আমীর সিরাজী

বাংলাদেশী অভিনেতা

আমীর সিরাজী হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। যিনি দীর্ঘ অভিনয়শিল্পী কর্মজীবনে প্রায় ৭০০টিরও বেশী চলচ্চিত্রে অভিনয় করেন।[]

আমীর সিরাজী
জন্ম (1951-11-10) ১০ নভেম্বর ১৯৫১ (বয়স ৭৩)
ময়মনসিংহ , পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
জাতীয়তাবাংলাদেশী
কর্মজীবন১৯৮৪ - বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
সম্পূর্ণ তালিকা

প্রাথমিক জীবন

সম্পাদনা

১৯৭৩ সালে গফরগাঁও ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করেন।[] ১০ নভেম্বর ১৯৫১ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা হাজী ফজলুর রহমান কাশ্মীরি ছিলেন একজন ধনাঢ্য ব্যবসায়ী।[]

কর্মজীবনী

সম্পাদনা

তিনি ক্যারিয়ার শুরু করেন বাংলা চলচ্চিত্রের খল নায়ক হিসেবে। তিনি ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের বিজ্ঞাপন দেখে ঢাকায় আসেন। ‘রাধা কৃষ্ণ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ইবনে মিজান পরিচালিত ‘পাতাল বিজয়’। দীর্ঘ অভিনয় জীবনে তিনি সাতশ’রও বেশি ছবিতে অভিনয় করেছেন।[]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

তিনি ৭ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন

বছর শিরোনাম চরিত্র পরিচালক টীকা
টি.বি.এ মন দেব মন নেব নির্মাধীন
বাংলার ফাটাকেষ্ট
২০২৩ শত্রু সুমন ধর
২০২০ সাহসী হিরো আলম
২০১৯ আই অ্যাম রাজ এম আজাদ
পাগলামী রঘু চাকমা কমল সরকার
২০১৮ পাষাণ
২০১৭ এক পলকের দেখা
২০১৬ ভালোবাসাপুর
আমি তোমার হতে চাই
২০১৪ প্রেম কি অপরাধ
দাবাং
জান
২০১৩ ৭১ এর গেরিলা
এক পায়ে নূপুর
২০১২ এক জনমের কষ্টের প্রেম
রক্তে ভেজা বাংলাদেশ
জিদ্দি বউ
সন্ত্রাসী ধরো
ঢাকার কিং
পালাবার পথ নেই অপূর্ব-রানা
২০১১ একবার বলো ভালবাসি বদিউল আলম খোকন
২০১০ চাচ্চু আমার চাচ্চু জব্বার তালুকদার পি এ কাজল
মনের মানুষ মৌলভি গৌতম ঘোষ
অবুঝ বউ বড় বাবু নারগিস আক্তার
২০০৯ অভিশপ্ত রাত
২০০৮ তুমি স্বপ্ন তুমি সাধনা শাহাদাত হোসেন লিটন
মেঘের কোলে রোদ নিঝুমের খালু নারগিস আক্তার
আসলাম ভাই ইস্পাহানী আরিফ জাহান
২০০৭ আমার প্রাণের স্বামী ছনিয়ার বাবা পি এ কাজল
শত্রু শত্রু খেলা
নিষিদ্ধ প্রেম
বাদশা ভাই এল এল বি
তুফান আমার নাম
তেজী মেয়ে
ওরা অগ্নিকন্যা
ঘরে দুশমন
দুই মাস্তান
মেয়ে অপহরণ
ক্ষমতার গরম
চান্দি গরম
২০০৬ দুশমনের দুশমন
হাই রিস্ক
মাথা গরম
ডাল ভাত
আজকের গরম খবর
কোটি টাকার কাবিন এফ আই মানিক
গোপন শত্রু
২০০৫ বাংলার বাঘ
নিরাপত্তা
লাগাও বাজী
এলাকার বাদশা
হাজার বছর ধরে গনু মোল্লা কোহিনূর আক্তার সুচন্দা
অবৈধ অস্ত্র
চার সতীনের ঘর ফুলবানুর বাবা নারগিস আক্তার
গুটিবাজ
গাদ্দারী
সিটি টেরর এম এ রহিম
টপ লিডার
২০০৪ ভাড়াটে খুনী
কঠিন পুরুষ
ফুল আর পাথর
বাঁচাও দেশ
মায়ের হাতের বালা
মেঘের পরে মেঘ চাষী নজরুল ইসলাম
লাষ্ট টার্গেট
আগুন আমার নাম
২০০৩ হিংসা প্রতিহিংসা
ক্ষমতার দাপট
মার্ডার
২০০২ ভাইয়া
২০০০ ঝড়
কষ্ট কাজী হায়াৎ
১৯৯৯ পাগলা ঘন্টা ঘটক মামা
আমি তোমারই
স্বপ্নের পুরুষ
কুংফু নায়ক
বাবার বাবা
ভুলনা আমায়
মরণ কামড় মালেক আফসারী
অবুঝ মনের ভালবাসা
মগের মুল্লুক
শিবা গুন্ডা
১৯৯৮ শান্ত কেন মাস্তান মনতাজুর রহমান আকবর
মধু পূর্ণিমা রাঙ্গা সরদার
সত্যের সংগ্রাম
১৯৯৭ আত্মসাৎ
সুপ্যারম্যান
১৯৯৬ দূর্জয়
১৯৯৫ আঞ্জুমান
১৯৯৪ ঘৃণা ইন্সপেক্টর
স্নেহ উকিল গাজী মাজহারুল আনোয়ার
ডন
১৯৯৩ ত্যাগ পুলিশ কমিশনার শিবলি সাদিক
১৯৮৯ সোনার সংসার মালেক আফসারী
১৯৮৭ ধনী গরীব মালেক আফসারী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "আমির সিরাজীর অবস্থার উন্নতি"ইত্তেফাক। ২০২১-১১-২৫। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১৪ 
  2. "শিল্পীরা না খেয়ে মরবে সিনেমার অভাবে : আমির সিরাজী"জাগো নিউজ। ২০২১-১১-২৮। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১৪ 
  3. ডেস্ক, বিনোদন। "অভিনেতা আমির সিরাজী লাইফ সাপোর্টে"DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১৪ 
  4. "চলচ্চিত্রের খল নায়ক আমির সিরাজী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে"www.dainiksangbadpratidin.com। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা