ইফফাত আরা দেওয়ান
ইফফাত আরা দেওয়ান হলেন একজন বাংলাদেশী রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও চিত্রশিল্পী।[১][২] রবীন্দ্রসঙ্গীতে অবদানের তিনি ২০১২ সালে বাংলা একাডেমি কর্তৃক প্রদত্ত বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার লাভ করেন।[৩]
ইফফাত আরা দেওয়ান | |
---|---|
জন্ম | ১২ জুন ১৯৫১ |
জাতীয়তা | বাংলাদেশী |
শিক্ষা | অর্থনীতি |
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | iffataradewan |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাদেওয়ান ১৯৬৩ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত ছায়ানট থেকে সঙ্গীতের তালিম গ্রহণ করেন। তার সঙ্গীত গুরু ছিলেন ওয়াহিদুল হক ও সনজীদা খাতুন।[১] তিনি ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।[৪] তিনি ১৯৯২ সালে লন্ডনের বিয়াম শ স্কুল অব আর্টে শিল্পকলা বিষয়ক কোর্স করেন।[৪]
দেওয়ানের প্রথম রেকর্ড প্রকাশিত হয় ১৯৭০ সালে। ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত দুটি রবীন্দ্র সঙ্গীত হল "আমি রূপে তোমায় ভোলাব না" এবং "প্রভু বলো বলো কবে"।[১]
১৯৯০ সাল থেকে দেওয়ান চিত্রকর্ম শুরু করেন। ১৯৯২ সালে ঢাকার জার্মান কালচারাল সেন্টারে তার প্রথম একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।[৫] তার বেশ কয়েকটি একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে,[৬][৭] ফ্রান্সের প্যারিসেও তার একটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।[৮]
দেওয়ান ছায়ানটের একজন নির্বাহী সদস্য।[৪]
কর্ম
সম্পাদনা- অ্যালবাম
১৯৭০ সালে প্রথম এলপি প্রকাশিত হয়। এ পর্যন্ত বাইশটি অ্যালবাম বেরিয়েছে তার।
পুরস্কার
সম্পাদনা- ২০০৭: বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার[১২]
- ২০১১: রবীন্দ্র সঙ্গীত বিভাগে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস[১২]
- ২০১২: বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার[১২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ Charanji, Kavita (১১ মে ২০০৭)। "Iffat Ara: A passionate follower of Tagore"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮।
- ↑ Charanji, Kavita (১২ জুন ২০০৯)। "Iffat Ara Dewan: Bringing gems of Bangla songs to Delhi"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭।
- ↑ "পুরস্কারপ্রাপ্তদের তালিকা"। বাংলা একাডেমি। ৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮।
- ↑ ক খ গ "About Iffat Ara Dewan"। Official site of Iffat Ara Dewan। ২২ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮।
- ↑ Haq, Fayza (২৩ জুলাই ২০০৪)। "Iffat Ara Dewan's solo at Shilpangan"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮।
- ↑ "In quest of beauty"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৭ এপ্রিল ২০১৪। ১ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮।
- ↑ Hossain, Takir (১১ মে ২০১১)। "Subtlety and Minimalism"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮।
- ↑ Hossain, Takir (১ জুলাই ২০১০)। "Iffat Ara's artistic tribute to Tagore"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮।
- ↑ "আবার রবীন্দ্রনাথ নিয়ে ইফ্ফাত আরা দেওয়ান"। দৈনিক প্রথম আলো। ২৩-০৬-২০১০। সংগ্রহের তারিখ 8 মার্চ 2018। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "Iffat Ara Dewan's latest album launched"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৯ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮।
- ↑ "Boithoki Gaan on second day of music fest"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৯ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮।
- ↑ ক খ গ "ইফ্ফাত আরা দেওয়ান"। দেশে বিদেশে। ৮ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৮।