কামাল আহমেদ
বাংলাদেশী পরিচালক
কামাল আহমেদ হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। তিনি ১৯৮৩ সালের চলচ্চিত্র লালু ভুলু এবং ১৯৯০ সালের চলচ্চিত্র গরীবের বউ পরিচালনার জন্য শ্রেষ্ঠ পরিচালক বিভাগে দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
কামাল আহমেদ | |
---|---|
জন্ম | কামাল আহমেদ ৭ ফেব্রুয়ারি ১৯৩৫[১] |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | চলচ্চিত্র পরিচালক, অভিনেতা |
কর্মজীবন | ১৯৬৬–১৯৯৩ |
উল্লেখযোগ্য কর্ম | |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২য় বার) |
নির্বাচিত চলচ্চিত্রসমূহ
সম্পাদনা- উজালা - ১৯৬৬
- পরওয়ানা - ১৯৬৬
- রূপকুমারী - ১৯৬৮
- অবাঞ্ছিত - ১৯৬৯
- অধিকার - ১৯৭০
- অশ্রু দিয়ে লেখা - ১৯৭২
- অনির্বাণ - ১৯৭৩
- উপহার - ১৯৭৫
- অঙ্গার - ১৯৭৮
- অনুরাগ - ১৯৭৯
- ভাঙ্গা গড়া - ১৯৮১
- রজনীগন্ধা - ১৯৮২
- লালু ভুলু - ১৯৮৩
- আওয়ারা - ১৯৮৫
- মা ও ছেলে - ১৯৮৫
- ব্যাথার দান - ১৯৮৯
- গরীবের বউ - ১৯৯০
- অবুঝ সন্তান - ১৯৯৩
পুরস্কার এবং মনোনয়ন
সম্পাদনাবছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
১৯৮৩ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক | লালু ভুলু | বিজয়ী[২] |
১৯৯০ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক | গরীবের বউ | বিজয়ী[২] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;Moore1992p6
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ ক খ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। fdc.gov.bd। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে কামাল আহমেদ (ইংরেজি)