ইস্পাহানী-আরিফ জাহান

চলচ্চিত্র পরিচালক

ইস্পাহানী-আরিফ জাহান হচ্ছে এম.এন ইস্পাহানীআরিফ আল আশরাফ দ্বারা গঠিত একটি বাংলাদেশী পরিচালক দ্বৈত।[] পরিচালক জুটিটি থ্রিলার ও মারপিটধর্মী চলচ্চিত্র পরিচালনার জন্য বিশেষভাবে পরিচিত।[][] এই জুটির সর্বশেষ পরিচালিত চলচ্চিত্র হচ্ছে মিশন মাদ্রিদ[] "দিগন্ত চলচ্চিত্র" ও "নক্ষত্র চলচ্চিত্র" নামে তাদের দুটি নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে।

ইস্পাহানী-আরিফ জাহান
পেশাপরিচালক, প্রযোজক, রচয়িতা
কর্মজীবন১৯৯৫–বর্তমান
শৈলীথ্রিলার, মারপিট
আদি নিবাসব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, বাংলাদেশ

শৈশব ও কর্মজীবন

সম্পাদনা

এম.এন ইস্পাহানী এবং আরিফ আল আশরাফ দুজন চাচাতো ভাই, তারা ব্রাহ্মণবাড়িয়ায় বড় হয়েছেন। তারা তাদের চাচা দেলোয়ার জাহান ঝান্টু এর সাথে দেখা করেছিলেন, যিনি ঢালিউডে চলচ্চিত্র পরিচালনা করতেন। তিনি তাদের প্রথমে তার চলচ্চিত্র পরিচালনায় সহায়তা করার পরামর্শ দিয়েছিলেন এবং তাদের চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসাবে নিয়োগ করেন। তারা কয়েকটি চলচ্চিত্র সহকারী পরিচালক হিসাবে পরিচালনা করেছিলেন এবং পরে শহীদুল হক শিকদার তাদের পরিচালিত প্রথম চলচ্চিত্র বিদ্রোহী বধু পরিচালনায় সহায়তা করেন, যা বক্স অফিসে ব্যবসায়িকভাবে সফলতাও অর্জন করে। পরবর্তীতে তারা চলচ্চিত্র প্রযোজনা শুরু করে, তাদের প্রযোজিত প্রথম চলচ্চিত্র ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত শাকিব খানশাবনূর অভিনীত গোলাম। এরপর তারা একটি চলচ্চিত্র পরিচালনা ও ১৪টি চলচ্চিত্র প্রযোজনা করেন। তাদের পরিবেশিত ব্যবসায়িকভাবে সফল চলচ্চিত্রগুলোর মধ্যে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২, ওয়ার্নিংফাঁদ - দ্য ট্র্যাপ অন্যতম।[]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
বছর চলচ্চিত্র অভিনয়শিল্পী টীকা
১৯৯৫ বিদ্রোহী বধু শাবানা, আলমগীর, বাপ্পারাজ, মৌসুমী দিকনির্দেশক
১৯৯৬ লাট সাহেবের মেয়ে আলমগীর, ওমর সানী, মৌসুমী পরিচালক
১৯৯৭ সুখের স্বর্গ শাবানা, আলমগীর, ওমর সানী, মৌসুমী
১৯৯৮ আমার বউ শাকিল খান, সাদিকা পারভিন পপি
তুমি সুন্দর ওমর সানী, মৌসুমী
১৯৯৯ শত্রু ধংশ শাকিল খান, ইলিয়াস কাঞ্চন, নূতন
মোস্তফা ভাই মান্না, মৌসুমী
২০০০ গোলাম শাকিব খান, শাবনুর, ডিপজল পরিচালক ও প্রযোজক
২০০১ শিকারি শাকিব খান, রুবেল, পূর্ণিমা, ডিপজল
২০০২ নায়ক মান্না, মৌসুমী
২০০৩ ভিলেন মান্না, পূর্ণিমা
২০০৪ আমাদের সন্তান রাজ্জাক, কবরী, মান্না, নেহা
২০০৫ সন্ত্রাসী মুন্না মান্না, মৌসুমী
২০০৭ আসলাম ভাই[] মান্না, জনা পরিচালক
জমজ শাকিব খান, সাদিকা পারভিন পপি, নদী প্রযোজক
মেশিন ম্যান মান্না, মৌসুমী, অপু বিশ্বাস
২০০৮ মাথা নষ্ট মান্না, নূপুর
এক বুক ভালবাসা[] ইমন, অপু বিশ্বাস পরিচলক ও প্রযোজক
২০০৯ ও সাথীরে শাকিব খান, অপু বিশ্বাস প্রযোজক
২০১৩ ঢাকার কিং শাকিব খান, অপু বিশ্বাস
প্রেম প্রেম পাগলামী বাপ্পি চৌধুরী, আঁচল
২০১৪ গুন্ডা দ্যা টেরোরিস্ট[][] বাপ্পি চৌধুরী, আঁচল, অমৃতা খান, তানভীর পরিচলক ও প্রযোজক
২০১৮ নায়ক বাপ্পী চৌধুরী, অধরা খান পরিচালক
২০২২ হৃদিতা এবিএম সুমন, পূজা চেরি রায় পরিচালক

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ইস্পাহানী আরিফ জাহানের নতুন ছবিManab Zamin। ১০ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৯ 
  2. "Remake of the superhit track 'Lungi Dance'"Bangladesh Chronicle [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. এপ্রিলেই আসছে গুন্ডা-দ্য টেরোরিস্ট (ভিডিওJagoNews24.com) 
  4. "Gunda to be shot in Cox's Bazar" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "বাংলা চলচ্চিত্রের একজন মান্নার গল্প" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "জি-সিরিজ ও অগ্নিবীণা প্রোডাকশন" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "SIS MEDIA official Website"। ৭ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৯ 
  8. "Amrita plays for keeps on the silver screen with Game"Dhaka Tribune [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "Bappi-Anchol's movie Gunda - The Terrorist"The New Nation। Dhaka। ২৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা