন্টু
লাভ ইন সিমলা আবুল বাশার
উপহার কামাল আহমেদ
১৯৭৬ চলো ঘর বাঁধি নূর উল আলম
রং বেরং রুহুল আমিন
রক্তের ডাক এইচ আকবর
গুন্ডা বিনা আলমগীর কুমকুম
গোপন কথা আজাদ রহমান
অনুরোধ দিলীপ বিশ্বাস
১৯৭৭ মতিমহল অশোক ঘোষ
সাগর ভাসা আমান
তৃষ্ণা নারায়ণ ঘোষ মিতা
লুকোচুরি আবুল বাশার
হাবা হাসমত সোহরাব আহমেদ
মমতা আলমগীর কুমকুম
ফরিয়াদ এইচ আকবর
রক্ত শপথ মালিক মজিদ
১৯৭৮ অঙ্গার কামাল আহমেদ
আগুনের আলো আলমগীর কুমকুম
বধূ বিদায় মায়া কাজী জহির
সারেং বৌ নবিতুন আবদুল্লাহ আল মামুন শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার
১৯৭৯ দিন যায় কথা থাকে প্রমোদ কর
মধুমতি হাসমত
ছোট মা তমিজ উদ্দিন রিজভী
আরাধনা রূপা রাজু সিরাজ
শহর থেকে দূরে দিলীপ সোম
নওজোয়ান অশোক ঘোষ
ঈমান মমতাজ আলী
সোনার হরিণ শহীদুল হক খান
১৯৮১ সোনার তরী আজিজুর রহমান
কলমিলতা শহীদুল হক খান
লাল সবুজের পালা সৈয়দ হাসান ইমাম
১৯৮২ স্বামীর সোহাগ মুস্তফা মেহমুদ
দেবদাস পার্বতী চাষী নজরুল ইসলাম
১৯৮৩ আশা শেখ নজরুল ইসলাম
আরশীনগর খান আতাউর রহমান
প্রেমবন্ধন জহিরুল হক
১৯৮৫ সোনালী আকাশ আবদুল মতিন
১৯৮৮ দুই জীবন তাহমিনা আবদুল্লাহ আল মামুন শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার
১৯৯০ চেতনা ছটকু আহমেদ
ছোট বৌ জয়নুদ্দীন আহমেদ
লাখে একটা কাজী কামাল
১৯৯১ দয়া মায়া শওকত জামিল
১৯৯৪ অপরাজিত নায়ক আলমগীর কুমকুম
১৯৯৫ দেমাগ জিয়া উদ্দিন মাসুদ
১৯৯৮ নয়নমনি মতিন রহমান
১৯৯৯ বিয়ের ফুল মতিন রহমান
২০০৪ আমাদের সন্তান ইস্পাহানী-আরিফ জাহান
২০০৬ জীবনের গল্প গাজী মাজহারুল আনোয়ার
আয়না - কবরী পরিচালনায় আত্মপ্রকাশ
২০০৮ মেঘের কোলে রোদ ডাক্তার সেলিনা হোসাইন নারগিস আক্তার
চাকরের প্রেম রকিবুল আলম রকিব
পিতা মাতার আমানত এফ আই মানিক
২০০৯ তুমি আমার স্বামী মনতাজুর রহমান আকবর
২০১২ রাজা সূর্য খাঁ মহারানী গাজী মাহবুব

টেলিভিশন

সম্পাদনা
বছর শিরোনাম চরিত্র চ্যানেল টীকা
সংশপ্তক রাবু বিটিভি সাত পর্ব
যেখানে তারার আলো বিটিভি
মাটির কোলে বিটিভি পার্ল এস. বাকের গুড আর্থ অবলম্বনে নির্মিত

তথ্যসূত্র

সম্পাদনা
  1. অতন্দ্রিলা, অর্চি (১৯ অক্টোবর ২০১১)। "এ সপ্তাহের সাক্ষাতকার"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২১ 
  2. "অভিনেত্রী কবরীর ৫০ বছর"দৈনিক প্রথম আলো। জুন ৪, ২০১৪। 

বহিঃসংযোগ

সম্পাদনা