তানিম রহমান অংশু
তানিম রহমান অংশু একজন বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক এবং সম্পাদক। তিনি ন ডরাই চলচ্চিত্র পরিচালনার জন্য শ্রেষ্ঠ পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[১]
তানিম রহমান অংশু | |
---|---|
পেশা | পরিচালক, সম্পাদক |
পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৯) |
কর্মজীবন
সম্পাদনাঅংশু ২০১৬ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে নাম লেখান আদি চলচ্চিত্র দিয়ে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন ও শায়লা সাবি।[২] চলচ্চিত্রটি এখনো মুক্তি পায়নি। একই বছর তিনি স্বপ্নবাড়ি নামে আরেকটি চলচ্চিত্রের কাজ শুরু করেন। পরবর্তীকালে এর নাম পরিবর্তন করে রাখা হয় স্বপ্নের ঘর।[৩] ভৌতিক ঘরানার চলচ্চিত্রটি ২০১৮ সালে মুক্তি পায়।[৪] এটি তার পরিচালিত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র।[৫] পরের বছর তিনি কক্সবাজারের এক তরুণ নারী সাফারের সত্যি জীবনের গল্প নিয়ে নির্মাণ করেন ন ডরাই।[৬] চলচ্চিত্রটি ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ফাগুন হাওয়ায় চলচ্চিত্রের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয় এবং অংশু এই চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৭]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | চলচ্চিত্র | টীকা |
---|---|---|
২০১৮ | স্বপ্নের ঘর | |
২০১৯ | ন ডরাই | |
আদি | নির্মাণাধীন |
উল্লেখযোগ্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
সম্পাদনা- গল্প গল্প কথা (২০২১)
পরিচালিত ওয়েব ধারাবাহিক
সম্পাদনাবছর | শিরোনাম | শিল্পী | ওটিটি | সূত্র |
---|---|---|---|---|
২০২৩ | বুকের মধ্যে আগুন | অপূর্ব, ইয়াশ রোহান, তমা মির্জা, তৌকীর আহমেদ | হইচই |
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাবছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
২০১৭ | সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস | সেরা মিউজিক ভিডিও | ঝুম | বিজয়ী | [৮] |
২০২০ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক | ন ডরাই | বিজয়ী | [৯] |
২০২০ | সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক | মনোনীত |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'ন ডরাই' এর জন্য শ্রেষ্ঠ পরিচালক তানিম রহমান অংশু"। চ্যানেল আই অনলাইন। ৩ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০।
- ↑ "'আদি' ছবির ট্রেলারে সুমন ও শায়লা সাবি"। দৈনিক প্রথম আলো। ৯ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২০।
- ↑ "'স্বপ্নবাড়ি' এখন 'স্বপ্নের ঘর'"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সেপ্টেম্বর ১৯, ২০১৮। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২০।
- ↑ "আগামীকাল মুক্তি পাচ্ছে 'স্বপ্নের ঘর'"। দৈনিক সমকাল (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৮। ২৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২০।
- ↑ "অবশেষে মুক্তি পাচ্ছে 'স্বপ্নের ঘর'"। সারাবাংলা.নেট। ১১ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২০।
- ↑ "নারী মুক্তির গল্প 'ন ডরাই'"। সারাবাংলা.নেট। ২৬ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২০।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ন ডরাই ও ফাগুন হাওয়ায়"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩ ডিসেম্বর ২০২০। ৬ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২০।
- ↑ "'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড' পেলেন যাঁরা"। দৈনিক প্রথম আলো। ২৯ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২০।
- ↑ কাদের, মনজুর (৩ ডিসেম্বর ২০২০)। "কারা পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে তানিম রহমান অংশু (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে তানিম রহমান অংশু