একবার বলো ভালবাসি
২০১১ সালের বাংলাদেশি চলচ্চিত্র
একবার বলো ভালোবাসি হচ্ছে ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি ঢালিউড প্রণয়-মারপিটধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস ও মিশা সওদাগর। [২] পাশাপাশি, তমা মির্জা, কাজী হায়াত ও শিবা শানু সহ অন্যান্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। চলচ্চিত্রটি ২০১১ সালের ৩১ ঈদুল ফিতরে মুক্তি পায় এবং বক্স অফিসে সাফল্য অর্জন করে। এটি ২০১১ সালের সর্বাধিক উপার্জনকারী বাংলাদেশী চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম।
একবার বলো ভালবাসি | |
---|---|
পরিচালক | বদিউল আলম খোকন |
রচয়িতা | কাশেম আলী দুলাল |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | আলী আকরাম শুভ |
প্রযোজনা কোম্পানি | বিএফডিসি |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৬০ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়
সম্পাদনা- শাকিব খান - আগুন
- অপু বিশ্বাস - শিখা
- মিশা সওদাগর - সুলতান চৌধুরী
- তমা মির্জা - আলো, আলীর বোন
- শিবা শানু - আলী
- হায়দার সিরাজী - আকরাম মির্জা
- কাজী হায়াত - সুলতান চৌধুরীর বাবা
- অলকা সরকার
- রেহানা জলি - সুলতান চৌধুরীর মা
- সাদেক বাচ্চু - জুলমাত মির্জা
- আমীর সিরাজী
- সাঙ্কু পাঞ্জা - আনোয়ার মির্জা
- কোবরা
- আসিফ ইকবাল - ফয়সাল
সংগীত
সম্পাদনাএকবার বলো ভালোবাসি চলচ্চিত্রের সুর ও সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ।[৩]
গানের তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | সংগীতশিল্পী | দৈর্ঘ্য |
১. | "একবার বলো ভালোবাসি" | এন্ড্রু কিশোর ও কনক চাঁপা | ৪:২৮ |
২. | "লাইফটা এনজয় করে" | এস আই টুটুল | ৩:৫৮ |
৩. | "লাভ ইউ লাভ ইউ" | মিলি | ৪:০২ |
৪. | "প্রেমের জন্যই পৃথিবী" | রুনা লায়লা ও এন্ড্রু কিশোর | ৪:১০ |
৫. | "এই মন চায় বলতে" | সায়ন্তনী ও এন্ড্রু কিশোর | ৪:৩০ |
৬. | "নিয়তি কি ক্ষতি" | এস আই টুটুল | ৪:১৬ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ঈদের ছবি
- ↑ Three Shakib Khan films to be released this Eid
- ↑ "Ekbar Bolo Bhalobashi (2011)"। ২ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।