চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস (বাংলা অর্থ: চ্যানেল আই সঙ্গীত পুরস্কার) হল চ্যানেল আই কর্তৃক প্রদত্ত একটি বার্ষিক সংগীত পুরস্কার। ২০০৪ সালে মোবাইল অপারেটর সিটিসেল এবং উপগ্রহ-ভিত্তিক বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে বাংলাদেশে সুস্থ সঙ্গীতের বিকাশের লক্ষ্য নিয়ে ও সংগীতে বিশেষ অবদানের সম্মাননা জানাতে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস বা সিটিসেল-চ্যানেল আই সঙ্গীত পুরস্কার নামে এই পুরস্কার প্রদান শুরু হয়েছিল।[১]
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস | |
---|---|
বিবরণ | সংগীতে বিশেষ অবদানের জন্য |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | চ্যানেল আই |
প্রথম পুরস্কৃত | ২০০৪ |
ওয়েবসাইট | www |
টেলিভিশন/রেডিও কভারেজ | |
নেটওয়ার্ক | চ্যানেল আই |
সিটিসেল ও চ্যানেল আই যৌথ উদ্যোগে সংগীতের বিভিন্ন শাখায় পুরস্কার প্রদান করত।[২][৩] সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস মোট ১৬টি শ্রেণীতে প্রদান করা হয়।[৪] সঙ্গীত নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচাইতে বড় আয়োজন এটি।[৫] ২০১০ সাল থেকে পুরস্কারের অনুষ্ঠানটি সরাসরি চ্যানেল আই-এ সম্প্রচার করা শুরু করে।[৬] ২০১৬ সালে বিটিআরসির নির্দেশে সিটিসেল বন্ধ হবার পর সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে ২০১৯ সালে ১৫তম আসরে প্রধান পৃষ্ঠপোষক ঐক্য ফাউন্ডেশন কে সাথে নিয়ে এই অনুষ্ঠান ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস নামে শুরু হয় নতুন করে।[৭]
পুরস্কারসমূহ
সম্পাদনাআজীবন সম্মাননা পুরস্কার
সম্পাদনা- আজীবন সম্মাননা
সমালোচক পুরস্কার
সম্পাদনা- সেরা রবীন্দ্র সঙ্গীত
- সেরা নজরুল সঙ্গীত
- সেরা লোক সঙ্গীত
- সেরা মরমী সঙ্গীত
- সেরা উচ্চাঙ্গ সঙ্গীত (যন্ত্র)
- সেরা উচ্চাঙ্গ সঙ্গীত (কণ্ঠ)
- সেরা আধুনিক গান
- সেরা পপ সঙ্গীত
- সেরা ব্যান্ড সঙ্গীত
- সেরা আন্ডারগ্রাউন্ড ব্যান্ড
- সেরা চলচ্চিত্রের গান
- সেরা সঙ্গীত পরিচালক
- সেরা গীতিকার
- সেরা নবাগত শিল্পী
- সেরা মিউজিক ভিডিও
- সেরা শব্দ প্রকৌশলী
- সেরা অ্যালবামের প্রচ্ছদ ডিজাইন
দর্শক জরিপ পুরস্কার
সম্পাদনা- সেরা রবীন্দ্র সঙ্গীত
- সেরা নজরুল সঙ্গীত
- সেরা লোক সঙ্গীত
- সেরা মরমী সঙ্গীত
- সেরা উচ্চাঙ্গ সঙ্গীত (যন্ত্র)
- সেরা উচ্চাঙ্গ সঙ্গীত (কণ্ঠ)
- সেরা আধুনিক গান
- সেরা পপ সঙ্গীত
- সেরা ব্যান্ড সঙ্গীত
- সেরা আন্ডারগ্রাউন্ড ব্যান্ড
- সেরা চলচ্চিত্রের গান
- সেরা সঙ্গীত পরিচালক
- সেরা গীতিকার
- সেরা নবাগত শিল্পী
- সেরা মিউজিক ভিডিও
- সেরা শব্দ প্রকৌশলী
- সেরা অ্যালবামের প্রচ্ছদ ডিজাইন
বছর অনুযায়ী পুরস্কার প্রাপ্তির তালিকা
সম্পাদনা১ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস
সম্পাদনাআজীবন সম্মাননা পুরস্কার
- আজীবন সম্মাননা - আব্দুর রহমান বয়াতি
সমালোচক পুরস্কার
- সেরা রবীন্দ্র সঙ্গীত - রেজওয়ানা চৌধুরী বন্যা
- সেরা নজরুল সঙ্গীত - শাহীন সামাদ
- সেরা লোক সঙ্গীত - মোস্তফা জামান আব্বাসী
- সেরা মরমী সঙ্গীত - ফরিদা পারভীন
- সেরা উচ্চাঙ্গ সঙ্গীত (কণ্ঠ) - অনিল কুমার সাহা
- সেরা আধুনিক গান - বাপ্পা মজুমদার
- সেরা পপ সঙ্গীত - জেমস
- সেরা ব্যান্ড সঙ্গীত - রেনেসাঁ
- সেরা চলচ্চিত্রের গান - (চলচ্চিত্রঃ ব্যাচেলর)
- সেরা সঙ্গীত পরিচালক - আহমেদ ইমতিয়াজ বুলবুল
- সেরা গীতিকার - কবির বকুল
- সেরা মিউজিক ভিডিও - হাবিব ওয়াহিদ (দ্য হিট কালেকশন)
২য় সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস
সম্পাদনাআজীবন সম্মাননা পুরস্কার
- আজীবন সম্মাননা - শাহ আবদুল করিম
সমালোচক পুরস্কার
- সেরা রবীন্দ্র সঙ্গীত - পাপিয়া সারোয়ার
- সেরা নজরুল সঙ্গীত - ফেরদৌস আরা
- সেরা লোক সঙ্গীত - মমতাজ বেগম
- সেরা মরমী সঙ্গীত - কিরণ চন্দ্র রায়
- সেরা আন্ডারগ্রাউন্ড ব্যান্ড - ক্রিপটিক ফেইট
- সেরা সঙ্গীত পরিচালক - শাহবাজ খান পিলু[৮]
- সেরা শব্দ প্রকৌশলী - ইমরান আহমেদ চৌধুরী মবিন
৩য় সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস
সম্পাদনাআজীবন সম্মাননা পুরস্কার
- আজীবন সম্মাননা - সাবিনা ইয়াসমিন
সমালোচক পুরস্কার
- সেরা রবীন্দ্র সঙ্গীত - অদিতি মহসীন (অ্যালবামঃ বারতা পেয়েছি মনে মনে)[৯]
- সেরা নজরুল সঙ্গীত - ইয়াসমীন মুশতারী (অ্যালবামঃ মধু হাসিনী)
- সেরা লোক সঙ্গীত - বারী সিদ্দিকী (অ্যালবামঃ ভালোবাসার বসত বাড়ী)
- সেরা উচ্চাঙ্গ সঙ্গীত (যন্ত্র) - আজিজুল ইসলাম (অ্যালবামঃ বাঁশি -২)
- সেরা উচ্চাঙ্গ সঙ্গীত (কণ্ঠ) - অনিল কুমার সাহা (অ্যালবামঃ শ্রুতি)
- সেরা আধুনিক সঙ্গীত - খালিদ (অ্যালবামঃ দেবী)
- সেরা ব্যান্ড সঙ্গীত - প্রেয়ার হল (অ্যালবামঃ বুঝছো)
- সেরা চলচ্চিত্রের গান - হাবিব ওয়াহিদ (গানঃ ভালবাসবো বাসবোরে, চলচ্চিত্রঃ হৃদয়ের কথা)
- সেরা সঙ্গীত পরিচালক - প্রিন্স মাহমুদ (অ্যালবামঃ বন্দনা)
- সেরা গীতিকার - আসিফ ইকবাল (অ্যালবামঃ বন্দনা)
- সেরা নবাগত শিল্পী - ইসরাত মিতু (অ্যালবামঃ এক জোসনার অধিকার)
- সেরা মিউজিক ভিডিও - রম্য খান (গানঃ পাখি)
- সেরা শব্দ প্রকৌশলী - মাসুদুল হাসান (অ্যালবামঃ পেপার)
- সেরা অ্যালবামের প্রচ্ছদ ডিজাইন - শায়ান চৌধুরী অর্ণব (অ্যালবামঃ হোক কলরব)
দর্শক জরিপ পুরস্কার
- সেরা ব্যান্ড সঙ্গীত - আর্টসেল (অ্যালবামঃ অনিকেত প্রান্তর)
- সেরা আধুনিক সঙ্গীত - মাহাদি (অ্যালবামঃ বন্দনা)
- সেরা চলচ্চিত্রের গান - হাবিব ওয়াহিদ (গানঃ ভালবাসবো বাসবোরে, চলচ্চিত্রঃ হৃদয়ের কথা)
- সেরা নবাগত শিল্পী - টি ডব্লিও সৈনিক (গানঃ তুমি আমার ঘুম)
৪র্থ সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস
সম্পাদনাআজীবন সম্মাননা পুরস্কার
- আজীবন সম্মাননা - সুধীন দাশ
সমালোচক পুরস্কার
- সেরা রবীন্দ্র সঙ্গীত - লাইসা আহমেদ লিজা[১০]
- সেরা নজরুল সঙ্গীত - সালাউদ্দিন আহমেদ
- সেরা লোক সঙ্গীত - চন্দনা মজুমদার (অ্যালবামঃ ভবের ঘরে)
- সেরা উচ্চাঙ্গ সঙ্গীত (কণ্ঠ) - ফেরদৌস আরা (অ্যালবামঃ সুর সপ্তক)
- সেরা আধুনিক গান - কুমার বিশ্বজিৎ
- সেরা ব্যান্ড সঙ্গীত - এলআরবি (অ্যালবামঃ স্পর্শ)
- সেরা চলচ্চিত্রের গান - এন্ড্রু কিশোর
- সেরা সঙ্গীত পরিচালক - ইমন সাহা
- সেরা গীতিকার - শঙ্কর শাউজাল
- সেরা নবাগত শিল্পী - তানভীর সজীব (অ্যালবামঃ বাড়ি কোথায়)
- সেরা মিউজিক ভিডিও - গাজী শুভ্র
- সেরা শব্দ প্রকৌশলী - চারু
- সেরা অ্যালবামের প্রচ্ছদ ডিজাইন - সুমন
দর্শক জরিপ পুরস্কার
- সেরা ব্যান্ড সঙ্গীত - ভাইব
- সেরা আধুনিক সঙ্গীত - বালাম
- সেরা চলচ্চিত্রের গান - ফেরদৌস আরা
- সেরা নবাগত শিল্পী - লোপা হোসেন
৫ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস
সম্পাদনাআজীবন সম্মাননা পুরস্কার
- আজীবন সম্মাননা - সনজীদা খাতুন
সমালোচক পুরস্কার
- সেরা রবীন্দ্র সঙ্গীত - রোকাইয়া হাসিনা লিলি[১১]
- সেরা নজরুল সঙ্গীত - পারভীন সুলতানা
- সেরা লোক সঙ্গীত - বিশ্বজিৎ রায়
- সেরা উচ্চাঙ্গ সঙ্গীত (যন্ত্র) - সত্যজিৎ চক্রবর্তী
- সেরা আধুনিক গান - সামিনা চৌধুরী
- সেরা ব্যান্ড সঙ্গীত - অর্থহীন
- সেরা পপ সঙ্গীত - মেহরীন[১২]
- সেরা চলচ্চিত্রের গান - (চলচ্চিত্রঃ প্রিয়া আমার প্রিয়া)
- সেরা সঙ্গীত পরিচালক - মানাম আহমেদ
- সেরা গীতিকার - জুলফিকার রাসেল
- সেরা নবাগত শিল্পী - পুস্পিতা
- সেরা মিউজিক ভিডিও - অভিক
- সেরা শব্দ প্রকৌশলী - জুয়েল মোরশেদ
- সেরা অ্যালবামের প্রচ্ছদ ডিজাইন - প্ল্যান বি
দর্শক জরিপ পুরস্কার
- সেরা ব্যান্ড সঙ্গীত - দূরবীন
- সেরা আধুনিক সঙ্গীত - সামিনা চৌধুরী
- সেরা চলচ্চিত্রের গান - চন্দ্রবিন্দু
- সেরা নবাগত শিল্পী - অনিন্দিতা দাশ[১৩]
৬ষ্ঠ সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস
সম্পাদনাআজীবন সম্মাননা পুরস্কার
- আজীবন সম্মাননা - ফিরোজা বেগম
সমালোচক পুরস্কার
- সেরা রবীন্দ্র সঙ্গীত - সাদী মহম্মদ
- সেরা নজরুল সঙ্গীত - খায়রুল আনাম শাকিল
- সেরা লোক সঙ্গীত - শিমুল ইউসুফ
- সেরা উচ্চাঙ্গ সঙ্গীত (যন্ত্র) - গাজী আবদুল হাকিম
- সেরা উচ্চাঙ্গ সঙ্গীত (কণ্ঠ) - ফেরদৌসী রহমান
- সেরা আধুনিক সঙ্গীত - এন্ড্রু কিশোর
- সেরা ব্যান্ড সঙ্গীত - ওয়ারফেজ
- সেরা চলচ্চিত্রের গান - হাবিব ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যান্সি (গানঃ দ্বিধা, চলচ্চিত্রঃ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার)
- সেরা সঙ্গীত পরিচালক - বাপ্পা মজুমদার
- সেরা গীতিকার - দ্বীপ্ত
- সেরা নবাগত শিল্পী - পরশমণি
- সেরা মিউজিক ভিডিও - আফজাল হোসেন
- সেরা শব্দ প্রকৌশলী - শাকিল রেজা
- সেরা অ্যালবামের প্রচ্ছদ ডিজাইন - চেয়ারম্যান,ওভাল কমিউনিকেশন্স (সৈয়দ তানজিল আহমেদ আদনান)
দর্শক জরিপ পুরস্কার
- সেরা রবীন্দ্র সঙ্গীত - লিলি ইসলাম
- সেরা নজরুল সঙ্গীত - শহীদ কবির পলাশ[১৪]
- সেরা লোক সঙ্গীত - ফকির টুনটুন শাহ
- সেরা উচ্চাঙ্গ সঙ্গীত (যন্ত্র) - গাজী আবদুল হাকিম
- সেরা উচ্চাঙ্গ সঙ্গীত (কণ্ঠ) - ফেরদৌসী রহমান
- সেরা ব্যান্ড সঙ্গীত - শূন্য[১৫]
- সেরা আধুনিক সঙ্গীত - সিথি
- সেরা চলচ্চিত্রের গান - দ্য ডিরেক্টর
- সেরা সঙ্গীত পরিচালক - এস পুলক
- সেরা গীতিকার - রবিউল ইসলাম জীবন
- সেরা নবাগত শিল্পী - নাজু
- সেরা মিউজিক ভিডিও - গাজী শুভ্র
- সেরা শব্দ প্রকৌশলী - শাকিল রেজা
- সেরা অ্যালবামের প্রচ্ছদ ডিজাইন - সব্যসাচী হাজরা
৭ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস
সম্পাদনাআজীবন সম্মাননা পুরস্কার
- আজীবন সম্মাননা - আবদুল জব্বার
সমালোচক পুরস্কার
- সেরা রবীন্দ্র সঙ্গীত - ইফফাত আরা দেওয়ান[১৬]
- সেরা নজরুল সঙ্গীত - নাশিদ কামাল
- সেরা লোক সঙ্গীত - কিরণ চন্দ্র রায়
- সেরা উচ্চাঙ্গ সঙ্গীত (কণ্ঠ) - ওস্তাদ আজিজুল ইসলাম
- সেরা আধুনিক গান - আসিফ আকবর
- সেরা ব্যান্ড সঙ্গীত - ডি-ইলুমিনেশন (অ্যালবামঃ অনিবার্য)
- সেরা সঙ্গীত পরিচালক - শফিক তুহিন ও ইবরার টিপু
- সেরা গীতিকার - জুলফিকার রাসেল
- সেরা নবাগত শিল্পী - নাহিদ সুলতানা
- সেরা মিউজিক ভিডিও - নাজমুস সাদাত
- সেরা শব্দ প্রকৌশলী - বাপ্পা মজুমদার
- সেরা অ্যালবামের প্রচ্ছদ ডিজাইন - তৌহিদ হাসান
দর্শক জরিপ পুরস্কার
- সেরা রবীন্দ্র সঙ্গীত - নন্দিতা ইসলাম
- সেরা নজরুল সঙ্গীত - তানভীর আলম সজীব
- সেরা লোক সঙ্গীত - রামকানাই দাশ[১৭]
- সেরা আধুনিক গান - সুমনা বাধন
- সেরা ব্যান্ড সঙ্গীত - বোহেমিয়ান
- সেরা সঙ্গীত পরিচালক - তানভীর তারেক
- সেরা গীতিকার - রবিউল ইসলাম জীবন
- সেরা নবাগত শিল্পী - নিশীত সূর্য
- সেরা মিউজিক ভিডিও - গাজী শুভ্র
- সেরা শব্দ প্রকৌশলী - সাজ্জাদ আরেফিন (অ্যালবামঃ অনিবার্য)[১৮]
- সেরা অ্যালবামের প্রচ্ছদ ডিজাইন - সাইফুল ইসলাম তারেক
৮ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস
সম্পাদনাআজীবন সম্মাননা পুরস্কার
- আজীবন সম্মাননা - গীতশ্রী সন্ধ্যা মুখার্জি (ভারত) এবং রুনা লায়লা (বাংলাদেশ)[১৯]
সমালোচক পুরস্কার
- সেরা ব্যান্ড সঙ্গীত - শূন্য
- সেরা গীতিকার - শফিক তুহিন[২০]
৯ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস
সম্পাদনা১০ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস
সম্পাদনাআজীবন সম্মাননা পুরস্কার
সমালোচক পুরস্কার
- সেরা রবীন্দ্র সঙ্গীত - সাবিনা ইয়াসমিন (অ্যালবামঃ সন্ধ্যাদ্বীপের শিখা)
- সেরা নজরুল সঙ্গীত - খায়রুল আনাম শাকিল (অ্যালবামঃ বেণুকা)
- সেরা লোক সঙ্গীত - কিরণ চন্দ্র রায় (অ্যালবামঃ কোন কালে তোর হবে দিশে)
- সেরা আধুনিক সঙ্গীত - সামিনা চৌধুরী (অ্যালবামঃ অনুরোধ করে)
- সেরা ব্যান্ড - চিরকুট (অ্যালবামঃ যাদুর শহর)
- সেরা নবাগত শিল্পী - স্মরণ (গানঃ কাছে আসতে মানা অ্যালবামঃ স্মরণের জানালা)
- সেরা সঙ্গীত পরিচালক - নকীব খান (গানঃ তুমি পাশে বলে কি সুন্দর)
- সেরা গীতিকার - জুলফিকার রাসেল (গানঃ আমার মন ভালো নেই)
- সেরা ছায়াছবির গান - কিশোর ও নাজমুন মুনিরা ন্যান্সি (গানঃ প্রথম একটি মুখ, ছায়াছবিঃ ভালোবাসা আজকাল)
- সেরা শব্দ প্রকৌশলী - মিশাইল কবির (অ্যালবামঃ ফেরা)
- সেরা অ্যালবামের প্রচ্ছদ ডিজাইন - সৈয়দ কামাল (অ্যালবামঃ আমরা সেরা)
- সেরা মিউজিক ভিডিও নির্মাতা - শুভব্রত সরকার (গানঃ তোমাকে ছাড়া)[২২][২৩]
দর্শক জরিপ পুরস্কার
- সেরা আধুনিক গান - তাহসান (অ্যালবামঃ নিমন্ত্রণ)
- সেরা ব্যান্ড - জলের গান (অ্যালবামঃ অতল জলের গান)
- সেরা নবাগত শিল্পী - স্মরণ (অ্যালবামঃ কাছে আসতে মানা)
- সেরা ছায়াছবির গান - চন্দন সিনহা (গানঃ আমি নিঃস্ব হয়ে যাবো জানো না, ছায়াছবিঃ পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী)
- সেরা ফিউশন - কাজী কৃষ্ণকলি ইসলাম (অ্যালবামঃ বনফুল)[২৪]
১২তম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস
সম্পাদনাআজীবন সম্মাননা পুরস্কার
- মোহাম্মদ খুরশীদ আলম
বিশেষ সম্মাননা পুরস্কার
সমালোচক পুরস্কার
- সেরা রবীন্দ্র সঙ্গীত — অণিমা রায় (অ্যালবামঃ মাতৃভূমি)
- সেরা নজরুল সঙ্গীত — নাশিদ কামাল (অ্যালবামঃ গানে গানে নজরুলের জীবনী)
- সেরা লোক সঙ্গীত — শফি মণ্ডল (অ্যালবামঃ অধরা)
- সেরা উচ্চাঙ্গ সঙ্গীত (কণ্ঠ) — প্রিয়াংকা গোপ (ঠুমরি)
- সেরা আধুনিক গান — ফাহমিদা নবী (অ্যালবামঃ সাদা কালো, গানঃ "অন্ধকার")
- সেরা ব্যান্ড — পার্থিব (অ্যালবাম — স্বাগত বাংলাদেশ)
- সেরা নবাগত শিল্পী - মেহেদী হাসান (অ্যালবামঃ আয়না ফিরে, গানঃ "ইচ্ছেগুলো রাজি")
- সেরা সঙ্গীত পরিচালক — শফিক তুহিন (অ্যালবামঃ চুপকথা রূপকথা, গানঃ "নীল সামিয়ানা")
- সেরা ছায়াছবির গান — জেমস (গানঃ "বিধাতা", ছায়াছবিঃ সুইটহার্ট)[২৫]
- সেরা গীতিকার - আসিফ ইকবাল (অ্যালবামঃ তুই আমার মন ভালোরে/মুন)
- সেরা মিউজিক ভিডিও — তানিম রহমান অংশু (অ্যালবাম ও গানঃ ঝুম)
- সেরা কভার ডিজাইন — নাহিদ (নকশী কাঁথার গান)
- সেরা সাউন্ড ইঞ্জিনিয়ার — পাভেল আরীন (খেয়াল পোকা)
দর্শক জরিপ পুরস্কার
- সেরা আধুনিক গান - কুমার বিশ্বজিৎ (অ্যালবামঃ স্বপ্ন সমুদ্দুর, গানঃ "কখনো তো বলিনি")
- সেরা নবাগত শিল্পী — শাহিন খান (আনকোরা)
- সেরা ব্যান্ড — অবসকিওর (ক্র্যাক প্লাটুন)
- সেরা ছায়াছবির গান — ইমরান মাহমুদুল (গানঃ আলতো ছোঁয়াতে, ছায়াছবিঃ মুসাফির)
- সেরা মিউজিক ভিডিও — রম্য খান (অ্যালবামঃ মেঘেরা, গানঃ "মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে")[২৬]
১৪তম ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস
সম্পাদনাবিশেষ সম্মাননা পুরস্কার
সমালোচক পুরস্কার
- সেরা লোকসংগীত - বিউটি
- সেরা রবীন্দ্র সংগীত - শিমু দে
- সেরা নজরুল সংগীত - ইয়াসমীন মুশতারী
- সেরা আধুনিক গান - কোনাল
- সেরা গীতিকার - বায়েজীদ খুরশীদ
- সেরা মিউজিক ভিডিও - সৈকত নাসির
- সেরা কাভার ডিজাইন - সৈয়দ কামাল
- সেরা সংগীত পরিচালক - প্রিন্স মাহমুদ
- সেরা সাউন্ড ইঞ্জিনিয়ার - এম.জি. কিবরিয়া
- সেরা নবাগত শিল্পী - ঐশী
- সেরা অডিও কোম্পানী - ধ্রুব মিউজিক স্টেশন
- সেরা ছায়াছবির গান - আঁখি আলমগীর
- সেরা ব্যান্ড - শিরোনামহীন
১৫তম ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস
সম্পাদনাআজীবন সম্মাননা পুরস্কার
- ফেরদৌস ওয়াহিদ ও বিশেষ সম্মাননা পুরস্কার - মোঃ কুতুবুল আলম
- শ্রেষ্ঠ শিল্পী (লোক সঙ্গীত) - সায়েরা রেজা
- শ্রেষ্ঠ মিউজিক ভিডিও - চন্দন রায় চৌধুরী
- শ্রেষ্ঠ উচ্চাঙ্গ সঙ্গীত (যন্ত্র) - ওস্তাদ আজিজুল ইসলাম
- শ্রেষ্ঠ উচ্চাঙ্গ সঙ্গীত (কণ্ঠ) - ওস্তাদ করিম শাহাবুদ্দীন
- শ্রেষ্ঠ শিল্পি - আধুনিক গান - এলিটা করিম
- শ্রেষ্ঠ ছায়াছবির গান - ইমরান মাহমুদুল ও কণা
- শ্রেষ্ঠ অডিও কোম্পানী - অনুপম রেকর্ডিং মিডিয়া
- শ্রেষ্ঠ ব্যান্ড - শিরোনামহীন
- শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ারিং - শফিকুল ইসলাম
- শ্রেষ্ঠ নবাগত শিল্পী - কানিজ খাদিজা তিন্নি
- শ্রেষ্ঠ শিল্পী, দ্বৈত সঙ্গীত - তাহসান রহমান খান ও টিনা
- শ্রেষ্ঠ অনলাইন ক্রিয়েশান - ডিজে রাহাত
- শ্রেষ্ঠ গীতিকার (আধুনিক) - দেওয়ান লালন আহমেদ
- শ্রেষ্ঠ গীতিকার (ছায়াছবি) - হেদায়েতুল্লাহ মামুন
- শ্রেষ্ঠ সংগীত পরিচালক (আধুনিক) - জেকে মজলিশ
- শ্রেষ্ঠ সংগীত পরিচালক(ছায়াছবি) - তানভীর তারেক
- শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত - অনিমা রায়
- শ্রেষ্ঠ নজরুল সংগীত - প্রিয়াঙ্কা গোপ
এছাড়াও মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর গান নিয়ে একটি নতুন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডস
- শ্রেষ্ঠ গীতিকার - কামাল চৌধুরী
- শ্রেষ্ঠ সুরকার - নকীব খান
- শ্রেষ্ঠ সংগীতশিল্পী - কুমার বিশ্বজিৎ
আজীবন সম্মাননা [২৭] ও বিশেষ সম্মাননা সহ মোট ১৯টি ক্যাটাগরিতে দেয়া হয় ২০২০ সালের ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ পুরস্কার।[২৮] ।
১৮তম ঐক্য চ্যানেল আই উদ্যোক্তা অ্যাওয়ার্ডস
সম্পাদনা- সেরা উদ্যোক্তা ২০২৪- আহমেদ বিন সজিব[২৯]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ রাশেদ শাওন (২৬ ফেব্রুয়ারি ২০১৩)। "সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস"। বিডিনিউজ। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ বিনোদন রিপোর্ট (২০ ফেব্রুয়ারি ২০১৩)। "সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস"। দৈনিক মানবকণ্ঠ। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ বিনোদন রিপোর্ট (২৪ ফেব্রুয়ারি ২০১৩)। "স্থগিত সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।
- ↑ মোঃ মাসুদ রহমান (২০১৪)। "নবম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অ্যালবাম জমা নেয়া শুরু"। নিউজবিডি। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ বিনোদন রিপোর্ট (২৬ ফেব্রুয়ারি ২০১৩)। "২৪ ফেব্রুয়ারি সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস"। দৈনিক যায় যায় দিন। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।
- ↑ সমকাল প্রতিবেদক (১২ জানুয়ারি ২০১০)। "সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস সরাসরি সম্প্রচার আজ"। দৈনিক সমকাল। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ঐক্য-চ্যানেল-আই-মিউজিক-অ্যাওয়ার্ড-ডিসেম্বরে"। www.jugantor.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৭।
- ↑ "THE BEST OF PROFESSIONALS"। ব্লু নোট। ৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।
- ↑ "Mukto Karo Bhay [মুক্ত কর ভয়]"। বেঙ্গল ফাউন্ডেশন। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।
- ↑ "LAISA AHMED LISA [লাইসা আহমেদ লিজা]"। বেঙ্গল ফাউন্ডেশন। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ সংস্কৃতি ডেস্ক (২১ জানুয়ারি ২০১৬)। "Breathing new life into Tagore songs: Roquaiya Hasina performs at IGCC"। ঢাকা কুরিয়ার। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চলে গেলেন পণ্ডিত রামকানাই দাশ"। মিডিয়া খবর। ৬ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Anindita Das [অনিন্দিতা দাশ]"। প্রতিধ্বনি। ১ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।
- ↑ "Bajuk Prane Bangla Gan [বাজুক প্রাণে বাংলা গান]"। বেঙ্গল ফাউন্ডেশন। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।
- ↑ "Shunno to perform today at IGCC"। ঢাকা ট্রিবিউন। ২০ ডিসেম্বর ২০১৪। ২৮ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।
- ↑ "ইফফাত আরা দেওয়ান"। ইফফাত আরা দেওয়ান। ২২ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।
- ↑ "Mehreen to perform in city"। ডেইলি অবসারভার। ১৩ ফেব্রুয়ারি ২০১৫। ১২ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।
- ↑ "সাজ্জাদ আরেফিন জীবনী"। সাজ্জাদ আরেফিন। ২৭ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।
- ↑ "চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ম সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস"। দৈনিক আমার দেশ। ২০ ফেব্রুয়ারি ২০১৩। ১২ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।
- ↑ "পুরস্কার পেলে কার ভাল না লাগে ॥ শফিক তুহিন"। দৈনিক জনকণ্ঠ। ২৫ নভেম্বর ২০১৩। ২০১৫-০৭-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।
- ↑ বিনোদন ডেস্ক (১৪ জুন ২০১৫)। "দশম সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌসি রহমান"। জুড়ী নিউজ। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "'10th Citycell–Channel i Music Award' presented [প্রদান করা হল ১০ম সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড]"। দ্য ডেইলি স্টার। ১৭ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।
- ↑ স্টাফ রিপোর্টার (১৭ জুন ২০১৫)। "Citycell-Channel i Music Award held [অনুষ্ঠিত হল সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড]"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।
- ↑ জাকিয়া আক্তার (১৪ জুন ২০১৫)। "সুর আর তারার মেলায় সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড"। চ্যানেল আই অনলাইন। ১ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।
- ↑ আহমেদ, মিতুল (৮ অক্টোবর ২০১৭)। "শফিক তুহিনের লেখা ও সংগীত পরিচালনায় জেমসের বাজিমাৎ"। চ্যানেল আই অনলাইন। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৭।
- ↑ "'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড' পেলেন যাঁরা"। দৈনিক প্রথম আলো। ২৯ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৭।
- ↑ "আজীবন সম্মাননা পেলেন ফেরদৌস ওয়াহিদ।ওয়েবসাইট=www.prothomalo.com"। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "'শ্রেষ্ঠ গীতিকার' হলেন পুলিশ সুপার দেওয়ান লালন"। www.channelionline.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৭।
- ↑ জনকণ্ঠ, দৈনিক। "'চ্যানেল আই সেরা উদ্যোক্তা' পুরস্কার পেলেন আহমেদ বিন সজিব"। দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১১-০৩।