ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে একটি বাংলা গান। গানটির গীতিকার হলেন জুলফিকার রাসেল ও সুরকার হলেন ইবরার টিপু। গানে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু, অর্ণব, মিলা, বালাম, দিলশাদ নাহার কনা, এলিটা করিম।[১][২] গানটি ২০১১ ক্রিকেট বিশ্বকাপের আনুষ্ঠানিক স্বাগত সঙ্গীত।[৩] ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গানটি পরিবেশিত হয়।[৪][৫][৬]
"ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে" | |
---|---|
ইবরার টিপু, অর্ণব, মিলা, বালাম, দিলশাদ নাহার কনা এবং এলিটা করিম কর্তৃক সঙ্গীত | |
ভাষা | বাংলা |
মুক্তিপ্রাপ্ত | ১৭ ফেব্রুয়ারি ২০১১ |
বিন্যাস | ডিজিটাল ডাউনলোড |
রেকর্ডকৃত | ২০১১ |
দৈর্ঘ্য | ৫:৪০ |
লেখক | জুলফিকার রাসেল |
পরিচিত
সম্পাদনা২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপটি বাংলাদেশসহ তিনটি ভিন্ন দেশে অনুষ্ঠিত হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানটি ১৭ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি এমন একটি গান দিয়ে শুরু হয়েছিল যা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে ঐতিহ্যকে তুলে ধরে বিশ্বব্যাপী। গানটি লেখেন জুলফিকার রাসেল যিনি মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ক্রিকেট দল, সুন্দরবন, কক্সবাজার ইত্যাদি বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছিলেন। ইবরার টিপু এই গানে দোতরা, সানাই থেকে শুরু করে প্রচলিত দেশীয় যন্ত্র ব্যবহার করেছেন, ধ্রুপদী থেকে লোকসহ আধুনিক সুর মিলিয়ে গানটির সুর করেছেন। [৭]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী গানে বাংলাদেশ চিনে নেওয়ার আহ্বান"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৭।
- ↑ "বিশ্বকাপ ক্রিকেটের স্বাগত সংগীত"। www.prothom-alo.com। ২০১১-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৭।
- ↑ "A Cup of Coffee with Zulfiqer Russell"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৩-৩১। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৪।
- ↑ "Cultural Rendezvous"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৬ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৯।
- ↑ বাংলা, কাদির কল্লোল বিবিসি; ঢাকা। "ঢাকায় ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধন"। বিবিসি নিউজবাংলা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৭।
- ↑ "বাংলাদেশে বিশ্বকাপ"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৭।
- ↑ "All set for WC fiesta"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১২।