Jakaria Rion
সুপ্রিয় Jakaria Rion! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১৫:০২, ১৬ নভেম্বর ২০১৩ (ইউটিসি) |
ডিসেম্বর ২০১৩
সম্পাদনাদয়া করে, কোন ওয়েবসাইট থেকে সরাসরি লেখা কপি করে উইকিপিডিয়ায় কোন লেখা লিখবেন না। যা আপনি রাগ কাফি, রাগ ইমন, রাগ ভৈরবী পাতায় তৈরি করতে করেছেন। আমি রাগ ইমন পাতাটি কিছুটা ঠিক করে দিয়েছি কিন্তু বাকি পাতা দুইটি দ্রুত অপসারণের জন্য বিচারধারার সাধারণ বিচারধারার ৯ নং অনুসারে অপসারণ করা হয়েছে। --Aftab1995 (আলাপ) ২২:১৬, ৬ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
ব্যবহারকারী আলাপ:Jakaria Rion/জাভেদ আখতার !!
সম্পাদনাভাই Jakaria Rion, আপনার ইউজার পাতাটাতে জাভেদ আখতার পাতাটি জুড়ে দিয়ে যা বানিয়েছেন তা কেনো করেছেন বোঝা যাচ্ছেনা। এর ফলে বিষয়শ্রেণী:পদ্মভূষণ প্রাপক তালিকায় আপনার ইউজারপাতাটি তালিকাভুক্ত দেখাচ্ছে, যা বাংলা উইকিপিডিয়ার পাঠকদেরকে বিভ্রান্ত করতে পারে। আশা করি আপনি ব্যপারটা বুঝবেন এবং আপনার ইউজারপাতাটিকে সম্পাদনা করে নেবেন। ধন্যবাদ। বুঝতে কোনো অসুবিধা হলে আমার আলাপ পাতায় মতামত রাখতে পারেন। -- ইমন রেজা (আলাপ) ০৩:৩৮, ১০ অক্টোবর ২০১৪ (ইউটিসি)
এশীয় মাস পদক
সম্পাদনাএশীয় মাস পদক | |
২০১৫-এর উইকিপিডিয়া এশীয় মাসে আপনার অসাধারণ অবদানের জন্য অনেক অনেক ধন্যবাদ। এর স্বীকৃতিতে সংগঠক দলের পক্ষ থেকে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:০১, ৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি) |
কপিরাইট সতর্কতা
সম্পাদনাসুধী, আপনার তৈরিকৃত নিবন্ধে অত্যাধিক কপিরাইটকৃত লেখা রয়েছে। অনুগ্রহ করে সংশোধন করুন ও নিজের ভাষায় লিখুন। কপিরাইট খুবই সতর্কতার সাথে বিবেচনা করা হয় ও নিবন্ধ দ্রুত অপসারণ করা হয়।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:১১, ১১ অক্টোবর ২০১৬ (ইউটিসি)
মাইকেল মধুসূদন স্মৃতি ভাস্কর্য নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
সম্পাদনামাইকেল মধুসূদন স্মৃতি ভাস্কর্য নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মাইকেল মধুসূদন স্মৃতি ভাস্কর্য পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।
অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। বোধিসত্ত্ব (আলাপ) ১৯:৩০, ১৫ অক্টোবর ২০১৬ (ইউটিসি)
পুনরায় আব্দুল্লাহ জাহাঙ্গীর তৈরি
সম্পাদনা আব্দুল্লাহ জাহাঙ্গীর দ্রুত অপসারণের অনুরোধ জানিয়ে একটি ট্যাগ বসানো হয়েছে। কারণ অপসারণ প্রক্রিয়া অনুযায়ী নিবন্ধটি পূর্বে অপসারিত হয়েছিল। আপনি যদি ধারনা করেন যে নিবন্ধটি পূর্বের থেকে ভিন্ন, তাহলে এই বাটনে ক্লিক করে বিরোধীতা করুন। দ্রুত অপসারণ ট্যাগের ({{db-...}}
) মধ্যেই এই বাটনটি দেখতে পাবেন (যদি এমন কোনো ট্যাগ না থেকে থাকে, তবে নিবন্ধটি দ্রুত অপসারণের জন্য বিবেচিত হবে না)। এর মাধ্যমে আপনি আলাপ পাতায় চলে যাবেন এবং সেখানেই লিখুন কেন আপনি মনে করেন আপনার তৈরি নিবন্ধটি অপসারণ করা উচিত নয়। আপনি সরাসরি নিবন্ধের আলাপ পাতায় গিয়েও বিরোধীতা করতে পারেন। তবে মনে রাখুন, একবার দ্রুত অপসারণের জন্য বিবেচিত হলে কোনো প্রকার দেরি না করেই নিবন্ধটি অপসারিত হতে পারে। প্রশাসকগণ নিবন্ধটি অপসারণের পূর্বে আপনার ব্যাখ্যা দেখবেন। আপনি যদি মনে করেন মূল আলোচনাটা সঠিক ছিল না, তবে যেই প্রশাসক নিবন্ধটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন, কিংবা অপসারণ পুনর্বিবেচনা করার অনুরোধ করুন। তবে দয়া করে পুনরায় এই পাতাটি তৈরি করবেন না। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৫৬, ১১ মার্চ ২০২০ (ইউটিসি)
- খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর নামের নিবন্ধটি কেন অপসারণ হবে লিখলে তার আলোচনা এখানে পাবেন উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (২য় মনোনয়ন)। এজন্য অন্য নামে তৈরি করলেও আসলে অপসারিত হবে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২১:১৬, ১১ মার্চ ২০২০ (ইউটিসি)
ধন্যবাদ, বুঝতে পেরেছি। আমি পূর্বে আরো অনেকের ব্যাপারে কন্টেন্ট তৈরি করেছি। নারী ভাষা সংগ্রামী,মুক্তিযোদ্ধা সহ বেশ কিছু কন্টেন্টে আমি তেমন কোন বিশেষ তথ্য সূত্র দিতে পারিনি। আমাদের জাতীয় দৈনিক গুলো থেকে কন্টেন্ট তৈরির জন্য ইনফরমেশন কম পাওয়া যায় আশা করি সেটি আপনারা সদয় ভাবে জ্ঞাত। আমার মনে হয় আমার পূর্বের কন্টেন্ট গুলিও রিমুভ যোগ্য। Jakaria Rion (আলাপ) ২১:২৯, ১১ মার্চ ২০২০ (ইউটিসি)
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
সম্পাদনা
সুপ্রিয় Jakaria Rion, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |
ইদ মোবারক
সম্পাদনাঅমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ
সম্পাদনাসুপ্রিয় Jakaria Rion, |