সৈকত নাসির একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার[] ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত দেশা: দ্য লিডার চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কার লাভ করেন।[] এরপর তিনি নির্মাণ করেছেন পাষাণ,[] হিরো ৪২০, ক্যাসিনো, সুলতানপুর, পাপ ইত্যাদি। এছাড়া তিনি চল্লিশটির উপর টেলিভিশন বিজ্ঞাপন নির্মাণ করেছেন।[]

সৈকত নাসির
জন্ম (1984-09-16) ১৬ সেপ্টেম্বর ১৯৮৪ (বয়স ৪০)
জাতীয়তাবাংলাদেশী
পেশাপরিচালক ও চিত্রনাট্যকার
কর্মজীবন২০১৪–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (১ম বার)

নির্বাচিত ছায়াছবি

সম্পাদনা
  • দেশা: দ্য লিডার (২০১৪)
  • হিরো ৪২০ (২০১৬)
  • পাষাণ (২০১৮)
  • তালাশ (২০২২)
  • ক্যাসিনো (মুক্তির অপেক্ষাধীন)
  • আকবর: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা (মুক্তির অপেক্ষাধীন)
  • মাসুদ রানা (মুক্তির অপেক্ষাধীন)
  • সুলতানপুর (মুক্তির অপেক্ষাধীন)
  • এ জার্নি উইথ ইউ (মুক্তির অপেক্ষাধীন)
  • ক্যাশ (ঘোষিত)
  • পাপ (২০২৩)
  • লন্ডন লাভ (ঘোষিত)

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০১৪ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চিত্রনাট্যকার দেশা: দ্য লিডার বিজয়ী[]

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা