আলাপ:বাংলাদেশি কবিদের তালিকা

তথ্যসূত্রবিহীন ব্যক্তি সম্পর্কিত নিবন্ধের উল্লেখযোগ্যতা পরিষ্কার নয়

সম্পাদনা

বাংলাদেশী কবিদের তালিকা নিবন্ধে এমন কিছু নাম যুক্ত হয়েছে, যাদের পাতাগুলি তথ্যসূত্রবিহীন, এমনকি তারা কতটুকু উল্লেখযোগ্য সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে বলে মনে করি। উদাহরণ: আবু তাহের মজুমদার, আবুল হোসেন মিয়া, রাবেয়া খাতুন (তিনি একজন বড়ো মাপের ঔপন্যাসিক, কিন্তু তিনি কবে কবি ছিলেন সে তথ্য আমার জানা নেই) ইত্যাদি। তালিকায় জাতীয় পদক/পুরস্কার/সম্মাননা (যেমন: একুশে পদক/বাংলা একাডেমি পুরস্কার) পাওয়া অনেক কবির নামই নেই, এমনকি তাদের নামে কোনো পাতাও নেই! তালিকাটি বিবেচনার প্রস্তাব করছি। -- ইমন রেজা (আলাপ) ০২:৫১, ২২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@Imonreza: সম্প্রতি বিষয়শ্রেণী:বাংলাদেশী কবি অনুযায়ী তালিকাটি সংশোধন করা হয়েছে। এর বাইরেও যে সকল নাম এখনো তালিকায় যুক্ত হয় নি সেগুলো এখানে (আলাপ পাতায়) অথবা তালিকায় নির্দিষ্ঠ অংশে যুক্ত করার আহবান জানাচ্ছি। এবং উল্লেখযোগ্য বিষয়ে নির্দিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় বার্তা রাখুন। ধন্যবাদ। ~মহীন (আলাপ) ১৬:৫০, ২২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন


@Moheen Reeyad: তালিকা সংশোধনের জন্য সবিশেষ ধন্যবাদ। সেই সাথে আপনার আহবান পরামর্শকে সাধুবাদ জানাচ্ছি। --ইমন রেজা (আলাপ) ২২:৩৪, ২৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
"বাংলাদেশি কবিদের তালিকা" পাতায় ফেরত যান।