কাজী জহির

বাংলাদেশী চলচ্চিত্রকার

কাজী জহির (১০ অক্টোবর ১৯২৭ – ২০ অক্টোবর ১৯৯২) একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও নির্মাতা। ময়নামতি, অবুঝ মন, বধূ বিদায় প্রভৃতি তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র। রোমান্টিক পরিচালক খ্যাত এই চলচ্চিত্রকার চিত্রা মহল প্রেক্ষাগৃহেরও মালিক ছিলেন।

কাজী জহির
জন্ম(১৯২৭-১০-১০)১০ অক্টোবর ১৯২৭
মৃত্যু২০ অক্টোবর ১৯৯২(1992-10-20) (বয়স ৬৫)
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাপরিচালক, প্রযোজক
উল্লেখযোগ্য কর্ম
ময়নামতি, অবুঝ মন, বধূ বিদায়, নতুন বউ
দাম্পত্য সঙ্গীচিত্রা জহির
সন্তান

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

কাজী জহির ১৯২৭ সালের ১০ অক্টোবর[] মতান্তরে ২৭ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন।[] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এবং পরবর্তীতে ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।[]

কর্মজীবন

সম্পাদনা

কাজী জহির নটর ডেম কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। পরবর্তীতে শিক্ষকতা ছেড়ে চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করেন।

১৯৬৫ সালে উর্দু চলচ্চিত্র বন্ধন পরিচালনার মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। পরবর্তীতে গড়ে তোলেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান চিত্রা ফিল্মস লিমিটেড। নিজের নাম ৫ বর্ণের হওয়ায় তার নির্মিত বেশিরভাগ চলচ্চিত্রের নামও ৫ বর্ণ বিশিষ্ট।[] ১৯৮৩ সালে তিনি পুরান ঢাকার নাগর মহল সিনেমা হল অধিগ্রহণ করেন এবং চিত্রা মহল নামে পুনরায় চালু করেন।[] এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।[]

চলচ্চিত্র

সম্পাদনা
চলচ্চিত্র সাল ভাষা ভূমিকা
বন্ধন ১৯৬৫ উর্দু পরিচালক
ভাইয়া ১৯৬৬ উর্দু পরিচালক
নয়ন তারা ১৯৬৭ বাংলা পরিচালক, চিত্রনাট্যকার
ময়নামতি ১৯৬৯ বাংলা, উর্দু পরিচালক, চিত্রনাট্যকার
মীনা ১৯৭০ উর্দু পরিচালক
মধু মিলন ১৯৭০ বাংলা, উর্দু পরিচালক, চিত্রনাট্যকার
অবুঝ মন ১৯৭২ বাংলা পরিচালক
বধূ বিদায় ১৯৭৮ বাংলা পরিচালক, চিত্রনাট্যকার
কথা দিলাম ১৯৮০ বাংলা চিত্রনাট্যকার, কাহিনীকার
আশার আলো ১৯৮২ বাংলা নিবেদক
নতুন বউ ১৯৮৩ বাংলা চিত্রনাট্যকার, কাহিনীকার
স্বামীর ঘর ১৯৮৪ বাংলা নিবেদক
ফুলের মালা ১৯৮৭ বাংলা পরিচালক

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

৬০-এর দশকের শেষের দিকে কাজী জহির অভিনেত্রী চিত্রা সিনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ৩ সন্তান: সাগর, ঝিনুক ও শাপলা।[]

মৃত্যু

সম্পাদনা

কাজী জহির ১৯৯২ সালের ২০ অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সিনেমার জন্য নটরডেম কলেজের শিক্ষকতা ছাড়েন কাজী জহির"বাংলা মুভি ডেটাবেজ। ২২ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪ 
  2. হ্যাপী মাহমুদ (২০ অক্টোবর ২০২০)। "চলচ্চিত্রকার কাজী জহিরের প্রয়াণ দিবস আজ"ডিবিসি নিউজ। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪ 
  3. মাসুম আলী (৩০ সেপ্টেম্বর ২০১৭)। "মালিকের ভালোবাসায় সচল চিত্রা মহল"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. আজাদ আবুল কাশেম (২০ অক্টোবর ২০২২)। "চলচ্চিত্রকার কাজী জহির এর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ"চিত্রজগত। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা