সুজন সখী
সুজন সখী ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার রোমান্টিক চলচ্চিত্র। প্রমোদ কর ছদ্মনামে ছায়াছবিটি পরিচালনা করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার খান আতাউর রহমান।[১] জনতা চিত্র প্রকল্প প্রযোজিত এই ছায়াছবিটির কাহিনী ও সংলাপ লিখেছেন আমজাদ হোসেন এবং চিত্রনাট্য লিখেছেন পরিচালক খান আতা নিজেই। পারিবারিক দ্বন্দ্বের কারণে দুই ভাইয়ের আলাদা হয়ে যাওয়া ও তাদের মিলনের গল্প তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। এতে নাম চরিত্রে অভিনয় করেছেন ফারুক[২] ও কবরী সারোয়ার।[৩] এছাড়াও অন্যান্য ভূমিকায় রয়েছেন খান আতাউর রহমান, ইনাম আহমেদ, রওশন জামিল, সুমিতা দেবী। চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথম আয়োজনে তিনটি বিভাগে পুরস্কার অর্জন করে।[৪] ১০ অক্টোবর, ১৯৭৫ তারিখে ৩৫ মিমি ফরম্যাটের এই সাদাকালো চলচ্চিত্রটি বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৫] ১৯৯৪ সালে চলচ্চিত্রকার শাহ আলম কিরণ অকাল প্রয়াত অভিনেতা সালমান শাহ ও শাবনূর জুটিকে নিয়ে সুজন সখি নামে চলচ্চিত্রটির পুনঃনির্মাণ করেন।[৬] এই চলচ্চিত্রের একটিমাত্র কপি বর্তমানে বাংলাদেশ ফিল্ম আরকাইভের সংগ্রহে রয়েছে।[৫]
সুজন সখী | |
---|---|
পরিচালক | খান আতাউর রহমান |
প্রযোজক | ইফতেখার উদ্দিন নওশাদ |
চিত্রনাট্যকার | খান আতাউর রহমান |
কাহিনিকার | আমজাদ হোসেন |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | খান আতাউর রহমান |
সম্পাদক | বশীর হোসেন |
মুক্তি | ৬ অক্টোবর, ১৯৭৫ |
স্থিতিকাল | ১১১ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনাপারিবারিক দ্বন্দ্বের কারণে আলাদা হয়ে যায় দুই ভাই সুলেমান ও লোকমান। সুলেমান যাওয়ার সময় তার সব সম্পত্তি তার ভাতিজা সুজনকে দিয়ে যায়। সুজন লোকমানের ছেলে। সুলেমানের স্ত্রী কন্যা সন্তানের জন্ম দিয়ে মারা যায়, আর সেই কন্যা সন্তানের নাম রাখা হয় সখী। সুলেমানের মেয়ে সখী তার দাদীর আদর-যত্নে বড় হতে থাকে। একদিন সুজনের সাথে সখীর পরিচয় হয় এবং ঘটনাক্রমে তাদের প্রণয় ঘটে। কিন্তু তারা দুজনের কেউই কারো আসল পরিচয় জানে না। সখী একদিন তার দাদীর সাথে সুজনের পরিচয় করিয়ে দিলে তিনি সুজনকে দেখে চিনতে পারেন। আর তখনই তারা তাদের আসল পরিচয় জানতে পারে। তারপর সুজন আর সখির প্রেমে বাধা হয়ে দাঁড়ায় দুই ভাইয়ের পুরনো দ্বন্দ্ব!
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- ফারুক - সুজন
- কবরী সারোয়ার - সখী
- খান আতাউর রহমান - সুলেমান
- ইনাম আহমেদ - লোকমান
- রওশন জামিল - সুজন ও সখীর দাদী
- সুমিতা দেবী - লোকমানের স্ত্রী
- মিনু রহমান - সুলেমানের স্ত্রী
- টেলি সামাদ - বগা
- শর্বরী - কুসুম
- সুষমা আলম - কুসুমের মা
- শিপলু - ছোট সুজন
- আরতি
- কেয়া
সঙ্গীত
সম্পাদনাছায়াছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন খান আতাউর রহমান। গীত রচনা করেছেন খান আতাউর রহমান ও মমতাজ আলী খান। গানে কণ্ঠ দিয়েছেন আব্দুল আলীম, সাবিনা ইয়াসমিন, নীলুফার ইয়াসমিন, ইন্দ্রমোহন রাজবংশী, রথীন্দ্রনাথ রায়, গোলাম আম্বিয়া, ইয়ামিন চৌধুরী, ও মুস্তাফিজুর রহমান।
গানের তালিকা
সম্পাদনা- সব সখীরে পার করিতে নেব আনা আনা - আব্দুল আলীম ও সাবিনা ইয়াসমিন
পুরস্কার
সম্পাদনা- শ্রেষ্ঠ চিত্রনাট্যকার - খান আতাউর রহমান
- শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী - আব্দুল আলীম
- শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী - সাবিনা ইয়াসমিন
- সেরা অভিনেত্রী - কবরী সারোয়ার[৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'সুজন সখী' ছবির সেই দু'জন"। দৈনিক প্রথম আলো। ৩০ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ দিদার আশরাফী (১৪ জুন ২০১২)। "সুজন সখী ছবির রঙিলা মাঝির এখন দুঃসময়"। দৈনিক আজাদী। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "আবারও সুজন সখী জুটি"। দৈনিক সমকাল। ২৮ মার্চ ২০১২। ১২ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৬।
- ↑ রাশেদ শাওন (অক্টোবর ২৪, ২০১২)। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৬।
- ↑ ক খ "৩০ বছর পর কবরী-ফারুকের 'সুজন সখি' ছবির প্রিন্ট উদ্ধার"। দ্য ডেইলি স্টার Bangla। ২০১৭-০৬-১২। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-৩০।
- ↑ মনিরুল হক ফিরোজ (১৭ সেপ্টেম্বর ২০১৫)। "সালমান শাহ এর ক্যারিয়ার প্রোফাইল"। রাইজিংবিডি। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ শোভন জামালী (৫ মার্চ ২০১৫)। "হাসিমুখের সেই কবরী"। দৈনিক যায় যায় দিন। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সুজন সখী (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে সুজন সখী