Imonreza
— উইকিপিডিয়ান  —
নামইমন রেজা
জন্ম৫ মে
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা, ইংরেজি
যোগাযোগের তথ্য
ওয়েবসাইটনন্দন অফিসিয়াল
ব্লগআমার আমি
ইমেইলimonreza@gmail.com
স্কাইপimonreza
ফেসবুকimonreza
গুগল++ImonReza
টুইটারimonreza
অ্যাকাউন্ট পরিসংখ্যান
যোগদান১৪ জুলাই, ২০১১
প্রথম সম্পাদনা১৬ জুলাই, ২০১১
১০০০ তম সম্পাদনাডিসেম্বর ০৯, ২০১৭

স্বাগতম। এই পাতাটি দেখতে আসার জন্য আপনাকে ধন্যবাদ।
আজ ডিসেম্বর ২৭, ২০২৪

এই মুহূর্তে বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধ সংখ্যাঃ ১,৬১,২৫৭। মোট পৃষ্ঠা সংখ্যাঃ ১২,৮৮,৭৮৩। মোট ফাইলের সংখ্যাঃ ১৯,৬১৫।

মোট ব্যবহারকারীর সংখ্যাঃ ৪,৭৮,৮৩৭

আমি ও আমার প্রাক-কথন

সম্পাদনা

আমি ইমন রেজা। এটি আমার ব্যবহারকারী পাতা। আমি লেখালেখি করি। মূলতঃ কবিতা লেখার চেষ্টা করি। এছাড়া বিভিন্ন বাংলা ব্লগ ও কমিউনিটি ব্লগে লিখে থাকি। আমার জন্মস্থান বাংলাদেশ এর গাজীপুর জেলার শ্রীপুর-এ। আমার বাবা নিজাম উদ্দিন আহমেদ ও মা রওশন আরা হেনা। তিন ভাইয়ের মধ্যে আমি প্রথম। আমার জন্মতারিখ ০৫ মে, জন্মরাশি বৃষ। আমি মুসলিম, আমার রক্তের গ্রুপ 'ও' পজেটিভ।

ইমন রেজা সম্পর্কে
 বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
 এই ব্যবহারকারী বাঙালি হয়ে গর্বিত।
এই অবদানকারী একজন পুরুষ
 এই ব্যবহারকারী একজন ডান-হাতি
 
এই ব্যবহারকারী মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহার করে অবদান রাখেন।
 এই ব্যবহারকারী অভ্র কিবোর্ড ব্যবহার করে বাংলা লিখেন।
  এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন ১৩ বছর, ৫ মাস ও ১৩ দিন

আমি বর্তমানে ঢাকার মিরপুরে বসবাস করছি। ঢাকায় আমি একটি ওয়েব-হাউজ পরিচালনা করছি। আমার প্রতিষ্ঠানের নাম নন্দন নেটওয়ার্ক লিমিটেড

উইকিপিডিয়ায় আমি এই একাউন্টটি করেছিলাম ২০১১ সালের ১৪ জুলাই; যদিও আমি ২০০৫ সাল থেকেই উইকিপিডিয়া ব্যবহার করা জেনেছিলাম। ইন্টারনেটে যেকোনো অজানা বিষয় জানতেই আমি উইকিপিডিয়ার দ্বারস্থ হতাম। কিন্তু উইকি সম্পাদনায় কোনো সিরিয়াস ইচ্ছে বা আগ্রহ আমার ছিলোনা। সম্প্রতি এই ২০১৪ সালের অক্টোবরে এসে আমি সম্পাদনায় আগ্রহ পাচ্ছি। ফলে বাংলা উইকিপিডিয়ায় আমি সম্পাদনায় ও নিবন্ধ তৈরিতে একটু মনোযোগী হওয়ার ইচ্ছে করছি।

আমার ভালোলাগার জায়গা সাহিত্য, সংস্কৃতি, গ্রামীন ও সামাজিক অবকাঠামো, সামাজিক উন্নয়ন। ফলে, আমি এইসব বিষয়সংশ্লিষ্ট নিবন্ধ তৈরিতে ও সম্পাদনায় বেশি আগ্রহ বোধ করে থাকি।

আমার লেখালেখি ও সামাজিক যোগাযোগ মাধ্যম:

 * আমার ফেসবুক পেজ
 * আমার পার্সোনাল ব্লগ- আমার আমি
 * আমার গুগুল প্লাস
 * লিংকডইন-এ আমি

বাংলা উইকিপিডিয়ায় আমার অবদান

সম্পাদনা

২০১১ সালের ১৪ জুলাই আমি উইকিপিডিয়ায় একাউন্ট করি। আর প্রথম সম্পাদনা করি ১৬ জুলাই ২০১১তে আর নিকটতম সময়ে টুকটাক কিছু সম্পাদনা করেছি। এরপর দীর্ঘ বিরতি। আবার সিরিয়াসলি শুরু করেছি ৪ অক্টোবর ২০১৪ এ। এটাই আমার শুরু বলতে পারেন।

  • ০০৫০ তম সম্পাদনা: অক্টোবর ০৭, ২০১৪।
  • ০১০০ তম সম্পাদনা: অক্টোবর ০৯, ২০১৪।
  • ০২০০ তম সম্পাদনা: অক্টোবর ১১, ২০১৪।
  • ০৫০০ তম সম্পাদনা: নভেম্বর ২৭, ২০১৭ ইং।
  • ১০০০ তম সম্পাদনা: ডিসেম্বর ০৯, ২০১৭ ইং।

বাংলা উইকিপিডিয়ায় আমার সামান্য কাজের সার-সংক্ষেপ দেখতে এখানে যেতে পারেন

আমার সম্পাদনার তালিকা দেখতে এখানে যেতে পারেন

আমার তৈরিকৃত নিবন্ধের তালিকা পেতে পারেন এখানে

আমার নিবন্ধ/আলাপ ইত্যাদি সম্পর্কিত তথ্য পেতে যেতে পারেন এই লিংকে

যেসব নিবন্ধ আমি প্রথম শুরু করেছি

সম্পাদনা

নতুন পাতায় যেসব নিবন্ধ আমি শুরু করেছি সেগুলোর কয়েকটি দেয়া হলো:

যেসব নিবন্ধের দৈর্ঘ্য বাড়াতে আমার সামান্য ভূমিকা আছে, সেগুলোর কয়েকটি

সম্পাদনা

যেসব আলাপ পাতায় আমার কিছু মতামত আছে

সম্পাদনা

যেসব বিষয়বস্ত নিয়ে আমার নিবন্ধ তৈরির ইচ্ছা আছে

সম্পাদনা

আরো দেখতে পারেন

সম্পাদনা


এটি উইকিপিডিয়ার একটি ব্যবহারকারী পাতা

এটি কোনো বিশ্বকোষীয় নিবন্ধ নয়। যদি আপনি উইকিপিডিয়া ব্যতীত অন্য কোথাও এই পাতাটি দেখতে পান তবে আপনি এটির একটি অনুলিপি দেখছেন মাত্র। মূল ব্যবহারকারী পাতাটি পাওয়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন—
ইমন রেজা @ বাংলা উইকিপিডিয়া