আসিফ আকবর
আসিফ আকবর (জন্ম: ২৫ মার্চ, ১৯৭২)[১] একজন বাংলাদেশী সংগীত শিল্পী।[২] বাংলাদেশের একজন জনপ্রিয় পপ-ধারার সঙ্গীত শিল্পী ও অভিনেতা। শ্রোতা এবং সাংবাদিকরা ভালোবেসে তাকে বাংলা গানের যুবরাজ বলে আখ্যায়িত করে থাকেন।[৩][৪] ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত এ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন। চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান 'আমারই ভাগ্যে তোমারই নাম' (চলচ্চিত্র: রাজা নাম্বার ওয়ান, মুক্তি প্রাপ্ত: ১৯৯৮ সাল)। ২০১৯ সালে 'গহীনের গান' চলচ্চিত্রের মাধ্যমে আসিফ পরবর্তীতে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত পর পর ৬ বছর অ্যালবাম বিক্রির দিক থেকে শীর্ষে ছিলেন আসিফ। তার প্রথম এ্যালবাম ৫.৫ মিলিয়ন বৈধ কপি বিক্রি হয়েছিল, যা বাংলাদেশের অডিও ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। সদা স্পষ্টভাষী আসিফ আকবর বাংলাদেশের অন্যতম সেরা পুরুষ কণ্ঠশিল্পী যার জনপ্রিয়তা এবং আধিপত্য এখন পর্যন্ত সমানভাবে বিরাজমান।[৪]
আসিফ আকবর | |
---|---|
জন্ম | আসিফ আকবর ২৫ মার্চ ১৯৭২ কুমিল্লা, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | সঙ্গীতশিল্পী |
কর্মজীবন | ১৯৯৮–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | সালমা আসিফ মিতু |
পিতা-মাতা | আলী আকবর (পিতা) রোকেয়া আকবর (মাতা) |
ওয়েবসাইট | www.asifakbar.com |
ব্যক্তিগত জীবন
সম্পাদনাআসিফ কুমিল্লা জেলায় ১৯৭২ সালের ২৫ মার্চ জন্মগ্রহণ করেন।[১] তার পিতার নাম আলী আকবর। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ষষ্ঠ। তার স্ত্রীর নাম সালমা আসিফ মিতু। এ দম্পতির তিন সন্তান। তারা হলেন রণ, রুদ্র এবং সর্বকনিষ্ঠ কন্যা সন্তান আইদাহ্ আসিফ রঙ্গন।
গায়ক
সম্পাদনাএকক এ্যালবাম
সম্পাদনাবছর | নং | নাম | ধরন | উল্লেখযোগ্য |
---|---|---|---|---|
২০০১ | ০১ | ও প্রিয়া তুমি কোথায় | পপ গান | আসিফের প্রথম অ্যালবাম এবং এটি বাংলাদেশের ইতিহাসে ব্যাপক ব্যবসা সফল এ্যালবামসহ ব্যাপক জনপ্রিয় হয় এবং ভারতে খুব জনপ্রিয় হয়। |
২০০২ | ০২ | তুমিই সুখী হও | পপ | |
০৩ | তুমিই কথা রাখনি | পপ | ||
০৪ | তুমিও কাদবে একদিন | পপ | ||
২০০৩ | ০৫ | সুখে থেকো তুমি বান্ধবী | পপ | |
০৬ | পাষাণী তুমি পাষাণী | পপ | ||
০৭ | তুমিই মনে রাখনী | পপ | ||
২০০৪ | ০৮ | একবার বল তুমি | পপ | |
০৯ | কেন তুমি সুখে থাকবে | পপ | ||
১০ | তুমিই ভালবাসনি | পপ | ||
১১ | তবুও ভালবাসি | পপ | ||
২০০৫ | ১২ | বাতাসে প্রেম উড়িয়ে দিও | পপ | |
১৩ | বাঁচব না | পপ | ||
১৪ | জবাব দাও | পপ | ||
২০০৬ | ১৫ | অভিনয় | পপ | |
১৬ | সংসার | পপ | ||
১৭ | হৃদয়ে রক্তক্ষরণ | পপ | ||
২০০৮ | ২১ | কিছু ভুল কিছু স্মৃতি | পপ | |
২২ | এখনো জোঁসনা দেখি | পপ | ||
২৩ | এক ফোটা অশ্রু | পপ | ||
২০০৯ | ২৪ | বন্ধু তোর খবর কিরে | পপ | |
২৫ | চোখে পানি নাই | পপ | ||
২৬ | দরদিয়ারে | লোক | ||
২৭ | সংকলিত দেশের গান | দেশাত্মবোধক | ||
২০১০ | ২৮ | সেই দিন গুলি কই | পপ | ২০১০ সালের ১৩ মার্চ আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত।[৫] |
২০১৩ | ২৯ | এক্স প্রেম[৬] | পপ | দুই বছর পরে, আসিফের ২৯ তম একক এ্যালবাম[৭][৮] |
২০১৪ | ০৩০ | জান রে | পপ |
মিশ্র ও দ্বৈত অ্যালবাম
সম্পাদনা- আর কত কাঁদাবে
শিল্পী: আসিফ আকবর, এস আই টুটুল। গীতিকার: তানভীর তারেক, কায়েস চৌধুরী, সম্রাট, প্রদীপ সাহা, শফিক তুহিন। সুর ও সংগীত: এস আই টুটুল। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক।
- এবং আমি
শিল্পী: আসিফ, রুবেল ও এস আই টুটুল। সুর ও সংগীত: শওকাত। প্রযোজনা: সাউন্ডটেক।
- অজস্রবার ক্ষমা চেয়েছি
শিল্পী: আসিফ, পার্থ বড়ুয়া, এস আই টুটুল। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক।
- একটাই প্রশ্ন আমার
শিল্পী: আসিফ, আতিক ও পিয়াল। গীতিকার: প্রদীপ সাহা। সুরকার: রাজেশ ঘোষ। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক।
- আমার প্রিয় বান্ধবী
শিল্পী: গানের যুবরাজ আসিফ, আতিক বাবু, পিয়াল। গীতিকার: প্রদীপ সাহা, বাকিউল আলম, মোহাম্মদ শহীদুল্লাহ, দেলোয়ার হোসেন দুলু। সুরকার: আবিদ রনি, ইফতেখার হোসেন পিন্টু, মনোয়ার হোসেন টুটুল, রাজেশ ঘোষ। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক
- আমি তুমি সে
শিল্পী: আসিফ, হাসান, রূপম। কথা: প্রদীপ সাহা। সুর: আজমীর বাবু। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক।
- আমিই ভুল করেছি
শিল্পী: আসিফ আকবর, এসডি রুবেল। কথা: আহমেদ রিজভী। সুর: নাজির মাহমুদ। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক।
- আমরা দুজনে
শিল্পী: আসিফ আকবর, মনির খান। কথা: প্রদীপ সাহা, শহিদুল্লাহ ফরায়জী, লিয়াকত আলী বিশ্বাস, কবির বকুল, আনোয়ার হোসাইন। সুর ও সংগীত: নাজির মাহমুদ, রাজেশ ঘোষ ও পল্লব সান্যাল। প্রযোজনা প্রতিষ্ঠান: বিউটি কর্নার।
- আনমনা
শিল্পী: আসিফ, মনির খান ও এন্ড্রু কিশোর। কথা: শহীদুল্লাহ ফরায়জী। সুর: আজাদ মিন্টু, পল্লব সান্যাল। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক।
- অনন্ত অপেক্ষা
শিল্পী: আসিফ আকবর, মনির খান। কথা: প্রদীপ সাহা। সুর: রাজেশ ঘোষ। প্রযোজনা প্রতিষ্ঠান: সিএমভি।
- অনুভবে
শিল্পী: আসিফ আকবর, বিপ্লব, মিমি, সুমন সহ আরও অনেকে। কথা ও সুর: শওকাত। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক।
- অপরাধী
শিল্পী: আসিফ আকবর, অভিজিৎ। কথা: শফিক তুহিন। সুর: মনোয়ার হোসেন টুটুল। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক।
- আসমান সাক্ষী
শিল্পী: আসিফ আকবর, মমতাজ, বারী সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, চন্দনা মজুমদার। কথা: প্রদীপ সাহা। সুর ও সঙ্গীত: পল্লব স্যানাল। প্রযোজনা প্রতিষ্ঠান: বসুধা আর্ব।
- আয় ফিরে আয়
শিল্পী: যুবরাজ আসিফ আকবরও এস আই টুটুল। গীতিকার: শওকাত, কবির বকুল ও রাজিব আহমেদ। সুর ও সঙ্গীত: শওকাত। প্রযোজনা প্রতিষ্ঠান: যাদু মিউজিক।
- এইতো জীবন
শিল্পী: আসিফ আকবর, কুমার সানু। কথা: শফিক তুহিন। সুর: মনোয়ার হোসেন টুটুল। প্রযোজনা: সাউন্ডটেক।
- ব্যর্থ প্রেমের গল্প (আসিফ, মনির খান, এসডি রুবেল)
- বায়না
- বেদনার অশ্রু
- ভুলতে পারিনা সাথী
- বিরহী হৃদয়
- বিষন্ন সন্ধ্যা
- বাঁধন
- বন্ধু মায়া নাই
- বন্ধুরে
- বুঝিনি কাঁদাবে
- চাঁদের দেশের কন্যা
- ছেলে মানুষী
- চলো যাই অজানায়
- কেন দেখলাম তারে
- দুখিনী রাত
- দুঃখ কষ্ট যন্ত্রণা
- এই মেয়ে
- একা তুমি জানলেনা
- ফিরবনা আজ বাড়ী
- ফিস ফাস ফিস
- হার মেনেছি
- হীরা চুনি পান্না
- যায় দিন যায়
- যেতে চাই প্রেম নগর
- কেমন আছো নতুন ঠিকানায়
- কেমন আছো তুমি
- কান্দে মন
- ক্ষমা করো উপমা
- কথা মনে রাখবে
- কথা রটেছে
- কতটা রাত একা একা
- মানসী
- মায়া
- মিলন
- মিষ্টি মেয়ে
- মন
- মনে মনে মন
- মন ছুয়ে যায়
- মন জলে
- মন পবনের নাও
- না পাওয়ার ব্যাথা
- নেই তুমি কাছে
- নীরবতা
- অবহেলা
- ওই দুটি চোখে
- ওপেক্ষায় থেকো
- পাপী
- পিঞ্জিরা
- পরাজিত ভালবাসা
- প্রেমের আগুন বুকে
- প্রেম জুয়াড়ী
- প্রিয়া কাছে নেই
- প্রিয়া নেই পৃথিবীতে
- প্রশ্ন জাগে মনে
- সাত আসমান
- শোন অনন্যা
- স্বপ্নের দুয়ারে
- স্বপ্নবিহীন
- সুখের শহর
- সুখী হতে পারোনী
- স্বপ্ন দেখী
- স্বপ্নরানী
- ঠিকানাবিহীন পথে
- তোমাকে দেখিনা কতদিন
- তুমি আমার স্বপ্ন ঘুড়ি
- তুমি বীনে
- তুমি এলেনা
- তুমি স্বপ্ন আমার
- উড়ু উড়ু মন
- ভাল আছতো
- ভালবাসা নয় অপরাধ
- ভালোবাসা তোমাকে ধ্যনবাদ
- ভালবাসতেও দিলেনা
- ঝগড়ার গান (২০১৩) ন্যান্সির সাথে[৯]
অভিনয়
সম্পাদনাআসিফ তাঁর নিজের গানের মিউজিক ভিডিওতে অভিনয় করে থাকেন। তবে ২০১৯ সালে পরিপূর্ণ অভিনেতা হিসেবে 'গহীনের গান' চলচ্চিত্রে অভিনয় করেন।[৪]
বই
সম্পাদনা- পোটকরা টু ম্যানহাটান (২০২০)[১০]
- আকবর ফিফটি নট আউট
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা- জাতীয় চলচ্চিত্র পুরস্কার: ১ বার
- মেরিল প্রথম আলো পুরস্কার: ৬ বার
- ৭ম বিএমজেএ মিউজিক অ্যাওয়ার্ড-২০১৯: ১ বার
- ৮ম আরটিভি স্টার অ্যাওয়ার্ড: ১ বার
- সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড: ১ বার
এছাড়াও ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত পর পর ৬ বছর অ্যালবাম বিক্রির দিক থেকে শীর্ষে ছিলেন আসিফ যা বাংলাদেশের অডিও মিউজিক ইন্ডাস্ট্রিতে এক বিরল ঘটনা। তার প্রথম এলবাম ৫৫ লক্ষ+ কপি বিক্রি হয়েছিল। যা বাংলাদেশের অডিও ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।[১১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Singer Asif gets back to business"। Daily Sun। Dhaka। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ Shilpi Mahalanobish (১২ আগস্ট ২০০৪)। "Asif Akbar: A ripple in the music industry"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০০৯।
- ↑ "Asif Akbar: A ripple in the music industry"। দ্য ডেইলি স্টার। ১২ আগস্ট ২০০৪। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০০৯।
- ↑ ক খ গ "মানুষের জীবনের কথা বলবে 'গহীনের গান': আসিফ আকবর"। banglanews24.com। ২০১৯-১১-২৮। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০১।
- ↑ "অবশেষে আসিফের 'এক্স প্রেম'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৩।
- ↑ "Singer Asif Gets Back to Business"। ডেইলি সান। ২০১৩-০৭-৩১। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Asif's comeback"। দ্য ডেইলি স্টার।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৪।
- ↑ Iron_man। "Jhograr Gaan (2013) by Asif & Nancy Album Download - BDmusic24.Net"। bdmusic24.net। ২২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯।
- ↑ "আসিফ গাইতে চান পাঁচ হাজার গান"। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "আসিফকে কারাগারে পাঠানোর নির্দেশ | প্রিয়.কম"। প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-০৬।