চাচ্চু আমার চাচ্চু
পি এ কাজল পরিচালিত বাংলা ভাষার বাংলাদেশী চলচ্চিত্র
চাচ্চু আমার চাচ্চু ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত পি এ কাজল পরিচালিত বাংলা ভাষার বাংলাদেশী নাট্য চলচ্চিত্র।[১] এতে প্রধান ভূমিকায় অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস, দীঘি, রাজ্জাক, সুচরিতা, মিজু আহমেদ ও রেহানা জলি।[২]
চাচ্চু আমার চাচ্চু | |
---|---|
পরিচালক | পি এ কাজল |
প্রযোজক | মিঠুন চক্রবর্তী |
রচয়িতা | কমল সরকার পি এ কাজল |
চিত্রনাট্যকার | পি এ কাজল |
কাহিনিকার | পি এ কাজল |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | শওকত আলী ইমন ইমন সাহা |
চিত্রগ্রাহক | মুজিবুল হক ভূইয়া |
সম্পাদক | চিশতি জামাল |
প্রযোজনা কোম্পানি | তাজ কথাচিত্র |
পরিবেশক | তন্ময় কথাচিত্র |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫০ মিনিট (ইউটিউব ভার্সন) |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
পটভূমি
সম্পাদনাঅভিনয়শিল্পী
সম্পাদনা- শাকিব খান - রাফাত মালিক[২]
- অপু বিশ্বাস - বুবলি তালুকদার
- প্রার্থনা ফারদিন দিঘী - তৃপ্তি
- রাজ্জাক - রফিক মালিক
- সুচরিতা - তৃপ্তির মা
- মিজু আহমেদ - সুলতান শিকদার
- রেহানা জলি - শাহানা
- সুব্রত - ইন্সপেক্টর
- বেগম মন্টু - আসাদের মা
- আমির সিরাজী - জব্বার তালুকদার
সাউন্ডট্রাক
সম্পাদনাচাচ্চু আমার চাচ্চু | ||||
---|---|---|---|---|
কর্তৃক সাউন্ডট্রাক | ||||
মুক্তির তারিখ | ৫ সেপ্টেম্বর ২০১০ | |||
শব্দধারণের সময় | ২০০৯ | |||
স্টুডিও | তাজ কথাচিত্র | |||
ঘরানা | বাংলা চলচ্চিত্রের সাউন্ডট্রাক | |||
দৈর্ঘ্য | ২৮:০০ | |||
ভাষা | বাংলা | |||
সঙ্গীত প্রকাশনী | সিডি চয়েস | |||
প্রযোজক | ইমন সাহা | |||
ইমন সাহা কালক্রম | ||||
|
সাউন্ডট্র্যাকটির সুর করেছেন ইমন সাহা এবং শওকত আলী ইমনের সুর করা একটি গান, যাতে মোট ছয়টি গান রয়েছে।[৩] সাউন্ডট্র্যাকের অডিও অ্যালবামটি ৫ সেপ্টেম্বর ২০১০ এ প্রকাশিত হয়।[৪] সাবরিনা পড়শী চলচ্চিত্রের টাইটেল ট্র্যাক "তুমি আমার বন্ধু খেলার সাথী" দিয়ে তার প্লেব্যাকে আত্মপ্রকাশ করেছিলেন। এটি ২০০৯ সালে রেকর্ড করা হয়েছিল, এটি তার প্রথম স্টুডিও রেকর্ডিংও ছিল।[৫][৬]
সকল গানের গীতিকার কবির বকুল; সকল গানের সুরকার শওকত আলী ইমন
ইমন সাহা।
চাচ্চু আমার চাচ্চু ট্রাক তালিকা | |||||
---|---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
১. | "আমি যেনো ছুঁড়ে" | এন্ড্রু কিশোর | |||
২. | "আমি একদিন" | কুমার বিশ্বজিৎ, বেবি নাজনীন | |||
৩. | "তুমি আমার বন্ধু" | কবির বকুল | শওকত আলী ইমন | সাবরিনা পড়শী | ৪:৪৮ |
৪. | "যদি বনের শাপে" | এন্ড্রু কিশোর, রুনা লায়লা | |||
৫. | "দুই চোখে আমার কেনো" | কনকচাঁপা | |||
৬. | "দয়াল" | বারি সিদ্দিকী | |||
মোট দৈর্ঘ্য: | ২৮:০০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ চিন্তামন তুষার, গ্লিটজ কর্ণার (২৭ জুলাই ২০১৪)। "ছোট পর্দার ঈদ আয়োজন: সিনেমা"। বিডিনিউজ২৪.কম। সংগ্রহের তারিখ অক্টোবর ১২, ২০২৪।
- ↑ ক খ নিউজ, আরটিভি (১৪ জুন ২০২৪)। "ঈদে আরটিভিতে নবাব-শিকারীসহ শাকিবের ১০ সিনেমা"। আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ অক্টোবর ১২, ২০২৪।
- ↑ Chachchu Amar Chachchu – EP by Various Artists on Apple Music (ইংরেজি ভাষায়), ১ জানুয়ারি ২০১০, ৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৪
- ↑ "'চাচ্চু আমার চাচ্চু'র অডিও প্রকাশ | Kaler Kantho"। Kaler Kantho। ৫ সেপ্টেম্বর ২০১০। ২৮ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৯।
- ↑ "মোটেও আতঙ্কিত নয় পড়শী"। banglanews24.com। ৫ ফেব্রুয়ারি ২০১২। ৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "পড়শীর গান, গানের পড়শী"। banglanews24.com। ৯ জুলাই ২০১৪। ৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে চাচ্চু আমার চাচ্চু
- ইন্টারনেট মুভি ডেটাবেজে চাচ্চু আমার চাচ্চু (ইংরেজি)