বাংলাদেশ টেলিভিশন

বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল

বাংলাদেশ টেলিভিশন, সাধারণত বিটিভি নামে পরিচিত, হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন সংস্থা। এটি মূলে ১৯৬৪ সালে পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের পূর্ব পাকিস্তান বিভাগ হিসেবে স্থাপিত হয়। এটি বিশ্বের প্রাচীনতম বাংলা ভাষার টেলিভিশন সংস্থা, এবং এটি বাংলাদেশ বেতারের ভ্রাতৃপ্রতিম, যা, বিটিভির সাথে, সরকার মালিকানাধীন এবং পরিচালিত।[]

বাংলাদেশ টেলিভিশন
উদ্বোধন২৫ ডিসেম্বর, ১৯৬৪
মালিকানাগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
চিত্রের বিন্যাসএইচডিটিভি
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা
প্রচারের স্থানএশিয়া, মধ্যপ্রাচ্য, আংশিক আফ্রিকা
প্রধান কার্যালয়রামপুরা, ঢাকা
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
বিটিভি নিউজ
বিটিভি চট্টগ্রাম
সংসদ বাংলাদেশ টেলিভিশন
ওয়েবসাইটwww.btv.gov.bd
প্রাপ্তিস্থান
টেরেস্ট্রিয়াল
কৃত্রিম উপগ্রহ
আকাশ ডিটিএইচচ্যানেল ১১১
ক্যাবল
উপলভ্য অধিকাংশ তারের সিস্টেমস্থানীয় তালিকা পরীক্ষণ
স্ট্রিমিং মিডিয়া
www.btvlive.gov.bd

বাংলাদেশ টেলিভিশন টেরেস্ট্রিয়াল টেলিভিশনে উপলব্ধ দেশের একমাত্র টেলিভিশন সংস্থা।[] এটি প্রাথমিকভাবে টেলিভিশন লাইসেন্স ফি এর মাধ্যমে অর্থায়ন করা হয়। যদিও এটি অনেক পুরষ্কারপ্রাপ্ত অনুষ্ঠানসমূহ প্রযোজনা করেছে, এটি প্রায়শই সরকারের মুখপত্র এবং তাদের মানসম্পন্ন অনুষ্ঠানসমূহের অভাব বলে অভিযোগ করা হয়েছে। উভয় বাংলাদেশ টেলিভিশনের সদর দপ্তর এবং প্রশাসনিক ভবন ঢাকার রামপুরা থানায় অবস্থিত।[]

১৯৯০-এর দশকের শেষ দিকের পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন ছিল বাংলাদেশের একমাত্র টেলিভিশন চ্যানেল, এবং এটি প্রচুর জনপ্রিয় একটি টেলিভিশন চ্যানেল ছিল। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের উত্থানের পর, বিশেষত বেশিরভাগ সময় এটিকে সরকারি প্রচারযন্ত্র হিসেবে ব্যবহারের কারণে, বিটিভির জনপ্রিয়তা ব্যাপকভাবে হ্রাস পায়।[]

বাংলাদেশ টেলিভিশন দুটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র এবং ১৪টি রিলে কেন্দ্র চালায়। ২০০৪ সালে এটি স্যাটেলাইটে বিটিভি ওয়ার্ল্ড এর উদ্বোধন করে। এটি এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন এবং এশিয়াভিশনের সদস্য, এবং ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের সহযোগী সদস্য।[][] স্যাটেলাইটের মাধ্যমে বিটিভির সিগনাল এশিয়া এবং ইউরোপ ও আফ্রিকার কিছু অংশে গ্রহণ করা যায়। বাংলাদেশ টেলিভিশন সংসদীয় টেলিভিশন চ্যানেল, সংসদ বাংলাদেশ টেলিভিশন, এরও ভ্রাতৃপ্রতিম। বিটিভি ওয়ার্ল্ডকেও বিটিভি ঢাকার তুলনায় ভিন্ন সময়সূচী সহ একটি স্বাধীন বিনোদন টেলিভিশন চ্যানেলে রূপান্তরিত করা হবে।[]

ইতিহাস

সম্পাদনা

পাকিস্তান টেলিভিশনের যুগ (১৯৬৪-১৯৭১)

সম্পাদনা

পাকিস্তান আমলে রাষ্ট্রপতি আইয়ুব খানের উদ্যোগে পাকিস্তানে টেলিভিশন আনা হয়। তিনি ২৭ নভেম্বর ১৯৬৪ সালে পাকিস্তানের লাহোরে প্রথম টেলিভিশন সেন্টারের উদ্বোধন করেন। দ্বিতীয় টেলিভিশন সেন্টারটি করা হয় বাংলাদেশে (তখন পূর্ব পাকিস্তান)। ঢাকায় ডি.আই.টি ভবনে (বর্তমান রাজউক ভবন) ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের ঢাকা কেন্দ্র উদ্বোধন করা হয়। টেলিভিশনে প্রথম প্রচারিত অনুষ্ঠানে প্রথম গান গেয়েছিলেন ফেরদৌসী রহমান, গানটি ছিল আবু হেনা মোস্তফা কামালের লেখা এই যে আকাশ নীল হল আজ / এ শুধু তোমার প্রেমে। টেলিভিশন কেন্দ্রের প্রথম প্রযোজক ছিলেন মুস্তাফা মনোয়ার, জামান আলী খান ও মনিরুল আলম ; পরবর্তীতে আসেন শহীদ কাদরী, আবদুল্লাহ আল মামুন, সৈয়দ আবদুল হাদী, দীন মোহাম্মদ, মোহাম্মদ জাকারিয়া, আতিকুল হক চৌধুরী

আর অনুষ্ঠান বিভাগের প্রথম ব্যবস্থাপক ছিলেন কলিম শরাফী। সেসময় টেলিভিশনে প্রযুক্তির অভাবের কারণে সব অনুষ্ঠান লাইভ অর্থাৎ সরাসরি সম্প্রচার করা হতো এবং চ্যানেল ছিল একটি, চলতো সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত। টিভির সম্প্রচার সীমা ছিল ঢাকা শহরের চারপাশে দশ মাইল, তবে এর বাইরে ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর থেকেও তা দেখা যেত। ঢাকা টেলিভিশনের স্থাপনা তৈরি, পুরোপুরি চালু করা ও কিছুদিন দেখাশোনা করার দায়িত্বে ছিল জাপানি টেলিভিশন কোম্পানি এনএইচকে

১৯৭১ সালের ৪ মার্চে পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্র অনানুষ্ঠানিকভাবে "ঢাকা টেলিভিশন" নামে পরিবর্তন হয়, এবং টেলিভিশন শিল্পীরা পাকিস্তান টেলিভিশনের জন্য কাজ করা প্রত্যাখ্যান করেছে, যেহেতু পূর্ব পাকিস্তানিরা স্বায়ত্তশাসনের জন্য সংগ্রাম করেছে।[] ১৯৭১ সালের ২৩ মার্চে যখন বাংলাদেশ একটি মুক্ত রাষ্ট্র ঘোষিত হয়, টেলিভিশন বাংলাদেশের পতাকা এবং জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, দেখানো শুরু করে, পাকিস্তানের পতাকা এবং জাতীয় সঙ্গীত পরিবর্তে।

পাকিস্তানি কর্তৃপক্ষের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল যে, পাকিস্তানের পতাকা টেলিভিশনে প্রদর্শন না করলে বাঙালি শ্রমিকদের টেলিভিশন কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হবে। কিন্তু ২৩ মার্চের রাতে ঢাকা টেলিভিশনে বাংলাদেশপন্থী গান প্রচারিত হয়। ফলস্বরূপ, পাকিস্তান সশস্ত্র বাহিনী ডিআইটি ভবনের নিয়ন্ত্রণ নেয়, কিন্তু মুক্তিবাহিনী দ্বারা আক্রমণ করা হয়। সেই মুহুর্তে, মানুষ তার টেলিভিশন শিল্পের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াইয়ে যোগ দেয়।[][১০]

স্বাধীনতা এবং সরকারি একচেটিয়া (১৯৭১-১৯৯৭)

সম্পাদনা

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্র বাংলাদেশ টেলিভিশন নামে পরিবর্তন হয়, এবং পিটিভির সাথে সম্পর্ক হারিয়েছে। পরের সালের ১৫ সেপ্টেম্বরে এটি একটি স্বায়ত্তশাসিত কর্পোরেশন থেকে সরকারি প্রতিষ্ঠানে রূপান্তর হয়।[] ১৯৭৪ সালে নেটওয়ার্কটি এটির প্রথম উপকেন্দ্র নাটোরে উদ্বোধন করে।[১১] ১৯৭৫ সালে এটির দপ্তর এবং স্টুডিও ঢাকার রামপুরায় নতুনভাবে নির্মিত সদর দপ্তরে স্থানান্তর করা হয়। ১৯৭৭ সালে ফজলে লোহানী বিবিসির দ্য ডেভিড ফ্রস্ট শো এর উপর ভিত্তি করে বিটিভির জন্য একটি নতুন ম্যাগাজিন অনুষ্ঠান তৈরি করেন, যদি কিছু মনে না করেন, যা উনার মৃত্যুর ঠিক পরেই শেষ হয়।[১২]

১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশন রঙিন সম্প্রচার শুরু করে, যা দক্ষিণ এশিয়ায় প্রথম আনুষ্ঠানিক পূর্ণকাল রঙিন টেলিভিশন সম্প্রচারের চিহ্নিত করেছে।[][১১] ১৯৮৫ সাল হিসেবে ভারতের পশ্চিমবঙ্গে টেলিভিশন সেট বিটিভির টেরেস্ট্রিয়াল সিগনাল গ্রহণ করতে পারে, সাতক্ষীরা উপকেন্দ্রের মাধ্যমে। এটি ১৯৯২ সালে বিবিসি এবং সিএনএনের সম্প্রচার রিলে করে শুরু করে, যা বাংলাদেশে বিদেশী টেলিভিশনের প্রথম উপস্থিতির চিহ্নিত করেছে।[১৩] ১৯৯৪ সালে বিটিভি এটির প্রথম প্যাকেজ নাটক, আতিকুল হক চৌধুরী পরিচালিত প্রাচীর পেরিয়ে, প্রচারিত করে।[১৪] ১৯৯৫ সালের ১৯ ডিসেম্বরে নেটওয়ার্কটি এটির চট্টগ্রাম কেন্দ্রের উদ্বোধন করে।[১৫]

১৯৮০ থেকে ১৯৯০ দশকের পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন অনেক গুলো জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান তৈরি করেছে, যেমন এইসব দিনরাত্রি, বহুব্রীহি, অয়োময়, ইত্যাদি, কোথাও কেউ নেই, আজ রবিবার, এবং আরও কিছু। এটিতে আলিফ লায়লা এবং দ্য সোর্ড অব টিপু সুলতান এর মতো বিদেশি অনুষ্ঠানও প্রচারিত হতো, এমনকি অনেক জনপ্রিয় কার্টুনও দেখানো হতো যেগুলো নেটওয়ার্কের সাফল্যে সাহায্য করেছে।[১৬] ১৯৯৭ সালের মেতে বাংলাদেশ টেলিভিশন এটির সেই সালে ঘটিত ঘূর্ণিঝড়ের উপরের কভারেজের জন্যে একটি এশিয়াভিশন অ্যাওয়ার্ড জিতেছে।[১৭]

বিটিভির পতন এবং বেসরকারি টেলিভিশনের উত্থান (১৯৯৭-২০১৮)

সম্পাদনা

বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশের একমাত্র টেলিভিশন সম্প্রচারক ছিল[১৮] ১৯৯৭ সালে স্যাটেলাইট টেলিভিশনে এটিএন বাংলার উদ্বোধন এবং ২০০০ সালে টেরেস্ট্রিয়াল টেলিভিশনে একুশে টেলিভিশনের উদ্বোধনের পর্যন্ত। বছর ধরে প্রতিযোগিতা বাড়ার সাথে সাথে বিটিভি হ্রাস পায় এবং স্থবির হয়ে পড়ে এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলি স্থানীয়দের মধ্যে আরও জনপ্রিয়তা লাভ করে। বাংলাদেশ কেবল টিভি ভিউয়ারস ফরাম দ্বারা একটি ২০১৭ সালের জরিপে দেখায় যে কেবল টেলিভিশন দর্শকের মধ্যে শুধু ২৫% থেকে ৩০% স্থানীয় টেলিভিশন দেখে, এর মধ্যে বিটিভি সবচেয়ে কম দর্শকসংখ্যা পায়, এবং বেশিরভাগ গ্রামীণ দর্শকরা দেখেছিলেন, যাদের কাছে শুধুমাত্র টেরেস্ট্রিয়াল টেলিভিশন উপলব্ধি আছে।[১৯] বিটিভির মহাপরিচালক, হারুন-অর-রশীদ, একবার বলেছিলেন যদি বিটিভি পরিবর্তন না করে এটি 'অপ্রচলিত' হয়ে যাবে।[১৮]

কিন্তু ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন চৌদ্দটি উপকেন্দ্র স্থাপিত করেছে, যেগুলো দেশের ৯৩% এলাকায় পৌঁছে যায়।[১১] ২০০৪ সালে বিটিভি ওয়ার্ল্ডের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন আন্তর্জাতিক স্যাটেলাইট সম্প্রচার শুরু করেছে। ২০০৭ উত্তর ভারত মহাসাগরের ঘূর্ণিঝড় মৌসুম দ্বারা ঘটিত বিদ্যুত বিচ্ছিন্নের কারণে ২০০৭ সালের ১৭ নভেম্বরে বিটিভি তিন ঘণ্টার কাছাকাছির জন্য সম্প্রচার বন্ধ রাখে।[২০] ২০১১ সালের ২৫ জানুয়ারিতে এটির ভ্রাতৃপ্রতিম সংসদ বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার শুরু করে, যা জাতীয় সংসদ ভবনের থেকে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করে।[২১] সেই দিনে বাংলাদেশ টেলিভিশন ডিজিটাল টেরেস্ট্রিয়াল টেলিভিশনে সম্প্রচার শুরু করে।[] ২০১৪ সালের জুনে বিটিভির একটি অব্যবহৃত ফ্রিকোয়েন্সি বাতিল করা হয়েছে যেহেতু এটি বাংলাদেশে মোবাইল অপারেটরদের ৩জি সার্ভিস ব্যাহত করেছে।[২২] ২০১৬ সালের ১ ডিসেম্বরে বাংলাদেশ টেলিভিশন দেশের প্রথম টেলিভিশন জাদুঘর উদ্বোধন করেছে।[২৩]

বিটিভির নবজাগরণ (২০১৮-বর্তমান)

সম্পাদনা

২০১৮ সালের মধ্যে বাংলাদেশ টেলিভিশন এটির জনপ্রিয়তা এবং প্রাসঙ্গিকতা আবার ফিরে পায়, নেটওয়ার্কটি এটির অনুষ্ঠানসমূহ সংশোধন করার পর, যার ফলে দর্শকসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে বলে দাবি করে সরকার। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বললেন দেশের ৮৩ শতাংশ বিটিভি দেখেছে সেই সালে।[২৪] মাছরাঙ্গা টিভি এবং নাগরিকের সাথে বিটিভি বাংলাদেশে ২০১৮ ফিফা বিশ্বকাপ প্রচারিত করার সম্প্রচারক ছিল।[২৫]

২০১৯ সালের ২ সেপ্টেম্বরে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে এটি ভারতের ডিডি ফ্রি ডিশে সম্প্রচার শুরু করেছে।[২৬][২৭] ২০১৯ সালে বিটিভির ৫৫তম বার্ষিকী উদযাপন করার জন্য বেসরকারি চ্যানেল আই এটির সদর দপ্তরে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত করে, এবং সেটি উভয় নেটওয়ার্কে সম্প্রচার হয়।[২৮] বিটিভি ভবনে বিটিভি ২০২০ সালের ৮ ফেব্রুয়ারিতে দুটি নতুন ডিজিটাল স্টুডিও উদ্বোধন করেছে, নেটওয়ার্কের রেনেসাঁর অংশে।[২৯]

কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর সময় বিটিভি, সংসদ বাংলাদেশ টেলিভিশনের সাথে, মাধ্যমিক ছাত্রদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করা শুরু করে।[৩০] এটি এটির কিছু পুরোনো অনুষ্ঠানের পুনঃপ্রচারও দেখায়।[৩১] বিটিভি ছাত্রদের জন্য দূরবর্তী শিক্ষাকে আরও কার্যকর করার জন্য একটি শিক্ষামূলক চ্যানেল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে, যা ২০০৮ সালেও পূর্বের পরিকল্পনা করা হয়েছিল।[৩২][৩৩]

২০২১ সালের ১৩ মার্চে বাংলাদেশ টেলিভিশন আরও ছয়টি আঞ্চলিক টেলিভিশন কেন্দ্র স্থাপন করার ঘোষণা করে, যা ২০২৩ সালের মধ্যে সম্পন্ন হবে।[][৩৪] ২০২১ সালের মেতে নেটওয়ার্কটি এটির অ্যাপ চালু করে, যেটির মধ্যে চারটি চ্যানেল, বিটিভি ঢাকা, বিটিভি চট্টগ্রাম, বিটিভি ওয়ার্ল্ড, এবং সংসদ টেলিভিশন, দেখা যাবে।[৩৫] ২০২১ সালের ২৪ সেপ্টেম্বরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বিটিভির খুলনা কেন্দ্রকে উপকেন্দ্রের থেকে একটি পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপান্তর করার ঘোষণা করেন।[৩৬] ২০২১ সালের ২৫ ডিসেম্বরে বাংলাদেশ টেলিভিশনের এইচডি সম্প্রচার শুরু হয়।[৩৭][৩৮]

কেন্দ্র সমূহ

সম্পাদনা
 
বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্রসমূহ

বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ কেন্দ্রের সংখ্যা মাত্র দুটি, যেগুলো ঢাকায় এবং চট্টগ্রামে। দেশজুড়ে বিটিভির চৌদ্দটি রিলে স্টেশনের মাধ্যমে টেরেস্ট্রিয়াল টেলিভিশনে দেখা যায়। রিলে স্টেশনগুলো অথবা উপকেন্দ্রগুলো নাটোর, খুলনা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, রাজশাহী, ঝিনাইদহ, সাতক্ষীরা, পটুয়াখালী, উখিয়া এবং রাঙ্গামাটিতে স্থাপিত।[] ২০২১ সালের মার্চে বিটিভির আরো ছয়টি কেন্দ্র স্থাপিত করার ঘোষণা দেওয়া হয়েছে।

পূর্ণাঙ্গ কেন্দ্র

সম্পাদনা
  • বিটিভি ঢাকা - বাংলাদেশ টেলিভিশনের মূল কেন্দ্র, স্থাপিত হয় ১৯৬৪ সালে পাকিস্তান টেলিভিশনের নামে। এটি 'বিটিভি' নামে পরিচিত। বিটিভি ঢাকার সম্প্রচার স্যাটেলাইটে বিটিভি ওয়ার্ল্ডৈর মাধ্যমে সারাদেশে রিলে করা হয়।
  • বিটিভি চট্টগ্রাম - বাংলাদেশ টেলিভিশনের দ্বিতীয় এবং একমাত্র আঞ্চলিক কেন্দ্র, স্থাপিত হয় ১৯৯৬ সালে। স্যাটেলাইটে যাত্রা শুরু করে ২০১৬ সালে এবং ২০২১ সালের ১৯ ডিসেম্বরে এটির ২৪ ঘন্টা সম্প্রচার উদ্বোধন করা হয়।
  • বিটিভি নিউজ - বাংলাদেশ টেলিভিশনের আওতাধীন সংবাদ ভিত্তিক চ্যানেল যা ৩১ ডিসেম্বর ২০২৪ এ যাত্রা শুরু করে।

উপকেন্দ্র

সম্পাদনা
শহর কেন্দ্র স্থাপিত নোটসমূহ
নাটোর বিটিভি নাটোর উপকেন্দ্র ১৯৭৪ প্রথমে ছিলো একটি আঞ্চলিক কেন্দ্র; পরে ঢাকা কেন্দ্রের রিলে বানানো হয়।
খুলনা বিটিভি খুলনা উপকেন্দ্র ১৯৭৭[৩৯] শীঘ্রই পূর্ণাঙ্গ কেন্দ্র হবে
ময়মনসিংহ বিটিভি ময়মনসিংহ উপকেন্দ্র ১৯৭৯ শীঘ্রই পূর্ণাঙ্গ কেন্দ্র হবে
সিলেট বিটিভি সিলেট উপকেন্দ্র ১৯৯৫[৪০] শীঘ্রই পূর্ণাঙ্গ কেন্দ্র হবে
রংপুর বিটিভি রংপুর উপকেন্দ্র ১৯৭৮ শীঘ্রই পূর্ণাঙ্গ কেন্দ্র হবে, জানুয়ারি ২০২১ তে ঘোষণা দেওয়া হয়।[৪১]
নোয়াখালী বিটিভি নোয়াখালী উপকেন্দ্র
ব্রাহ্মণবাড়িয়া বিটিভি ব্রাহ্মণবাড়িয়া উপকেন্দ্র
ঠাকুরগাঁও বিটিভি ঠাকুরগাঁও উপকেন্দ্র
রাজশাহী বিটিভি রাজশাহী উপকেন্দ্র ২০০১[৪২] শীঘ্রই পূর্ণাঙ্গ কেন্দ্র হবে
ঝিনাইদহ বিটিভি ঝিনাইদহ উপকেন্দ্র
সাতক্ষীরা বিটিভি সাতক্ষীরা উপকেন্দ্র ১৯৮০ দশকের দিকে
পটুয়াখালী বিটিভি পটুয়াখালী উপকেন্দ্র
উখিয়া, কক্সবাজার বিটিভি উখিয়া উপকেন্দ্র ২০০৫[৪৩]
রাঙামাটি বিটিভি রাঙ্গামাটি উপকেন্দ্র ২০০১[৪৪]

জনপ্রিয় প্রোগ্রাম

সম্পাদনা

জনপ্রিয় অনুষ্ঠান

সম্পাদনা
ফজলে লোহানীর উপস্থাপিত ম্যাগাজিন-জাতীয় অনুষ্ঠান। সেসময় করাচি টেলিভিশনে গর তু বুরা না মানে নামে একটি অনুষ্ঠান চলছিল, এই অনুষ্ঠানটি সেটির সাথে খানিকটা সাদৃশ্যপূর্ণ। কিছুদিন পর লোহানী লন্ডনে চলে যান এবং অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। পরে ১৯৮২ সালের দিকে দেশে ফিরে তিনি অনুষ্ঠানটি পাক্ষিকভাবে আবার শুরু করেন। এবার অনুষ্ঠানটিতে বিনোদনের অংশে মূল কাজ করেন হানিফ সংকেত, লোহানী থাকেন প্রতিবেদন অংশে। ১৯৮৫ সালে লোহানীর মৃত্যুর পর অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়।
  • হারজিত (১৯৭৩-৭৪)
আবদুল্লাহ আবু সায়ীদের নির্মিত ও উপস্থাপিত ধাঁধার অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে দেখুনো বিভিন্নরকম ধাঁধার মধ্যে একটি ছিল "কবির লড়াই"। কবিতার মাধ্যমে আলাপ চালানোর এই লড়াইয়ে সেসময় অংশ নিয়েছিলেন রুদ্র মহম্মদ শহীদুল্লাহ, জাহিদ হায়দার, মুহম্মদ নূরুল হুদা প্রমুখ তরুণ কবিগণ।
  • সপ্তবর্ণা (১৯৭৫-৭৬)
আবদুল্লাহ আবু সায়ীদেরই আরেকটি ধাঁধার অনুষ্ঠান। হারজিতের চেয়ে বড় পরিসরে এটি আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের মাধ্যমেই সেসময় নবপরিচিত পপসংগীতকে (এখন ব্যান্ডগান) প্রথম জাতীয় কোনো গণমাধ্যমে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের গাননির্ভর ধাঁধাগুলোয় অংশ নেন পপশিল্পী ফেরদৌস ওয়াহিদ, ফিরোজ সাঁই, ফকির আলমগীরপিলু মমতাজ। অনুষ্ঠানটির শেষ পর্বে পপশিল্পী আজম খানও উপস্থিত হন এবং তার নতুন গান আলাল ও দুলাল গেয়ে শোনান। অনুষ্ঠানটির জন্য সায়ীদ ১৯৭৭ সালে শ্রেষ্ঠ টিভি উপস্থাপকের পুরস্কার লাভ করেন।
  • আপনার ডাক্তার (১৯৭০ দশক)
খ্যাতিমান ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরী (পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি) চিকিৎসাবিষয়ক এই অনুষ্ঠানটি উপস্থাপনা করতেন এবং এর জন্য ১৯৭৮ সালে শ্রেষ্ঠ টিভি উপস্থাপকের পুরস্কার লাভ করেন।
  • আনন্দমেলা (১৯৭৫-বর্তমান)
আবদুল্লাহ আবু সায়ীদ এই অনুষ্ঠানের মাধ্যমেই "ম্যাগাজিন অনুষ্ঠান" নামক ধারাটি সৃষ্টি করেন। শুরুতে ১৯৭৫ সালে ঈদ উপলক্ষে এই বিনোদনমূলক অনুষ্ঠান তৈরি করা হয়, প্রথম ৫ বছরে এর ১০টি পর্ব প্রচারিত হয়, যার আটটি সায়ীদ করেছিলেন; পরবর্তীতে অন্য অনেকে এটি উপস্থাপনা করে চলেছেন। বিটিভি এটিকে ঈদের মূল অনুষ্ঠান হিসেবেই প্রচার করে থাকে।
  • চতুরঙ্গ (১৯৭৮-৭৯)
আনন্দমেলার পর আবদুল্লাহ আবু সায়ীদ এই ম্যাগাজিন অনুষ্ঠানটি শুরু করেন। নাচ, গান, নাটিকা, ধাঁধা সবকিছু মিলিয়ে নিজস্ব উপস্থাপনায় তিনি অনুষ্ঠানটিকে জনপ্রিয় করে তোলেন। এই অনুষ্ঠানের মাধ্যমেই জাদুকর জুয়েল আইচ জনপ্রিয় হয়ে ওঠেন।
  • ভরা নদীর বাঁকে (১৯৯০ দশক)
মোস্তফা জামান আব্বাসীর উপস্থাপিত গ্রামবাংলার লোকসংগীত বিষয়ক অনুষ্ঠান।
হানিফ সংকেতের নির্মিত ও উপস্থাপিত ম্যাগাজিন অনুষ্ঠান। এটি প্রথমে পাক্ষিক, পরে মাসিক এবং এখন ত্রৈমাসিকভাবে প্রচারিত হয়; তবে ঈদ উপলক্ষে বিশেষ পর্বের আয়োজন করা হয়।
  • শুভেচ্ছা (১৯৯৭?)
আবদুন নূর তুষার এই বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রচার করেন।
শাইখ সিরাজের উপস্থাপিত কৃষিবিষয়ক অনুষ্ঠান।
সৈয়দ মুনির খসরুর পরিকল্পনা ও উপস্থাপনা এবং আবদুন নূর তুষারের পরিচালনায় দৈনন্দিন সামাজিক-রাজনৈতিক বিষয়ে আলোচনা, খানিকটা টকশোর মতো।
পুতুল দিয়ে তৈরি শিশুতোষমূলক অনুষ্ঠান।
মুস্তফা মনোয়ারের এই অনুষ্ঠানটি ছিল মূলত শিশুশিল্পীদের নিয়ে।
  • বিটিভি জাতীয় বিতর্ক
  • মাতৃভাষা

জনপ্রিয় নাটক

সম্পাদনা
  • মুখরা রমণী বশীকরণ (১৯৬০ দশক)
উইলিয়াম শেক্সপিয়রের লেখা নাটক টেমিং অফ দ্য শ্রুর অনুবাদ করেন মুনীর চৌধুরী এবং মুস্তাফা মনোয়ার সেটি নিয়ে নাটক পরিচালনা ও প্রযোজনা করেন। নাটকটিতে মূল অভিনেতা ও অভিনেত্রী ছিলেন গোলাম মুস্তফা ও আজমীরী জামান (রেশমা)।

আন্তর্জাতিক অনুষ্ঠান প্রচার

সম্পাদনা

জনপ্রিয় কার্টুন ধারাবাহিক প্রচার

সম্পাদনা

সম্প্রচার মাধ্যম সমূহ

সম্পাদনা

এনালগ টেরিস্ট্রিয়াল সম্প্রচার: সারাদেশের সকল ট্রান্সমিশন কেন্দ্র থেকে
ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার: শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম ও খুলনা ট্রান্সমিশন কেন্দ্র থেকে
স্যাটেলাইট সম্প্রচার: দেশব্যাপী ও দেশের বাইরে।
ইন্টারনেট সম্প্রচার: btvlive.gov.bd অফিশিয়াল সম্প্রচার মাধ্যম এ

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Autonomy of BB and BTV"দ্য ডেইলি স্টার। ৭ আগস্ট ২০১১। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  2. "টেরেস্ট্রিয়াল সুবিধা একমাত্র বিটিভির"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  3. "বিটিভির অফিসসমূহ"বাংলাদেশ টেলিভিশন। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  4. "দ্য ডেইলি স্টার Web Edition Vol. 5 Num 240"দ্য ডেইলি স্টার। ২৭ জানুয়ারি ২০০৫। ২১ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২১ 
  5. "Bangladesh Television (BTV)"এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  6. "এক নজরে"বাংলাদেশ টেলিভিশন। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  7. আহসান, সোহেল (৩ জানুয়ারি ২০২২)। "পূর্ণাঙ্গ বিনোদন চ্যানেল হচ্ছে বিটিভি ওয়ার্ল্ড"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  8. "রেডিও-টেলিভিশন কেন্দ্রের নতুন নামকরণ"রাইজিংবিডি। ৪ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৭ মে ২০২২ 
  9. "২৩ মার্চ, ১৯৭১: বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন"বাংলাদেশ জার্নাল। ২৩ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৭ মে ২০২২ 
  10. সাগর, ফরিদুর রেজা (১১ আগস্ট ২০১৪)। "Bangladesh Television in the 70s"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৭ মে ২০২২ 
  11. আল ফারুক, আব্দুল্লাহ। "বাংলাদেশে টেলিভিশনের অগ্রযাত্রার কথা"টেকটিউনস। ১৮ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  12. "স্ম র ণ : ফজলে লোহানী"দৈনিক নয়া দিগন্ত। ৩০ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ৫ মে ২০২২ 
  13. "বাংলাদেশ টেলিভিশন ও এর সংক্ষিপ্ত ইতিহাস"ইবার্তা২৪৭.কম। ৮ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ৫ মে ২০২২ 
  14. "নাট্যকারই নন, শিল্পী নির্মাণের কারিগর আতিকুল হক চৌধুরী"বাংলানিউজটুয়েন্টিফোর। ১৮ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ৫ মে ২০২২ 
  15. ওমর, কায়সার (১৫ ডিসেম্বর ২০২১)। "বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের রজতজয়ন্তীর নানা আয়োজন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৫ মে ২০২২ 
  16. "আলিফ লায়লা যেভাবে এসেছিল বিটিভিতে"বাংলানিউজটুয়েন্টিফোর। ২১ এপ্রিল ২০২২। ১৪ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০২২ 
  17. "BTV gets 'Asiavision Award'"দ্য ডেইলি স্টার। ১৭ মে ১৯৯৭। সংগ্রহের তারিখ ৭ মে ২০২২ 
  18. করিম, নাইমুল (২৭ অক্টোবর ২০১৭)। "Is BTV obsolete?"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  19. শরিফুজ্জামান (৬ ফেব্রুয়ারি ২০১৬)। "বিটিভির দর্শক, আয় কমছে, ঋণ করে চ্যানেল বাড়াচ্ছে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  20. "BTV off air for 3 hrs"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৭ নভেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  21. "Jatiya Sangsad television"বাংলানিউজটোয়েন্টিফোর। ২৪ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  22. মামুন, আব্দুল্লাহ (৪ জুন ২০১৪)। "Regulator scraps BTV's unused frequency"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  23. "বাংলাদেশের প্রথম টেলিভিশন জাদুঘর"জাগো নিউজ। ১৮ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  24. "জনপ্রিয়তা বেড়েছে বিটিভির"জাগো নিউজ। ২১ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  25. "BTV, Nagorik TV, Maasranga to show WC"আরটিভি। ১৪ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  26. "সোমবার থেকে ভারতে বিটিভির সম্প্রচার শুরু"দৈনিক যুগান্তর। ১ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২২ 
  27. হোসেন, ইমরান (৪ জুলাই ২০১৯)। "Bangabandhu satellite to telecast BTV in India"ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২২ 
  28. "চ্যানেল আই চত্বরে বিটিভি'র জন্মদিন!"বাংলা ট্রিবিউন। ২৫ ডিসেম্বর ২০১৯। ৯ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  29. "বিটিভির নতুন দুই ডিজিটাল স্টুডিওর যাত্রা শুরু"দৈনিক যুগান্তর। ৭ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  30. "সংসদ টিভিতে মাধ্যমিকের ক্লাস শুরু আজ"বাংলাদেশ জার্নাল। ২৯ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  31. আলী, মাসুম (১২ মে ২০২০)। "'বহুব্রীহি'র পর আজ ফিরছে 'এইসব দিনরাত্রি'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  32. শরিফুজ্জামান (১৩ সেপ্টেম্বর ২০২০)। "শিক্ষা টিভি সত্বর হোক, তবে বিটিভির বাইরে থাক"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  33. "Plan to start BTV edn channel"দ্য ডেইলি স্টার। ২১ মে ২০০৮। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  34. বাংলাদেশ টেলিভিশনের আরো ৬টি কেন্দ্র স্থাপন হবে : তথ্যমন্ত্রী। ১৩ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  35. "বিটিভির অ্যাপ উদ্বোধন, দেখা যাবে যেকোনো দেশ থেকে"জাগো নিউজ। ১২ মে ২০২১। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  36. "খুলনায় পূর্ণাঙ্গভাবে চালু হবে বিটিভি- তথ্যমন্ত্রী"প্রভাতী সংবাদ। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  37. বিটিভির আরো ৬টি চ্যানেল চালু হচ্ছে, কালের কণ্ঠ, ২৬ ডিসেম্বর ২০২১
  38. "৫৮তম বর্ষে এইচডি সম্প্রচারে বিটিভি"বাংলানিউজটোয়েন্টিফোর। ২৫ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  39. সকল প্রস্তুতি সম্পন্ন হলেও চার বছরে চালু হয়নি খুলনা বিটিভিদৈনিক সংগ্রাম। ২২ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  40. Babul, Faisal Ahmed (২৮ জানুয়ারি ২০১৭)। দীর্ঘ প্রতীক্ষায়ও স্থাপন হয়নি বিটিভির সিলেট কেন্দ্রসমকাল। ১২ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  41. ভ্যাকসিন আসা নিয়ে শঙ্কা নেই: তথ্যমন্ত্রীজাগো নিউজ ২৪। ৮ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  42. বিটিভির স্টুডিও হচ্ছে রাজশাহীতেবাংলা নিউজ ২৪। ১৪ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  43. টেকনাফ ও উখিয়ায় দুই মাস ধরে বিটিভির অনুষ্টান দেখা যাচ্ছে নাজনকন্ঠ। ৮ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  44. পাহাড় ধসের ঝুঁকিতে রাঙ্গামাটি বিটিভি উপকেন্দ্র ভবনদৈনিক ইত্তেফাক। ২৯ জানুয়ারি ২০১৮। ১৬ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 

গ্রন্থপঞ্জি

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা