অমিতাভ দাশগুপ্ত

বাঙালি কবি

অমিতাভ দাশগুপ্ত ( ২৫ নভেম্বর, ১৯৩৫ — ৩০ নভেম্বর ২০০৭) একজন বাঙালি কবি।

অমিতাভ দাশগুপ্ত

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

তিনি অবিভক্ত বাংলার ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ফরিদপুরের ঈশান স্কুলে তাঁর শিক্ষা জীবন শুরু। ১৯৪৪ সালে তিনি কলকাতার টাউন স্কুলে ভর্তি হন ও ১৯৫৩ সালে তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে আই.এ. পাশ করেন। সিটি কলেজ থেকে শিক্ষা সম্পন্ন করার পরে তিনি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে শিক্ষক হিসাবে কাজে যোগ দেন। ১৯৫৭ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করেন। তিনি জলপাইগুড়িতে আনন্দচন্দ্র কলেজে অধ্যাপনাও করেছেন। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদেও তিনি নিযুক্ত ছিলেন বহুদিন।[]

সাহিত্য

সম্পাদনা

অমিতাভ দাশগুপ্ত বামপন্থী রাজনীতি করতেন। ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ গ্রহণ করেন তিনি এবং কিছুদিন জেলে কাটে তার। দেশ পত্রিকায় তাঁর কবিতা সর্বপ্রথম ছাপা হইয়েছিল। কমিউনিস্ট পার্টির মুখপত্র কালান্তর পত্রিকার সম্পাদক মণ্ডলীতে ছিলেন। ১৯৮৬ সালে তিনি পরিচয় পত্রিকার সম্পাদক হন।[] কাব্য রচনার জন্যে নক্ষত্র পুরস্কার এবং প্রসাদ পুরস্কারে সম্মানিত হন। ১৯৮৯ সালে ইন্দো সোভিয়েত কবি সম্মেলনে প্রতিনিধিস্বরূপ রাশিয়া যান অমিতাভ দাশগুপ্ত। ১৯৯৯ সালে তার আমার নীরবতা আমার ভাষা কাব্যগ্রন্থের জন্য পশ্চিমবঙ্গের রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত হন।[]

প্রকাশিত গ্রন্থ

সম্পাদনা
  • ছিল উদাসীন পর্যটন (কবিতা)
  • ও উজ্জ্বল ফোয়ারার আনন্দ (কবিতা)
  • এত যে পাতাল খুঁড়ছি (কবিতা)
  • এসো রাত্রি, এসো হোম (কবিতা)
  • একশো প্রেমের কবিতা (কাব্যসংকলন)
  • আমার নীরবতা আমার ভাষা (কাব্যসংকলন)
  • অমিতাভ দাশগুপ্ত শ্রেষ্ঠ কবিতা (কাব্যসংকলন)
  • ছিন্নপত্র নয়, ছেঁড়াপাতা (কবিতা)
  • লোরকার শ্রেষ্ঠ কবিতা (অনুবাদ কবিতা)
  • ভাল আছ কলকাতা (ফিচার)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কবি অমিতাভ দাশগুপ্ত –সানজিদা রুমি কর্তৃক গ্রথিত ~ alokrekha আলোক রেখা"www.alokrekha.com। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০১ 
  2. Basu, মেঘ বসু Megh। হে প্রেম Hey Prem। Parul Prakashani Private Limited। আইএসবিএন 978-93-86186-71-3 
  3. "Amitava Dasgupta Books: অমিতাভ দাশগুপ্ত এর বই সমূহ | Rokomari.com"www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০১